বাংলা মকটেস্ট – ০৫
বিষয় – কবিতা, ছোটগল্প ও উপন‍্যাস

উত্তরপত্র

১) শুদ্ধ কোনটি ?
A. ‘মেঘনাদ বধ কাব‍্যে’র প্রথম খন্ড প্রকাশিত হয় – ১৮৬১ সালের মার্চ মাসে।
B. দ্বিতীয় খন্ড প্রকাশিত হয় জুলাই মাসে।
C. অখন্ড সংস্করণ প্রকাশিত হয় ১৮৬৯ সালের ২০শে জুলাই।
D. অখন্ড সংস্করণ প্রকাশিত হয় হেমচন্দ্র ভট্টাচার্যের সম্পাদনায়।
★ সঠিক উত্তর – C

২)      বক্তব‍্য                  কার সম্পর্কে বলা
a) চিরকেলে পাষাণ ও!        i) সত‍্য
b) এ যে তপস্বিনী উমা         ii) শঙ্করী
c) ও মেয়ের হাড়ে ভেলকি    iii) সারদা
     খেলে
d) এই কালকেউটে নিয়ে       iv) সুহাস
   ঘর করছ তুমি?
A. a) – ii.   b) – i.   c) – iv.  d) – iii
B. a) – ii.   b) – iv.  c) – i    d) – iii
C. a) – iv.  b) – iii.  c) – ii.  d) – i
D. a) – iv   b) – i.   c) – ii    d) – iii
★ সঠিক উত্তর – B

৩) ‘ছুচ্ছুন্দরীবধ কাব‍্য’ নামে প‍্যারোডিটি রচনা করেছিলেন –
A. ইন্দ্রনাথ বন্দ‍্যোপাধ‍্যায়
B. সজনীকান্ত দাস
C. পরিমল গোস্বামী
D. জগবন্ধু ভদ্র
★ সঠিক উত্তর – D

৪) ‘বাদশা’ গল্পে আনমনী কী পেয়েছে যা তার সতীন পাবে না –
A. বেটাবেটি             B. ছেলেমেয়ে  
C. পোলামাইয়া         D. ছাওয়াল
★ সঠিক উত্তর – A

৫) “প্রাণ কেন এমন করে” – ‘সাধের আসন’ কাব‍্যে উল্লেখিত গীতটির তাল কী ?
A. ঝাঁপতাল          B. কাওয়ালী  
C. দাদরা              D. ললিত
★ সঠিক উত্তর – B

৬) ‘পথের পাঁচালী’ উপন‍্যাসে অপুকে দূর্গা চড়কের মেলা উপলক্ষে ২পয়সা দিয়েছিল কারণ –
A. আলতাপাতা আনতে
B. পাটালি ও পাঁপড় খেতে
C. পুঁতির মালা আনতে
D. মুড়কি ও লিচু খেতে
★ সঠিক উত্তর – D

৭) “হৃদয়ের উদ্বৃত্ত আমাদের আর কতটুকু। নিজেকে ছাড়াইয়া আশেপাশের কয়েকজনকে বিলাইয়া তাহা ফুরিয়া যায়” – কোন গল্প থেকে নেওয়া হয়েছে ?
A. সমুদ্র              B. সুন্দরম     
C. সংসার সীমান্তে      D. গোঘ্ন
★ সঠিক উত্তর – C

৮)        পঙক্তি                     কবিতা
a) নিত‍্য খেলে নিত‍্যানন্দ      i) আনারস
      লাভ হয় তার
b) গোরা প্রেমে মত্ত যথা      ii) তপসে মাছ
    নেড়ানেড়ী দল
c) হরিনাম সুধা তুমি           iii) পাঁঠা
     বৃদ্ধের নিকট
d) ত্রিভূবনে তোর কাছে       iv) বড়দিন
     কিছু নাই মজা
A. a) – ii.   b) – iv.  c) – i.    d) – iii
B. a) – iv   b) – i.    c) – ii.   d) – iii
C. a) – iii.  b) – iv.  c) – i.    d) – ii
D. a) – iii.  b) – i.    c) – iv.   d) – ii
★ সঠিক উত্তর – A

৯) ‘বিষবৃক্ষ’ উপন‍্যাসে ‘বিষবৃক্ষের ফল’ নামক
পরিচ্ছেদটির পরিচ্ছেদ সংখ‍্যা কত ?
A. ২৫ নং    B. ২৯ নং   C. ৩২নং   D.৩৫ নং
★ সঠিক উত্তর – C

১০) ‘সাধের আসন’ কাব‍্যে সংস্কৃত শ্লোক অনুযায়ী দেবীর বন্দনা আছে –
A. মাতৃরূপে             B. কান্তিরূপে
C. বিদ‍্যারূপে           D. ভক্তিরূপে
★ সঠিক উত্তর – B

১১) রাম সিংগির মায়ের শ্রাদ্ধে কী কী রান্না হয়েছিল ?
i) ভাত     ii) খিচুড়ি     iii) পটলের তরকারি
iv) কুমড়োর তরকারি    v) মাছভাজা
vi) মাছের টক
A. i , iii ও vi.         B. ii, iv ও v
C. i, iv ও vi           D. ii, iii ও v
★ সঠিক উত্তর – C

১২) ‘মেঘনাদবধ কাব‍্যে’র সর্গ গুলি সূত্রানুসারে সাজাও –
1. বধ   2. উদ‍্যোগ    3. শক্তিনির্ভেদ
4. অস্ত্রলাভ
A. 2 – 4 – 3 – 1.       B. 4 – 1 – 3 – 2
C. 3 – 4 – 2 – 1        D. 4 – 2 – 1 – 3
★ সঠিক উত্তর – D

১৩) মন্তব‍্য – যতীনদা তার প্রাণতুল‍্য লাট্টুটা অসঙ্কোচে ছোড়দাকে দিয়ে দিয়েছিল।
     যুক্তি –  ছোড়দার জন‍্য‌ই মেজদার থেকে মুক্তি পেয়েছিল।
সংকেত –
A. মন্তব‍্য – অশুদ্ধ,  যুক্তি – অশুদ্ধ
B. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
C. মন্তব‍্য – শুদ্ধ,  যুক্তি – অশুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ,  যুক্তি – শুদ্ধ
★ সঠিক উত্তর – A

১৪) ‘পাঁটা’ কবিতায় একটা ফলের উল্লেখ আছে। ফলটির নাম কী ?
A. বেদানা   B. তরমুজ   C. কলা    D. পেয়ারা
★ সঠিক উত্তর – C

১৫) শুদ্ধ কোনটি ?
A. পদিপিসির বর্মিবাক্স খুঁজতে রাখা হয়েছিল
নিধিরাম সেনশর্মাকে।
B. ‘কানাকড়ি’ গল্পে মল্লিকারা গীতিনাট‍্য করবে বলে ভাড়া নেওয়া হয়েছিল – রঙ্গপীঠ থিয়েটার।
C. ‘ইঁদুর’ গল্পে মলিনার দাদা গলসীতে থাকে।
D. ‘শবাগার’ গল্পের প্রথমেই চারজন করোনারি থ্রম্বোসিসে মারা গেছে।
★ সঠিক উত্তর – D

১৬)  ‘মেঘনাদবধ কাব‍্য’ থেকে শব্দ এবং শব্দগুলির অর্থ অনুসারে উভয় স্তম্ভ মেলাও –
            শব্দ                   অর্থ
a) জাঠি                  i) সৈন‍্য
b) সাজোয়া.           ii) লোহার দন্ড
c) চমু                     iii) লোহার তীর
d) নারাচ                iv) বর্ম
A. a) – ii.    b) – iv    c) – i.   d) – iii
B. a) – iii.   b) – i.    c) – iv.   d) – ii
C. a) – iv    b) – iii.   c) – ii    d) – i
D. a) – iv    b) – i.    c) – ii.    d) – iii
★ সঠিক উত্তর – A

১৭) “এ দেশে ভারতী দেবী বুঝি প্রাণে বাঁচে না” – ‘সাধের আসন’ কাব‍্যের কোন সর্গ থেকে নেওয়া হয়েছে ?
A.৫ম সর্গ  B.৭ম সর্গ   C.৯ম সর্গ  D.১০ম সর্গ
★ সঠিক উত্তর – C

১৮) অর্জুনবর্মাকে উদ্ধার করা হয়েছিল কবে ?
A. শুক্লা ত্রয়োদশী          B. কৃষ্ণা দ্বাদশী
C. মাঘী পূর্ণিমা              D. বুদ্ধ পূর্ণিমা
★ সঠিক উত্তর – A

১৯) “রাঘবদাস আমি ; কি প্রকারে তাঁহার বিপক্ষ কাজ করিব, রক্ষিতে অনুরোধ” – কোন সর্গ থেকে গৃহীত ?
A. উদ‍্যোগ               B. সমাগম   
C. শক্তিনির্ভেদ         D. বধ
★ সঠিক উত্তর – D

২০)    উল্লেখিত                 কতবার
             শব্দ                      উল্লেখিত
a) পাঁটা (পাঁটা কবিতা)       i) ৩
b) আনারস (আনারস)       ii) ৭
c) মীন (তপসে মাছ)          iii) ৮
d) ছাগ (পাঁটা)                   iv) ৯
A. a) – ii.    b) – iv    c) – i.   d) – iii
B. a) – iv.   b) – ii.    c) – i   d) – iii
C. a) – ii    b) – iii.   c) – iv    d) – i
D. a) – iv    b) – i.    c) – ii.    d) – iii
★ সঠিক উত্তর – B

২১) ‘সুন্দরম’ গল্পে সুকুমারের বোন ও ভগ্নীপতির নাম –
A. মিতা – নিতাই            B. লতা – মিহির
C. লীলা – মোহন           D. রানু – কানাই
★ সঠিক উত্তর – D

২২) ‘সাধের আসন’ কবিতায় উল্লেখিত কিন্নরগীতি কোনটি ?
A. সাক্ষাৎ আমার প্রাণ
B. দেবি দাঁড়াও নয়ন ভোরে দেখি
C. মধুর মধুর তোর রূপ যামিনী
D. কি হল কি হল রে অন্তরে
★ সঠিক উত্তর – C

২৩) ‘ঢোঁড়াই চরিত মানস’ উপন‍্যাসের সাগিয়া কান্ড অনুযায়ী বিষয়গুলি ক্রমানুসারে সাজাও
1. মোসম্মতের খেদ  2. মোসম্মতের অভিশাপ
3. ধরিত্রীদেবীর কোপ   4. গিধরের উপদ্রব
A. 1 – 4 – 3 – 2.           B. 4 – 2 – 3 – 1
C. 2 – 4 – 3 – 1            D. 3 – 1 – 4 – 2
★ সঠিক উত্তর – A

২৪) ‘তপসে মাছ’ কবিতাটি প্রথম প্রকাশিত হয় কবে ?
A. ২৮শে আষাঢ়, ১২৫৬
B. ২৮শে জ‍্যৈষ্ঠ, ১২৫৬
C. ৩১শে আষাঢ়, ১২৫৬
D. ৩১শে জ‍্যৈষ্ঠ, ১২৫৬
★ সঠিক উত্তর – D

২৫) ছেলেটি কে?
1. খালি গা তেল চকচকে কালো
2. মুখে দাঁড়ি গোঁফ নেই, মাথায় ঝাঁকড়া চুল
3. বয়স ২২-২৩এর বেশি নয়।
4. বেশি কথা বলে না।
A. বাদশা  B. ডুলুং  C. মোতালেফ  D. দুলন
★ সঠিক উত্তর – B

২৬)    প্রথম পঙক্তি                    সর্গ
a) অস্ত গেলা দিনমণি             i) উদ‍্যোগ
আইলা গোধূলি একটি
রতন ভালে

b) নমি আমি কবি গুরু            ii) সংস্ক্রিয়া
তব পদাম্বুজে বাল্মীকি

c) হাসে নিশি তারাময়ী            iii) অস্ত্রলাভ
    ত্রিদশ আলয়ে

d) প্রভাতিল বিভাবরী,            iv) অশোকবন
     জয় রাম নাদে
A. a) – iii.    b) – iv    c) – i.   d) – ii
B. a) – iv.   b) – ii.    c) – i   d) – iii
C. a) – ii    b) – iii.   c) – iv    d) – i
D. a) – iv    b) – i.    c) – ii.    d) – iii
★ সঠিক উত্তর – A

২৭) ‘সাধের আসন’ কাব‍্যে “সারদা মঙ্গল” এর উল্লেখ আছে –
A. কে তুমি  ও  উপসংহার অংশে
B. মায়া  ও  পতিব্রতা অংশে
C. আসনদাত্রী দেবী   ও   শোকসংগীত অংশে
D. মায়া ও  শান্তিগীত অংশে
★ সঠিক উত্তর – C

২৮) “সেই কুয়াশার মধ‍্য দিয়ে সাদা চার্চটা ফুটে উঠত” – চার্চটার নাম কী ?
A. অর্থডক্স                 B. হোলি   
C. ওয়েলফেরার         D. মেথডিস্ট
★ সঠিক উত্তর – D

২৯) মন্তব‍্য – এমত অমৃত ফল ফলিয়াছ সলিলে।
    যুক্তি – গোরারা সুখে তাই ম‍্যাঙ্গোফিস বলে।
সংকেত –
A. মন্তব‍্য – শুদ্ধ,  যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
C. মন্তব‍্য – শুদ্ধ,  যুক্তি – অশুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ,  যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – D

৩০)       চরিত্র                       নিবাস
        a) হারাই                i) কালুদিয়াড়
        b) গো বদ‍্যি           ii) ভট্টিমাটি
       c) ইসমাইল            iii) সানকিডাঙা
       d) বদর হাজির      iv) শিমূল কেষ্টপুর
A. a) – iii.    b) – iv    c) – i.   d) – ii
B. a) – iv.   b) – iii.    c) – i   d) – ii
C. a) – ii    b) – iii.   c) – iv    d) – i
D. a) – iv    b) – i.    c) – ii.    d) – iii
★ সঠিক উত্তর – B

৩১) “শোভিছে বর্ম্ম চর্ম্ম অসি, ধনুঃ ভিন্দিপাল” – ‘ভিন্দিপাল’ কথার অর্থ কী ?
A. হাতির দল                  B. সিংহ
C. বর্শা জাতীয় অস্ত্র        D. লৌহবর্ম
★ সঠিক উত্তর – C

৩২) ‘হুতোম প‍্যাঁচার নকশা’ অবলম্বনে অধ‍্যায়ের শিরোনামগুলি ক্রমানুসারে সাজও –
1. বারোয়ারি পূজা      2. রামলীলা
3. দূর্গোৎসব   4. মাহেশের স্নানযাত্রা   5. রথ
A. 1 – 5 – 2 – 3 – 4.      B.  3 – 1 – 5 – 4 – 2
C. 3 – 5 – 1 – 2 – 4.      D. 1 – 4 – 5 – 3 – 2
★ সঠিক উত্তর – D

৩৩) “কে তুমি ত্রিদিবরাণী বিহর আপন মনে?” – ‘সাধের আসন’ কাব‍্যের কত তম সর্গে আছে ?
A. ২য় সর্গ                     B. ৩য় সর্গ  
C. ৪র্থ সর্গ                     D. ৫ম সর্গ
★ সঠিক উত্তর – B

৩৪) “মনে হয় এরা দুজনেই মধ‍্যযুগীয় কোন স্থাপত‍্যের আহ্লাদিত ফ্রিজের অংশ” – কারা দুজন ?
A. তুলসী ও তার সন্তান      B. যুথী ও লতি
C. ভামর ও তার ছেলে       D. ধনা – মনা
★ সঠিক উত্তর – B

৩৫) ‘মেঘনাদবধ কাব‍্যে’ উল্লেখিত চিক্ষুর নামক রাক্ষসের নামটি মাইকেল কোথা থেকে গ্রহণ করেছেন ?
A. রামায়ণ             B. মার্কন্ডেয় পুরাণ
C. মহাভারত             D. রঘুবংশ
★ সঠিক উত্তর – B

৩৬) কবিতার চরণ সংখ‍্যা অনুযায়ী কবিতাগুলিকে ক্রমানুসারে সাজাও –
1. বড়দিন   2. তপসে মাছ   3. পাঠা   4.তত্ত্ব
A. 4 – 2 – 1 – 3.         B. 2 – 1 – 4 – 3
C. 1 – 3 – 2 – 4.         D. 2 – 3 – 1 – 4
★ সঠিক উত্তর – A

৩৭) “তনি সুখ মিলে ভিখদাতা…” – গানটি কে পেয়েছে ?
A. মাধবানন্দ                B. কৃষ্ণদাসী
C. গোপালানন্দ            D. মোহিনী
★ সঠিক উত্তর – C

৩৮) শুদ্ধ কোনটি ?
A. ‘সাধের আসন’ কাব‍্যে উল্লেখিত কবি মাতৃহারা হয়েছেন ৩বছর বয়সে।
B. মায়ের স্মৃতিজড়িত ছেলেবেলার প্রসঙ্গ আছে ‘নিশীথে’র ৩ নং স্তবকে।
C. শচী ও দেবরাজের প্রসঙ্গ আছে ৩য় সর্গে।
D. সপ্তম সর্গে ক্ষমাশীল বশিষ্ঠ মুনির উল্লেখ আছে।
★ সঠিক উত্তর – D

৩৯) ‘শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড’ গল্পে কে প্রতিদিন গীতা পড়ে রামভজন করে এবং নিরামিষ খায় ?
A. তিনকড়ি                 B. শ‍্যামানন্দ
C. অটলবিহারী           D. গন্ডেরিয়া
★ সঠিক উত্তর – D

৪০) মেঘনাদবধ কাব‍্য সম্পর্কে সঠিক বিকল্পটি চিহ্নিত করো –
1. কাব‍্যের বর্ণিত ঘটনার বিস্তার ২দিন ৩ রাত্রি।
2. কাব‍্যের দীর্ঘতম সর্গ – অষ্টম।
3. কাব‍্য রচনাকলীন যে রচনা ছাপতে দেওয়া হয় – বীরাঙ্গনা কাব‍্য।
4. কাব‍্যের প্রচ্ছদ পত্রে উল্লেখিত শ্লোকটি কুমারসম্ভব কাব‍্য থেকে গৃহীত।
A. কেবল 1 অশুদ্ধ      B. 2 ও 4 অশুদ্ধ
C. কেবল 2 শুদ্ধ          D. 1 ও 3 শুদ্ধ
★ সঠিক উত্তর – C

৪১) ‘পাঁটা’ কবিতা থেকে উল্লেখিত বাদ‍্যযন্ত্রগুলি ক্রমানুসারে সাজাও –
1. ঢাক    2. মৃদঙ্গ    3. তবলা    4. মাদোল
5. ঢোল
A. 4 – 2 – 3 – 1 – 5.     B. 1 – 2 – 4 – 3 – 5
C. 1 – 5 – 3 – 2 – 4.     D. 2 – 4 – 1 – 3 – 5
★ সঠিক উত্তর – B

৪২) মন্তব‍্য – জনৈক মালোরমণী পান পাতাকে
       আমপাতা  বলে।
     যুক্তি – তার শ্বশুরের নাম পান্ডব।
A. মন্তব‍্য – শুদ্ধ   যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – শুদ্ধ   যুক্তি – অশুদ্ধ
C. মন্তব‍্য – অশুদ্ধ   যুক্তি – শুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ   যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – C

৪৩) ‘সাধের আসন’ কাব‍্যের কবিতাগুলি ক্রমানুসারে সাজাও –
1. কে তুমি            2. মাধুরী 
3. মায়া                 4. নন্দনকানন
A. 2 – 4 – 1 – 3.     B. 3 – 1 – 2 – 4
C. 1 – 4 – 2 – 3.     D. 4 – 1 – 3 – 2
★ সঠিক উত্তর – A

৪৪) ‘দ্বিজ’ গল্পে নিশিকান্তর কারখানা ছিল –
A. গোরাবাজারে           B. যশোর রোডে
C. নাগেরবাজারে          D. মহিমপুরে
★ সঠিক উত্তর – C

৪৫) কোনটি ‘আনারস’ কবিতার চরণ ?
A. তোমার কৃপায় করে মহাসুখে বাস
B. কোন অংশে বড় নয় কেহ তোর চেয়ে
C. লুন খেয়ে গুণ গেয়ে কাছে থাকো তার
D. দৃষ্টিমাত্র ফুল্ল গাত্র নেত্র পুলকিত
★ সঠিক উত্তর –  D