বাংলা মকটেস্ট – ০২
তাং – ২৬/০৬/২০২১
★ উত্তরপত্র ★
১) “শহীদের মা” গল্পে বাদলের জন্ম হয়েছিল –
A. ১৯শে এপ্রিল B. ১৯শে জুন
C. ১৯শে শ্রাবণ D. ১৯শে ভাদ্র
★ সঠিক উত্তর – C
২) A. B
a) নদী অপিস আছে i) জিয়াগঞ্জে
b) সাজুয়া ভেসে চলে যায় ii) নারকেল
বাগানে
c) নতুন বাথান বাঁধা হয় iii) বেলেটিতে
d) ত্রাণকেন্দ্র খোলা হয় iv) বহরমপুরে
সংকেত –
A. a) – ii b) – iv c) – i. d) – iii
B. a) – iv b) – iii. c) – ii d) – i
C. a) – ii. b) – i c) – iv d) – iii
D. a) – iv b) – i. c) – ii. d) – iii
★ সঠিক উত্তর – D
৩) ‘শবাগার’ গল্পে মুকুন্দের স্ত্রী, ভাড়াটে, মেয়ে ও বোনের নামগুলো যথাক্রমে –
A. শিপ্রা – মীরা – জয়া – লীলা
B. লীলা – শিপ্রা – মীরা – জয়া
C. মীরা – জয়া – শিপ্রা – লীলা
D. লীলা – মীরা – শিপ্রা – জয়া
★ সঠিক উত্তর – B
৪) “মা মর্যাদা চাইত আমি সাহস চাইতাম” – একথা কে বলেছে ?
A. অনুপমা B. নিরুপমা
C. বনলতা D. দীনেন্দ্র
★ সঠিক উত্তর – A
৫) মন্তব্য – কুর্মিরা অঞ্জনগড় ছেড়ে যেতে চায় না।
যুক্তি – অঞ্জনগড়ে মহারাজের কাছে তাদের দাদন নেওয়া আছে।
A. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
D. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – B
৬) ‘পাখির মা’ গল্প অবলম্বনে শুদ্ধ মন্তব্যটি চিহ্নিত করো –
A. বিদেশী পাখিগুলো ২টো শিমূল গাছে বাসা বেঁধেছিল
B. প্রায় ২১০টা বিদেশী পাখি এসেছিল
C. বিদেশী পাখিগুলো জগদীশের কাছে পবিত্রতার প্রতীক।
D. বিদেশী পাখিগুলো ইঁদুর ধরে খায়।
★ সঠিক উত্তর – D
৭) ‘স্বীকারোক্তি’ গল্পে অনলের জিজ্ঞাসাবাদের
সময় যেসব কথা মনে পড়েছিল তার ক্রম –
A. মার সঙ্গে মামার বাড়ি – বাবার মার – স্ত্রীর কথা – পার্টি বন্ধুদের ঘেরাও
B. বাবার মার – স্ত্রীর কথা – অ্যাকশন কমিটির তলব – নীরা
C. বাবার মার – পার্টি বন্ধুদের ঘেরাও – স্ত্রীর কথা – অ্যাকশন কমিটির তলব
D. মার সঙ্গে মামার বাড়ি – পার্টি বন্ধুদের ঘেরাও – অমর দা – বীণাদির প্রেম – নীরা
★ সঠিক উত্তর – C
৮) নিশিকান্তর কারখানায় কর্মচারীদের তাদের কাজের সঙ্গে স্তম্ভ মেলাও –
A. B
a) নটবর i) শিস দেয়
b) মধু ii) শকুনের নজর
c) ভৈরব iii) হিন্দি গান গায়
d) গণেশ iv) জ্বর হয়
সংকেত –
A. a) – ii b) – iii c) – iv. d) – i
B. a) – iv b) – iii. c) – ii d) – i
C. a) – ii. b) – i c) – iv d) – iii
D. a) – iv b) – i. c) – ii. d) – iii
★ সঠিক উত্তর – A
৯) ‘ইঁদুর’ গল্পে মলিনা অভিমান করে যতীনকে কলকাতা থেকে কী আনতে বলেছিল ?
A. বিষ B. দড়ি
C. ইঁদুরের কল D. চুলের কাঁটা
★ সঠিক উত্তর – B
১০) “লোকটা দোষে গুণে মানুষ, এদিকে যদিও হামবগ কিন্তু মেজাজটা দিলদরিয়া” – কে কার সম্পর্কে বলেছে ?
A. সাজুয়া রামসিংগীর সম্পর্কে
B. সাবিত্রী মল্লিকা সম্পর্কে
C. মামা বীরেন সম্পর্কে
D. তিনকড়ি শ্যামবাবু সম্পর্কে
★ সঠিক উত্তর – D
১১) মন্তব্য – বাঘাড়ে গাড়োয়ানরা রাতচরা হয়।
যুক্তি – সকালে জমিতে চাষ করতে হয়।
A. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
C. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
D. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – C
১২) 1. যার বাবাকে আলেয়া ভূত তাড়া করেছিল – বিপিন।
2. যার কাকা তিনবার ভির্মি খেয়েছে – ঘনাই।
3. যার মা শাঁখচুন্নি দেখেছিল – নেতাই।
4. যার বাবাকে ভূতে ঘাড় মটকেছিল – সুখেন।
5. যে মেছোভূতের পাল্লায় পড়েছিল – পবন।
সংকেত –
A. i ও iv শুদ্ধ B. কেবল ii অশুদ্ধ
C. iii ও v শুদ্ধ D. ii ও iv অশুদ্ধ
★ সঠিক উত্তর – C
১৩) বাদশা ও আয়নার বিয়ের ব্যবস্থা করেছিল –
A. তাহের B. হরমুজ C. বদু মিয়া D. কাদের
★ সঠিক উত্তর – A
১৪) হেয়ারের নামে দ্রৌপদী সম্পর্কে লেখা ছিল –
A. মোস্ট নটোরিয়াস মেয়েছেলে
B. মোস্ট ওয়ান্টেড উইম্যান
C. মোস্ট নটোরিয়াস কমিউনিস্ট
D. মোস্ট ওয়ান্টেড আদিবাসী
★ সঠিক উত্তর – A
১৫) নিম্নলিখিত চরিত্রগুলির মধ্যে কাদের বয়স ২২বছর ?
1. তুলসী 2. মায়া 3. মলিনা 4. মনু
5. ফুলবানু
A. i ও ii. B. ii ও iv C. iii ও v. D. i ও v
★ সঠিক উত্তর – B
১৬) ‘গোঘ্ন’ গল্পে হারাইকে যে সব পথ অতিক্রম করতে হয়েছিল –
A. শিমূল কেষ্টপুর – সানকিডাঙা – কালুদিয়াড় – মেদীপুর
B. সানকিডাঙা – কালুদিয়াড় – মেদীপুর – শিমূল কেষ্টপুর
C. ভট্টিমাটি – সানকিডাঙা – কালুদিয়াড় – মেদীপুর
D. সানকিডাঙা – মেদীপুর – ভট্টিমাটি – শিমূল কেষ্টপুর
★ সঠিক উত্তর – D
১৭) দত্ত কাকিমা কার সব কাজ করে দেয় ?
A. মনোহর মুখার্জী B. মনোরঞ্জন চক্রবর্তী
C. শ্রীধর ভট্টাচার্য D. নিবারণ চক্রবর্ত্তী
★ সঠিক উত্তর – C
১৮) ‘জননী’ গল্পে মায়ের দাহের সময় ছেলেমেয়েদের অবস্থান অনুযায়ী স্তম্ভ মেলাও –
A. B
a) বড়দা i) কদমতলায় গালে হাত
দিয়ে বসে
b) বড়দি ii) কাঠচাঁপার গুড়িতে
হেলান দিয়ে বসে
c) মেজদা iii) খানিক রোদ ছায়ায়
দাঁড়িয়ে
d) ছোটো iv) দুই হাত বুকের কাছে
নিয়ে বসে
সংকেত –
A. a) – ii b) – iii c) – iv. d) – i
B. a) – iv b) – iii. c) – ii d) – i
C. a) – iii. b) – iv c) – i d) – ii
D. a) – iii b) – i. c) – iv d) – ii
★ সঠিক উত্তর – D
১৯) পাঁচুমামা ‘ওল্ড লেডি নম্বর ওয়ান স্পাই’ কাকে বলেছে ?
A. দিদিমা B. পদিপিসি
C. মণিপিসি D. খেন্তিপিসি
★ সঠিক উত্তর – A
২০) ‘বিপিন’ চরিত্রটির উল্লেখ কোন ছোটগল্পে নেই ?
A. মশা B. পদিপিসির বর্মিবাক্স
C. গরম ভাত ও নিছক ভূতের গল্প
D. শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড
★ সঠিক উত্তর – C
২১) 1. তার চোখ তীক্ষ্ণ ঈগলের মতো।
2. জিমনাসিয়াম ক্রীড়ায় পটু
3. তার চেহারার সঙ্গে নেপোলিয়ানের সাদৃশ্য আছে।
– কার কথা বলা হয়েছে ?
A. অনল B. মিহির C. ধ্রুব D. যতীন
★ সঠিক উত্তর – B
২২) “গেরুয়া জলের বুকে একখন্ড __ আছে” – ‘জাতুধান’ গল্প অনুযায়ী ধানের জমির চর বোঝাতে মহাশ্বেতা দেবী কী বলছেন ?
A. পান্না B. সবুজ C. ঝিনুক D. জীবন
★ সঠিক উত্তর – A
২৩) 1.কাঁঠাল কাঠের তক্তপোশ 2. ১টা বেঞ্চি 3. স্টোভ 4. ২টি জলচৌকি
5. নিম কাঠের আলমারি 6. কাঠের তেথাকা
– এর মধ্যে কোনগুলি দিয়ে মলিনা তার ঘর সাজিয়েছিল ?
A. 1, 2, 4, 5. B. 2, 3, 4, 6.
C. 1, 3, 5, 6. D. 1, 2, 4, 6
★ সঠিক উত্তর – D
২৪) সঠিক বিকল্প চিহ্নিত করো –
A. তানলিনকে খুঁজতে ঘনাদা টুঙ্গুস পাহাড়ে তাঁবু ফেলেছিল।
B. বিপিন সত্তর টাকা খরচ করে আমেরিকা থেকে ডিগ্রি আনিয়েছিল।
C. ‘স্বীকারোক্তি’ গল্পে কথককে S.B সেলে ঢোকানো হয় ২২শে ডিসেম্বর।
D. ‘সমুদ্র’ গল্পে বীরেন কল্যাণী থেকে অ্যালসেসিয়ান বাচ্চা কিনেছিল।
★ সঠিক উত্তর – C
২৫) “আমরা গরীব হতে পারি কিন্তু ভেতরটা আমাদের খাঁটি” – বক্তা কে ?
A. নিশিকান্ত B. মন্মথ
C. সাবিত্রী D. মলিনা
★ সঠিক উত্তর – B
২৬) প্রতি মরশুমে জগদীশ ধানের গোলায় দুই কুলো ধান ঢালে কারণ –
A. বাপ দাদা আমলের গোলা সুন্দর দেখায়
B. বাকি ধান দাদন দিতে হয়
C. বাকি ধান বিক্রি করে দেয়
D. ধানের গোলা ফাঁকা রাখতে নেই
★ সঠিক উত্তর – D
২৭) পেশাবদল গল্পে বড়কাকার ট্রেন খানা জংশনের পর লুপ লাইনে ঢুকলে যে সব পরিবর্তন দেখা গেল তা ক্রমানুসারে সাজাও –
1. গাছপালা অন্যরকম হল
2. সহযাত্রীর চেহারা বদলে গেল
3. মাটির রঙ বদলে গেল
4. হুপো পাখি দেখা গেল
A. 3 – 1 – 4 – 2 B. 1 – 3 – 2 – 4
C. 1 – 4 – 3 – 2. D. 2 – 3 – 4 – 1
★ সঠিক উত্তর – A
২৮) ‘কানাকড়ি’ গল্পে মন্মথর একশো টাকার চাকরিটা পেয়েছিল –
A. প্রভাস মজুমদার B. বিকাশ গাঙ্গুলী
C. প্রভাস গাঙ্গুলী D. বিকাশ মজুমদার
★ সঠিক উত্তর – C
২৯) মন্তব্য – কথক মনে মনে রিদুবাবুর ব্যবহারে অপমানিত বোধ করছছিলেন।
যুক্তি – রিদুবাবুর অসুখ হিসাবে পিঠের একটা
সামান্য ফুসকুড়ি দেখিয়েছিলেন।
A. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
B. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
C. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
D. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
★ সঠিক উত্তর – B
৩০) গল্প গল্পগ্রন্থ
a) আত্মভূক i) বেহুলা
b) জাতুধান ii) কপিলা নাচছে
c) দ্রৌপদী iii) চতুর্থী সীমানা
d) শবাগার iv) অগ্নিগর্ভ
সংকেত –
A. a) – iii b) – i c) – iv. d) – ii
B. a) – iv b) – iii. c) – ii d) – i
C. a) – ii. b) – i c) – iv d) – iii
D. a) – iv b) – i. c) – ii. d) – iii
★ সঠিক উত্তর – A
___
If you please tell me how to get the password, but I can not find the password
On Sat, Jul 3, 2021, 7:36 PM আমার বাংলা অ্যাকাডেমি wrote:
>