বাংলা মকটেস্ট – ০৭
বিষয় – unit – 8 (জীবনস্মৃতি ও জাপানযাত্রী)
◆ উত্তরপত্র ◆
১) কোন খেলা কবির কাছে বিশেষ বিরক্ত বোধ হত ?
A. পুতুল খেলা B. লুকোচুরি
C. তাস D. যুদ্ধ খেলা
★ সঠিক উত্তর – C
২) “এই ধরণের নাটক শুধু নূতনতর আর্ট হিসাবেই প্রশংসনীয় নহে, দুঃস্থ নিপীড়িত মনুষ্যত্বের প্রতি ইহা যে বেদনা জাগ্রত করে, তাহার মূল্য অনেক” – ‘নবান্ন’ নাটক সম্পর্কে কোন পত্রিকা এই মত পোষণ করেছিলেন ?
A. অরণি
B. অমৃতবাজার পত্রিকা
C. আনন্দ বাজার পত্রিকা
D. যুগান্তর
★ সঠিক উত্তর – D
৩) ‘নবজাতক’ কাব্যের বেশিরভাগ কবিতা কোন প্রবন্ধে প্রকাশিত হয়েছে ?
A. পরিচয় B. প্রগতি
C. বিচিত্রা D. প্রবাসী
★ সঠিক উত্তর – D
৪) কিশোরী চাটুজ্জ্যের থেকে কোন পাঁচালি গানটি রবীন্দ্রনাথ ঠাকুর শেখাননি –
A. প্রাণ তো অন্ত হল
B. মা অভয়ে রেখো পায়ে
C. রাঙা জবায় কী শোভা পায়
D. ওরে ভাই জানকীরে দিয়ে এসো
★ সঠিক উত্তর – B
৫) তত্ত্বরঞ্জিনী সভার দ্বিতীয় অধিবেশনে সভার নতুন নামকরণ করা হয় তত্ত্ববোধিনী সভা। নামকরণ কে করেন ?
A. দেবেন্দ্রনাথ ঠাকুর
B. রামচন্দ্র বিদ্যাবাগীশ
C. অক্ষয় কুমার দত্ত
D. আনন্দচন্দ্র বেদান্তবাগীশ
★ সঠিক উত্তর – B
৬) “মেলামেশায় ভালো মানুষিতে হঠাৎ মনে হয় ঘোরো লোকের মতো” – কার সম্বন্ধে রবীন্দ্রনাথ একথা বলেছেন ?
A. ইংরেজ সহযাত্রী
B. মুসলমান সহযাত্রী
C. বার্কার
D. জাপানি কাপ্তেন
★ সঠিক উত্তর – D
৭) “মড়ার হাড়ের ফুলের মালা পরেছি গলায়” – গানটি ‘জনা’ নাটকের কোন স্থানে গীত হয়েছে ?
A. ২য় অঙ্কের ৩য় গর্ভাঙ্ক
B. ৩য় অঙ্কের ১ম গর্ভাঙ্ক
C. ৪র্থ অঙ্কের ৩য় গর্ভাঙ্ক
D. ২য় অঙ্কের ১ম গর্ভাঙ্ক
★ সঠিক উত্তর – B
৮) সঠিক তথ্য গুলো নির্বাচন করে পযুক্ত বিকল্প চিহ্নিত করো।
1. ভারতী 2. শ্রাবণ 3. বৈশাখ 4. ১৩২১ 5. সাধনা 6. মাঘ 7. ১৩০৫ 8. সবুজ পত্র
‘দুরাশা’ গল্পের প্রকাশকাল উল্লেখ করো ।
A. 5, 3, 4
B. 1, 6, 4
C. 8, 2, 7
D. 1 , 3, 7
★ সঠিক উত্তর – D
৯) মন্তব্য – হৈমন্তী পূজো অর্চনার নিয়ম জানত না।
যুক্তি – হৈমন্তী প্রবাসে মানুষ হয়েছে।
A. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
B. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – আংশিক শুদ্ধ
C. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
D. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – আংশিক শুদ্ধ
★ সঠিক উত্তর – D
১০) রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী দলকে গ্রহণ করে নিজের ঐতিহ্যকে নিজে ভেঙেছেন যেভাবে –
A. গদ্যরীতির প্রচলন করে
B. প্রতীকের রূপায়ণে
C. কাব্যে অর্থঘন শব্দচয়নে
D. কাব্যে রোমান্টিসিজমের সঙ্গে ক্লাসিসিজমের সংমিশ্রণে
★ সঠিক উত্তর – A
১১) বিবৃতির উপযুক্ত সূত্র নির্দেশ করো –
বিবৃতি – মজলিশ তখনকার কালের একটা অত্যাবশ্যক সামগ্রি।
সূত্র – ১ : তখনকার পরিবারগুলি একান্নবর্তী ছিল।
সূত্র – ২ : পরস্পরের মেলামেশা ঘনিষ্ঠ ছিল।
সূত্র – ৩ : তখনকার মানুষজন আমুদে এবং সংস্কৃতি প্রিয় ছিল।
সূত্র – ৪ : বিত্তবান মানুষেরা সংস্কৃতমনস্ক ছিল।
সংকেত –
A. কেবল ১ শুদ্ধ
B. ৩ ও ৪ শুদ্ধ
C. কেবল ২ শুদ্ধ
D. ১ ও ৪ শুদ্ধ
★ সঠিক উত্তর – C
১২) “বিদায়মাত্রেরই একটা ব্যথা আছে” – উদ্ধৃতাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে ?
A. জাপানযাত্রী
B. পল্লীপ্রকৃতি
C. বাস্তব
D. ছেলেভুলানো ছড়া
E. মেঘদূত
★ সঠিক উত্তর – A
১৩) ‘প্রথম পার্থ’ নাটকে হস্তিনাপুরের সাধু কে ?
A. ভীষ্ম B. ধৃতরাষ্ট্র
C. বিদূর D. গান্ধারী
★ সঠিক উত্তর – C
১৪) ‘জীবনস্মৃতি’ প্রবন্ধে উল্লেখিত কবিতাগুলি ক্রমানুসারে সাজাও –
1. রবি করে জ্বালাতন আছিল সবাই
2. এক সূত্রে বাঁধিয়াছি সহস্র মন
3. নিশিদিশি দাঁড়ায়ে আছ
4. মরিতে চাহিনা আমি
5. আমসত্ত্ব দুধে ফেলি
সংকেত –
A. 3 – 5 – 2 – 1 – 4
B. 3 – 1 – 5 – 2 – 4
C. 5 – 1 – 3 – 4 – 2
D. 5 – 1 – 4 – 3 – 2
★ সঠিক উত্তর – B
১৫) “তাঁহার সেই কোল যেন আমার মায়ের কোলের মত বোধ হইতে লাগিল” – কার কোলের কথা বলা হয়েছে ?
A. পিসিমা
B. জ্ঞাতি খুড়িমা
C. শাশুড়িমা
D. বড় ননদ
★ সঠিক উত্তর – C
১৬) ‘চিত্রা’ কবিতায় ‘তুমি’ শব্দটা আছে –
A. ৯ বার B. ১০ বার
C. ১১ বার D. ১২ বার
★ সঠিক উত্তর – B
১৭) “মন্বর্থবিপরীতা যা যা স্মৃতির্ণ প্রশস্যতে” – এর সঠিক অর্থ নির্দেশ করো –
A. মনুর বিপরীত স্মৃতি ও সমান প্রশংসনীয়
B. মনুর স্মৃতির বিপরীত স্মৃতি উল্লেখ্য নয়
C. যে স্মৃতি মনুস্মৃতির বিপরীত তা পথ্য নয়
D. মনুস্মৃতির বিপরীত যে স্মৃতি তাহা প্রশংসনীয়
★ সঠিক উত্তর – D
১৮)
মন্তব্য – অনেক সময়ে ইংরেজ মনিবের সঙ্গে বাঙালি কর্মচারীর বোঝাপড়ার অভাব ঘটে না।
যুক্তি – ইংরেজ কর্তা বাঙালি কর্মচারীর অনুশাসন বুঝতে পারে না।
A. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
D. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
★ সঠিক উত্তর – D
১৯) ‘সাজাহান’ নাটকে যশোবন্ত সিংহ দারার পক্ষে যুদ্ধ করেছিলেন কোন যুদ্ধে ?
A. খিজুয়ার যুদ্ধে
B. নর্ম্মদার যুদ্ধে
C. আগ্রার যুদ্ধে
D. আমেদাবাদের যুদ্ধে
★ সঠিক উত্তর – B
২০)
a) জ্যোতিদাদার জাহাজের খোলের দাম ৫০০০ টাকা।
b) জ্যোতিদাদার জাহাজের নাম স্বদেশী।
c) জ্যোতিদাদার জাহাজের বিশেষত্ব – বিনামূল্যে পান খাওয়ানো।
d) জাহাজটি ডুবেছিল হাওড়ার ব্রিজে।
সংকেত –
A. a শুদ্ধ, c অশুদ্ধ
B. a ও b শুদ্ধ
C. c ও d অশুদ্ধ
D. a, c, d অশুদ্ধ
★ সঠিক উত্তর – D
২১) হরপ্রসাদ শাস্ত্রীর মতে, ‘মনুষ্যানুরাগ’ কার লেখার উদ্দেশ্য ?
A. বঙ্কিমচন্দ্র B. ভবভূতি
C. কালিদাস D. বায়রণ
E. টেনিসন
★ সঠিক উত্তর – D
২২) নিম্নলিখিত তথ্য অনুযায়ী কার সম্পর্কে বলা হয়েছে চিহ্নিত করো –
i) মেয়েটি একেবারে ফুটফুটে গৌরবর্ণ।
ii) দেহে ফুটেছে কাশ্মীরী শ্বেতপদ্মের আভা।
iii) চোখেতে নীল পদ্মের আভাস।
iv) চুলে চমক দেয় পিঙ্গলবর্ণ।
A. সোহিনী B. নীলা
C. হৈমন্তী D. নবাবজাদী
★ সঠিক উত্তর – B
২৩) লেখিকার লেখিকার
বয়স সন্তান
a) ২৫ বঃ i) কিশোরীলাল
b) ৩০ বঃ ii) দ্বারকানাথ
c) ৩৪ বঃ iii) প্রতাপচন্দ্র
d) ৩৭ বঃ iv) প্যারীলাল
সংকেত –
A. a) – iv b) – iii. c) – i d) – ii
B. a) – iii b) – iv. c) – ii d) – i
C. a) – ii b) – iii. c) – iv d) – i
D. a) – iv b) – ii. c) – i d) – iii
★ সঠিক উত্তর – D
২৪) বালক রবীন্দ্রনাথ ঠাকুর নীলকমল ঘোষাল এর কাছে কোন কোন বিষয়গুলি পাঠ নিতেন ?
i) মুগ্ধবোধ ii) চারুপাঠ iii) মেঘনাদবধ কাব্য iv) কুমারসম্ভব কাব্য
A. i, ii. B. i, iii
C. ii, iii. D. iii, iv
★ সঠিক উত্তর – C
২৫) আবু মোল্লাকে ধরে আনতে জামালকে কত জন লোক নিয়ে যাবার নির্দেশ দিয়েছিল হাওয়ান আলী ?
A. ৩ জন B. ৪ জন
C. ৫ জন D. ৬ জন
★ সঠিক উত্তর – C
২৬) বিশ্বভারতীর ইসলামীয় সংস্কৃতির অধ্যাপকের মৃত্যুতে কবি কোন কবিতাটি লিখেছিলেন ?
A. সাড়ে ন’টা
B. মৌলানা জিয়াউদ্দিন
C. প্রায়শ্চিত্ত
D. মৌলানা সামসুদ্দিন
★ সঠিক উত্তর – B
২৭) “ঠিক এই ছাড়বার সময় বিড়াল জলের মধ্যে পড়ে গেল” – কোন সময় অর্থাৎ তারিখটা উল্লেখ করো
A. ২রা জ্যৈষ্ঠ B.৩ রা জ্যৈষ্ঠ
C. ৮ ই জ্যৈষ্ঠ D. ৯ই জ্যৈষ্ঠ
★ সঠিক উত্তর – C
২৮) ‘পারিবারিক নারীসমস্যা’ প্রবন্ধ অনুযায়ী – কোথায় নারী পুরুষ কয়েকদিন একসঙ্গে থাকলেই স্বামী স্ত্রী হতে পারে ?
A. ইউরোপে B. ব্রিটেনে
C. বর্মায় D. রেঙ্গুনে
★ সঠিক উত্তর – C
২৯) মন্তব্য – রবীন্দ্রনাথের প্রথম পর্বে লেখা ভালো বলা গেলেও প্রশংসা করা যায় না।
যুক্তি – তাঁর লেখায় বস্তু বেশি ছিল।
A. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
B. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
C. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
D. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – D
৩০) ‘টিনের তলোয়ার’ নাটক অনুসারে বেণিমাধবের সংলাপগুলিকে ক্রমানুসারে সাজাও –
i) বেণিমাধব চাটুজ্যে পাথরে প্রাণ প্রতিষ্ঠা করতে পারে।
ii) আমি দেবশিল্পী বিশ্বকর্মা।
iii) আমার জাত হচ্ছে থিয়েটারওয়ালা।
iv) বিশ বৎসরে একাদিক্রমে অভিনয় করে বুঝলাম আমি অভিনয় করতে জানি না।
সংকেত –
A. iii – i – iv – ii
B. ii – i – iii – iv
C. i – ii – iv – iii
D. ii – iii – i – iv
★ সঠিক উত্তর – A
৩১) i) ভগ্নহৃদয় ii) ভারতী iii) বাল্মীকি প্রতিভা iv) সন্ধ্যা সংগীত v) প্রভাত সংগীত
‘জীবনস্মৃতি’ প্রবন্ধের শিরোনামগুলি ক্রমানুসারে সাজাও –
A. i – iii – iv – v – ii
B. i – iv – ii – v – iii
C. iii – ii – v – i – iv
D. ii – i – iii – iv – v
★ সঠিক উত্তর – D
৩২) রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বন্ধুদের সঙ্গে রেঙ্গুনের বিখ্যাত বৌদ্ধ মন্দিরে গিয়েছিলেন –
A. সোমবার B. বুধবার
C. শুক্রবার D. রবিবার
★ সঠিক উত্তর – A
৩৩) কল্লোল পত্রিকা ছাড়া আর কোন পত্রিকার প্রথম প্রচ্ছদ দীনেশ দাস অঙ্কন করেছিলেন ?
A. কবিতা পত্রিকা
B. কালিকলম পত্রিকা
C. প্রগতি পত্রিকা
D. শনিবারের চিঠি পত্রিকা
★ সঠিক উত্তর – D
৩৪) “খাপের চেয়ে তলোয়ার বড় হয়ে উঠলে ভালো হয় না” – কথাটা কে কাকে বলেছে ?
A. রণজিৎ বিশ্বজিৎকে
B. বিভূতি দূতকে
C. ধনঞ্জয় রণজিৎকে
D. ১ম নাগরিক ২য় নাগরিককে
★ সঠিক উত্তর – D
৩৫) ‘সাজাহান’ নাটকে সাজাহান কত বছর বন্দি ছিলেন ?
A. ৫ বছর B. ৩ বছর
C. ৭ বছর D. ১০ বছর
★ সঠিক উত্তর – C
৩৬) ‘ঘর ও বাহির’ শীর্ষক প্রবন্ধে বাড়ির উত্তরদিকে কী ছিল ?
A. বটগাছ B. পুকুর
C. ঢেঁকিঘর D. ঠাকুর দালান
★ সঠিক উত্তর – C
৩৭) ‘আমার জীবন’ প্রবন্ধের তৃতীয় সংস্করণ কত বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল ?
A. ১২৯১ বঙ্গাব্দ
B. ১২৯৭ বঙ্গাব্দ
C. ১৩০৬ বঙ্গাব্দ
D. ১৩১৩ বঙ্গাব্দ
★ সঠিক উত্তর – D
৩৮) রবীন্দ্রনাথ ঠাকুর চিঠি লিখে পোষ্ট করার জন্য এবং ব্রাহ্মধর্মের সংগীত ও উপনিষদের মন্ত্র আবৃত্তির জন্য কাদের শরণাপন্ন হয়েছিলেন ?
A. লেনু ও মহানন্দ
B. কিনু ও মহানন্দ
C. মহানন্দ ও বেচারাম
D. বেচারাম ও সত্য
E. কিনু ও কিশোরী
★ সঠিক উত্তর – C
৩৯) মন্তব্য – বাবু বাংলার কোনো রূপ সংস্কার করা অসম্ভব।
যুক্তি – সে ভাষা হচ্ছে পন্ডিতি বাংলার বিকার মাত্র।
A. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
C. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
D. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – A
৪০) রবীন্দ্রনাথ ঠাকুর ‘জাপান যাত্রী’ প্রবন্ধে কোন তিন বন্ধনকে মানুষের প্রকৃতিগত বলেছেন ?
i) হৃদয়ের বন্ধন ii) সম্পর্কের বন্ধন
iii) শিষ্টাচারের বন্ধন iv) আদবকায়দার বন্ধন v) জাতিগত বন্ধন
A. i, ii, v B. i, iii, iv
C. ii, iii, iv D. i, iii, v
★ সঠিক উত্তর – B
৪১) “শব্দটার কামড়ে পৃথিবী সব থেকে রক্তাক্ত” – শব্দটা কী ?
A. ভালোবাসা B. সহানুভূতি
C. মানবিকতা D. প্রয়োজন
★ সঠিক উত্তর – B
৪২) ‘পল্লীপ্রকৃতি’ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর লোকালয় তৈরিকে তুলনা করেছেন –
A. পুকুর কাটার সঙ্গে
B. মৌচাক তৈরির সঙ্গে
C. ধানের গোলা বাঁধার সঙ্গে
D. পাখির বাসা তৈরির সঙ্গে
★ সঠিক উত্তর – C
৪৩) “আমার বহুদিবসের বাঞ্ছা জগদীশ্বর পূর্ণ করিলেন” – বাঞ্ছাটি কী ?
A. পড়তে পারা
B. প্রকাশ্যে পুঁথি পড়া
C. লিখতে পারা
D. ছেলেকে চিঠি লেখা
★ সঠিক উত্তর – B
৪৪) “তোমার হাতেই জীবন সমর্পণ করা গেল” – ‘জীবনস্মৃতি’ প্রবন্ধকেন্দ্রিক এই উক্তি রবীন্দ্রনাথ ঠাকুর কার উদ্দেশ্য করেছেন ?
A. চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়
B. সত্যেন্দ্রনাথ দত্ত
C. অজিত চক্রবর্ত্তী
D. রামানন্দ বন্দ্যোপাধ্যায়
★ সঠিক উত্তর – D
৪৫) জীবনানন্দ দাশের কোন কবিতার পূর্বনাম ছিল পুরোহিত ?
A. পাখিরা B. নির্জন স্বাক্ষর
C. হায় চিল D. মৃত্যুর আগে
★ সঠিক উত্তর – B
৪৬) ‘জাপানযাত্রী’ প্রবন্ধ অনুযায়ী উদ্ধৃতিগুলি ক্রমানুসারে সাজাও –
i) পরাধীনতাই সবচেয়ে বড়ো বন্ধন নয়, কাজের সংকীর্ণতাই হচ্ছে সবচেয়ে কঠোর খাঁচা।
ii) নৃত্যের উল্লাস আছে, অথচ নৃত্যের নিয়ম নেই।
iii) সমুদ্র হচ্ছে নৃত্যলোক, আর পৃথিবী হচ্ছে শব্দলোক।
iv) দিনের বেলাটা মর্ত্যলোকের, আর রাত্রিবেলাটা সুরলোকের।
v) আমাদের সামনে মস্ত দুটো ভোজের থালা, আকাশ আর সাগর।
A. v – iii – ii – iv – i
B. ii – iii – iv – i – v
C. iv – iii – i – v – ii
D. i – iv – ii – v – iii
★ সঠিক উত্তর – C
৪৭) ‘চাঁদ বণিকের পালা’ নাটকের দ্বিতীয় পর্বের শেষে কোন গান আছে ?
A. এ ভ্রম ভাঙ্গাও মাগো
B. সর্বস্ব করিলা পণ চাঁদ সদাগর
C. হায় হায় হায় রে বণিক
D. এ গৃহে কল্যাণ হোক
★ সঠিক উত্তর – C
৪৮) A B
i) অক্ষয় দত্ত a) বাঙালি পন্ডিত
ii) অক্ষয় চৌধুরী b) কবির ইংরাজি
ক্লাসের বন্ধু
iii) অক্ষয় সরকার c) জ্যোতিদাদার বন্ধু
iv) তারক পালিত। d) পদার্থবিদ্যার
শিক্ষক
v) লোকেন পালিত। e) পত্রিকার সম্পাদক
সংকেত –
A. i) – d,. ii) – c iii) – e iv) – a. v) – b
B. i) – c ii) – d. iii) – e. iv) – b v) – a
C. i) – e. ii) – d. iii) – a. iv) – b v) – c
D. i) – e ii) – a. iii) – d. iv) – c v) – b
★ সঠিক উত্তর – A
৪৯) ‘ঘরে বাইরে’ উপন্যাস অনুযায়ী ষড়রিপুর কোন দুটি কাপুরুষের ?
A. কাম ও ক্রোধ B. মদ ও মাৎসর্য
C. লোভ ও মোহ D. কাম ও মদ
★ সঠিক উত্তর – C
৫০) রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম অভিনয় করেছিলেন –
A. বাল্মীকি প্রতিভা
B. কালমৃগয়া
C. নবনাটক
D. এমন কর্ম আর করিব না
★ সঠিক উত্তর – D
৫১) প্রবন্ধ পর্ব
a) রামায়ণ i) ১৪
b) জীবনানন্দ দাশ স্মরণে. ii) ৮
c) ভারতচন্দ্র. iii) ৭
d) বইপড়া. iv) ৬
সংকেত –
A. a) – ii. b) – iii. c) – iv d) – ii
B. a) – iv. b) – iii c) – i. d) – ii
C. a) – iii. b) – iv. c) – ii. d) – i
D. a) – ii. b) – i. c) – iv. d) – iii
★ সঠিক উত্তর – B
৫২) কোনগুলি শুদ্ধ ?
a) কবির বড়দাদা আওড়াতেন – মেঘদূত।
b) শিশু কবির চোখে জল এনেছিল – মেঘদূত।
c) ‘কম্পিত দেবদারু’ শব্দটি রবীন্দ্রনাথ নিয়েছিলেন – গীতগোবিন্দ থেকে।
d) সৌন্দর্যে আপ্লুত হয়ে কবি খাতায় নকল করেছিলেন – গীতগোবিন্দ।
e) কবির পিতা কবিকে বাংলা অনুবাদ করতে দিয়েছিলেন – রামায়ণের।
সংকেত –
A. a ও e B. b ও d
C. c ও e D. a ও d
E. b ও c
★ সঠিক উত্তর – D
৫৩) “অধিকাংশ সাহিত্যই প্রকৃতি ও মানবজীবনের সমালোচনা মাত্র” – কোন প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে ?
A. সাহিত্যের তাৎপর্য
B. সাহিত্যে নবত্ব
C. নরনারী
D. ছেলে ভুলানো ছড়া
★ সঠিক উত্তর – D
৫৪) “বৃদ্ধ একেবারে সুপরিপক্ক বোম্বাই আমটির মতো” – বৃদ্ধ কে ?
A. কিশোরী বাবু B. ফাদার হেনরি
C. শ্রীকন্ঠবাবু D. রাজেন্দ্রলাল মিত্র
★ সঠিক উত্তর – C
৫৫) চরিত্র পেশা
a) শরদিন্দু i) ফিলজফি
b) বাসুদেব ii) বাংলা
c) সীতানাথ iii) কেমিস্ট্রি
d) ভবতোষ iv) বোটানি
সংকেত –
A. a) – ii b) – i. c) – iv. d) – iii
B. a) – iv b) – iii. c) – ii d) – i
C. a) – i b) – iii. c) – iv. d) – ii
D. a) – iv. b) – i c) – ii. d) – iii
★ সঠিক উত্তর – A
৫৬) সঠিক মন্তব্যটি চিহ্নিত করো –
A. ‘জাপান যাত্রী’ প্রবন্ধটি উৎসর্গ করা হয় – রামানন্দ বন্দ্যোপাধ্যায়কে।
B. গ্রন্থের প্রথম প্রবন্ধটি লিখেছেন ২০শে বৈশাখ, ১৯৩২।
C. গ্রন্থে মোট ১৫টি প্রবন্ধ আছে।
D. গ্রন্থে জাপানি স্ত্রীলোকটি ১৭ বছর ধরে হোটেল ব্যবসা করছেন।
★ সঠিক উত্তর – C
৫৭) রাসসুন্দরী দেবীর বাড়িতে ঘোড়াটির নাম কী ?
A. জয়হরি
B. রাখহরি
C. রামহরি
D. নরহরি
★ সঠিক উত্তর – A
৫৮) “এ নাট্যের মুখ্য পাত্র যে দুটি তাদের অভিনয়ের আগাগোড়াই আত্মগত” – তারা কারা ?
A. শচীশ ও দামিনী
B. শচীশ ও শ্রীবিলাস
C. শ্রীবিলাস ও দামিনী
D. লীলানন্দ স্বামী ও জ্যাঠামশাই
★ সঠিক উত্তর – A
৫৯)
i) অতিপ্রাকৃতে বিশ্বাসই মানুষের পক্ষে স্বাভাবিক, অবিশ্বাস মানুষের উপার্জ্জিত।
ii) অতিপ্রাকৃতকে মানুষ প্রাকৃত জানিয়াই বিশ্বাস করিতে চায়।
iii) অতিপ্রাকৃতের বিশ্বাসের উপর অদ্যাপি বড় বড় ধর্ম্মমত প্রতিষ্ঠিত রহিয়াছে।
iv) অতিপ্রাকৃতিক শব্দের অর্থ যাহা প্রকৃতির নিয়মিত বিধানের বাইরে।
সংকেত –
A. iii – i – iv – ii
B. iv – iii – ii – i
C. iv – ii – iii – i
D. ii – iv – i – iii
★ সঠিক উত্তর – A
৬০) A B
a) বটগাছ i) খিড়কির পুকুরের পাশে
b) জামরুল ii) পেনেটিতে চাকরদের
গাছ ঘরের সামনে
c)পেয়ারা গাছ iii) বাঁধানো পুকুরের দক্ষিণে
d) নারকেল গাছ iv) বাঁধানো পুকুরের পূর্বে
সংকেত –
A. a – iii, b – iv,. c – i,. d – ii
B. a – i b – iii, c – ii. d – iv
C. a – ii, b – iii, c – iv d – i
D. a – iv, b – i. c – ii. d – iii
★ সঠিক উত্তর – D
—–