বাংলা মকটেস্ট – ০৬
বিষয় – কবিতা, উপন‍্যাস ও ছোটগল্প
তাং – ২১/০৮/২০২১

উত্তরপত্র

১) কবিতা সিংহের ‘হরিণা বৈরী’ কাব‍্যগ্রন্থ সম্পর্কে শুদ্ধ বিকল্প চিহ্নিত করো –
1. দ্বিতীয় কাব‍্যগ্রন্থ     2. উৎসর্গ – শম্ভু মিত্র
3. প্রচ্ছদ – চারু দত্ত    4. প্রকাশ – ১৯৮৩খ্রি:
5. প্রকাশের সময় মূল‍্য – ১২টাকা।
A. 2 ও 3.  B. 1 ও 4.   C. 3 ও 5.  D. 2 ও 4
★ সঠিক উত্তর – D

২) ‘তিতাস একটি নদীর নাম’ উপন‍্যাসের পরিচ্ছেদগুলি ক্রমানুসারে সাজাও –
1. রাঙা নাও     2. দুরঙা প্রজাপতি
3. নয়া বসত     4. রামধনূ
A. 3 – 4 – 1 – 2.         B. 4 – 2 – 1 – 3
C. 1 – 3 – 2 – 4.          D. 2 – 3 – 4 – 1
★ সঠিক উত্তর – A

৩)    কবিতা                      স্তবক
a) মেঘদূত                 i) ২২
b) উর্বশী                   ii) ১৫
c) মহুয়ার দেশ         iii) ১২
d) মুক্তি                    iv) ১০
A.  a) – iv.   b) – iii.   c) – ii.   d) – i
B.  a) – ii.   b) – iv.   c) – i.    d) – iii
C.  a) – iii.  b) – ii.   c) – iv.   d) – i
D. a) – iii.   b) – iv.  c) – i.    d) – ii
★ সঠিক উত্তর – B

৪) ‘গিরগিটি’ গল্পে মায়ার কাছে ভাড়া বাড়ির সম্পদ ছিল –
A. কুয়োতলা ও নিমগাছ
B. ডালিম গাছ ও কুয়োতলা
C. উঠোন ও নিমগাছ
D. উঠোন ও ডালিম গাছ
★ সঠিক উত্তর – A

৫) ‘চন্দ্রাপীড়ের জাগরণ’ কবিতা অবলম্বনে ক্রমানুসারে সাজাও –
1. চন্দ্রাপীড়, ঘুমাও না আর
2. চন্দ্রাপীড়, জাগ এইবার
3. চন্দ্রাপীড় মেল আঁখি এবে
4. আঁখি মেলে চন্দ্রাপীড় চায়
A. 3 – 1 – 2 – 4.         B. 4 – 2 – 3 – 1
C. 2 – 3 – 1 – 4.        D. 4 – 1 – 3 – 2
★ সঠিক উত্তর – C

৬) “ঘাস ফড়িঙের দেহের মতো কোমল নীল” – কী ?
A. নদীর জল           B. আগুনের শিখা
C. অন্ধকার            D. আকাশ
★ সঠিক উত্তর – D

৭) “কারো হরিণের মতো চাহনি নেশা ধরায়” – ‘মিছিলের মুখ’ কবিতার কততম স্তবক থেকে গৃহীত ?
A. ১ম      B. ২য়      C. ৩য়      D. ৪র্থ
★ সঠিক উত্তর – C

৮) নজরুল ইসলামের কোন দুটি কবিতা লাঙল পত্রিকায় প্রকাশিত হয়েছিল –
1. আমার কৈফিয়ৎ       2. সব‍্যসাচী
3. আজ সৃষ্টি সুখের উল্লাসে
4. পূজারিণী         5. সর্বহারা
A. 1 ও 4   B. 2 ও 5    C. 1 ও 3.  D. 2 ও 4
★ সঠিক উত্তর – B

৯)      চরিত্র                      নিবাস
a) কুন্দর                    i) হরিপুর
b) সূর্যমুখীর বাবার    ii) ঝুমঝুমপুর
c) গণেশের                iii) রাণীগঞ্জ
d) মাধব গোস্বামীর    iv) কোন্নগর
A.  a) – ii.   b) – iv.   c) – i   d) – iii
B.  a) – iv   b) – i.   c) – ii.   d) – iii
C.  a) – iii.  b) – ii.   c) – iv.   d) – i
D. a) – iii.   b) – iv.  c) – i.    d) – ii
★ সঠিক উত্তর – A

১০) ‘সাধের আসন’ কাব‍্য থেকে –
                কবিতা                   স্তবক
a) গোধূলি                      i) ১৫
b) নিশীথে                     ii) ৯
c) প্রভাত.                      iii) ৬
d) যোগেন্দ্রবালা.           iv) ৭
A.  a) – ii.   b) – iv.   c) – i   d) – iii
B.  a) – iii   b) – i.   c) – iv.   d) – ii
C.  a) – iii.  b) – ii.   c) – iv.   d) – i
D.  a) – iii.   b) – iv.  c) – i.    d) – ii
★ সঠিক উত্তর – B

১১) পদিপিসির বর্মিবাক্স থেকে কথক ও তার মা পেল –
1. হীরের আংটি      2. পান্নার আংটি
3. বালা জোড়া    4. সীতাহার   5. লাল চুনির দুল     6. ঝুমকো
A. 1, 4 ও 5.              B. 2, 3 ও 6 
C. 1, 4 ও 6.              D. 2, 3 ও 5
★ সঠিক উত্তর – D

১২) 1. বৃষ্টির বিবিক্ত দিনে ভুলি সে সকল‌ই
2. এখন‌ও বৃষ্টির দিনে মনে পড়ে তাকে
3. বৃষ্টির বিবিক্ত দিনে অসংলগ্ন স্মৃতির সংগ্রহে
4. বরঞ্চ বৃষ্টির দিনে স্তব্ধশোকে
‘সংবর্ত’ কবিতা অবলম্বনে ক্রমানুসারে সাজাও –
A. 3 – 1 – 2 – 4.             B. 1 – 3 – 2 – 4
C. 2 – 1 – 4 – 3.             D. 3 – 2 – 1 – 4
★ সঠিক উত্তর – C

১৩) “যদি কোন পৃথিবীর কিশলয়ে বেসে থাকো ভালো” – কোন কবিতার লাইন ?
A. সিন্ধুসারস    B. অনন্ত কুয়োর জলে চাঁদ পড়ে আছে
C. হেমন্তের অরণ‍্যে আমি পোস্টম‍্যান
D. গোধূলি সন্ধির নৃত‍্য
★ সঠিক উত্তর – B

১৪) মন্তব‍্য – মালিনী অর্জুনবর্মার থেকে মূল‍্য নেয়নি।
      যুক্তি – অর্জুনবর্মা ছিল বিজয়নগরের অতিথি।
A. মন্তব‍্য – শুদ্ধ,    যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – শুদ্ধ     যুক্তি – অশুদ্ধ
C. মন্তব‍্য – অশুদ্ধ,  যুক্তি – শুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ,  যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – C

১৫) শুদ্ধ কোনটি ?
A. ‘পদাতিক’ কাব‍্যগ্রন্থের প্রকাশকালে কবির বয়স – ২১বছর।
B. ‘অগ্নিকোণ’ কাব‍্যগ্রন্থের কবিতার সংখ‍্যা – ৬
C. ‘ফুল ফুটুক’ কাব‍্যগ্রন্থের প্রকাশকাল ১৯৫৯খ্রি:।
D. ‘যত দূরে যাই’ কাব‍্যগ্রন্থের জন‍্য ১৯৬৩খ্রি: সাহিত‍্য অ্যাকাদেমি পুরস্কার পেয়েছিলেন।
★ সঠিক উত্তর – A

১৬) ‘আনারস’ কবিতায় আনারস ছাড়া অন‍্য কোন ফলের উল্লেখ আছে ?
A. পেয়ারা                 B. কমলালেবু
C. আপেল                D. বেদানা
★ সঠিক উত্তর – D

১৭) কামিনী রায়ের কোন কোন কবিতায় ‘ভগন পরান’ শব্দটির উল্লেখ আছে ?
1. চন্দ্রাপীড়ের জাগরণ      2. সে কি ?
3. প্রণয়ে ব‍্যথা    4. সুখ
A.1 ও 3.   B. 2 ও 4.   C. 1 ও 4    D. 2 ও 3
★ সঠিক উত্তর – C

১৮) ‘ফসিল’ গল্পে মহারাজার বাগান বাড়ানোর প্রয়োজন –
A. ২০ বিঘা               B. ২২বিঘা  
C. ১৪বিঘা                D. ১০ বিঘা
★ সঠিক উত্তর – B

১৯) “চুম্বন করাতে চাই আন্তিগোনে
        তোমার ওই _ রঙ পোশাকের পুণ‍্য প্রান্তদেশ” – শূন‍্যস্থান পূরণ করো।
A. কলাপাতা               B. টিয়াপাখি
C. কচি ডাব                D. কাঁচাপেয়ারা
★ সঠিক উত্তর – A

২০)     শব্দ                         কবিতা
a) শঙ্খমালা              i)  বোধ     
b) মধুকূপী ঘাস.       ii) রাত্রি
c) অমর আত্তিলা.    iii) সিন্ধুসারস
d) মুদ্রাদোষ.            iv) গোধূলি সন্ধির নৃত‍্য
A.  a) – iii.   b) – iv   c) – ii.   d) – i
B.  a) – ii.   b) – iv.   c) – i.    d) – iii
C.  a) – ii.   b) – iii   c) – iv.   d) – i
D.  a) – iv.   b) – iii.  c) – ii.    d) – i
★ সঠিক উত্তর – A

২১) ‘চেতন স‍্যাকরা’ কবিতায় কোন গাছের উল্লেখ আছে ?
A. জামরুল                 B. শিমূল   
C. অশ্বত্থ                     D. তেঁতুল
★ সঠিক উত্তর – D

২২) ‘পুতুল নাচের ইতিকথা’ উপন‍্যাসের অনুবাদের প্রকাশকাল অনুযায়ী ক্রমানুসারে সাজাও –
1. হিন্দি             2. মালায়লাম 
3. গুজরাতি      4. তেলেগু
A. 2 – 4 – 3 – 1.          B. 3 – 1 – 4 – 2
C. 1 – 4 – 2 – 3.          D. 4 – 1 – 2 – 3
★ সঠিক উত্তর – B

২৩) “হিংস্র পশুর মতো অন্ধকার এল” – কোন কবিতার লাইন ?
A. ভোর                     B. উর্বশী
C. মুক্তি                      D. গর্জন সত্তর
★ সঠিক উত্তর – C

২৪) ২৫শে বৈশাখ কবিতায় কোন বিপরীতার্থক শব্দজোড়টির উল্লেখ নেই ?
A. রুদ্ধ – মুক্ত               B. সন্ধ‍্যা – সকাল
C. সূর্যোদয় – সূর্যাস্ত     D. দিবস – রজনী
★ সঠিক উত্তর – D

২৫)    কাব‍্যগ্রন্থ                  উৎসর্গ
a) কয়েকটি কবিতা   i) অশোক ঘোষ
b) যত দূরেই যাই      ii) বারীন্দ্রকুমার ঘোষ
c) চেতন স‍্যাকরা      iii) মুজফফর আহমেদ
d) অগ্নিবীণা             iv) রবীন্দ্রনাথ ঠাকুর
A.  a) – ii.   b) – iv   c) – ii.   d) – i
B.  a) – iii.   b) – i.   c) – iv.    d) – ii
C.  a) – ii.   b) – iii   c) – iv.   d) – i
D.  a) – iv.   b) – iii.  c) – ii.    d) – i
★ সঠিক উত্তর – B

২৬) “ধান ভানব মরণকালে, দাঁড়িয়ে থাকি ঢেঁকিশালে” – প্রবাদটি কোন গল্প থেকে গৃহীত ?
A. ইঁদুর     B. গোঘ্ন   C. জাতুধান   D. দ্বিজ
★ সঠিক উত্তর – A

২৭) ‘গর্জ্জিলা বারীশ রোষে’ – বারীশ কথার অর্থ কী ?
A. হাতি     B. ঘোড়া     C. সমুদ্র     D. বজ্র
★ সঠিক উত্তর – C

২৮) “যে হরবোলা ছেলেটা/কোকিল ডাকতে ডাকতে যেত” – ‘ফুল ফুটুক না ফুটুক কবিতার কততম স্তবকে লাইনটি আছে ?
A. ২নং      B. ৩ নং     C. ৪নং      D. ৫নং
★ সঠিক উত্তর – C

২৯) “সে ও মা মরা মেয়ে” – এখানে কার কথা বলা হয়েছে ?
A. খুশী                      B. জামিলা     
C. উদয়তারা             D. মালতী
★ সঠিক উত্তর – B

৩০) “বল বীর/চির উন্নত মম শির” – ‘বিদ্রোহী’ কবিতায় লাইনটি কতবার আছে ?
A. ২বার        B. ৩ বার        C. ১ বার   
D. একবার‌ও নয়
★ সঠিক উত্তর – A

৩১) 1. কবিতাটি ‘স্মৃতি সত্তা ভবিষ‍্যৎ’ কাব‍্যগ্রন্থের অন্তর্গত।
2. কবিতাটির চরণ সংখ‍্যা – ৩০।
3. কবিতাটির রচনাকাল – ৩০শে জানুয়ারি, ১৯৫৯।
4. কবিতাটিতে মৌরালা মাছের প্রসঙ্গ আছে।
কোন কবিতার কথা বলা হয়েছে ?
A. গান                    B. দামিনী   
C. জল দাও            D. প্রাকৃত কবিতা
★ সঠিক উত্তর – D

৩২) ‘যযাতি’ কবিতার রচনাকাল উল্লেখ করো
A. ৬ সেপ্টেম্বর, ১৯৪৯  
B. ১৮ মার্চ, ১৯৫৩
C. ১২ নভেম্বর, ১৯৪০   
D. ৩ ফেব্রয়ারি, ১৯৩৯
★ সঠিক উত্তর – B

৩৩) ‘পাখির মা’ গল্পে কমলার বিয়ে ঠিক হয়েছে কার সঙ্গে ?
A. পবন রায়                B. নিবারণ দে
C. নয়ন ঘোষ               D. গগন দাস
★ সঠিক উত্তর – D

৩৪) মন্তব‍্য – মায়ায় বাঁধা ভগ্ন স্বপন / নয়নেরে করেছে শাসন।
    যুক্তি – কোনোদিন ফেলি অশ্রুজল / করিবে না প্রিয় অমঙ্গল।
A. মন্তব‍্য – শুদ্ধ,  যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – শুদ্ধ,  যুক্তি – অশুদ্ধ
C. মন্তব‍্য – অশুদ্ধ,  যুক্তি – শুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ,  যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – C

৩৫) কোন কবিতা দুটির পঙক্তি সংখ‍্যা ১২ ?
1. চাবি   2. বিনিময়    3. দামিনী  4. মুক্তি
A. 1, 2.    B. 2, 3.     C. 3, 4      D. 1, 4
★ সঠিক উত্তর – D

৩৬) ‘বড়দিন’ কবিতায় কোন কোন মাছের উল্লেখ আছে ?
1. কাতলা  2. ভেটকি  3. চিঙড়ি  4. ইলিশ
A. 1, 2.    B. 2, 3.    C. 3, 4.     D. 2, 4
★ সঠিক উত্তর – B

৩৭)        A.                       B
a) এতোয়ারী           i) মাদল বাজায়
b) শুক্রা ধাঙড়       ii) ঢোল বাজায়
c) শনিচরা              iii) কারখানার কর্মী
d) বিল্টা                 iv) মালী
A.  a) – ii.   b) – iv.  c) – i   d) – iii
B.  a) – iii   b) – i.   c) – iv.   d) – ii
C.  a) – iii. b) – iv.  c) – i.   d) – ii
D.  a) – ii   b) – iii.  c) – iv    d) – i
★ সঠিক উত্তর – C

৩৮) “প্রকীর্তির ছায়াছবি নিরাশ্রয় চোখে ফুটে ওঠে” – এখানে প্রকীর্তি কথার অর্থ কী ?
A. খ‍্যাতি        B. যৌনচেতনা        C. যুদ্ধ
D. রিরংসা         E. যন্ত্রণা
★ সঠিক উত্তর – A

৩৯) অশুদ্ধ মন্তব‍্যটি চিহ্নিত করো
A. ‘অগ্নিবীণা’ কাব‍্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৩২৯সালের কার্তিক মাসে।
B. কাব‍্যগ্রন্থের প্রচ্ছদপটের পরিকল্পনা ছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের।
C. কাব‍্যগ্রন্থের প্রচ্ছদ অঙ্কন করেছিলেন যামিনী রায়।
D. কাব‍্যগ্রন্থটি নজরুলের প্রথম প্রকাশিত কাব‍্যগ্রন্থ।
★ সঠিক উত্তর – C

৪০)          A                         B
a) আমাদের ইতিহাস.     i) সিন্ধুসারস
    মুহূর্তে মুহূর্তে গোনে      

b) যদিও এ পৃথিবীর স্বপ্ন    ii) জল দাও
চিন্তা সব তার অচেনা.     

c) আজ সেই গোঠে আসে     iii) মুক্তি
   না রাখাল ছেলে

d) এই অন্ধকার আমাকে     iv) আনন্দ
   কি করে ছোঁবে ?                     ভৈরবী
A.  a) – ii.   b) – iv.  c) – i   d) – iii
B.  a) – iii   b) – i.  c) – iv.  d) – ii
C.  a) – iii. b) – iv.  c) – i.   d) – ii
D.  a) – ii   b) – i   c) – iv    d) – iii
★ সঠিক উত্তর – D

৪১) জগন্নাথ চরিত্রটি কোন কোন গল্পে আছে ?
A. জাতুধান ও পাখির মা
B. কানাকড়ি ও বাদশা
C. স্বীকারোক্তি ও আত্মভূক
D. শবাগার ও ইঁদুর
★ সঠিক উত্তর – A

৪২) ‘সংগতি’ কবিতাটি কোন কাব‍্যগ্রন্থের অন্তর্গত ?
A. খসড়া       B. একমুঠো    
C. অভিজ্ঞান বসন্ত       D. মাটির দেয়াল
★ সঠিক উত্তর – C

৪৩) ‘মেঘনাদ বধ কাব‍্য’ কে হিন্দিতে অনুবাদ করেন ?
A. উমেশচন্দ্র সেন   
B. মৈথিলীশরণ গুপ্ত
C. নবদ্বীপ সিং   
D. হেমচন্দ্র বন্দ‍্যোপাধ‍্যায়
★ সঠিক উত্তর – B

৪৪)       A.                       B
a) দীনতারিণী        i) সত‍্যর মামীমা
b) কাশীশ্বরী.         ii) সত‍্যর জ্ঞাতিঠাকুমা
c) শিবজায়া.        iii) সত‍্যর পিসিঠাকুমা
d) নিভাননী          iv) সত‍্যর ঠাকুমা
A.  a) – ii.   b) – iv   c) – ii.   d) – i
B.  a) – iii.   b) – i.   c) – iv.    d) – ii
C.  a) – ii.   b) – iii   c) – iv.   d) – i
D.  a) – iv.   b) – iii.  c) – ii.    d) – i
★ সঠিক উত্তর – D

৪৫) ‘রাত্রি’ কবিতা অবলম্বনে চরণগুলি ক্রমানুসারে সাজাও –
1. মদিরা আলোর তাপ চুমো খায় গালে
2. কেউ যেন ভয়াবহভাবে পড়ে গেছে জলে
3. মাইল মাইল পথ হেঁটে দেয়ালের পাশে
4. থামে ঠেস দিয়ে এক লোল নিগ্রো হাসে
A. 2 – 3 – 1 – 4.             B. 4 – 2 – 1 – 3
C. 3 – 1 – 2 – 4.              D. 1 – 4 – 2 – 3
★ সঠিক উত্তর – A

৪৬) ‘চোর’ গল্পটি মাসিক বসুমতী পত্রিকায় কোন সংখ‍্যায় প্রকাশিত হয়েছিল ?
A. জ‍্যৈষ্ঠ, ১৩৪৯          B. মাঘ, ১৩৫১
C. চৈত্র, ১৩৪৪            D. আষাঢ়, ১৩৬৪
★ সঠিক উত্তর – B

৪৭) শক্তি চট্টোপাধ‍্যায় ‘যেতে পারি কিন্তু কেন যাবো?’ কবিতার জন‍্য কী পুরস্কার পান ?
A. রবীন্দ্র পুরস্কার           B. জ্ঞানপীঠ
C. সাহিত‍্য অ্যাকাদেমি    D. আনন্দ
★ সঠিক উত্তর – C

৪৮) 1. নরকের দাহ    2. নরকের দেউড়ি
3. নরকের আত্মগ্লানি    4. নরকের ব‍্যঙ্গচিত্র
5. প্রচ্ছন্ন নরক
‘স্মৃতি সত্তা ভবিষ‍্যৎ’ অনুযায়ী ক্রম নির্দেশ করো-
A. 4 – 1 – 3 – 5 – 2
B. 3 – 5 – 4 – 2 – 1
C. 5 – 3 – 4 – 1 – 2
D. 2 – 4 – 5 – 3 – 1
★ সঠিক উত্তর – A

৪৯) ‘হুতোম প‍্যাঁচার নকশা’য় কোন বিষয়কে কেন্দ্র করে রাজা নবকৃষ্ণ বাবুর সঙ্গে রাণী এলিজাবেথের তুলনা করা হয়েছে ?
A. সমাচার চন্দ্রিকা প্রকাশ
B. সতীদাহ প্রথা রদ
C. ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা
D. কবিওয়ালাদের আবির্ভাব
★ সঠিক উত্তর – D

৫০)     শব্দ                কতবার উল্লেখিত
a) মিছিল                   i) ১১
b) গর্জন সত্তর           ii) ২
c) মেলাবেন              iii) ৬
d) ঘোড়স‌ওয়ার        iv) ৬
A.  a) – iii.   b) – iv   c) – i.   d) – ii
B.  a) – ii.   b) – iv.   c) – i.    d) – iii
C.  a) – ii.   b) – iii   c) – iv.   d) – i
D.  a) – iv.   b) – iii.  c) – ii.    d) – i
★ সঠিক উত্তর – D

____