প্রথম প্রতিশ্রুতি
✒️ লেখক : আশাপূর্ণা দেবী
✒️ প্রথম প্রকাশ :
● পত্রিকায় প্রকাশ – মাসিক ‘কথাসাহিত্য’ পত্রিকায় বাংলায় ১৩৬৬ সালের শ্রাবণ মাস থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
● গ্রন্থাকারে প্রকাশ – প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৩৭১ বঙ্গাব্দে, ১৯৬৪ খ্রি:, মিত্র ঘোষ পাবলিশার্স থেকে।
✒️ উৎসর্গ : “নিভৃত লোকে বসে যাঁরা রেখে গেছেন প্রতিশ্রুতির স্বাক্ষর…” অর্থাৎ অন্ত:পুরকারীদের
✒️ পরিচ্ছেদ সংখ্যা : ৪৮
✒️ প্রকার : সামাজিক উপন্যাস
✒️ বিষয়বস্তু :
উনবিংশ শতাব্দীর প্রেক্ষাপটে একান্নবর্তী গৃহস্থের নিভৃতে, নিয়মকাননের বেড়াজালের মধ্যে থেকে বড় হয়ে সত্যবতীর পড়াশুনা করা, বিয়ের পর স্বামীকে নিয়ে কলকাতায় বসবাস করা, আত্মনির্ভরশীল হওয়া এবং সামাজিক বিধিনিষেধের প্রতিবাদে
স্বামী সন্তান সংসার প্রত্যাখ্যান করে বেরিয়ে যাওয়ার গল্প শুনিয়েছেন আশাপূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতি উপন্যাসে।
✒️ অন্যান্য :
● চরিত্র পরিচয় ●
◆ পুরুষ চরিত্র –
১) রামকালী – সত্যবতীর পিতা
২) জয়কালী – সত্যবতীর ঠাকুর্দা
৩) কুঞ্জকালী – সত্যবতীর জ্যাঠা
৪) জটা – সত্যর পিসতুতো দাদা
৫) নবকুমার – সত্যর স্বামী
৬) নীলাম্বর বাড়ুজ্জ্যে – সত্যর শ্বশুর
৭) সাধন – সত্যর বড় ছেলে
৮) সরল – সত্যর ছোট ছেলে
৯) ফেলু বাড়ুজ্জ্যে – রামকালীর শ্বশুর
১০) রাসবিহারী – কুঞ্জর বড় ছেলে
১১) নেড়ু – কুঞ্জর ছোট ছেলে
১২) ভবতোষ – নবর শিক্ষক
১৩) নিতাই – নবর বন্ধু
১৪) লক্ষীকান্তু বাড়ুজ্জ্যে – পাটমহলের জমিদার
১৫) শ্যামাকান্ত – লক্ষীকান্তর পুত্র
১৬) রাখহরি ঘোষাল – পাটমহলের পড়শি
১৭) দয়াল মুখুজ্জ্যে – ঐ
১৮) নগেন – কাটোয়ার যুবক
১৯) বিদ্যারত্ন – রামকালীর ভক্তভাজন পন্ডিত
২০) গোবিন্দ গুপ্ত – রামকালীর আশ্রয়দাতা
২১) বিপিন লাহিড়ী – রামকালীর প্রতিবেশী
২২) মুকুন্দ মুখুজ্জ্যে – সৌদামিনীর স্বামী
২৩) তুষ্ট – গোয়ালা
২৪) রঘু – তুষ্টর নাতি
২৫) বিন্দে – ওঝা
২৬) গোপেন – রাখাল
◆ নারী চরিত্র –
২৭) সত্যবতী – মূল চরিত্র
২৮) ভুবনেশ্বরী – সত্যর মা
২৯) দীনতারিণী – সত্যর ঠাকুমা
৩০) কাশীশ্বরী – সত্যর পিসঠাকুমা
৩১) মোক্ষদা – সত্যর পিসঠাকুমা
৩২) শিবজায়া – সত্যর জ্ঞাতিঠাকুমা
৩৩) নন্দরাণী – ঐ
৩৪) নিভাননী – সত্যর মামীমা
৩৫) সুকুমারী – ঐ
৩৬) এলোকেশি – সত্যর শাশুড়ি
৩৭) পুণ্যি – সত্যর সমবয়সি পিসি
৩৮) খেঁদি – সত্যর বালবান্ধবী
৩৯) সুবর্ণ – সত্যর মেয়ে
৪০) সেজপিসি – জটার মা
৪১) শশীতারা – কুঞ্জর বোন
৪২) অভয়া – কুঞ্জর স্ত্রী
৪৩) সারদা – রাসুর প্রথমা স্ত্রী
৪৪) পটলী – রাসুর দ্বিতীয় স্ত্রী
৪৫) শঙ্করী – কাশীশ্বরীর নাতবৌ
৪৬) বেহুলা – শ্যামকান্তর স্ত্রী
৪৭) ভাবিনী – নিতাইয়ের স্ত্রী
৪৮) মুক্তকেশী – এলোকেশীর সইয়ের মেয়ে
৪৯) সৌদামিনী – এলোকেশীর ভাগ্নী
৫০) সুহাস – শঙ্করীর মেয়ে
● প্রবাদ প্রবচন ●
প্রবাদ অধ্যায়
১) যার নাম ভাজা চাল
তার নাম মুড়ি ৯নং
যার মাথায় পাকা চুল
তারেই বলে বুড়ি
২) রাত উপুসে হাতি কাবু ১২নং
৩) এক তরকারী নুনে বিষ ১৬নং
একটা সন্তান তা মেয়ে
৪) লাখ কথা নইলে বিয়ে ১৭নং
হয় না
৫) হলুদ জব্দ শিলে,
চোর জব্দ কিলে
আর দুষ্ট মেয়ে জব্দ হয় ১৭ নং
শ্বশুরবাড়ি গেলে
৬) কুকুরের কামড় হাঁটুর নীচে ২২নং
৭) নারী আর নদী
এরা তবে এক ধাতুতে গড়া ২২নং
৮) মা বড় নির্বোধ,
কেঁদে কেঁদে মর ২৩নং
আপনি ভাবিয়া দেখ
কার ঘর কর !
৯) অতি বড় সুন্দরী ২৭নং
না পায় বর
১০) লাখ টাকায় বামুন
ভিখারী ৩৩নং
১১) অভাগা যদ্যপি চায় ৩৩নং
সাগর শুকিয়ে যায়
১২) শিরে জল ঢাললে ঐ
সর্বাঙ্গে পড়ে
১৩) মেঘা খেয়ে রোদ হয়
তার বড় চড়চড়ানি ঐ
আর বৌ হয়ে গিন্নি হয়
তার বড় ফরফরানি
১৪) বাপের জন্মে নেইকো চাষ ৩৭নং
ধানকে বলে দূর্বাঘাস
১৫) বাপ পিতামহের নাম গেল
হিদে জোলার নাতি ৪১ নং
১৬) জ্ঞাতির ভাত হোক
সতীনের পুত হোক ৪৩ নং
ভালোই হচ্ছে, শুধু গুরুত্বপূর্ণ উক্তিগুলো উল্লেখ প্রয়োজন