বোধ পরীক্ষণ
মকটেস্ট
উত্তরপত্র
■ আনসিন – ১
১) কলকাতায় প্রথম ছাপাখানা চালু হয় ইংরেজের উদ্যোগে অষ্টাদশ শতকের সত্তরের দশকে। বাঙালি ছাপা হরফে প্রথম বাংলা লিপি দেখার সৌভাগ্য লাভ করে হালেদ-এর ‘আ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ’ -এর পাতায়। কিন্তু বাঙালিটোলা নিজের হাতে ছাপাখানা পায় বেশ কয়েক বছর পরে, উনিশ শতকের প্রথম দশকের শেষ দিকে। দেশীয় লোকেদের প্রথম ছাপাখানা খিদিরপুরে বাবুরামের ছাপাখানা। তার প্রতিষ্ঠাবর্ষ ১৮০৭ সাল। বটতলা তথা বাঙালিটোলায় আরও পরে ১৮১৬ সালের আগে নয়। কলকাতার ছাপাখানার প্রথম যুগ সম্পর্কে অত্যন্ত মূল্যবান গবেষণা করেছেন গ্রাহাম শ’। তিনি দেখিয়েছেন ১৮০০সালের মধ্যে কলকাতায় পেশাদার এবং শৌখিন মুদ্রাকর ছিলেন প্রায় চল্লিশজন। তাঁরা যুক্ত ছিলেন সতেরোটি বিভিন্ন ছাপাখানার সঙ্গে। তবে একসঙ্গে এই শহরে কখনো দশটির বেশি ছাপাখানা চলেনি। এই ছাপাখানাগুলো থেকে অষ্টাদশ শতকের মধ্যে ৩৬৮টিরও বেশি বই ছাপা হয়েছিল। তার মধ্যে বেশ কিছু সংখ্যক বাংলা বইও ছিল। কিন্তু শুধুমাত্র বাংলা ছাপা হয় এমন কোনো ছাপাখানা ছিল না। গ্রাহাম শ সেদিনের কলকাতায় ছাপাখানার ঠিকানা ধরে যে মানচিত্র তৈরি করেছেন তাতে দেখা যায় সব ছাপাখানা ছিল ফোর্ট উইলিয়মের সামনে ‘দি গ্রেট ট্যাঙ্ক’ বা লালদিঘির আশেপাশে আধ বর্গমাইল এলাকায়!
● প্রবন্ধটি পড়ে প্রশ্নগুলির উত্তর দাও –
১.১) প্রবন্ধাংশ থেকে সঠিক সিদ্ধান্ত চিহ্নিত করো –
A. কলকাতায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় ১৮০০সালে।
B. বাঙালির ছাপাখানা নিয়ে গবেষণা করেছেন গ্রাহাম শ।
C. কলকাতার ছাপাখানাগুলোতে বাংলা বই থেকে ইংরাজি বই বেশি ছাপা হত।
D. বাবুরামের ছাপাখানার বিস্তার ছিল লালদিঘির আশেপাশে আধ বর্গমাইল এলাকা জুড়ে।
★ সঠিক উত্তর – C
১.২) প্রবন্ধ অনুযায়ী মন্তব্যগুলি ক্লমানুসারে সাজাও –
1.বাংলায় ছাপাখানাগুলিতে বাংলা বইও ছাপা হত।
2. সেসময় ৩৬৮টিরও বেশি বই ছাপা হয়েছিল।
3. গ্রাহাম শ ছাপাখানাগুলির মানচিত্র তৈরি করেছিলেন।
4. দেশীয় মুদ্রকেরা ১৭টি ছাপাখানার সঙ্গে যুক্ত ছিলেন।
A. 4 – 3 – 2 – 1. B. 4 – 2 – 1 – 3
C. 3 – 2 – 1 – 4. D. 2 – 4 – 3 – 1
★ সঠিক উত্তর – B
১.৩) ১৭৭০-১৭৮০ এই সময়ের মধ্যে কী হয়েছিল ?
A. বাঙালিটোলায় প্রথম ছাপাখানা চালু হয়।
B. দেশীয় লোকেদের প্রথম ছাপাখানা চালু হয়।
C. ছাপাখানা নিয়ে গবেষণা শুরু হয়।
D. কলকাতায় প্রথম ছাপাখানা চালু হয়।
★ সঠিক উত্তর – D
১.৪) প্রবন্ধে কতজন ব্যক্তিত্বের উল্লেখ আছে ?
A. ২জন B. ৩জন C. ৪জন D. ৫জন
★ সঠিক উত্তর – B
১.৫) সাল অনুযায়ী ঘটনাগুলি সাজাও –
1. চল্লিশজন মুদ্রাকরের উপস্থিতি
2. প্রথম বাংলা লিপি প্রকাশ
3. বটতলায় ছাপাখানা প্রতিষ্ঠা
4. বাবুরামের ছাপাখানা
5. ৩৬৮টি বই মুদ্রণ
A. 4 – 2 – 3 – 1 – 5. B. 2 – 1 – 4 – 3 – 5
C. 5 – 1 – 2 – 4 – 3. D. 2 – 5 – 1 – 4 – 3
★ সঠিক উত্তর – D
১.৬) কতগুলি সংখ্যাবাচক শব্দ আছে ?
A. 4 B. 5 C. 6 D. 7
★ সঠিক উত্তর – B
১.৭) সন্ধি বিচ্ছেদ করো : গবেষণা
A. গবে + ষণা B. গো + এষণা
C. গ + এষণা D. গব্ + এষণা
★ সঠিক উত্তর – B
১.৮) “এই ছাপাখানাগুলো থেকে ৩৬৮টিরও বেশি বই ছাপা হয়েছিল” – ছাপাখানাগুলো কোন কারক ?
A. করণ কারক B. অধিকরণ কারক
C. অপাদান কারক D. নিমিত্ত কারক
★ সঠিক উত্তর – A (দ্বারা বা মাধ্যম অর্থে)
১.৯) ‘এলাকা’ কোন ভাষার শব্দ ?
A. আরবি B. ফারসি C. ফরাসি D. দেশি
★ সঠিক উত্তর – A
১.১০) “কলকাতায় পেশাদার এবং শৌখিন মুদ্রাকর ছিলেন প্রায় ৪০জন। পেশাদার ও শৌখিন শব্দ দুটি যথাক্রমে –
A. বিশেষ্য ও বিশেষণ
B. বিশেষণ ও বিশেষ্য
C. দুটোই বিশেষ্য
D. দুটোই বিশেষণ
★ সঠিক উত্তর – D
■ আনসিন – ২
২) সুরঞ্জনা, অইখানে যেয়োনাকো তুমি,
বোলোনাকো কথা অআ যুবকের সাথে;
ফিরে এসো সুরঞ্জনা :
নক্ষত্রের রূপালি আগুন ভরা রাতে;
ফিরে এসো এই মাঠে, ঢেউয়ে;
ফিরে এসো হৃদয়ে আমার;
দূর থেকে দূরে – আরো দূরে
যুবকের সাথে তুমি যেয়োনাকো আর।
কী কথা তাহার সাথে ? – তার সাথে !
আকাশের আড়ালে আকাশে
মৃত্তিকার মতো তুমি আজ :
তার প্রেম ঘাস হয়ে আসে।
সুরঞ্জনা
তোমার হৃদয় আজ ঘাস :
বাতাসের ওপারে বাতাস-
আকাশের ওপারে আকাশ।
● কবিতাটি পড়ে প্রশ্নগুলির উত্তর দাও –
১) ক্রম সাজাও –
1. ফিরে এসো আমার হৃদয়ে
2. মৃত্তিকার মতো তুমি আজ
3. ওই যুবকের সাথে কথা বোলো না
4. যুবকের সাথে তুমি যেয়ো না
5. তোমার হৃদয় আজ ঘাস
A. 4 – 2 – 1 – 3 – 5
B. 3 – 1 – 4 – 2 – 5
C. 2 – 3 – 1 – 5 – 4
D. 3 – 2 – 5 – 1 – 4
★ সঠিক উত্তর – B
2) কবিতার মুখ্য বিষয় কী ?
A. প্রেম B. ঈর্ষা C. বিরহ D. মৃত্যু
★ সঠিক উত্তর – D
৩) কবিতাটিতে যথাক্রমে কোলন ও সেমিকোলন কতগুলি আছে ?
A. ৩ ও ৪ B. ৪ ও ৩ C. ২ ও ৪ D. ২ ও ৩
★ সঠিক উত্তর – A
৪) কবিতাটিতে শব্দপ্রয়োগে ব্যাকরণগত কী ভুল লক্ষ্য করা যায় ?
A. সর্বনাম প্রয়োগ B. ক্রিয়া প্রয়োগ
C. সাধু শব্দ প্রয়োগ D. বিশেষণ প্রয়োগ
★ সঠিক উত্তর – C
২.৫) ‘আকাশ’ কোন ভাষার শব্দ ?
A. বাংলা B. সংস্কৃত
C. আরবি D. ওলন্দাজ
★ সঠিক উত্তর – B
—-