বাংলা মকটেস্ট – ০৮
তাং – ১৮/০৭/২০২১

উত্তরপত্র

১) ‘অন্নদামঙ্গল’ কাব‍্যে বর্ণিত দশমহাবিদ‍্যার প্রথম ৫টি ক্রম –
A. কালী – তারা – রাজরাজেশ্বরী – ভুবনেশ্বরী
B. তারা – ভৈরবী – কালী – মাতঙ্গী
C. ভুবনেশ্বরী – তারা – কালী – রাজরাজেশ্বরী
D. কালী – ভৈরবী – মাতঙ্গী – তারা
★ সঠিক উত্তর – A

২) নীল সাহেবের কুঠির সমাধিক্ষেত্রে উল্লেখিত অনুযায়ী শিশুটির জন্ম কবে হয়েছিল ?
A. 27th april, 1860   B. 27th april, 1853
C. 13th may, 1853.  D. 13th may, 1860
★ সঠিক উত্তর – C

৩) কার সম্বন্ধে বলা হয়েছে ?
1. তাঁর জন্ম একচাকা গ্রামে।
2. তাঁর বাবার নাম হাড়াই পন্ডিত।
3. তাঁর সম্বন্ধে বর্ণিত চৈতন‍্য ভাগবতের আদিখন্ডের ৮ম অধ‍্যায়ে।
A. হরিদাস ঠাকুর     B. নিত‍্যানন্দ
C. অদ্বৈত আচার্য     D. বিষ্ণুপ্রিয়া
★ সঠিক উত্তর – B

৪) 1. চন্দ্রাপীড়, ঘুমাও না আর
2. চন্দ্রাপীড় মেল আঁখি এবে
3. চন্দ্রাপীড় জাগ এইবার
4. আঁখি মেলি চন্দ্রাপীড় চায়
‘চন্দ্রাপীড়ের জাগরণ’ কবিতা অবলম্বনে ক্রম –
A. 3 – 2 – 1 – 4.           B. 1 – 3 – 2 – 4
C. 4 – 2 – 3 – 1.           D. 2 – 3 – 4 – 1
★ সঠিক উত্তর – A

৫) “যাদবেন্দ্র সঙ্গে ল‌ইও / বাধা পান‌ই হাতে ধুইও / বুঝিয়া যোগাবে রাঙ্গা পায়” – ‘পান‌ই’ কথার অর্থ কী ?
A.মদ  B. পান  C. বাছুর    D. জুতো
★ সঠিক উত্তর – D

৬) “চন্ডাল বলেন শুন ব্রাহ্মণ গোসাঞি
    এখনি পূজিব আমি বিষহরি আই।”
– ‘মনসামঙ্গল’ কাব‍্য অনুযায়ী ব্রাহ্মণ কে ?
A. নারদ মুনি      B. চাঁদ সদাগর
C. মহাদেব         D. লখাই
★ সঠিক উত্তর – C

৭) ‘মহো’ শব্দের অর্থ নিষ্পন্ন করেছিল –
A. মুসাই   B. চমরু   C. ডমরু    D. সোমাই
★ সঠিক উত্তর – B

৮) “চৈতন‍্যলীলার ব‍্যাস দাস বৃন্দাবন।
    তার আজ্ঞায় করি তার উচ্ছিষ্ট চর্বন।”
– ‘চৈতন‍্যচরিতামৃত’ গ্রন্থের মধ‍্যলীলার কততম পরিচ্ছেদ থেকে উদ্ধৃতিটি নেওয়া হয়েছে ?
A. ১ম       B. ৫ম      C. ১০ম     D. ২০শ
★ সঠিক উত্তর – A

৯) 1. কাব‍্যগ্রন্থটির প্রকাশকাল – ১৯৬২খ্রি:
2. কাব‍্যগ্রন্থের কবিতা সংখ‍্যা – ২৮
3. কাব‍্যগ্রন্থটি উৎসর্গ করা হয়েছিল বন্ধু অশোক ঘোষকে।
4. কাব‍্যগ্রন্থটির জন‍্য কবি সাহিত‍্য অ্যাকাদেমি পুরস্কার পান।
কোন কাব‍্যগ্রন্থের কথা বলা হয়েছে ?
A. হরিণা বৈরী             B. চোরাবালি
C. যত দূরে যাই          D. একমুঠো
★ সঠিক উত্তর – C

১০) কলঙ্কমোচনের জন‍্য খুল্লনাকে যে পরীক্ষা দিতে হয় তার সঠিক ক্রম উল্লেখ করো –
A. জল – সর্প – স্বর্ণপিন্ড – অগ্নি
B. সর্প – তুলা – জল – অগ্নি
C. জল – সর্প – স্বর্ণ – লৌহশলাকা
D. তুলা – সর্প – লৌহশলাকা – অগ্নি
★ সঠিক উত্তর – C

১১) মন্তব‍্য – শচীর ঘরে আইল নিজ ঘর জ্ঞানে।
     যুক্তি – বৈষ্ণবী মায়ায় চোর পথ নাহি চিনে।
A. মন্তব‍্য – শুদ্ধ,   যুক্তি – শুদ্ধ
B.মন্তব‍্য – অশুদ্ধ,   যুক্তি – শুদ্ধ
C.মন্তব‍্য – শুদ্ধ,   যুক্তি – অশুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ,   যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – B

১২) “তবু সে চরিত্রের গাঁথনিতে একটু বুঝি খুঁত আছে” – কার কথা বলা হয়েছে ?
A. সত‍্যবতী              B. নবকুমার
C. রামকালী             D. ভবতোষ
★ সঠিক উত্তর – C

১৩) “বাজ‌ই অলো সহি হেরুঅ বীণা
       সুন তান্তিধনি বিলস‌ই রুনা”
  – পদকর্তা কে ?
A. ভুসুকু    B. কাহ্ন    C. সরহ   D. বীণা
★ সঠিক উত্তর – D

১৪) “বাঘের বিক্রম সম মাঘের শিশির” – প্রবাদটি ‘অন্নদামঙ্গল’ কাব‍্যের কোন অংশে রয়েছে ?
A. শিব পূজা নিষেধ
B. দেবগণের নিমন্ত্রণ
C. ব‍্যাসের বারাণসী প্রবেশ
D. ব‍্যাস ব্রহ্মার কথোপকথন
★ সঠিক উত্তর – B

১৫) ১লা এপ্রিল, ১৯২৬ সালে লাঙল পত্রিকায় কোন কবিতাটি প্রকাশিত হয়েছে ?
A. সব‍্যসাচী       B. আমার কৈফিয়ৎ
C. পূজারিণী      D. সর্বহারা
★ সঠিক উত্তর – D

১৬) কৃষ্ণদাস কবিরাজকে ‘কবিভূপতি’ কে উপাধি দিয়েছেন ?
A. চৈতন‍্যদেব             B. বৃন্দাবন দাস
C. রঘুনাথ দাস           D. শ্রীরূপ গোস্বামী
★ সঠিক উত্তর – C

১৭) “তার চাউনি দেখে মনে হয় সে আজীবন ধান খেতের মধ‍্য দিয়ে হেঁটে কোন এক মক্কায় পৌঁছতে চায়” – কার চাউনি দেখে মনে হয় ?
A. বাদশা                 B. মোতালেফ
C. হারাই                  D. বদর হাজি
★ সঠিক উত্তর – A

১৮) ধনপতির উপাখ‍্যানের ষষ্ঠ দিবস দিবায় রচিত উপাখ‍্যানগুলির ক্রম –
1. ধনপতির সিংহল যাত্রা
2. খুল্লনার পরীক্ষা        3. খুল্লনার উৎসব
4. মালাধরের শাপপ্রাপ্তি
A. 2 – 4 – 3 – 1.        B. 3 – 4 – 2 – 1
C. 4 – 2 – 1 – 3.        D. 3 – 1 – 4 – 2
★ সঠিক উত্তর – B

১৯) “এখনী পরান তোর লৈবোঁ অবিচারে” – কে কাকে বলেছে ?
A. রাধা বড়াইকে  B. রাধা কৃষ্ণকে
C. কৃষ্ণ রাধাকে    D. কৃষ্ণ বড়াইকে
★ সঠিক উত্তর – C

২০)       A.                      B
a) নগর ভ্রমণ              i) ৯ম
b) যজ্ঞসূত্র ধারণ.       ii) ৫ম
c) জলকেলি বর্ণন.     iii) ৭ম
d) গৌরাঙ্গের বিবাহ.    iv) ১০ম
A. a) – iv      b) – iii.    c) – ii.   d) – i
B. a) – iii.     b) – iv     c) – i.    d) – ii
C. a) – iii.     b) – i       c) – iv    d) – ii
D. a) – ii.      b) – iv.    c) – i      d) – iii
★ সঠিক উত্তর – A

২১) শুদ্ধ কোনটি ?
  A. সিংহল রাজা – বিক্রমকেশর
  B. সিংহল রাজপুরোহিত – পুরন্দর।
  C. সিংহল রাজকন‍্যা – সুনয়না।
  D. সিংহল রাজজামাতা – বীরশল‍্য।
★ সঠিক উত্তর – D

২২) রিদুবাবুর গোমস্তার নাম কী ?
A. নবীন    B. রমেন  C. বিপিন   D. যাদব
★ সঠিক উত্তর – B

২৩) মন্তব‍্য – রায় কহে তুমি নট আমি সূত্রাধর।
                   যেমত নাচাহ তৈছে চাহি নাচিবার।

      যুক্তি – মোর জিহ্বা বীণা যন্ত্র তুমি বীণাধারী।
                তোমার মনে যেই তাহা  উঠয়ে উচ্চারি।
A. মন্তব‍্য – শুদ্ধ,   যুক্তি – শুদ্ধ
B.মন্তব‍্য – অশুদ্ধ,   যুক্তি – অশুদ্ধ
C.মন্তব‍্য – শুদ্ধ,   যুক্তি – অশুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ,   যুক্তি – শুদ্ধ
★ সঠিক উত্তর – D

২৪) কোন পদটি রামপ্রসাদ সেনের পদ নয় ?
A. আমি কি দুখেরে ডরাই
B. আমি তাই অভিমান করি
C. জানি জানি গো জননী
D. ওমা, হর গো তারা, মনের দুঃখ
★ সঠিক উত্তর – C

২৫) “বাংলা মঙ্গলকাব‍্যগুলির বিষয়টা হচ্ছে এক দেবতাকে সিংহাসন থেকে খেদিয়ে আর এক দেবতার অভ‍্যুদয়” – প্রবক্তা কে ?
A. রবীন্দ্রনাথ ঠাকুর      B. ঈশ্বর গুপ্ত
C. ক্ষেত্র গুপ্ত     D. শ্রীকুমার বন্দ‍্যোপাধ‍্যায়
★ সঠিক উত্তর – A

২৬)
1. পত্রিকাটির উল্লেখ হুতোম প‍্যাঁচার নকশায় আছে।
2. পত্রিকাটি সংস্কৃত কলেজের ছাত্ররা বের করত।
3. পত্রিকাটিতে প্রকাশিত হয়েছিল – সীতার বনবাস।
4. পত্রিকাটি সেসময় বেশ জনপ্রিয় ছিল।
পত্রিকাটির নাম কী ?
A. বিবিধার্থ সংগ্রহ               B. রসরাজ
C. তর্করাজ      D. যেমন কর্ম তেমন ফল
★ সঠিক উত্তর – D

২৭) “আমি যার পাদপদ্মে নিরন্তর দাসী” – কে কার সম্পর্কে বলেছে ?
A. নিমাই সরস্বতী দেবী সম্পর্কে
B. সরস্বতী দেবী নিমাই সম্পর্কে
C. নিমাই শচীদেবী সম্পর্কে
D. লক্ষ্মীদেবী নিমাই সম্পর্কে
★ সঠিক উত্তর – B

২৮) তাম্বুল খন্ডে কতগুলি সংস্কৃত শ্লোকের উল্লেখ আছে ?
A. ২টি    B. ৫টি    C. ৭টি     D. ৯টি
★ সঠিক উত্তর – C

২৯) বেহুলা – লখিন্দরের প্রত‍্যাবর্তনকালের ঘাটগুলির ক্রম –
A. ধোপাঝি – বাঘিনী – টেটন – ধোনা মনা
B. গোদা – টেটন – বাঘিনী – ধোপাঝি
C. গোদা – ধোনা মোনা – টেটন – হরি সাধু
D. হরি সাধু – গোদা – ধোনা মোনা – টেটন
★ সঠিক উত্তর – A

৩০) 1. একতলা বাড়ি     2. ছাদে সিঁড়ি নেই
3. সিমেন্ট ওঠা উঠোন  4. একপাশে রান্নাঘর
– কাদের বাড়ির কথা বলা হয়েছে ?
A. বিমলার বাড়ি      B. খুকিদের বাড়ি
C. যতীনদের বাড়ি     D. মায়াদের বাড়ি
★ সঠিক উত্তর – B

৩১) ৩৮ ও ৩৯ সংখ‍্যক চর্যাটি কোন পদকর্তার রচিত ?
A. লুই পাদ             B. কাহ্ন পাদ
C. ভুসুকু পাদ         D. সরহ পাদ
★ সঠিক উত্তর – D

৩২) “কেহ বলে আমার না রহে সাজি ধুতি
       কেহ বলে আমার চোরায় গীত পুঁথি”
– উদ্ধৃতাংশটি চৈতন‍্যভাগবত কাব‍্যের আদি খন্ডের কততম অধ‍্যায়ে আছে ?
A. ৩য়     B. ৪র্থ     C. ৫ম     D. ৬ঠ
★ সঠিক উত্তর – B

৩৩) ‘র’ বর্ণের অনুপ্রাস লক্ষ‍্য করা যায় ঈশ্বর গুপ্তের কোন কবিতার প্রথম লাইনে ?
A. পাঠা    B. আনারস     C. তত্ত্ব
D. তপসে মাছ
★ সঠিক উত্তর – A

৩৪) মন্তব‍্য – উজানি নগরে আছে সা সদাগর তার নাম।
      সা সদাগরের কন‍্যা সে বেহুলা তার নাম।

যুক্তি – বেহুলা বাঁচাতে পারে এক মাসের মড়া।
         রূপে বিদ‍্যাধরী তিনি মুনি মনোহরা।
A. মন্তব‍্য – শুদ্ধ,   যুক্তি – শুদ্ধ
B.মন্তব‍্য – অশুদ্ধ,   যুক্তি – অশুদ্ধ
C.মন্তব‍্য – শুদ্ধ,   যুক্তি – অশুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ,   যুক্তি – শুদ্ধ
★ সঠিক উত্তর – C

৩৫) “আচার্য্য কহে তুমি যাঁহা সেই বৃন্দাবন
     মোর ভাগ‍্যে গঙ্গাতীরে তোমার আগমন”
– আচার্য্য কে ?
A. আচার্য্যরত্ন             B. অদ্বৈত আচার্য
C. বৃন্দাবন দাস          D. নিত‍্যানন্দ
★ সঠিক উত্তর – D

৩৬) “ওর আবেগ তো গেঁয়ো পুকুরের ঢেউ” –
‘পুতুল নাচের ইতিকথা’ উপন‍্যাসের কার সম্বন্ধে এ কথা বলা হয়েছে ?
A. কুসুম      B. পরান   C. মতি    D. বিন্দু
★ সঠিক উত্তর – A

৩৭) শুদ্ধ কোনটি ?
A. তাম্বুলের সঙ্গে কৃষ্ণ রাধার জন‍্য বেল ফুল পাঠিয়েছে।
B. কৃষ্ণ বাঁশি ফিরে পেয়েছিল হরগৌরীর বরে।
C. ‘রাধাবিরহ’ অংশের সূচনা হেমন্ত ঋতু থেকে।
D. কৃষ্ণকে পাবার জন‍্য বড়াই রাধাকে শিবপুজো করতে বলে।
★ সঠিক উত্তর – B

৩৮)   দেবীর দেহাংশ               স্থান
          a)  নাসিকা             i) মথুরা
          b)  জিহ্বা              ii) অমরনাথ
          c)  অধর.              iii) বরিশাল
          d)  কন্ঠ.                iv) জ্বালামুখ
A. a) – ii.    b) – iii.    c) – iv    d) – i
B. a) – iii    b) – i      c) – iv     d) – ii
C. a) – ii.    b) – iv    c) – i       d) – iii
D. a) – iii     b) – iv     c) – i      d) – ii
★ সঠিক উত্তর – D

৩৯) ‘কুড়ানো মেয়ে’ গল্পটি কবে রচিত হয়েছিল ?
A. আষাঢ় ১৩০৯ বঙ্গাব্দ 
B. শ্রাবণ, ১৩০৬ বঙ্গাব্দ
C. আষাঢ়, ১৩০৬ বঙ্গাব্দ
D. শ্রাবণ, ১৩০৯ বঙ্গাব্দ
★ সঠিক উত্তর – C

৪০) ‘শিবায়ন’ কাব‍্যে শূল দিয়ে কত মন ওজনের কোদাল তৈরি হয়েছিল ?
A. ৮০ মণ                    B. ১০৫ মণ
C. ৬০ মণ                    D. ১০৬ মণ
★ সঠিক উত্তর – B

৪১) “যত বড় রাজধানী তত বিখ‍্যাত নয় এ হৃদয়পুর” – কোন কবিতার লাইন ?
A. মেঘদূত                  B. দামিনী
C. জল দাও               D. আনন্দ ভৈরবী
★ সঠিক উত্তর – D

৪২) “এ নব যৌবন মোর গেল  ছারখার
       কপাল চিরিয়া দেখি কিবা আছে আর”
       – কার উক্তি ?
A. বেহুলা   B. খুল্লনা  C. লহনা   D. সোহাগী
★ সঠিক উত্তর – A

৪৩) 1. চর্য্যাপদ     2. চর্য্যাগীতিপদাবলী
3. চর্যাগীতিকোষ   4. চর্য্যাশ্চর্য্যবিনিশ্চয়
– চর্যাপদের কোন কোন নামকরণের সঙ্গে
প্রবোধচন্দ্র বাগচী যুক্ত ?
A. i ও ii.   B. ii ও iii   C. i ও iv    D. ii ও iv
★ সঠিক উত্তর – C

৪৪) কুন্দ নগেন্দ্রর বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল কততম পরিচ্ছেদে ?
A. ১১ নং   B. ১৩ নং   C. ১৫ নং  D. ১৮নং
★ সঠিক উত্তর – D

৪৫) কৃষ্ণপ্রেমে শ্রীরাধার সাজের ক্রমটি মধ‍্যলীলার অষ্টম পরিচ্ছেদ অবলম্বনে সাজাও –
1. সৌন্দর্য্য কুঙ্কুম সখী প্রণয় চন্দন
2. তারুণ‍্যমৃত ধারায় স্নান মধ‍্যম
3. কৃষ্ণের উজ্জ্বলরস মৃগমদভর
4. রাগ তাম্বুল রাগে অধর উজ্জ্বল
5. কৃষ্ণ অনুরাগে রক্ত দ্বিতীয় বসন
A. 2 – 5 – 1 – 3 – 4
B. 3 – 5 – 1 – 2 – 4
C. 3 – 2 – 5 – 1 – 4
D. 5 – 1 – 4 – 3 – 2
★ সঠিক উত্তর – A