ম্যারাথন মকটেস্ট – ০৩
বিষয় – ইউনিট ৫ ও ৬
উত্তরপত্র
১) ‘প্রথম পার্থ’ নাটকের কাহিনির সময়কাল –
A. কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি
B. শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি
C. কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি
D. শুক্লপক্ষের চতুর্দশী তিথি
★ সঠিক উত্তর – A
২) “আমি তো রাণীর বাড়ির পোষা ভিখারি” – বক্তা কে ?
A. দূর্গশাসক B. চিত্রকর
C. পল্লীসেবক D. জীবনলাল
★ সঠিক উত্তর – D
৩) ‘গোঘ্ন’ গল্পে কার বাড়ি ছিল ভট্টমাটি ?
A. হারাই B. ইসমাইল
C. বদরহাজি D. গো বদ্যি
★ সঠিক উত্তর – C
৪) প্রিয়নাথের লেখা নাটকের কত সংখ্যক পাতা বসুন্ধরার হাতে ছিল –
A. 312. B. 315. C. 320. D. 322
★ সঠিক উত্তর – C
৫) ‘সুন্দরম’ গল্পে সত্য দাসের মেয়ের নাম কী ?
A. দেবপ্রিয়া B. মমতা
C. অনুপমা D. বনলতা
★ সঠিক উত্তর – B
৬) ‘জনা’ নাটকের প্রান্তর মধ্যস্থ শুস্ক অশ্বত্থ তলটি কোন অঙ্কে আছে ?
A. প্রথম অঙ্কের পঞ্চম গর্ভাঙ্ক
B. পঞ্চম অঙ্কের প্রথম গর্ভাঙ্ক
C. দ্বিতীয় অঙ্কের সপ্তম গর্ভাঙ্ক
D. চতুর্থ অঙ্কের সপ্তম গর্ভাঙ্ক
★ সঠিক উত্তর – B
৭) শ্রীপতি সামন্তের চশমা সম্পর্কে কোন তথ্যটি অশুদ্ধ ?
A. কাচ ফাটা B. নিকেলের ফ্রেম
C. ডানদিকে ডান্ডা নেই
D. বাম দিকে সুতো বাঁধা
★ সঠিক উত্তর – D
৮) ‘স্বীকারোক্তি’ গল্পে কথকের জীবনের প্রথম প্রেম ছিল –
A. রেবা B. নীরা C. প্রতিমা D. অলকা
★ সঠিক উত্তর – D
৯) ‘নবান্ন’ নাটকে নিরঞ্জন নিজের নাম বদলে রেখেছিল –
A. রাসবিহারী B. রামহরি
C. রাখহরি D. রামবিহারী
★ সঠিক উত্তর – C
১০) ‘জমিদার দর্পণ’ নাটকে কৃষ্ণমণি বলে –
A. জয় রাধে কৃষ্ণ বলে মন
B. জয় রাধে গোবিন্দ বলে মন
C. রাধে গোবিন্দ বলে মন
D. রাধে কৃষ্ণ বলে মন
★ সঠিক উত্তর – A
১১) ঠাকুমা মরণের ঘোরে বড়দিকে কীসের গল্প শুনিয়েছিল ?
A. রাম সীতা B. রাধা কৃষ্ণ
C. রাম লক্ষণ D. পঞ্চপান্ডব
★ সঠিক উত্তর – B
১২) শীতলপটির মতো গায়ের চামড়া কার ?
A. মুকুন্দ B. গৌরাঙ্গ
C. মনু D. শিপ্রা
★ সঠিক উত্তর – D
১৩) ‘শহীদের মা’ গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল ?
A. উত্তরসূরী B. চতুরঙ্গ
C. আনন্দবাজার পত্রিকা D. দেশ
★ সঠিক উত্তর – C
১৪) ‘একেই কি বলে সভ্যতা?’ নাটকটি প্রথম অভিনীত হয় –
A. বেলগাছিয়া থিয়েটার
B. শোভাবাজার থিয়োট্রিক্যাল সোসাইটি
C. গ্রেট ন্যাশানাল থিয়েটার
D. বিদ্যোৎসাহিনী মঞ্চ
★ সঠিক উত্তর – B
১৫) ‘সংসার সীমান্তে’ গল্পে রজনীর ঘরে কোনটা ছিল না ?
A. নোংরা বিছানা
B. কালী ঠাকুরের ছবি
C. লন্ঠন
D. ভাঙা তোরঙ্গ
★ সঠিক উত্তর – D
১৬) ‘জমিদার দর্পণ’ নাটকে কয়টি স্ত্রী চরিত্র আছে ?
A. ৩টি B. ২টি C. ৫টি D. ৪টি
★ সঠিক উত্তর – A
১৭) “আমি কায়েত, যার তার সঙ্গে অভিনয় করি না” – বক্তা কে ?
A. ময়না B. জলদ
C. যদু D. নটবর
★ সঠিক উত্তর – B
১৮) ‘গিরগিটি’ গল্পে মায়াকে দেখলে ভুবনের কোন চারাগাছের কথা মনে পড়ে ?
A. ডালিম B. পেয়ারা
C. মাদার D. পেঁপে
★ সঠিক উত্তর – A
১৯) ডাকাতের দল পদিপিসির যে জিনিসটা চুরি করেছিল –
A. গয়নার বাক্স B. পানের ডিবা
C. নস্যির কৌটা D. মশলার বাক্স
★ সঠিক উত্তর – C
২০) ‘সাজাহান’ নাটকে সাজিহানের প্রথম উপস্থাপন কেমন ছিল ?
A. যমুনার দিকে চেয়েছিল
B. আলবোলা টানছিল
C. জানলা দিয়ে সূর্যাস্ত দেখছিল
D. প্রাসাদ কক্ষে পায়চারি করছিল
★ সঠিক উত্তর – B
২১) ‘কুড়ানো মেয়ে’ গল্পে সীতানাথের বাড়ির ভৃত্য কে ছিল ?
A. জেলের ছেলে B. নাপিতের ছেলে
C. বামুনের ছেলে D. তাঁতির ছেলে
★ সঠিক উত্তর – D
২২) “ছিলে বীর হয়্যা গেলে সামান্য গৃহস্থ” – কে চাঁদকে বলেছে ?
A. সনকা B. লখিন্দর
C. করালী D. বনমালী
★ সঠিক উত্তর – B
২৩) ‘নবান্ন’ নাটকে গাঁতায় খাটা প্রস্তাব কে সমর্থন করেনি ?
A. দয়াল B. বরকত
C. বুধে D. ফকির
★ সঠিক উত্তর – D
২৪) দোপদি মেঝেন কখন ধরা পড়েছিল ?
A. ৫.৩৫ মিনিটে B. ৭.২৭ মিনিটে
C. ৬.৩৫ মিনিটে D. ৬.৫৭ মিনিটে
★ সঠিক উত্তর – D
২৫) কামরূপী উপভাষার সঙ্গে কোন উপভাষার সাদৃশ্য বেশি ?
A. বঙ্গালী B. বরেন্দ্রী
C. ঝাড়খন্ডী D. রাঢ়ী
★ সঠিক উত্তর – A
২৬) বাসন্তী শরদিন্দুকে কোন প্লটের কথা বলেনি ?
A. পাকিস্তানের শরণার্থী
B. জাপানের ভূমিকম্প
C. মোহনবাগানের জয়লাভ
D. পাটের বাজারদর
★ সঠিক উত্তর – A
২৭) ফুলবানু গুড় পুড়িয়েছিল বলে মোতালেফ ফুলবানুকে –
A. বাড়ি থেকে বের করে দিয়েছিল
B. চড় মেরেছিল
C. কঞ্চি দিয়ে মেরেছিল
D. এদের কোনোটাই নয়
★ সঠিক উত্তর – C
২৮) বেণিমাধব বাংলা মদ খেয়েছিল কত বছর বয়সে ?
A. ১৩ বছর B. ১৪ বছর
C. ১৫ বছর D. ১৬ বছর
★ সঠিক উত্তর – A
২৯) শ্রীপতি সামন্ত যার সঙ্গে স্টেশনে আসেনি –
A. শ্যামাপদ B. কালীশঙ্কর
C. হরিচরণ D. বাঞ্ছা
★ সঠিক উত্তর – C
৩০) “কৃষ্ণ আমাকে একটি প্রিয় কথা শোনালে তুমি” – প্রিয় কথাটি হল –
A. সব যুদ্ধই অন্যায়। সব হত্যাই ভ্রাতৃহত্যা
B. সম্ভব নয় অর্জুনের হাতে কর্ণের পরাভব
C. পরাজয় তোমার চিরকালের সঙ্গী
D. যৌবন জীবনের চেয়েও অনিত্য
★ সঠিক উত্তর – B
৩১) পাদরির চোখে ভামরের শিশুপুত্রটি কীসের মতো ছিল ?
A. কচি পেয়ারা
B. গোলাপী বেদানা
C. রাঙা আপেল
D. সিদুঁরে আম
★ সঠিক উত্তর – B
৩২) “হে ম্লান মেয়ে কী আনন্দ পাও সন্তান ধারণে?” – চরণটি কোন কবিতা থেকে উদ্ধৃত ?
A. মুক্তি B. উর্বশী
C. মেঘদূত D. মহুয়ার দেশ
★ সঠিক উত্তর – C
৩৩) কাদের বিয়ের গল্প গ্রামে এখনও ফুরায়নি ?
A. বিন্দু – নন্দ B. রাসু সারদা
C. মতি কুমুদ D. রামকালী – ভূবনেশ্বরী
★ সঠিক উত্তর – B
৩৪) চৈতন্যদেবের জন্ম হয়েছিল –
A. ফাল্গুনী পূর্ণিমায়
B. মাঘী শুক্ল ত্রয়োদশীতে
C. মাঘী পূর্ণিমায়
D. চৈত্র মাসের শুক্লা ত্রয়োদশীতে
★ সঠিক উত্তর – A
৩৫) ‘লোরচন্দ্রাণী’তে লোরের সারথির নাম কী ?
A. ব্রতকন্ঠ B. বজ্রবাহু
C. মিত্রবাহু D. মিত্রকন্ঠ
★ সঠিক উত্তর – D
৩৬) সোনারঙ গায়ে যে ওঝার নামডাক ছিল –
A. সর্বানন্দ B. শ্যামাপদ
C. বিভূতি D. মহাদেব
★ সঠিক উত্তর – D
৩৭) ‘আন্তিগোনে’ কবিতাটি উৎসর্গ করা হয় –
A. কেয়া ঘোষকে
B. ফাল্গুনী রায়কে
C. কেয়া চক্রবর্তীকে
D. ফাল্গুনী চক্রবর্তীকে
★ সঠিক উত্তর – C
৩৮) ‘ঢোঁড়াই চরিত মানস’ উপন্যাসে ‘মুরবালিয়া’ হল –
A. যাদুর দেবী B. পেত্নী বিশেষ
C. কন্ধকাটা ভূত D. জলে ডোবা ভূত
★ সঠিক উত্তর – C
৩৯) ‘অন্নদামঙ্গল’ কাব্যে কতগুলি আরবি ফারসি শব্দ আছে ?
A. ১৫০টি B. ২৫৭টি
C. ৩৫৭টি D. ৩৭৪টি
★ সঠিক উত্তর – D
৪০) ফোনিম কথাটি আবিস্কার কে করেন ?
A. গ্রিয়ার্সন B. সোস্যুর
C. ব্রুজস্কি D. লুই আভে
★ সঠিক উত্তর – D
—-