বাংলা মকটেস্ট – ০৪
বিষয় – উপন‍্যাস ও ছোটগল্প

উত্তরপত্র

১) ‘প্রথম প্রতিশ্রুতি’ উপন‍্যাস অবলম্বনে ঘটনাগুলি ক্রমানুসারে সাজাও –
1. সত‍্যর পড়াশুনা         2. শঙ্করীর গৃহত‍্যাগ
3. রঘুর সাপের বিষে মৃত‍্যু
4. লক্ষীকান্তর মৃত‍্যু
A. 3 – 1 – 4 – 2.         B. 1 – 4 – 2 – 3
C. 2 – 1 – 3 – 4.         D. 4 – 1 – 2 – 3
★ সঠিক উত্তর – C

২) “অদূরে একটা ছোট বাড়ি। ঝকঝকে নতুন। যত না দেওয়াল, তার চাইতে বেশি জানালা” – ‘নির্বাস’ উপন‍্যাস অনুযায়ী কোন বাড়ির কথা বলা হয়েছে ?
A. হাসপাতাল        B. লাইব্রেরি
C. চার্চ                   D. নারী সমিতির অফিস
★ সঠিক উত্তর – B

৩) মন্তব‍্য – বড়োবাড়ির সেজবাবু অপুর গালে        চড় মেরেছিল।
যুক্তি – থিয়েটার দেখার জন‍্য সে সামনের সারিতে বসেছিল।
সংকেত –
A. মন্তব‍্য – শুদ্ধ,  যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – শুদ্ধ,  যুক্তি – অশুদ্ধ
C. মন্তব‍্য – অশুদ্ধ,  যুক্তি – শুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ,  যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – C

৪) প্রদত্ত সূত্র অনুযায়ী কার কথা বলা হয়েছে ?
1. বৈষ্ণবধর্মাবলম্বী, পশ্চিমের লাল বংশের লোক।
2. আশ্রম সংগঠনের কল্পনার তার।
3. ধীর, স্বল্পভাষী মানুষ।
A. মাধবানন্দ         B. আনন্দচাঁদ
C. প্রেমদাস           D. কেশবানন্দ
★ সঠিক উত্তর – D

৫) শুদ্ধ কোনটি ?
A. আজাদদস্তার দলের সর্দারকে ঢোঁড়াইঢয়ের ভালো লাগে।
B. ঢোঁড়াই রামায়ণ কিনে আনতে বলেছিল আজাদকে।
C. রামায়ণ কিনতে তিন টাকা আট আনা দিয়েছিল।
D. লাল পকেট রামায়ণ ঝোলা থেকে ঢোঁড়াইকে গান্ধী দেয়।
★ সঠিক উত্তর – A

৬) ‘সংসার সীমান্ত’ গল্পে রজনীর ঘরে ছিল –
1. নোংরা বিছানা       2. কাঠের তেথাকা
3. লন্ঠন       4. হাতল ভাঙা চেয়ার
5. ভাঙা তোরঙ্গ     6. কালি ঠাকুরের পুরানো ছবি
A. 1, 2 ও 6.              B. 2 4 ও 5.    
C. 2 3 ও 5                D. 1, 3 ও 5
★ সঠিক উত্তর – D

৭)        চরিত্র                   নিবাস
a) বোধাই মালো            i) বিরামপুর
b) কাদির মিয়া              ii) উজানচর
c) বনমালী                    iii) নয়ানপুর
d) মাগন সরকার           iv) সাদেকপুর
A. a) – iii.    b) – iv.    c) – i    d) – ii
B. a) – iii.    b) – i      c) – iv   d) – ii
C. a) – ii     b) – iv.    c) – i     d) – iii
D. a) – iv.    b) – ii     c) – i    d) – ii
★ সঠিক উত্তর – B

৮) সত‍্যকে প্রথম শ্বশুরবাড়ি নিয়ে যাবার জন‍্য যে দিন ঠিক করে নাপিতানিকে পাঠানো হয়েছিল –
A. ৩রা আশ্বিন            B. ১৩ই আশ্বিন
C. ৩রা অঘ্রান             D. ১৩ই অঘ্রান
★ সঠিক উত্তর – A

৯) “বিজয়নগর‌ই আমার গৃহ, বিজয়নগর‌ই আমার দেশ” – কে বলেছে ?
A. কম্পনদেব          B. অর্জুনবর্মা
C. বলরাম               D. মণিকঙ্কণা
★ সঠিক উত্তর – C

১০) ‘বিবাহের বিজ্ঞাপন’ গল্পে অন্নদাচরণের লেখা প্রথম গ্রন্থ –
A. আত্মজীবনচরিত       B. বিবাহচরিত
C. ভগ্নহৃদয়ের মহাশোকাশ্রু
D. আর্ত হৃদয়ের শোকাশ্রু
★ সঠিক উত্তর – C

১১) মন্তব‍্য – সবাই বলছে বড় অসুখ তাৎমাটুলিতে শিগগির আসছে।
     যুক্তি – মাসখানেক তাৎমাটুলিতে পায়রা দেখা যাচ্ছে না।
A. মন্তব‍্য – শুদ্ধ    যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – অশুদ্ধ    যুক্তি – অশুদ্ধ
C. মন্তব‍্য – অশুদ্ধ    যুক্তি – শুদ্ধ
D. মন্তব‍্য – শুদ্ধ    যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – D

১২)
a) সাহিত‍্যের কথা বলতে ভালোবাসত – সুরথ।
b) সুরথ ব‍্যাঙ্কে কাজ করত
c) সুরথ মোহিতবাবুকে তার ঘর পর্যন্ত পৌঁছে দিত।
d) সুরথ খোশামোদ করত অজয়কে।
A. b ও d শুদ্ধ        B. কেবল a অশুদ্ধ
C. কেবল c শুদ্ধ    D. a ও c অশুদ্ধ
★ সঠিক উত্তর – A

১৩) “মহৎকে ভালোবাসতে বিরাটের সঙ্গে নিজেকে একাত্ম করে দিতে সংযত অভ‍্যাসের দরকার” – কোন গল্প থেকে উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে ?
A. উলট পুরাণ          B. সমুদ্র
C. ইঁদুর                     D. মতিলাল পাদরি
★ সঠিক উত্তর – B

১৪) বনমালীর সঙ্গে অনন্তর দেখা হয়েছিল কোন পরিচ্ছেদে ?
A. রাঙা নাও               B. নয়া বসত
C. রামধনূ                   D. ভাসমান
★ সঠিক উত্তর – C

১৫) কোন উপন‍্যাস দুটো ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়েছিল ?
A. পথের পাঁচালী ও ঢোঁড়াই চরিত মানস
B. রাধা ও পুতুল নাচের ইতিকথা
C. শ্রীকান্ত ও তুঙ্গভদ্রার তীরে
D. শ্রীকান্ত ও পুতুলনাচের ইতিকথা
★ সঠিক উত্তর – D

১৬) ‘রাধা’ উপন‍্যাসের প্রথম ও দ্বিতীয় পর্বের কাহিনি শুরু হয়েছে যথাক্রমে কোন কোন মাসে ?
A. কার্তিক – ফাল্গুন       B. ফাল্গুন – কার্তিক
C. অগ্রহায়ণ – জ‍্যৈষ্ঠ     D. জ‍্যৈষ্ঠ – অগ্রহায়ণ
★ সঠিক উত্তর – B

১৭)        A.                                  B
a) অ্যাকশন কমিটির নেতা     i) যতীন
b) পাড়ার ক্লাবের নেতা          ii) মিহির
c) জেলা কমিটির নেতা         iii) আরতি
d) প্রাদেশিক কমিটির নেতা    iv) অমর
সংকেত –
A. a) – ii    b) – iv.    c) – i.    d) – iii
B. a) – iii   b) – iv.    c) – i.    d) – ii
C. a) – iv   b) – i.    c) – ii.    d) – iii
D. a) – ii    b) – i.    c) – iv.    d) – iii
★ সঠিক উত্তর – A

১৮) “এই প্রথম বোধ করি নবকুমারের অনুপস্থিতিতে কাতরতা বোধ করে সত‍্য” – কোন পরিস্থিতিতে ?
A. কলকাতায় ভবতোষ মাস্টারের সঙ্গে কথোপকথনে
B. বাড়িতে পুলিশ আসাতে
C. মুকুন্দ মুখার্জীর আগমনে
D. সুবর্ণর জন্মের সময়
★ সঠিক উত্তর – C

১৯) মন্তব‍্য – কৌতূহলের সঙ্গে বিমলা মোহিতবাবুকে লক্ষ‍্য করত।
    যুক্তি – বিমলা মোহিতবাবুকে লেখক মনে করত।
সংকেত –
A. মন্তব‍্য – শুদ্ধ    যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – অশুদ্ধ    যুক্তি – শুদ্ধ
C. মন্তব‍্য – শুদ্ধ    যুক্তি – অশুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ    যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – D

২০) ‘ঢোঁড়াই চরিত মানস’ উপন‍্যাস অবলম্বনে পর্ব দুটির কান্ড গুলি ক্রমানুসারে সাজাও –
A. রামিয়া – পঞ্চায়েত – সাগিয়া – লঙ্কা
B. পঞ্চায়েত – রামিয়া – সাগিয়া – লঙ্কা
C. লঙ্কা – রামিয়া – সাগিয়া – পঞ্চায়েত
D. রামিয়া – পঞ্চায়েত – লঙ্কা – সাগিয়া
★ সঠিক উত্তর – B

২১) “সে একখানা দৃশ‍্য বটে” – ‘পাখির মা’ গল্পে কোন দৃশ‍্যের কথা বলা হয়েছে ?
A. বিদেশী পাখির আগম্বন
B. পাখির মায়ের কান্না
C. লোধাদের বিবাহরীতি
D. ডুলুংএর মুড়ি খাওয়া
★ সঠিক উত্তর – D

২২) 1. মালোদের সভার অন‍্যতম মাতব্বর
2. তিনি কায়েতপাড়ার যাত্রাদলের মুনি ঋষির পাঠ করেন।
3. তাঁর চোখ দূর্বাসার মতো ক্রোধারক্ত।
– কার কথা বলা হয়েছে ?
A. দয়াল       B. নিতাই    
C. কৃষ্ণচন্দ্র        D. তামসীর বাপ
★ সঠিক উত্তর – A

২৩) ‘হারুর অপমৃত‍্যুতে বিচলিত হবার সময় তাহার নেই’ – কার ?
A. শশী ডাক্তার       B. পরান  
C. নবীন মাঝি         D. গোপাল
★ সঠিক উত্তর – C

২৪) “তোমার মধ‍্যে প্রচ্ছন্ন দামোদর আছে” – কে কাকে বলেছে ?
A. প্রেমদাস বাবাজী কৃষ্ণদাসীকে
B. কেশবানন্দ মাধবানন্দকে
C. আনন্দচাঁদকে ব্রজমোহন
D. মাধবানন্দ কয়োকে
★ সঠিক উত্তর – D

২৫)       A.                     B
a) সুথনী               i) একপ্রকার আগাছা
b) কোদো            ii) শিউলি ফুল
c) হরশিঙ্গার.       iii) পাকা কাঁচকলা
d) মারুয়া             iv) কন্দ বিশেষ
e) বাগনর            v) শস‍্য বিশেষ
সংকেত –
A. a) – ii.   b) – iv.   c) – v.  d) – iii    e) – i
B. a) – iv   b) – i.    c) – ii.   d) – v    e) – iii
C. a) – ii.   b) – v.   c) – i.   d) – iii.   e) – iv
D. a) – v    b) – i.   c) – iv.   d) – iii.  e) – ii
★ সঠিক উত্তর – B

২৬) ‘সমুদ্র’ গল্প অবলম্বনে লেখ কোন দুটির সময়সীমা ৭ ?
1. কথকের ছুটি নিয়ে সমুদ্রে বেড়ানোর দিনসংখ‍্যা
2. বীরেনের মামাকে সন্দেহ করার বছর সংখ‍্যা
3. বীরেনের বাড়ির সংখ‍্যা
4. বীরেনের চায়ের দোকান দেবার বছর সংখ‍্যা
A. 1 ও 4   B. 2 ও 5.  C. 2 ও 3.  D. 4 ও 5
★ সঠিক উত্তর – A

২৭) ‘নির্বাস’ উপন‍্যাসে নিলাম হয়ে যাওয়া ম‍্যানেজারের বাংলো থেকে বিমলা কিনেছে –
A. কাঁঠাল কাঠের খাট
B. ফুলের নকশা করা আয়না
C. ব‌ই রাখার আলমারি
D. বেতের চেয়ার
★ সঠিক উত্তর – D

২৮) রামকালী নবকুমারকে সত‍্যের জন‍্য পছন্দ করেছিল কারণ –
A. নবকুমার পড়াশোনায় উৎসাহী
B. পরিবারের লোকসংখ‍্যা কম
C. নবকুমার ইংরাজি শিখেছে
D. নবকুমারের বয়স কম
★ সঠিক উত্তর – B

২৯) অশুদ্ধ কোনটি ?
A. মালোরা সবচেয়ে বেশি উল্লাস করে বিয়েতে
B. যারা বিয়ে করে না তারা নৌকায় রাত কাটায়
C. অবিবাহিত মালো হিসাবে উল্লেখ আছে গুরুচাঁদের
D. শ‍্যামসুন্দরী ব‍্যাপারীর ৪নং বিয়ে হচ্ছে নাতনির বয়সী মেয়ের সঙ্গে
★ সঠিক উত্তর – C

৩০) ‘হুতোম প‍্যাঁচার নকশা’য় কোন শিরোনামের উল্লেখ নেই ?
A. চড়ক             B. বারোয়ারি পূজা
C. দোল উৎসব        D. রথ
★ সঠিক উত্তর – C

৩১) ‘রাধা’ উপন‍্যাসের উল্লেখিত গানগুলি ক্রমানুসারে সাজাও –
1. জয় গৌর নিত‍্যানন্দ
2. ও হায় প্রেম করা আমার হল না
3. উঠিতে কিশোরী বসিতে কিশোরী
4. কে এল স‌ই নবীন সন্ন‍্যাসী ?
A. 1 – 3 – 2 – 4              B. 1 – 4 – 2 – 3
C. 3 – 1 – 4 – 2.             D. 3 – 2 – 1 – 4
★ সঠিক উত্তর – D

৩২) মন্তব‍্য – মলিনা যতীনের থেকে লুকিয়ে ২৫টাকা জমিয়েছে।
     যুক্তি – মলিনা দুটো সোনার চুড়ি তৈরি করতে চায়।
A. মন্তব‍্য – শুদ্ধ    যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – অশুদ্ধ    যুক্তি – অশুদ্ধ
C. মন্তব‍্য – শুদ্ধ    যুক্তি – অশুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ    যুক্তি – শুদ্ধ
★ সঠিক উত্তর – B

৩৩) তাৎমাদের পৈতা নেবার প্রসঙ্গ আছে কোন খন্ডে ?
A. বাল‍্যকান্ড               B. হতাশা কান্ড
C. পঞ্চায়েত কান্ড         D. রামিয়া কান্ড
★ সঠিক উত্তর – C

৩৪) মন্তব‍্য – রামপ্রসাদ গোকণঘাট ছেড়ে যাত্রাবাড়ীতে বসবাস করছে।
     যুক্তি – রামপ্রসাদ বিধবা বিবাহ করাতে উৎসাহী হয়ে মালোদের চক্ষুশূল হয়েছে।
A. মন্তব‍্য – শুদ্ধ    যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – শুদ্ধ    যুক্তি – অশুদ্ধ
C. মন্তব‍্য – অশুদ্ধ    যুক্তি – অশুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ    যুক্তি – শুদ্ধ
★ সঠিক উত্তর – B

৩৫) ‘প্রথম প্রতিশ্রুতি’ উপন‍্যাস অবলম্বনে স্তম্ভ মেলাও –
          প্রবাদ                              অধ‍্যায়
a) এক তরকারী নুনে বিষ.          i) ২৭
b) অতি বড় সুন্দরী না পায় বর   ii) ২২
c) কুকুরের কামড় হাঁটুর নীচে     iii) ১৭
d) লাখ কথা ন‌ইলে বিয়ে হয় না   iv) ১৬
সংকেত –
A. a) – iv   b) – i.    c) – ii.    d) – iii
B. a) – iii   b) – iv.   c) – i.    d) – ii
C. a) – iv   b) – iii.   c) – ii.    d) – i
D. a) – ii    b) – i.    c) – iv.    d) – iii
★ সঠিক উত্তর – A

৩৬) ‘পেশাবদল’ গল্পে ঘড়া পাবার খুশিতে মোড়ল বড়কাকাকে খাইয়েছিল –
i) ঘি ভাত   ii) মাছের ঝোল  
iii) কচ্ছপের মাংস   iv) আমের চাটনি 
v) ঘন ক্ষীর  vi) চিনি পাতা দ‌ই
A. i, ii, iv                 B. i, iii, vi
C. i, ii, v                  D. i, iii, v
★ সঠিক উত্তর – D

৩৭) সঠিক বিকল্প চিহ্নিত করো –
A. নগেন্দ্রর বাড়ির প্রথম মহল – পূজার বাড়ি।
B. ভৃত‍্যবর্গের বাড়ি – কাছারি বাড়ি।
C. আশ্রয়ার্থীদের বাড়ি – তোষা বাড়ি।
D. অন্দরমহলের পর – পুষ্পোদ‍্যান।
E. কেউ বাস করে না – ঠাকুরবাড়িতে।
★ সঠিক উত্তর – D

৩৮)          A.                          B
a) অক্ষয়স্নান            i) উত্তরায়ন সংক্রান্তি
b) বারুণি গঙ্গা স্নান  ii) মৌনী অমাবস‍্যা
c) জয়দেবের স্নান    iii) কার্তিকী শুক্লপক্ষ
                                       ত্রয়োদশী
d) মাধবানন্দের কুম্ভ  iv) মধুকৃষ্ণা ত্রয়োদশী
    স্নানযাত্রা
সংকেত –
A. a) – iv   b) – i.    c) – ii.    d) – iii
B. a) – ii   b) – iv.   c) – i.    d) – iii
C. a) – iv   b) – iii.   c) – ii.    d) – i
D. a) – ii    b) – i.    c) – iv.    d) – iii
★ সঠিক উত্তর – B

৩৯) ‘শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড’ এর প্রস্তাবিত
ডিরেক্টরের সংখ‍্যা –
A. ৩জন    B.৪ জন   C. ৫জন   D. ৬ জন
★ সঠিক উত্তর – C

৪০) ‘নির্বাস’ উপন‍্যাসটি গ্রন্থাকারে প্রথম প্রকাশিত হয় –
A. ১৯৫৯ সাল              B. ১৯৫৭ সাল
C. ১৯৬৭ সাল              D. ১৯৬৯ সাল
★ সঠিক উত্তর – A

—-