বাংলা মকটেস্ট – ০৯
বিষয় – অলঙ্কারশাস্ত্র

উত্তরপত্র

১)
a) গুণের ব‍্যাপারে ভামহের মতকে স্বীকার করেছেন আচার্য কুন্তক।
b) আচার্য ভোজরাজ ৩টি গুণ স্বীকার করেছেন।
c) ভোজরাজ প্রবর্তিত একটি গুণ হল উদাত্ত।
d) আনন্দবর্ধন ২প্রকার গুণের কথা বলেছেন।
e) আচার্য দন্ডীর শ্লেষ গুণের সঙ্গে বামনের ওজঃ গুণের তুলনা করা চলে।
সংকেত –
A. b ও d শুদ্ধ B. কেবল a অশুদ্ধ
C. c ও e শুদ্ধ D. a, c, d অশুদ্ধ
★সঠিক উত্তর – C

২) “ধান চাষ পৃথিবীতে একমাত্র চাষ নয়, মনের চাষ বলেও একরকম চাষ আছে, আর সেই চাষের‌ই ফসল হচ্ছে সাহিত‍্য” – কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে ?
A. বঙ্গদেশের পত্র সূচনা
B. মলাট সমালোচনা
C. ভারতচন্দ্র
D. বিদ‍্যাপতি ও জয়দেব
★ সঠিক উত্তর – C

৩) “কলিকাতা চলিয়াছ চলার খেয়ালে/ নৃত‍্যের নেশা তার স্তম্ভের দেয়ালে” – চরণ প্রতি মাত্রা গণনা করো
A. ৪+৪+৪+২
B. ৪+৪+৪+৪
C. ৪+৩+৪+৩
D. ৮+৬
★ সঠিক উত্তর – A

৪) মন্তব‍্য -আচার্য আনন্দবর্ধনের মতে, রীতি কখনো কাব‍্যের আত্মা হতে পারে না।

যুক্তি – রীতি হল শব্দ সংঘটন।
সংকেত –
A. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
C. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – B

৫) ‘সাজাহান’ নাটকের চতুর্থ অঙ্কের দৃশ‍্যগুলির ক্রমবিন‍্যাসের সঠিক বিকল্প চিহ্নিত করো
A. সুজার কক্ষ – নাদিরার কক্ষ – ঔরঙ্গজেবের কক্ষ – সাজাহানের কক্ষ
B. সুজার কক্ষ – জিহন খাঁর কক্ষ – সাজাহানের কক্ষ – ঔরঙ্গজেবের কক্ষ
C. নাদিরার কক্ষ – জিহন খাঁর কক্ষ – ঔরঙ্গজেবের কক্ষ – সাজাহানের কক্ষ
D. সাজাহানের কক্ষ – নাদিরার কক্ষ – সুজার কক্ষ – জিহণ খাঁর কক্ষ
★ সঠিক উত্তর – B

৬) মন্তব‍্যগুলি শুদ্ধ অশুদ্ধ চিহ্নিত করো –
a) ‘দুরাশা’ গল্পে যুদ্ধ হয়েছিল শুক্লপক্ষের দিন।
b) ‘হৈমন্তী’ গল্পে হৈমন্তী তার স্বামীর থেকে তিন বছরের ছোট।
c) ‘স্ত্রীর পত্র’ গল্পে মৃণালের শ্বশুরবাড়ি ছিল ২৩নম্বর মাখন বড়ালের গলি।
d) নীলা ল‍্যাবরেটরিতে দেখা করতে গিয়েছিল ১১নং পরিচ্ছেদে।
সংকেত –
A. a – ×. b – ×. c – √ d – √
B. a – √. b – ×. c – × d – √
C. a – ×. b – √. c – × d – ×
D. a – √. b – √ c – × d – √
★ সঠিক উত্তর – B

৭) কবি বিভবাদির ঔচিত‍্য থেকে বিচ‍্যুতি পরিত‍্যাগে যত্নশীল হবেন একথা বলেছেন –
A. অভিনব গুপ্ত
B. আচার্য ভারত
C. বামন
D. আনন্দবর্ধন
★ সঠিক উত্তর – D

৮) প্রাবন্ধিকের কাছে বাল‍্যকালে গঙ্গাস্নানের অর্থ কী ছিল ?
A. চাল – ডাল বোঁচকায় বাঁধা
B. গঙ্গায় স্নান করা
C. পথে বসে জলপান খাওয়া
D. আম খাওয়া
★ সঠিক উত্তর – C

৯) ‘চিত্রা’ কাব‍্যের ‘মৃত‍্যুর পরে’ কবিতাটির পান্ডুলিপিতে কবি যে নামকরণ করেছিলেন –
A. শান্তি B. স্মৃতি
C. রাত্রি D. সন্ধ‍্যা
★ সঠিক উত্তর – A

১০) A. B
a) পূর্বমীমাংসা i) ভট্টশঙ্কুক
b) ন‍্যায়দর্শন। ii) ভট্টলোল্লট
c) সংখ‍্যাদর্শন iii) অভিনব গুপ্ত
d) বেদান্তদর্শন iv) ভট্টনায়ক
সংকেত –
A. a – ii. b – i. c – iv. d – iii
B. a – iii b – iv. c – ii. d – i
C. a – ii. b – iii c – i. d – iv
D. a – iv. b – i. c – ii. d – iii
★ সঠিক উত্তর – A

১১) ‘জনা’ নাটকের পঞ্চাঙ্কের সঠিক গর্ভাঙ্ক বিন‍্যাসটি চিহ্নিত করো –
A. 5+8+4+5+3
B. 6+7+4+5+3
C. 5+8+6+4+2
D. 5+7+6+4+2
★ সঠিক উত্তর – A

১২) ‘নবজাতক’ কাব‍্য থেকে কতগুলি কবিতা উল্লেখ করা হল। এর মধ‍্যে কোন দুটি পরিচয় পত্রিকায় প্রকাশিত হয়েছিল, উল্লেখ করো –
i) জয়ধ্বনি ii) বুদ্ধভক্তি iii) ভূমিকম্প
iv) ভগ্নরাজ‍্য v) রোমান্টিক vi) জন্মদিন
সংকেত –
A. i ও vi B. ii ও v
C. iii. ও iv. D. ii ও iv. E. v. ও vi
★ সঠিক উত্তর – D

১৩) কে কোনো শব্দালঙ্কারের স্বীকার করেননি ?
A. বিশ্বনাথ B. ভোজরাজ
C. অপ্প‍্যয়দীক্ষিত D. রুয‍্যক
★ সঠিক উত্তর – C

১৪) ‘জাপান যাত্রী’ প্রবন্ধটির ‘A visit to Japan’s নামে ইংরাজী অনুবাদ করেছিলেন –
A. ইন্দিরা দেবী
B. রবীন্দ্রনাথ ঠাকুর
C. অমিয় চক্রবর্ত্তী
D. শকুন্তলা রাও শাস্ত্রী
★ সঠিক উত্তর – D

১৫) “মেয়ে জাতটার ওপর আপনার বিশেষ একটু কৃপা আছে” – কার কথা বলা হয়েছে ?
A. মন্মথ চৌধুরি
B. নন্দকিশোর মল্লিক
C. গৌরীশঙ্কর
D. শিবানন্দ স্বামী
★ সঠিক উত্তর – A

১৬) মন্তব‍্য – অলঙ্কারের মধ‍্যে ধ্বনিকে অন্তর্গত করা যায়।

যুক্তি – ধ্বনি অলঙ্কারের থেকে ব‍্যাপক।
সংকেত –
A. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
D. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
★ সঠিক উত্তর – B

১৭) সঠিক মন্তব‍্যটি চিহ্নিত করো –
A. ‘প্রেমের অভিষেক’ কবিতায় গান্ধারীর উল্লেখ আছে।
B. ‘উৎসব’ কবিতায় বর্ষা ঋতুর উল্লেখ আছে।
C. ‘সান্ত্বনা’ কবিতায় গোলাপ ফুল বক্ষমাঝে রাখার উল্লেখ আছে।
D. ‘সিন্ধুপারে’ কবিতায় মাঘমাসের উল্লেখ আছে।
★ সঠিক উত্তর – C

১৮) সঠিক মন্তব‍্যটি চিহ্নিত করো –
A. চিত্রকাব‍্যে অলঙ্কারের প্রাধান‍্য থাকে না।
B. চিত্রকাব‍্য কথাটির প্রথম উল্লেখ করেছেন অভিনব গুপ্ত।
C. চিত্র ৩ রকম – শব্দচিত্র, অর্থচিত্র, তথ‍্যচিত্র।
D. ধ্বনিবাদীরা চিত্রকে কাব‍্যপদবাচ‍্য স্বীকার করেননি।
★ সঠিক উত্তর – D

১৯) দেবভাবাপন্ন মানুষ গড়ো কিন্তু দৈহিক এবং ঐহিক সৌন্দর্যকে গুরুত্ব দিয়ো না – মূর্তিগড়াকে কেন্দ্র করে এই ভাবনা কোন দেশে প্রকাশ পায় ?
A. ভারতবর্ষ B. গ্রিস
C. চিন D. ইউরোপ
★ সঠিক উত্তর – C

২০) A. B
a) ভট্টনায়ক i) কাব‍্যপ্রকাশ
b) মন্মটভট্ট ii) হৃদয়দর্পণ
c) ভট্টভৌত iii) শৃঙ্গারতিলক
d) রুদ্রভট্ট iv) কাব‍্যকৌতুক
সংকেত –
A. a – ii b – i c – iv d – iii
B. a – iii b – iv c – ii d – i
C. a – iv b – iii c – i d – ii
D. a – ii b – iv c – i d – iii
★ সঠিক উত্তর – A

২১) A. B
a) মাটির সাপ i) সপ্তম রচনা
b) জয়হরি ঘোড়া ii) ত্রয়োদশ রচনা
c) স্বপ্ন বিবরণ. iii) নবম রচনা
d) সপ্তকান্ড রামায়ণ iv) চতুর্থ রচনা
সংকেত –
A. a) – iv b) – i. c) – ii. d) – iii
B. a) – ii b) – iii c) – iv. d) – i
C. a) – iii b) – iv. c) – ii. d) – i
D. a) – iv b) – iii. c) – i. d) – ii
★ সঠিক উত্তর – A

২২) ধ্বনির সারকথা কী ?
A. বাচ‍্যার্থ B. ব‍্যাঙ্গার্থ
C. অলঙ্কার D. ভাববস্তু
★ সঠিক উত্তর – B

২৩) ললিতকুমার বন্দ‍্যোপাধ‍্যায়ের সঙ্গে প্রাবন্ধিকের যে দর্শনগত মিল ছিল –
A. উভয়েই সাধুভাষা ও চলিত ভাষায় শব্দের অন্বয়গুণ খুঁজেছিলেন।
B. উভয়েই সাধু ভাষা ব‍্যবহারের সমস‍্যাগুলো
দেখিয়েছিলেন।
C. চলিত ভাষা ব‍্যবহারে পক্ষপাতী ছিলেন।
D. সাধু ও চলিতভাষায় শব্দগুলির পৃথক রূপ প্রয়োগে বিরোধী ছিলেন।
★ সঠিক উত্তর – D

২৪) যেখানে বাচ‍্যার্থ নিজের অর্থকে আচ্ছন্ন করে নতুন অর্থের ধ্বনি প্রতিধ্বনিত করে তাকে কী বলে?
A. বিবক্ষিত বাচ‍্য
B. গুণীভূত ব‍্যঙ্গ
C. সংলক্ষ‍্যক্রম
D. অত‍্যন্ত তিরস্কৃত
★ সঠিক উত্তর – D

২৫) ‘জাপান যাত্রী’ প্রবন্ধে রবীন্দ্রনাথের যাত্রাপথের সঠিক ক্রমটি উল্লেখ করো –
A. সিঙ্গাপুর – কোবে – টোকিও – রেঙ্গুন – পিনাঙ
B. রেঙ্গুন – কোবে – সিঙ্গাপুর – পিনাঙ – টোকিও
C. রেঙ্গুন – সিঙ্গাপুর – পিনাঙ – কোবে – টোকিও
D. পিনাঙ – রেঙ্গুন – কোবে – সিঙ্গাপুর – টোকিও
★ সঠিক উত্তর – C

২৬) ‘অচলায়তন’ নাটকের চতুর্থ অঙ্কে কোন গান গাওয়া হয়নি ?
A. ও কূলের কূল, ও অগতির গতি
B. উতল ধারা বাদল ঝরে
C. সকল জনম ভরে ও মোর দরদিয়া
D. আমি কারে ডাকি গো
★ সঠিক উত্তর – D

২৭) ভাব রস
a) ক্রোধ. i) বীর
b) উৎসাহ ii) রৌদ্র
c) জুগুপ্সা iii) অদ্ভুত
d) বিস্ময় iv) বীভৎস
সংকেত –
A. a) – ii. b) – i c) – iv. d) – iii
B. a) – i. b) – iii c) – iv. d) – ii
C. a) – iv. b) – iii c) – ii d) – i
D. a) – iii. b) – iv c) – i. d) – ii
★ সঠিক উত্তর – A

২৮) “মরণের ফুল বড় হয়ে ফোটে / জীবনের উদ‍্যানে” – কোন অলঙ্কার ?
A. পরম্পরিত রূপক অলঙ্কার
B. বিরোধাভাস অলঙ্কার
C. ব‍্যতিরেক অলঙ্কার
D. সমাসোক্তি অলঙ্কার
★ সঠিক উত্তর – A

২৯) “জীবন তো শুধু একটাই কথা জানে” – ‘চাঁদ বণিকের পালা’ নাটক অবলম্বনে কথাটা কী ?
A. পাড়ি
B. জয়
C. যুক্তি
D. যৌবন
E. মহত্ত্ব
★ সঠিক উত্তর – B

৩০) পুনশ্চ কাব‍্যগ্রন্থের প্রকাশকাল নির্দেশ করো –
A. বৈশাখ, ১৩৩৯
B. শ্রাবণ, ১৩৪০
C. আশ্বিন, ১৩৩৯
D. অগ্রহায়ণ, ১৩৪০
★ সঠিক উত্তর – C

৩১) কোনটি ব‍্যভিচারী ভাব নয় ?
A. নির্বেদ B. রোমাঞ্চ
C. স্মৃতি D. গ্লানি
★ সঠিক উত্তর – B

৩২) মন্তব‍্য বক্তা
a) উত্তরকূটের ভার তুমি,. i) ধনঞ্জয়
তোমাকে বর্জন করার উপায়
খুঁজছি।

b) সবচেয়ে দুঃসাধ‍্য যখন ii) কুন্দন
হয়, তখন‌ই তার সময় আসে।

c) মহারাজ যুবরাজের. iii) সঞ্জয়
শাস্তি আমি দাবি করি

d) পৃথিবীতে কোনো একলা iv) কঙ্কর
মানুষ‌ই এক নয়, সে অর্ধেক।
সংকেত –
A. a) – ii. b) – iv. c) – i d) – iii
B. a) – iv. b) – iii. c) – i. d) – ii
C. a) – iii. b) – i. c) – iv. d) – iii
D. a) – ii. b) – iii. c) – iv. d) – i
★ সঠিক উত্তর – C

৩৩) সঠিক পদ বিভাজনটি চিহ্নিত করো –
A. বাবা বলিলেন/ রেগে গোল্লায়/ গেছ
B. বাবা/ বলিলেন রেগে/ গোল্লায় গেছ
C. বাবা বলি/ লেন রেগে/ গোল্লায় / গেছ
D. বাবা ব / লিলেন / রেগে গো / ল্লায় / গেছ
★ সঠিক উত্তর – C

৩৪) ‘পঞ্চভূত’ প্রবন্ধে চরিত্রগুলির পরিচয় প্রসঙ্গে কার কথা তেমন কেউ মনোযোগ দিয়ে শোনে না বলে রবীন্দ্রনাথ ঠাকুর জানিয়েছেন ?
A. ক্ষিতি B. অপ
C. সমীর। D. দীপ্তি E. ব‍্যোম
★ সঠিক উত্তর – E

৩৫) মন্মট ভট্ট ‘কাব‍্যপ্রকাশ’ গ্রন্থ রচনা করেন কোন কাব‍্য অনুসরণ করে ?
A. নাট‍্যশাস্ত্র B. দশরূপক
C. ধ্বন‍্যালোক D. কাব‍্যালঙ্কারসূত্রবৃত্তি
★ সঠিক উত্তর – C

৩৬) “অপটুই কৃত্রিমতা দ্বারা নিজের অভাব পূরণ করতে প্রাণপনে চেষ্টা করে, সে রূঢ়তাকে বলে শৌর্য, নিলর্জ্জতাকে বলে পৌরুষ” – উদ্ধৃতাংশটি কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে ?
A. বাস্তব
B. সাহিত‍্যে নবত্ব
C. আধুনিক কাব‍্য
D. সাহিত‍্যের তাৎপর্য
★ সঠিক উত্তর – B

৩৭) শব্দগুণ অর্থ
a) ওজ: i) শব্দের দীপ্তি
b) প্রসাদ. ii) পদরচনার গাঢ়ত্ব
c) মাধুর্য iii) শিথিল রচনা
d) কান্তি iv) পৃথক পদবিন‍্যাস
সংকেত –
A. a) – iv b) – i. c) – ii d) – iii
B. a) – iii b) – iv. c) – i d) – ii
C. a) – iv b) – iii c) – i d) – ii
D. a) – ii b) – iii. c) – iv d) – i
★ সঠিক উত্তর – D

৩৮) ‘প্রবাসী’ পত্রিকায় পুস্তক পরিচয় নামে নিয়মিত বিভাগ কবে থেকে শুরু হয় ?
A. ১৩০৮ বঙ্গাব্দ
B. ১৩১০ বঙ্গাব্দ
C. ১৩১৩ বঙ্গাব্দ
D. ১৩১৮ বঙ্গাব্দ
★ সঠিক উত্তর – D

৩৯) মন্তব‍্য – হৈমন্তীর স্বামী শিশুপাঠ‍্য রচনা করতে পারেননা।
যুক্তি – তিনি সংস্কৃত মুগ্ধবোধ, ব‍্যাকরণ পড়েছেন।
সংকেত –
A. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
B. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
D. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
★ সঠিক উত্তর – A

৪০) “রত‍্যাদ‍্যুদ্বোধকা লোকে বিভাবা: কাব‍্যনাট‍্যয়ো:” – এর প্রবক্তা হল –
A. আচার্য ভরত
B. বিশ্বনাথ কবিরাজ
C. আনন্দবর্ধন
D. আচার্য ভামহ
★ সঠিক উত্তর – B

৪১) ‘মেঘ হানে জুইফুলী বৃষ্টি ও অঙ্গে”

  • এখানে অলঙ্কারে কোন উপাদান অনুপস্থিত ?
    A. উপমেয় ও সাধারণ ধর্ম
    B. উপমান
    C. সাধারণ ধর্ম ও তুলনাবাচক শব্দ
    D. তুলনাবাচক শব্দ
    ★ সঠিক উত্তর – C

৪২) ‘পল্লীপ্রকৃতি’ প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল ?
A. সাধনা B. ভারতী
C. বিচিত্রা D. সবুজপত্র
★ সঠিক উত্তর – C

৪৩) কুন্তীর কথায় কর্ণ সিংহাসনে বসলে শ্বেতছত্র ধরবেন –
A. যুধিষ্ঠির B. ভীম
C. অর্জুন D. দ্রৌপদী
★ সঠিক উত্তর – B

৪৪)
“দেবর্ষি যবে কহিলা একথা পিতার পার্শ্বে পার্বতী নতাননে।
দেখিতে লাগিল লীলাকমলের দলগুলি গুণে গুণে।”

  • শ‍্যামাপদ চক্রবর্ত্তীর মতে এটি কীসের দৃষ্টান্ত ?
    A. অসংলক্ষ‍্যক্রম ধ্বনি
    B. সংলক্ষ‍্যক্রম ধ্বনি
    C. ব‍্যভিচারী ভাব
    D. গুণীভূত ব‍্যঙ্গ কাব‍্য
    ★ সঠিক উত্তর – A

৪৫) সঠিক মন্তব‍্যটি চিহ্নিত করো –
A. চতুরঙ্গের বৈষ্ণবভাবনা রবীন্দ্রনাথ ঠাকুরের বোষ্টমী ছোটগল্পে দেখা যায়।
B. ‘চতুরঙ্গ’ উপন‍্যাসের ইংরাজি অনুবাদ Broken Ties নামে প্রকাশিত হয় ১৯৫২ সালে।
C. চতুরঙ্গ উপন‍্যাসে ৩ জনের মৃত‍্যুর প্রসঙ্গ আছে।
D. উপন‍্যাসটি ‘প্রবাসী’ পত্রিকায় প্রকাশিত হয়।
★ সঠিক উত্তর – A

৪৬) মন্মট ভট্ট কোন তিনটি গুণ স্বীকার করেছেন ?
A. মাধুর্য, সৌকুমার্য, কান্তি
B. লাবণ‍্য, ঔচিত‍্য, আভিজাত‍্য
C. প্রসাদ, ঔচিত‍্য, সৌকুমার্য
D. ওজ:, প্রসাদ, মাধুর্য
★ সঠিক উত্তর – D

৪৭) “তিনি কেবল আলঙ্কারিক অর্থে কবি নন, বৈদিক অর্থে কবি, সত‍্যদ্রষ্টা” – তিনি কে ?
A. এলিয়ট
B. রবীন্দ্রনাথ ঠাকুর
C. বোদলেয়ার
D. জীবনানন্দ দাশ
★ সঠিক উত্তর – C

৪৮) A B
a) কাব‍্যাদর্শ, ২য় পরিচ্ছেদ i) ভাব
b) নাট‍্যশাস্ত্র, ৭ম অধ‍্যায় ii) কাব‍্য দোষ
c) বক্রোক্তিজীবিতম্, iii) অলঙ্কার
৫ম উন্মেষ
d) সাহিত‍্য দর্পণ, iv) প্রকরণ বক্রতা
৭ম পরিচ্ছেদ
সংকেত –
A. a) – iv b) – i c) – ii d) – iii
B. a) – iv. b) – iii. c) – i. d) – ii
C. a) – iii b) – i. c) – iv. d) – ii
D. a) – ii. b) – iii. c) – iv. d) – i
★ সঠিক উত্তর – C

৪৯) ‘আমার জীবন’ প্রবন্ধ অনুসারে রাসসুন্দরী দেবীর বিয়ে হয়েছিল কত সালে ?
A. ১৮০৯ সালে. B. ১৮১৬ সালে
C. ১৮১৯ সালে D. ১৮২১ সালে
★ সঠিক উত্তর – D

৫০) “অলঙ্কারাৎ অনন্তাত্বাৎ” – অলঙ্কার অনন্ত এ কথা কে বলেছে ?
A. আনন্দবর্ধন B. রুদ্রট
C. মহিমভট্ট D. ভামহ
★ সঠিক উত্তর – A

৫১) “আমার ওপর পঞ্চুর ভক্তিশ্রদ্ধা যা একটুখানি ছিল তাও একেবারে চুকে গেল” – বক্তা কে ?
A. নিখিলেশ B. সন্দীপ
C. বিমলা D. মাস্টারমশাই
★ সঠিক উত্তর – D

৫২) A. B
i) syllabic pause a) অর্থ যতি
ii) Elison pause. b) ছন্দ যতি
iii) Metrical pause. c) অনু যতি
iv) Sense pause. d) ভাব যতি
সংকেত –
A. i) – b ii) – a. iii) – d. iv) – c
B. i) – d ii) – c. iii) – a. iv) – b
C. i) – b ii) – c. iii) – d. iv) – a
D. i) – c. ii) – d. iii) – b. iv) – a
★ সঠিক উত্তর – D

৫৩) মন্তব‍্য – ভামহ বক্রোক্তি অলঙ্কারকে সর্বালঙ্কার সামান‍্যরূপম বলেছেন।
যুক্তি – সব অলঙ্কার গঠনে বক্রোক্তি সহায়ক হতে পারে।
সংকেত –
A. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – C

৫৪) ‘বাকি ইতিহাস’ নাটকে কোন কোন ঘটনার বয়স ১১বছর ?
1.অশোকের বয়স

2. পার্বতীর বয়সসীতানাথ কণার দেখা হ‌ওয়া

3. শরদিন্দু – বাসন্তীর দাম্পত‍্য

4. সীতানাথের বাবা মারা যাওয়া

5. শরদিন্দুর কলেজের চাকরি
সংকেত –
A. 1, 2, 5
B. 2, 3, 4
C. 4, 5, 6
D. 1, 5, 6
★ সঠিক উত্তর – B

৫৫) “আজ বাংলাভাষা কেবল দৃঢ় বাসযোগ‍্য নহে, উর্বরা শস‍্যশ‍্যামলা হ‌ইয়া উঠিয়াছে। বাসভূমি যথার্থ মাতৃভূমি হ‌ইয়াছে।” – এর কারণ হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুর দুইজনের নাম উল্লেখ করেছেন , একজন বঙ্কিমচন্দ্র, অপরজন কে ?
A. বিদ‍্যাসাগর
B. রামমোহন
C. মৃত‍্যুঞ্জয়
D. রেভারেন্ড কৃষ্ণমোহন
★ সঠিক উত্তর – B

৫৬) ভরতমুনি উপমা অলঙ্কারকে ক’টি ভাগে ভাগ করেছেন ?
A. ২টি B. ৪টি C. ৫টি D. ১০টি
★ সঠিক উত্তর – C

৫৭) ‘সবুজ পত্র’ পত্রিকার পূর্বনাম কী ছিল ?
A. যৌবন. B. সুন্দর
C. নবীন D. কনিষ্ঠ
★ সঠিক উত্তর – D

৫৮) A. B
a) ভোজরাজ. i) মৈথিলী
b) রুদ্রট. ii) গৌড়ী
c) রাজশেখর. iii) মাগধী
d) বামন iv) লাটীয়
সংকেত –
A. a) – ii. b) – iv. c) – i. d) – iii
B. a) – iv b) – i. c) – ii. d) – iii
C. a) – iii. b) – i c) – iv d) – ii
D. a) – iii. b) – iv. c) – i. d) – ii
★ সঠিক উত্তর – D

৫৯) ‘জীবনস্মৃতি’ প্রবন্ধ অনুযায়ী রবীন্দ্রনাথ কোন গানটি মাঘোৎসবের দিন তৈরি করেছিলেন –
A. তুমি বিনা কে প্রভু সংকট নিবারে
B. নয়ন তোমারে পায় না দেখিতে
C. আনন্দময়ীর আগমনে
D. আজি শরৎ তপনে প্রভাত স্বপনে
★ সঠিক উত্তর – B

৬০) মন্তব‍্য – আচার্য দন্ডী গুণ ও অলঙ্কারের ভেদ স্বীকার করতেন।
যুক্তি – দন্ডীর মতে গুণগুলি বৈদর্ভমার্গের প্রাণস্বরূপ আর অলঙ্কারসমূহ হল কাব‍্যশোভাকর।
সংকেত –
A. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
C. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – A

৬১) কোনটি ছেকানুপ্রাসের উদাহরণ নয় ?
A. বসুন্ধরার বন্ধ‍্যা চর
B. এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গে ভরা
C. নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায়
D. নন্দকূল চন্দ্র বিনা বৃন্দাবন অন্ধকার
★ সঠিক উত্তর – D

৬২) বিহারীলাল চক্রবর্তীর কবিতা রবীন্দ্রনাথ প্রথম কোন পত্রিকায় পড়েছিলেন ?
A. ভারতী B. সাধনা
C. অবোধবন্ধু D. বিবিধার্থ সংগ্রহ
★ সঠিক উত্তর – C

৬৩) আচার্য কুন্তক কোন শতাব্দীর আলঙ্কারিক ছিলেন ?
A. ৬ঠ শতক B. ৭ম শতক
C. ৮ম শতক D. ৯ম শতক
★ সঠিক উত্তর – C

৬৪) ‘ছেলে ভুলানো ছড়া’ প্রবন্ধে ছড়াগুলোকে রবীন্দ্রনাথ ঠাকুর কীসের সঙ্গে তুলনা করেছেন ?
A. মেঘদূত B. মেঘ
C. নদী D. বাতাস
★ সঠিক উত্তর – B

৬৫) নিম্নলিখিত বিষয়গুলির মধ‍্যে কোনগুলির প্রকার ৭ ?
i) প্রস্থান ii) রীতি iii) স্থায়ীভাব
iv) মুখ‍্যরস v) গৌণরস vi) সাত্ত্বিক ভাব
সংকেত –
A. ii, iv, ও v
B. iii ও iv
C. iv ও vi
D. i, ii ও v
★ সঠিক উত্তর – D

_