বাংলা মকটেস্ট
তাং – ২৪/০৪/২০২১
বিষয় – উজ্জ্বলনীলমণি ও পূর্ববর্তী বিষয়
১) “কত কত আভরণ নেওল অঙ্গহি বদনে সুধাসম হাস / দেখ দূতী নাগর কতদূর আয়ত ঘন কহে ঐছন ভাষ” – এখানে নায়িকা কোন অবস্থায় আছেন ?
A. অভিসারিক B. বাসকসজ্জিকা
C. প্রোষিতভর্তৃকা D. বিপ্রলব্ধা
★ সঠিক উত্তর – B
২) ভুল তথ্যটি চিহ্নিত করো –
A. ময়না সঙ দেখতে গিয়েছিল বেলগাছিয়ার বাগানে।
B. চৌধুরিবাবুদের সঙ্গে শনিবার বজরা চড়ে চন্দননগর গিয়েছিল।
C. প্রিয়নাথের সঙ্গে বুলবুলির লড়াই দেখতে এসেছে।
D. হাটখোলার হ্যাবলা দত্ত ময়নাকে হার ছড়া কিনে দিয়েছে।
★ সঠিক উত্তর – D
৩) সঠিক তথ্যপূর্ণ বিকল্পটি চিহ্নিত করো –
A. আচার্য বিশ্বনাথ চারপ্রকার রীতির কথা বলেছেন।
B. ভরত কথিত দশটিগুণের কথা স্বীকার করেছেন ভামহ।
C. ভোজরাজ ২টি রীতির উল্লেখ করেছেন।
D. রাজশেখর কথিত রীতিটি হল পাঞ্চালী।
★ সঠিক উত্তর – B
৪) চিত্তবিক্ষোভ, অসহিষ্ণুতা, খেদ ইত্যাদি লক্ষণগুলি পূর্বরাগের কোন অবস্থাকে প্রকাশ করে ?
A.উদ্বেগ B. জাগর্যা
C. ব্যাগ্রতা D. উন্মাদ
★ সঠিক উত্তর – C
৫) ‘নিশীথে’ গল্পের শেষে কোন পাখির ডাক শোনা গেল ?
A. কাক B. কোকিল C. দোয়েল D. চড়ুই
★ সঠিক উত্তর – A
৬) A B
a) পূর্বরাগের পর i) সংকীর্ণ সম্ভাগ
b) মানের পর ii) সমৃদ্ধিমান সম্ভোগ
c) কিঞ্চিৎদূর প্রবাসের পর iii) সম্পন্ন সম্ভোগ
d) সুদূর প্রবাসের পর iv) সংক্ষিপ্ত সম্ভোগ
সংকেত –
A. a – iv. b) – i c) – iii. d) – ii
B. a) – ii. b) – iii. c) – iv. d) – i
C. a) – iii. b) – ii. c) – iv d) – i
D. a) – iv b) – iii c) – ii. d) – i
★ সঠিক উত্তর – A
৭) প্রমথ চৌধুরীর প্রবন্ধগুলি প্রথম পত্রিকায় প্রকাশকাল অনুযায়ী ক্রমানুসারে সাজাও –
- বইপড়া 2. মলাট সমালোচনা
- কাব্যে অশ্লীলতা 4. ভারতচন্দ্র
A. 2 – 1 – 4 – 3 B. 2 – 3 – 1 – 4
C. 1 – 3 – 4 – 2. D. 3 – 2 – 1 – 4
★ সঠিক উত্তর – A
৮) ‘অচলায়তন’ নাটকের কোন গান ‘তাসের দেশ’ নাটকে ব্যবহৃত হয়েছে ?
A. ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়
B. ঘরেতে ভ্রমর এল
C. হারে রে রে রে
D. আমরা চাষ করি আনন্দে
★ সঠিক উত্তর – B
৯) মন্তব্য – পরকীয়া নায়িকার ক্ষেত্রে রসাভাসের প্রসঙ্গ আসে।
যুক্তি – পরকীয়া নায়িকার স্বভাব বহু নায়ক বিশিষ্ট হয়।
সংকেত –
A. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
C. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
D. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – D
১০) মন্তব্য – ধ্বনিবাদীদের মতে, অলঙ্কার কাব্যের আত্মা নয়।
যুক্তি – অলঙ্কারে ব্যঙ্গার্থের প্রাধান্য থাকে।
সংকেত –
A. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
D. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – C
১১) “মা হয়ে মা, মনে ব্যথা দিয়ো না জননি” – কোন রাগে গানটি গাওয়া হয়েছে ?
A. রামকেলি B. দেশঝিল্লা
C. খাম্বাজ D. বাহার
★ সঠিক উত্তর – A
১২) ধীরোদ্ধত নায়কের একটি বিশেষ গুণ ‘মৎসরী’। মৎসরী কথার অর্থ কী?
A. অহংকারী B. অন্যশুভদ্বেষী
C. আত্মশ্লাঘাকারী D. রোষণস্বভাব
★ সঠিক উত্তর – B
১৩) 1. শিশু রবির দেখাশোনার ভার ছিল তার ওপর।
- সে আগে গুরুমশায়গিরি করত।
- তাকে কবি মহাভারতের ভীষ্মের সঙ্গে তুলনা করেছেন।
- সে আফিম খেত।
কার সম্বন্ধে একথা বলা হয়েছে ?
A. শ্যাম B. লেনু C. বিষ্ণু D. ঈশ্বর
★ সঠিক উত্তর – D
১৪) মন্তব্য – প্রাচীনকালে ছন্দের মূলতত্ত্বটি গদ্যে পদ্যে উভয়ত্রই স্বীকৃত।
যুক্তি – অথর্ববেদের গদ্যমন্ত্রের ছন্দকে ছন্দ বলেই গণ্য করা হয়েছে।
সংকেত –
A. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
D. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – B
১৫) ‘উজ্জ্বলনীলমণি’ গ্রন্থের টীকাকার কে ?
A. শ্রীজীব গোস্বামী B. সনাতন গোস্বামী
C. শ্রীরূপ গোস্বামী D. শ্রীদীপ গোস্বামী
★ সঠিক উত্তর – A
১৬) ‘মুক্তধারা’ নাটকটি শান্তিনিকেতনে কবে মঞ্চস্থ করার পরিকল্পনা ছিল ?
A. ১২৮২ বঙ্গাব্দ B. ১৩২৮ বঙ্গাব্দ
C. ১২৮৩ বঙ্গাব্দ D. ১৩৩৮ বঙ্গাব্দ
★ সঠিক উত্তর – B
১৭) “সৈষা সর্বৈব বক্রোক্তি” – এমন মত কে পোষণ করেছেন ?
A. ভামহ B. কুন্তক C. বামন D. দন্ডী
★ সঠিক উত্তর – A
১৮) ‘আমার জীবন’ প্রবন্ধ লেখার শুরুতে মঙ্গলাচরণ অংশে প্রাবন্ধিক কার বন্দনা করেছেন ?
A. গণেশ বন্দনা B. শিব বন্দনা
C. দূর্গা বন্দনা D. সরস্বতী বন্দনা
★ সঠিক উত্তর – D
১৯) যৌথিকী নায়িকা কোন শ্রেণির অন্তর্গত ?
A.প্রাচীনা B.কন্যোকা C.সাধনপরা
D. নিত্যপ্রিয়া
★ সঠিক উত্তর – C
২০) নীলা রেবতীকে কোন বিজ্ঞানীর সঙ্গে তুলনা করেছে ?
A. নিউটন B. আইনস্টাইন
C. মেঘনাদ সাহা D. সত্যেন বোস
★ সঠিক উত্তর – A
২১) “জলে নেমে কুমিরের সঙ্গে বাদ!” – বক্তা কে ?
A. ঔরঙ্গজেব B. সাজাহান
C. দিলদার D. জিহন খাঁ
★ সঠিক উত্তর – C
২২) মন্তব্য – ব্রজাঙ্গনাদের এই প্রেম সাধারণ কাম নয়।
যুক্তি – প্রণয়াবিষ্ট অন্তরের আকুতিই এখানে নিবিড়তম বন্ধনের মধ্য দিয়ে ভক্ত থেকে ভগবানকে বিচ্ছিন্ন করেছে।
সংকেত –
A. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
D. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – B
২৩) i) এখানে বাচ্যার্থ অধিকতর প্রাধান্য পায়
ii) ব্যঙ্গার্থ বাচ্যার্থের মধ্যে কেন্দ্রীভূত থাকে
iii) একে দ্বিতীয়শ্রেণির কাব্য বলে।
- এটি কোন প্রকার কাব্য ?
A. ধ্বনি কাব্য B. প্রধানীভূত ব্যঙ্গ কাব্য
C. গুণীভূত ব্যঙ্গ কাব্য D. চিত্রকাব্য
★ সঠিক উত্তর – C
২৪) মন্তব্য – হৈমন্তী ও কথকের বিয়ের দু তিনটে লগ্ন পিছিয়ে গিয়েছিল।
যুক্তি – হৈমন্তীর বাবা অসুস্থ ছিল।
সংকেত –
A. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
B. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
C. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
D. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – A
২৫) সঠিক তথ্যপূর্ণ বিকল্পটি চিহ্নিত করো।
A. নির্হেতু মানের শেষ সীমা – হাসি।
B. নির্হেতু মান কৃষ্ণের পক্ষে সম্ভব নয়।
C. নির্হেতুমানকে আদ্যমান বলে।
D. পন্ডিতদের মতে নির্হেতু মান হল প্রণয়ের বিলাসজনিত বৈভব।
★ সঠিক উত্তর – D
২৬) “প্রতিভার গতি কোনো বৈরিতার দ্বারা রুদ্ধ হতে পারে না” – এ প্রসঙ্গে জীবনানন্দ দাশের সঙ্গে যিনি স্মরণীয় –
A. এলিয়ট B. বোদলেয়ার
C. ওয়ার্ডসওয়ার্থ D. কীটস
★ সঠিক উত্তর – D
২৭) A. B
a) ভট্টলোল্লট i) অভিব্যক্তিবাদ
b) ভট্টনায়ক ii) অনুমিতিবাদ
c) ভট্টশঙ্কুক iii) ভুক্তিবাদ
d) অভিনবগুপ্ত iv) উৎপত্তিবাদ
সংকেত –
A. a) – iv. b) – iii. c) – ii. d) – i
B. a) – iii. b) – iv c) – i. d) – ii
C. a) – iii. b) – i c) – iv d) – ii
D. a) – ii. b) – iii. c) – iv. d) – i
★ সঠিক উত্তর – A
২৮) ‘উজ্জ্বলনীলমণি’ গ্রন্থের নায়কভেদ প্রকরণের শুরুতে নায়কের যে গুণগুলি আছে তার প্রথমটি উল্লেখ করো –
A. সুরশিল্পী B. বলিষ্ঠ C. সুরম্য D. বুদ্ধিমান
★ সঠিক উত্তর – C
২৯) মেঘদূত প্রবন্ধে কোন নগরীর উল্লেখ নেই ?
A. অবন্তী B. মিথিলা
C. বিদিশা D. উজ্জয়িনী
★ সঠিক উত্তর – B
৩০) “এর ভঙ্গি পদ্যের মতো, কিন্তু ব্যবহার গদ্যের চালে” – কোন ছন্দের কথা বলা হয়েছে ?
A. পয়ার ছন্দ B. গদ্য ছন্দ
C. অমিত্রাক্ষর ছন্দ D. দলবৃত্ত ছন্দ
★ সঠিক উত্তর – C
৩১) মান বিষয়ে বিমুখী কোন নায়িকা ?
A. কন্যা B. মুগ্ধা C. মধ্যা D. প্রগলভা
★ সঠিক উত্তর – B
৩২) সঠিক বিবৃতিটি নির্ণয় করো –
A. মৃণাল বিন্দুকে পেয়েছিল কয়লার রান্নাঘর থেকে।
B. বিন্দুর বিয়ের ২দিন পরে চলে এসেছিল।
C. কয়লা রাখার ঘরে মৃণাল ছাগল রেখেছিল।
D. মৃণালের স্বামী ছাগল উপহার পেয়েছিল।
★ সঠিক উত্তর – A
৩৩) চিত্রকাব্য নামটি প্রথম ভাবেন –
A. বামন B. কুন্তক
C. বিশ্বনাথ D. আনন্দবর্ধন
★ সঠিক উত্তর – D
৩৪) নায়ক সংখ্যা গণনার মানদন্ডগুলিকে ক্রমানুসারে সাজাও –
i) চরিত্রভেদে ii) বৃত্তিভেদে
iii) পতি ও উপপতিভেদে iv) পূর্ণতাভেদে
A. ii – iii – i – iv. B. i – ii – iv – iii
C. ii – i – iii – iv D. i – iv – iii – ii
★ সঠিক উত্তর – D
৩৫) চাঁদ মনসার পূজো দিতে চায় –
A. বেল পাতা B. আম পাতা
C. বট পাতা D. তুলসি পাতা
★ সঠিক উত্তর – A
৩৬) ‘চতুরঙ্গ’ উপন্যাসে ননীবালাকে সাজার জন্য জ্যাঠামশায় যেটা কিনে দেননি –
A. বেনারসি B. জামা
C. ওড়না D. ঘাগড়া
★ সঠিক উত্তর – D
৩৭) নিম্নলিখিত কোন সংলাপগুলির বক্তা মন্ত্রী নয় ?
- রাজকার্যে ছোটদের অবজ্ঞা করতে নেই।
- তোমার মন্ত্রণার সুর ক্ষণে ক্ষণে বদলায়
- মহাদেবকে শত্রু করতে ভয় নেই।
- মানুষের মন নিয়ে আমাদের কারবার
- দেবতার ফুল অপাত্রে নষ্ট করো না।
সংকেত –
A. i, iv B. iii, iv ও v C. ii, iii. D. ii, iii, v
★ সঠিক উত্তর – D
৩৮) নায়কের গুণ নায়ক
a) পরিহাসবিশারদ i) যুধিষ্ঠির
b) বিবেচক. ii) রঘুনাথ
c) বিনয়ী. iii) ভীমসেন
d) চঞ্চল iv) কন্দর্প
সংকেত –
A. a – iv. b) – i. c) – ii. d) – iii
B. a – ii b) – iii c) – iv d) – i
C. a – iii b) – iv c) – ii. d) – i
D. a – iii. b) – i. c) – iv d) – ii
★ সঠিক উত্তর – A
৩৯) আইয়ুব আর্টকে তিনটি শ্রেণিতে ভাগ করেছেন, ভাগ তিনটি হল –
A. প্রাকৃতিক, সামাজিক, পারমার্থিক
B. পারমার্থিক, সামাজিক, স্বাশ্রয়ী
C. সামাজিক, নৈতিক, প্রাকৃতিক
D. পারমার্থিক, নৈতিক, স্বাশ্রয়ী
★ সঠিক উত্তর – B
৪০) ‘জাপানযাত্রী’ প্রবন্ধে মোট কয়টি পর্ব আছে ?
A. ১২টি B. ১৪টি C. ১৫টি D. ১৮টি
★ সঠিক উত্তর – C
৪১) রতিবিষয়ে আগ্রহশীলা অথচ লজ্জার কারণে অপ্রকাশ্য – এমন প্রকার নায়িকাকে কী বলা হয় ?
A. রতিপরাঙ্মুখী B. রোষকৃতবাষ্পমৌনা
C. সব্রীড়রতিপ্রযত্না D. সঞ্জীবশা
★ সঠিক উত্তর – C
৪২) ‘বাকি ইতিহাস’ শব্দটি প্রথম বলেছে –
A. শরদিন্দু B. বিজয়
C. বাসন্তী D. সীতানাথ
★ সঠিক উত্তর – D
৪৩) সমাসবদ্ধ শব্দ, রূঢ়ি শব্দ, লিঙ্গ, ক্রিয়া – এগুলি কোন প্রকার বক্রতার অন্তর্গত ?
A. প্রকরণ বক্রতা B. পদপূর্বার্ধ বক্রতা
C. বাক্য বক্রতা D. বর্ণবিন্যাস বক্রতা
★ সঠিক উত্তর – B
৪৪) রবীন্দ্রনাথ ঠাকুর বোলপুর থেকে অমৃতসরে পৌঁছানোর সময় যে সমস্ত স্থানে বিশ্রাম করেন তার ক্রমটি হল –
A. দানাপুর – এলাহবাদ – সাহেবগঞ্জ – কানপুর
B. সাহেবগঞ্জ – দানাপুর – এলাহবাদ – কানপুর
C. কানপুর – এলাহবাদ – সাহেবগঞ্জ – দানাপুর
D. কানপুর – দানাপুর – সাহেবগঞ্জ – এলাহবাদ
★ সঠিক উত্তর – B
৪৫) নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনগুলির ভেদ 3 প্রকার ?
i) রতিভেদে পূর্বরাগ ii) অনুমানভেদে মান
iii) অবস্থাভেদে নায়িকা iv) সুদূর প্রবাস
v) বিপ্রলম্ভ
A. i ও ii B. ii, iv ও v C. i ও iv. D.i,iii, v
★ সঠিক উত্তর – C
৪৬) মন্তব্য – কল্পনা ও কাল্পনিকতার মধ্যে মস্ত ভেদ আছে।
যুক্তি – কল্পনায় আছে সত্যের ভান আর কাল্পনিকতায় আছে সত্যের সংযম।
সংকেত –
A. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
D. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – B
৪৭) “নয়নে নিঠুর চাহনি হৃদয়ে করুণা ঢাকা / গভীর প্রেমের কাহিনি গোপন করিয়া রাখা” – মাত্রা সংখ্যা কত ?
A. ১৫ মাত্রা B. ১৭ মাত্রা
C. ২০ মাত্রা D. ২৪ মাত্রা
★ সঠিক উত্তর – B
৪৮) A. B
a) উদ্বেগ i) দৈহিক কৃশতা
b) তাণব. ii) অসহিষ্ণুতা
c) জড়িমা. iii) মনের চঞ্চলতা
d) ব্যাগ্রতা iv) অন্যমনস্কতা
সংকেত –
A. a) – ii. b) – iii c) – iv d) – i
B. a) – iv b) – i c) – ii d) – iii
C. a) – ii. b) – i c) – iv d) – iii
D. a) – iii. b) – i c) – iv d) – ii
★ সঠিক উত্তর – D
৪৯) রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ের তারিখের উল্লেখ আছে কোন প্রবন্ধে ?
A. কারোয়ার B. ছবি ও গান
C. প্রকৃতির প্রতিশোধ D. ভগ্নহৃদয়
★ সঠিক উত্তর – C
৫০) মন্তব্য – সোমাভা কৃষ্ণের নিত্যপ্রিয়া সঙ্গী ছিল।
যুক্তি – সোমাভা কৃষ্ণপ্রেমে ঐশ্বর্যশালী ছিল।
সংকেত –
A. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
C. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
D. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – C
৫১) রাসসুন্দরী দেবীর কততম রচনায় তাঁর বয়স অনুযায়ী সন্তানদের জন্মের তালিকা দিয়েছেন ?
A. চতুর্থ রচনা B. পঞ্চম রচনা
C. ষষ্ঠ রচনা D. সপ্তম রচনা
★ সঠিক উত্তর – B
৫২) সঠিক মন্তব্যটি চিহ্নিত করো –
A. আচার্য দন্ডী রীতির বদলে কবিস্বভাবের কথা বলেছেন।
B. মহিমভট্ট ভামহকে অনুসরণ করে তিনটি গুণ স্বীকার করেছেন।
C. বামনের অর্থব্যক্তির সঙ্গে দন্ডী কথিত যে গুণ তুলনীয় – স্বভাবোক্তি।
D. ভামহ উদাত্ত, সংক্ষেপ, প্রৌঢ়ি ইত্যাদি গুণের কথা বলেছেন।
★ সঠিক উত্তর – C
৫৩) “স্ত্রীলোকের মধ্যে যে বহুল পরিমাণে যুক্তিহীনতা দেখা যায় তাহা বুদ্ধিহীনতার পরিচয় নহে” – কোন প্রবন্ধ থেকে উদ্ধৃতাংশটি গৃহীত ?
A. ছেলে ভুলানো ছড়া B. মনুষ্য
C. নরনারী D. বাস্তব
★ সঠিক উত্তর – A
৫৪) কোনটি কলহন্তরিতার লক্ষণ নয় ?
A. আগ্রহন্বিতা B. বিকলা
C. সমাদরা D. খেদ E. কোপবতী
★ সঠিক উত্তর – D
৫৫) মন্তব্য – কিছু জাগতিক ঘটনাকে আমরা ভয় করি।
যুক্তি – তারা এখনো আমাদের নিয়মের বশে আসেনি।
সংকেত –
A. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
C. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
D. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – C
৫৬) “এ পুরীর পথ মাঝে যত আছে শিলা/কঠিন শ্যামার মতো কেহ নাহি আর” – কোন অলঙ্কার ?
A. ব্যতিরেক B. অপহ্নতি
C. ভ্রান্তিমান D. বিরোধ
★ সঠিক উত্তর – A
৫৭) কোন নায়িকা সকল রসের উৎকর্ষতায় উপযুক্ত ?
A. মুগ্ধা B. মধ্যা C. স্বীয়া
D. প্রগলভা E. পরোঢ়া
★ সঠিক উত্তর – B
৫৮) কুমারী কুন্তী কর্ণকে মূল্যবান বসনে ঢেকে ভাসিয়ে দিয়েছিলেন –
A. সরস্বতী স্রোতে B. যমুনা স্রোতে
C. ভাগীরথী স্রোতে D. গঙ্গা স্রোতে
★ সঠিক উত্তর – D
৫৯) ‘চতুরঙ্গ’ উপন্যাসে ‘সকাল-বিকাল’ দ্বারা কাদের উপমিত করা হয়েছে ?
A. শচীশ ও শ্রীবিলাস
B. হরিমোহন ও জগমোহন
C. শিবানন্দ স্বামী ও শচীশ
D. ননীবালা ও দামিনী
★ সঠিক উত্তর – B
৬০) a) নাট্য ও শৃঙ্গাররসের ক্ষেত্রে পরোঢ়া নায়িকা নিষিদ্ধা।
b) সামান্যা হয়েও স্বকীয়ারূপে পরিগণিতা স্বৈরিন্ধ্রী।
c) ধূর্ত নায়ক উজ্জ্বলনীলমণিতে গৃহীত হয়নি।
d) দয়িত যার অধীন হয়ে থাকে তাকে প্রোষিতভর্তৃকা বলে।
সংকেত –
A. a) – √. b) – × c) – √ d) – ×
B. a) – ×. b) – √ c) – × d) – ×
C. a) – ×. b) – × c) – √ d) – √
D. a) – ×. b) – × c) – √ d) – ×
★ সঠিক উত্তর – A
৬১) কাকু বক্রোক্তি অলঙ্কারের প্রবর্তক কে ?
A. ভামহ B. বামন
C. উদ্ভট D. রুদ্রট
★ সঠিক উত্তর – D
৬২) কোনটি অশুদ্ধ ?
- অমূল্য তার বাবা মায়ের ছোট ছেলে।
- অমূল্যর মা অল্প বয়সে মারা গেছে।
- অমূল্য পায়েস খেতে ভালোবাসে।
- অমূল্য বিমলার মধ্যে মা ও দিদিকে খুঁজে পেয়েছে।
কোনটি অশুদ্ধ ?
A. 1 ও 2 B. 3 ও 4 C.কেবল 2 D. কেবল 3
★ সঠিক উত্তর – A
৬৩) “কাঁহা নখচিহ্ন/ চিহ্নলি তুঁহু সুন্দরি / এহ নব কুঙ্কুম রেহ” – এখানে নায়কের কোন লক্ষণ প্রকাশ পাচ্ছে ?
A. শঠ B. দক্ষিণ C. ধৃষ্ট D. অনুকূল
★ সঠিক উত্তর – C
৬৪) “জাপানের কোনো কাগজে পড়েছি জাপানি সৈনিক যুদ্ধের সাফল্য কামনা করে বুদ্ধমন্দিরে পূজা দিতে গিয়েছিল। ওরা শক্তির বাণ মেরেছে চিনকে, ভক্তির বাণ বুদ্ধকে” – কোন কবিতার শুরুতে রবীন্দ্রনাথ একথা বলেছেন ?
A. উদবোধন B. প্রায়শ্চিত্ত
C. বুদ্ধভক্তি D. ভগ্নরাজ্য
★ সঠিক উত্তর – C
৬৫) কাব্যের আত্মা নিয়ে প্রথম কে আলোচনা করেছেন ?
A. বামন B. বামন C. দন্ডী D. ভরত
★ সঠিক উত্তর – A
৬৬) A B
a) সাম i) নিজের মাহাত্ম্য প্রকাশ
b) ভেদ ii) তুষ্ণীভাব অবলম্বন
c) দান iii) প্রিয়বাক্য রচনা
d) উপেক্ষা iv) ভূষণাদি উপহার
সংকেত –
A. a) – ii b) – i c) – iv d) – iii
B. a) – iv b) – iii c) – i d) – ii
C. a) – iii b) – iv c) – ii d) – i
D. a) – iii b) – i c) – iv d) – ii
★ সঠিক উত্তর – D
৬৭) বিমলার স্বামীর সম্পর্কে মন্তব্যগুলি ক্রমানুসারে সাজাও –
- আমার স্বামী মদ খান না, তাঁর চরিত্রে চঞ্চলতা নেই।
- কলেজে পড়বার জন্য তাঁকে কলকাতায় থাকতে হত।
- এই বংশে তিনিই প্রথম রীতিমত লেখাপড়া শেখেন আর এম.এ পাস করেন।
- আমার স্বামী তাঁর (দিদিশাশুড়ির) বক্ষের হার, তাঁর চক্ষের মণি।
A. 4 – 1 – 3 – 2. B. 1 – 3 – 2 – 4
C. 3 – 1 – 4 – 2. D. 2 – 3 – 1 – 4
★ সঠিক উত্তর – C
৬৮) ‘জীবনশিল্পী রবীন্দ্রনাথ’ প্রবন্ধে যে পৌরাণিক রমণীর উল্লেখ আছে –
A. অহল্যা B. গান্ধারী C. দ্রৌপদী D. সীতা
★ সঠিক উত্তর – A
৬৯) মন্তব্য – পরকীয়া সঙ্গে কৃষ্ণের অধিক আনন্দ।
যুক্তি – ইহাতে প্রচ্ছন্ন ক্রীড়া করয়ে গোবিন্দ।
সংকেত –
A. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
C. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
D. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – A
৭০) “এই দুটো ব্যাপারকে দূর্গশাসক অতি দ্রুত সামঞ্জস্যে নিয়ে আসবে – এটাই রাণীর কাম্য” – কোন দুটো ব্যাপার ?
A. পুষ্প উদ্যান নিলাম ও জনতার রোষ
B. বিজ্ঞানের চাতুর্য্য এবং সংবাদযন্ত্রের ধূর্ত বিচক্ষণতা
C. জনতার সংগ্রাম ও দূর্গশাসকের ধূর্ততা
D. চিত্রকরের নির্বুদ্ধিতা ও জীবনলালের গোলামি
★ সঠিক উত্তর – B
৭১) পুত্র নাতি নাতনী
a) বিপিনবিহারী i) ৪ ছেলে, ৩ মেয়ে
b) দ্বারকানাথ ii) ২ ছেলে, ২ মেয়ে
c) কিশোরীলাল iii) ৪ ছেলে, ১ মেয়ে
d) প্রতাপচন্দ্র iv) ৪ ছেলে, ২ মেয়ে
সংকেত –
A. a) – ii b) – iii c) – iv d) – i
B. a) – iv b) – iii c) – i d) – ii
C. a) – iii b) – iv c) – ii d) – i
D. a) – ii b) – i c) – iv d) – iii
★ সঠিক উত্তর – A
৭২) কোনটি সম্পন্ন সম্ভোগ নয় ?
A. ঝুলন যাত্রা B. দোললীলা
C. বস্ত্রাকর্ষণ D. নর্ত্তক রস
★ সঠিক উত্তর – C
৭৩) “বৃত্তয়: অনুপ্রাস জাতয় বি” -বৃত্তি কিংবা রীতি দুটিই অনুপ্রাস থেকে আলাদা নয় – কে বলেছেন ?
A. ভরত B. বামন
C. আনন্দবর্ধন D. অভিনবগুপ্ত
★ সঠিক উত্তর – D
৭৪) ‘চিত্রা’ কাব্যের কোন কবিতাটি ‘ভারতী’ পত্রিকায় প্রকাশিত হয়েছে ?
A. এবার ফিরাও মোরে B. সুখ
C. প্রেমের অভিষেক D. স্নেহস্মৃতি
★ সঠিক উত্তর – D
৭৫) মানহেতু ব্রজসুন্দরীগণ রোষবশে শ্রীকৃষ্ণের প্রতি যেসব উক্তি করেন তারমধ্যে ‘দুর্ললীশেখর’ এর অর্থ কী ?
A. নারীচোর B. বস্ত্রচোর
C. বংশীচোর D. কপটচূড়ামণি
★ সঠিক উত্তর – D