বাংলা মকটেস্ট – ০৭

উত্তরপত্র

১) কোনটি কাহ্নপাদের লিখিত পদ নয় ?
a. করুণা পিহাড়ি খেলহুঁ নয়বল
b. নগর বাহিরি রেঁ ডোম্বি
c. গঙ্গা জ‌উনা মাঝে রে বহ‌ই নাই
d. কাঅ ণাবড়ি খান্টি মন কেড়ুআল
A. কেবল b              B. a ও d.
C.কেবল c.              D. c ও d
সঠিক উত্তর – D

২) “শ্রীকৃষ্ণকীর্তন” কাব‍্যের জন্মখন্ডে বড়ু চন্ডীদাস ভণিতাটি কতবার ব‍্যবহৃত হয়েছে ?
A. ২বার  B. ৫বার  C. ৭বার  D. একবারো নয়
সঠিক উত্তর – C

৩) “তাঁর চোখ দুর্বাসার মতো ক্রোধারক্ত” – ‘তিতাস একটি নদীর নাম’ উপন‍্যাসে কার সম্বন্ধে একথা বলা হয়েছে ?
A. কৃষ্ণচন্দ্র                B. দয়ালচাঁদ
C. নিতাই কিশোর      D. রামপ্রসাদ
সঠিক উত্তর – B

৪) “লহু লহু হাসে পহুঁ পিরীতির সার” – এখানে ‘পহুঁ’ শব্দের অর্থ কী ?
A. প্রভু    B. পুলক    C. পরান   D. প্রেমাস্পদ
সঠিক উত্তর – A

৫)      A                               B
a) এক সে শুন্ডিনী দুই       i) পটমঞ্জুরী
      ঘরে সান্ধ‌অ

b) ভবণ‌ই গহণ গম্ভীরা      ii) দেবকী
      বেগেঁ  বাহী

c) কাহেরে ঘিণি মেলি      iii) গবড়া
     অচ্ছহু কীস

d) সোনে ভরিতী করুণা নাবী     iv) গুজ্জরী
A. a) – ii.    b) – i     c) – iv.    d) – iii
B. a) – iii.   b) – iv.  c) – ii.    d) – i
C. a) – iv.   b) – iii.   c) – i.    d) – ii
D. a) – ii.    b) – iii.   c) – iv.   d) – i
সঠিক উত্তর – B

৬) “শাক্ত কবিরা দেবতাকে প্রিয় করেছেন কিন্তু প্রিয়কে দেবতা করে তোলেননি” – বক্তা কে ?
A. রবীন্দ্রনাথ ঠাকুর      B. সুধীর দাশগুপ্ত
C. অরুণকুমার বসু       D. শশীভূষণ দাশগুপ্ত
সঠিক উত্তর – C

৭) “বাংলা সাহিত‍্যে এবম্প্রকার কাব‍্য উদিত হ‌ইবে বোধ হয় সরস্বতীও স্বপ্নে জানিতেন না” – ‘মেঘনাদ বধ’ কাব‍্য প্রসঙ্গে কে একথাটি বলেছেন ?
A. কালীপ্রসন্ন সিংহ  
B. যোগীন্দ্রনাথ ঠাকুর
C. রাজনারায়ণ বসু
D. রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর – A

৮) বড়াইকে কোন খন্ডে রাধা চড় মারে ?
A. জন্ম খন্ড               B. তাম্বুল খন্ডে
C. বংশী খন্ডে            D. রাধাবিরহ অংশে
সঠিক উত্তর – B

৯) “এমন খাওয়া খাস যে দেখে মানুষ ডরায়” – সাজুয়া সম্পর্কে কে একথা বলেছে ?
A. রাম সিংগি               B. পুরুত মশাই
C. মাতং                       D. সাজুয়ার মা
সঠিক উত্তর – C

১০) 1. এক সে পদুমা চৌসঠঠী পাখুড়ী
            তঁহি চড়ি নাচ‌অ  ডোম্বী বাপুড়ী।।

2.তু লো ডোম্বী হাউ কপালী।
   তোহোর অন্তরে মো‌এ ঘলিলি হাড়েরি মালী।

3. তান্তি বিকণ‌অ ডোম্বী অবরণা চঙ্গেতা
     তোহোর অন্তরে ছাড়ি নড়‌এড়া।

4. নগর বাহিরি রেঁ ডোম্বী তোহোরি কুড়িআ
   ছ‌ই ছোই জাই সো ব্রাহ্মণ বড়িআ।
১০ নং চর্যাপদ অবলম্বনে পঙক্তিগুলি ক্রমানুসারে সাজাও –
A. 3 – 4 – 2 – 1.             B. 4 – 3 – 2 – 1
C. 3 – 2 – 1 – 4.             D. 4 – 1 – 3 – 2
সঠিক উত্তর – D

১১) ‘পদিপিসির বর্মীবাক্স’ গল্পে পাঁচুমামা ও কথককে আনতে গোরুর গাড়ি নিয়ে স্টেশনে এসেছিল –
A. নিধিরাম                   B. ঘনশ‍্যাম
C. গজা                         D. ভজা
সঠিক উত্তর – B

১২) “আজি হৈতে চন্দ্রাবলী হৈল তোর দাসী” – পদটি শ্রীকৃষ্ণকীর্তন কাব‍্যের কোন খন্ড থেকে গৃহীত ?
A. জন্মখন্ড                   B. তাম্বুল খন্ড
C. বংশী খন্ড                 D. রাধাবিরহ
সঠিক উত্তর – C

১৩) কোন পদটি চন্ডীদাস রচিত নয় ?
A. একে কুলবতী ধনি তাহে সে অবলা
B. সহচরী মেলি চললি বররঙ্গিনী
C. ঘরের বাহিরে দন্ডে শতবার
D. এ ঘোর রজনী মেঘের ঘটা
সঠিক উত্তর – B

১৪) 1. বিবিক্ত দিনে ভুলি সে সকল‌ই
2. বৃষ্টির বিবিক্ত দিনে অসংলগ্ন স্মৃতির সংগ্রহে
3. এখন‌ও বৃষ্টির দিনে মনে পড়ে তাকে
4. বরঞ্চ বৃষ্টির দিনে স্তব্ধ শোকে
‘সংবর্ত’ কবিতা অনুযায়ী –
A. 3 – 1 – 4 – 2.          B. 4 – 2 – 3 – 1
C. 1 – 3 – 2 – 4.          D. 2 – 1 – 4 – 3
সঠিক উত্তর – A

১৫) “মুড়ো বিরিক্ষি। শুখা বিল। খরার লদী” – কথাটি কোন গল্পে আছে ?
A. গোঘ্ন      B. বাদশা    C. রস     D. দ্বিজ
সঠিক উত্তর – B

১৬) শুদ্ধ কোনটি ?
1. মুনি দত্ত কৃত চর্যাপদের টীকাটি বাংলা ভাষায় রচিত।
2. চর্যাপদের তিব্বতি অনুবাদের সংস্কৃত টীকা রচনা করেছেন কীর্তিচন্দ্র।
3. মুনি দত্ত কৃত চর্যাপদের টীকাটির নাম নির্মলগিরি টীকা।
4. চর্যাপদের তিব্বতি অনুবাদের আবিস্কারক প্রবোধচন্দ্র বাগচী।
A. 1ও 3.   B. 2 ও 4.  C. 3 ও 4   D. 1 ও 4
সঠিক উত্তর – B

১৭) ডুলুং জগদীশকে ভয় পায় কারণ –
1. টাকা  2. সাঁওতাল প্রজা   3. কুকুর
4. বন্দুক   5. জমি
A. 1ও 2.  B. 2 ও 5.   C. 3 ও 4.  D. 1ও 4
সঠিক উত্তর – D

১৮)     শব্দ                      অর্থ
a) সান                      i) বর্ম
b) সিআন                 ii) সংজ্ঞা
c) সিনান                  iii) চতুর
d) সংনাহা                iv) স্নান
A. a) – ii.    b) – iii   c) – iv   d) – i
B. a) – iv.   b) – iii   c) – i.    d) – ii
C. a) – iv    b) – i    c) – ii.    d) – iii
D. a) – iii.   b) – i    c) – iv.    d) – ii
সঠিক উত্তর – A

১৯) “ইথে যদি সুন্দরি তেজবি গেহ
        প্রেমক লাগি উপখেবি দেহ”
    – পদটি কোন ছন্দে রচিত ?
A. মন্দাক্রান্তা              B. পাদাকুলক
C. তূণক                     D. একাবলী
সঠিক উত্তর – B

২০) ঢোঁড়াইয়ের কাছে পাক্কী কীসের প্রতীক ?
1. দৃঢ়তা  2. উদারতা  3. বিশালতা  4. সমন্বয়
A. কেবল 1                   B. কেবল 4. 
C.1 ও 3.                       D. 2 ও 4
সঠিক উত্তর – C

২১) কোন চর্যা পদকর্তা ভুসুকু নামে পরিচিত ?
A. শান্তিদেব                  B. সরহভদ্র
C. তারানাথ                   D. কৃষ্ণাচার্য
সঠিক উত্তর – A

২২) রামপ্রসাদ সেনের শ‍্যামাসঙ্গীত দেখে কোন জমিদার কাজ থেকে অব‍্যহতি দিয়ে তার মাসিক ভাতার ব‍্যবস্থা করেন ?
A. অন্নদাচরণ রায়        B. দূর্গাচরণ মিত্র
C. সীতানাথ ঘোষ          D. শ‍্যামসুন্দর রায়
সঠিক উত্তর – B

২৩) তাম্বুল খন্ডের কত সংখ‍্যক পদের রাগ জানা যায়নি ?
A. ১০নং  B. ১২নং   C.২০নং  D. ২২নং
সঠিক উত্তর – C

২৪) কবিতা সিংহের শ্রেষ্ঠ কবিতা সংকলন গ্রন্থটি কবি কাকে উৎসর্গ করেছিলেন ?
A. বাবা ও মাকে      B. সুনীল গঙ্গোপাধ‍্যায়
C. স্বামীকে              D. শঙ্খ ঘোষকে
সঠিক উত্তর – D

২৫) 1. আঁচর ভরিয়া যদি মহানিধি পাই
         তব হাম পিয়া দূর দেশে না পাঠাই

2. পাপ সুধাকর যত দুখ গেল‌
    পিয়া মুখ দরশনে তত সুখ ভেল।

3. শীতের ওড়নি পিয়া গীরিষির বা।
    বরিষার ছত্র পিয়া দরিয়ার না।

4. কি কহব রে সখি আনন্দ ওর।
   চিরদিনে মাধব মন্দিরে মোর।
বিদ‍্যাপতির পদ অবলম্বনে পঙক্তিগুলি ক্রমানুসারে সাজাও –
A. 4 – 2 – 1 – 3.              B. 3 – 2 – 4 – 1
C. 4 – 3 – 2 – 1               D. 3 – 4 – 1 – 2
সঠিক উত্তর – A

২৬) “পৃথিবীটা একটা বুড়ি শুকনো বন্ধ‍্যা প্রান্তরে লকড়ি খুঁজে পাক খাচ্ছে” – ইংরাজি কবিতার লাইনটা কোন উপন‍্যাসে আছে ?
A. পুতুল নাচের ইতিকথা    B. বিষবৃক্ষ
C. নির্বাস                  D. পথের পাঁচালী
সঠিক উত্তর – C

২৭) চর্যাপদে উল্লেখিত ‘হরিণী’ শব্দের মধ‍্য দিয়ে চর্যাকাররা কোন গূঢ় অর্থ প্রকাশ করেছেন ?
A. চিত্ত                   B. দেবী নৈরাত্মা
C. জ্ঞানমুদ্রা           D. মহাসুখকমল
সঠিক উত্তর – C

২৮) মন্তব‍্য – দধি দুধ ঘৃত ঘোলেঁ সাজিআঁ পসার/পীত বসন দিআঁ উপরে তাহার।
   
     যুক্তি – আনুমতী ল‌আঁ রাধা সাসুড়ীর থানে / লাস বেশ করে রাধা বড়‌ই বিহানে।
A. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – অশুদ্ধ যুক্তি – শুদ্ধ
C. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
সঠিক উত্তর – B

২৯) “চাহ মুখ তুলি রাই চাহ মুখ তুলি
    নয়ান নাচনে নাচে হিয়ার পুতলী”
– পদটি কোন পর্যায়ের ?
A. পূর্বরাগ                   B. মান
C. প্রেমবৈচিত্ত‍্য            D. মাথুর
সঠিক উত্তর – B

৩০).       A.                        B
a) মহিমপুর                i) গোঘ্ন
b) দানাপুর                ii) পেশাবদল
c) আমেদপুর            iii) দ্বিজ
d) মেদীপুর               iv) জননী
A. a) – iii.    b) – iv   c) – ii   d) – i
B. a) – iv.   b) – iii   c) – i.    d) – ii
C. a) – iv    b) – i    c) – ii.    d) – iii
D. a) – iii.   b) – i    c) – iv.    d) – ii
সঠিক উত্তর – A

৩১) কোন পদটি কমলাকান্ত ভট্টাচার্যের পদ ?
A. আমার গৌরীরে লয়ে যায় হর
B. ওহে প্রাণনাথ গিরিবর হে
C. কাল এসেআজ উমা যেতে চায়
D. নবমী নিশি পোহাইল কি করি কি করি বল
সঠিক উত্তর – A

৩২) শ্রীকান্তের দাদাদের নামগুলির স্তম্ভ মেলাও –
             A.                    B
a) বড়দা                   i) সতীশ
b) মেজদা                ii) যতীন
c) ছোড়দা               iii) নবীন
d) সমবয়সি দাদা    iv) কেশব
A. a) – ii.    b) – iii   c) – iv   d) – i
B. a) – iv.   b) – iii   c) – i.    d) – ii
C. a) – iv    b) – i    c) – ii.    d) – iii
D. a) – iii.   b) – i    c) – iv.    d) – ii
সঠিক উত্তর – D


৩৩) “তোমাকে ছাড়িঞাঁ মোর আন নাহি গতী” – উদ্ধৃতাংশটির বক্তা কে ?
A. রাধা      B. কৃষ্ণ      C. বড়াই     D. সীতা
সঠিক উত্তর – A

৩৪) ‘সাধের আসন’ কাব‍্যের কিন্নর গীতিটির রাগিণী উল্লেখ করো।
A. ঝাঁপতাল                         B. ললিত  
C. কালংড়া                          D. কাওয়ালী
সঠিক উত্তর – C

৩৫) তান্ত্রিক সাধনা পদ্ধতিতে দেহে কটি নাড়িচক্র বা পদ্ম আছে ?
A. ৫টি    B. ৬টি     C. ৭টি    D. ৩টি
সঠিক উত্তর – B

৩৬) সুলতান আহমদ শা অর্জুনবর্মার পিতাকে মুসলমান করবে স্থির করেছিল কারণ –
A. তারা আয় ব‍্যয়ের হিসাব রাখতে জানে না
B. যবনরা রাজ‍্য অধিকার করতে চায়
C. অর্জুনবর্মার বাবা অস্ত্রচর্চায় পারদর্শী ছিল
D. অর্জুনবর্মার বাবাকে রাজদপ্তরে বসাতে চায়
সঠিক উত্তর – D

৩৭) “জাতি কুল শীল মোর সব বুঝি গেল
       ভুবন ভরিয়া মোর ঘোষণা রহিল”
        – কার পদ ?
A. চন্ডীদাস             B. জ্ঞানদাস
C. জ্ঞানদাস           D. রায়শেখর
সঠিক উত্তর – B

৩৮) “পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস‍্য” – কোন কবিতার লাইন ?
A. মহুয়ার দেশ   B. শিকার  C. কাল মধুমাস
D. হেমন্তের অরণ‍্যে আমি পোস্টম‍্যান
সঠিক উত্তর – A

৩৯) শুদ্ধ মন্তব‍্যটি চিহ্নিত করো –
A. দূর্গাদেবীর প্রথম উল্লেখ পাওয়া যায় মুন্ডক উপনিষদে।
B. ‘কালী’ নামটি পাওয়া যায় মার্কন্ডেয় পুরাণে।
C. কালীপূজার বিধান আছে ‘তন্ত্রসার’ গ্রন্থে।
D. শাক্ত পদাবলী আগে কালীকীর্তনরূপে প্রচলিত ছিল।
সঠিক উত্তর – C

৪০) “উঞ্চা উঞ্চা পাবত তহিঁ বস‌ই সবরী বালী” – চর্যাপদটি কোন রাগে রচিত ?
A. পটমঞ্জুরী                     B. ভৈরবী
C. দেশাখ                         D. বলাড্ডি
সঠিক উত্তর – D

—-