বাংলা মকটেস্ট সিরিজ (১ – ১০)
বিষয় – ইউনিট ০২ (পর্ব – ২)
উত্তরপত্র
১) কোন বিষয়গুলো চন্ডীমঙ্গল কাব্যের বণিকখন্ডেপঞ্চম দিন নিশায় রচিত হয়েছে ?
i) খুল্লনার নির্যাতন
ii) ধনপতির প্রত্যাবর্তন
iii) খুল্লনার পরীক্ষা
iv) মালাধরের শাপপ্রাপ্তি
v) সংসার সুখ
vi) ধনপতির সিংহল যাত্রা
A. i ও vi
B. ii ও v
C. iii ও vi
D. i ও iv
★ সঠিক উত্তর – B
২) ‘শ্রীকৃষ্ণবিজয়’ কাব্য অনুযায়ী পতি ও তাদের পত্নীর স্তম্ভ মেলাও –
পতি পত্নী
a) বলরাম i) চন্দ্রপ্রভা
b) শাম্ব ii) প্রভাবতী
c) গদা iii) রেবতী
d) প্রদ্যুম্ন iv) গুণবতী
সংকেত –
A. a) – ii. b) – iv c) – i. d) – iii
B. a) – iv b) – i c) – ii d) – iii
C. a) – iii. b) – iv c) – i d) – ii
D. a) – iii. b) – i c) – iv d) – ii
★ সঠিক উত্তর – D
৩) “নয়া বাড়ি লইয়ারে বাইদ্যা লাগাইলো উরি” – ‘উরি’ কথার অর্থ কী ?
A. বেগুন
B. কাঁচকলা
C. শিম
D. কচু
★ সঠিক উত্তর – C
৪) রামেশ্বর ভট্টাচার্য তাঁর ‘শিবায়ন’ কাব্যের নাম কী রেখেছিলেন ?
A. শিবপুরাণ
B. শিবসংকীর্তন
C. শিবমঙ্গল
D. শঙ্করপালা
★ সঠিক উত্তর – B
৫) কার কথা বলা হয়েছে ?
1. গোপজাতি, গাভীরক্ষক
2. ভূত ভবিষ্যৎ বলতে পারে
3. অজ্ঞাতবাসকালে নাম তন্ত্রিপাল।
A. যুধিষ্ঠির
B. ভীম
C. নকুল
D. সহদেব
★ সঠিক উত্তর – D
৬) ব্যক্তি জন্মস্থান
a) শ্রীবাস i) শ্রীহট্ট
b) পুন্ডরীক ii) একচাকা
বিদ্যানিধি
c) নিত্যানন্দ iii) শ্রীহট্ট
d) চৈতন্যবল্লভ iv) চাটিগ্রাম
সংকেত –
A. a) – i. b) – iv. c) – ii. d) – iii
B. a) – ii. b) – iii. c) – iv. d) – i
C. a) – iii. b) – iv. c) – i. d) – ii
D. a) – iv. b) – i. c) – iii. d) – ii
★ সঠিক উত্তর – A
৭) নাসিকা – জিহ্বা – ওষ্ঠ – অধর – চিবুক অনুযায়ী দেবীর পীঠস্থানগুলির ক্রম চিহ্নিত করো –
1.প্রভাস 2. জ্বালামুখ 3. জনস্থান
4. বরিশাল 5. ভৈরব পর্বত
সংকেত –
A. 3 – 5 – 2 – 1 – 3
B. 5 – 3 – 4 – 2 – 1
C. 4 – 2 – 5 – 1 – 3
D. 2 – 4 – 5 – 1 – 3
★ সঠিক উত্তর – C
৮) “বৈষ্ণবপদাবলী রচনায় চন্ডীদাস ও গোবিন্দদাস কবিরাজের যে পার্থক্য, শাক্ত পদাবলী রচনায় রামপ্রসাদ ও কমলাকান্তের মধ্যেও সেই পার্থক্য। একজন ভাবতন্ময় আত্মহারা, অন্যজন সচেতন শিল্পী” – কে বলেছেন ?
A. রবীন্দ্রনাথ ঠাকুর
B. অরুণকুমার বসু
C. শশীভূষণ দাশগুপ্ত
D. জাহ্নবীকুমার চক্রবর্ত্তী
★ সঠিক উত্তর – D
৯) “সেই মুনি জন্মাবধি বেশ্যা সেবা করে
তারি বশীভূতা হইয়া থাকে তার ঘরে
কাষ্ঠ কাটিবারে গিয়াছিল সে কানন
ব্যাঘ্রেতে ধরিয়া তার বধিল জীবন”
– কোন মুনির কথা বলা হয়েছে ?
A. জহ্নু মুনি
B. কান্ডার মুনি
C. ঋষ্যশৃঙ্গ মুনি
D. বিভান্ডক মুনি
★ সঠিক উত্তর – B
১০) সঠিক বিকল্প চিহ্নিত করো –
1. উলুইকান্দা গ্রামের তালুকদার নদের চাঁদ।
2. হুমরা তিনদিন বাড়িতে বসানো বেগুন বিক্রি করে মহুয়াকে গলার হার কিনে দেবে বলেছিল।
3. মাইনকিয়ার বিদেশ যাবার দিন ঠিক হয়েছিল বুধবার।
4. মহুয়া সওদাগরকে বিষ খাইয়েছিল পানের অংশ মিশিয়ে
5. মহুয়ার মৃত্যু হয় ‘হুমরার দল’ অংশে।
A. 1 ও 3 শুদ্ধ
B. 2 ও 5 অশুদ্ধ
C. 2 শুদ্ধ, 4 অশুদ্ধ
D. 1 অশুদ্ধ, 5 শুদ্ধ
★ সঠিক উত্তর – D
১১) দক্ষিণাদেশ ভ্রমণে মহাপ্রভুর সঙ্গে যাদের দেখা হয়েছিল তাদের ক্রম চৈতন্যচরিতামৃত অনুযায়ী সাজাও –
1. পরমানন্দপুরী 2. রামদাস
3. ত্রিমল্লভট্ট 4. রামানন্দ 5. শ্রীরঙ্গপুরী
A. 4 – 3 – 1 – 5 – 2
B. 2 – 4 – 5 – 3 – 1
C. 3 – 5 – 4 – 2 – 1
D. 5 – 3 – 1 – 2 – 4
★ সঠিক উত্তর – A
১২) মাতা পুত্র
a) দ্রৌপদী i) ইলাবন্ত
b) উলুপী ii) অভিমন্যু
c) চিত্রাঙ্গদা iii) শ্রুতকর্মা
d) সুভদ্রা iv) বভ্রুবাহন
সংকেত –
A. a) – iii. b) – i. c) – iv d) – ii
B. a) – ii. b) – iv. c) – i d) – iii
C. a) – iv. b) – iii. c) – ii. d) – i
D. a) – iii. b) – iv c) – i. d) – ii
★ সঠিক উত্তর – A
১৩) “পুত্রের অধিক মোর চান্দ বণিক/
জল মধ্যে দুঃখ যেন না পায় খানিক”
‘মনসামঙ্গল’ কাব্যে একথা কে বলেছেন ?
A. গঙ্গা
B. দূর্গা
C. শিব
D. যম
★ সঠিক উত্তর – C
১৪) মন্তব্য – জিহ্বাপ্রান্ত বা জিহ্বাশিখরের শ্বাসবায়ূকে বাধা দিয়ে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে জিহ্বাপ্রান্তীয় বা জিহ্বাশিখরীয় ধ্বনি বলে।
যুক্তি – শ্বাসবায়ূর বাধার স্থান অনুসারে জিহ্বাপ্রান্তীয় ধ্বনি – দন্ত্য, দন্ত্যমূলীয়, উত্তর দন্ত্যমূলীয় ও তালু দন্ত্যমূলীয়।
সংকেত –
A. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
D. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – D
১৫) শুদ্ধ মন্তব্যটি চিহ্নিত করো –
A. কুম্ভকর্ণের পুত্র মকরাক্ষের পতন হলে যুদ্ধে যায় রাবণ পুত্র অতিকায়।
B. হনুমানের আনা যে ওষুধের ঘ্রাণে রামসেনার সংজ্ঞাপ্রাপ্তি হয়েছিল সে ওষুধ পাওয়া যায় ঋষ্যমূক পর্বতে।
C. ইন্দ্রজিৎ কর্তৃক রাম লক্ষণের মৃত্যুর খবর রাবণ সীতার কাছে পাঠিয়েছিল বিদ্যুৎজিহ্বার মারফত।
D. মহীরাবণকে মারার উপায় জানতে পূজাঘরে হনুমান ছিল প্রজাপতির ছদ্মবেশে।
★ সঠিক উত্তর – B
১৬) কেনারামকে তার মাতুলের থেকে কোন ডাকাত কিনেছিল ?
A. সাজুয়া
B. গারুয়া
C. হালুয়া
D. মারুয়া
★ সঠিক উত্তর – C
১৭) ‘চৈতন্যভাগবত’ অবলম্বনে ঘটনাগুলি ক্রমানুসারে সাজাও –
1. মুকুন্দ – নিমাই তর্ক
2. গঙ্গাস্নানে আসা মানুষদের নিমাইএর জ্বালাতন
3. লক্ষীপ্রিয়ার সঙ্গে নিমাইএর বিবাহ
4. নিমাই এর যজ্ঞসূত্র ধারণ
5. বিশ্বরূপের সন্ন্যাসযাত্রা
সংকেত –
A. 4 – 2 – 1 – 5 – 3
B. 2 – 5 – 4 – 3 – 1
C. 3 – 1 – 2 – 5 – 4
D. 5 – 3 – 2 – 1 – 4
★ সঠিক উত্তর – B
১৮) শ্রীকৃষ্ণকে বধ করতে প্রলম্বাসুর কোন রূপে এসেছিল ?
A. ব্যাঘ্র
B. অশ্ব
C. বৃষ
D. মায়া
★ সঠিক উত্তর – D
১৯) রাজা কৃষ্ণচন্দ্রের রাজ্যের সীমানা অনুযায়ী স্তম্ভ মেলাও –
দিক সীমা
a) পূর্ব i) গঙ্গা ভাগীরথী খাদ
b) পশ্চিম ii) গঙ্গাসাগর
c) উত্তর iii) ধলপুর
d) দক্ষিণ iv) মুর্শিদাবাদ
সংকেত –
A. a) – iii. b) – i. c) – iv. d) – ii
B. a) – ii. b) – iv. c) – i d) – iii
C. a) – iv. b) – i. c) – iv. d) – iii
D. a) – ii b) – i. c) – iv. d) – iii
★ সঠিক উত্তর – A
২০) শুদ্ধ মন্তব্যটি চিহ্নিত করো –
A. “ভাব ন হোই অভাব ণ জাই” – পদটি গবড়া রাগে রচিত।
B. “নগর বাহিরি রেঁ ডোম্বী” পদটি ভুসুকু পার রচিত।
C. চর্যাপদের ২৩সংখ্যক পদটি সম্পূর্ণ লুপ্ত।
D. চর্যাপদের ১২নং পদটি হল “করুণা পিহাড়ি খেলহুঁ নয়বল”
★ সঠিক উত্তর – D
২১) “শকে হাস্য চন্দ্রকলা রাম করতলে
রাম হাস্য বিধিকান্ত পড়িল অনলে”
– কোন কাব্যের রচনাকাল এটি ?
A. মনসামঙ্গল
B. শিবায়ন
C. চন্ডীমঙ্গল
D. অন্নদামঙ্গল
★ সঠিক উত্তর – B
২২) “দোঁহে মূর্ছা হইলেন দোহার দর্শনে” – কোন দুজনের কথা বলা হয়েছে ?
A. ঈশ্বরপুরী ও নিমাই
B. নিত্যানন্দ ও গৌরাঙ্গ
C. মাধবেন্দ্রপুরী ও নিত্যানন্দ
D. হরিদাস ঠাকুর ও নিমাই
★ সঠিক উত্তর – C
২৩) কোন উপভাষা থেকে কোন সাহিত্য প্রাকৃতের জন্ম ?
A. B
a) পৈশাচী i) প্রাচ্যা
b) মাহারাষ্ট্রী ii) প্রাচ্যামধ্যা
c) শৌরসেনী iii) উত্তরপশ্চিমা
d) মাগধী iv) দক্ষিণ পশ্চিমা
সংকেত –
A. a) – iii. b) – i. c) – iv. d) – ii
B. a) – iii b) – iv. c) – i d) – ii
C. a) – ii b) – iv c) – i d) – iii
D. a) – ii b) – iii. c) – iv. d) – i
★ সঠিক উত্তর – B
২৪) ‘দস্যু কেনারামের পালা’ অবলম্বনে সঠিক বিকল্প চিহ্নিত করো –
1. পূর্বজন্মে চান্দের নাম ছিল পশুসখা।
2. চান্দের পিতার নাম যজ্ঞেশ্বর।
3. চান্দকে গুরু দীক্ষা দেয় চন্ডী মন্ত্রে।
4. চান্দ শিব পার্বতীর পূজা করে বাবার আদেশে।
5. চান্দ সনকা ছাড়া কাউকে মহাজ্ঞান মন্ত্র বলতে পারবে না।
সংকেত –
A. 1 ও 4 শুদ্ধ
B. 2 ও 5 শুদ্ধ
C. 3 ও 4 শুদ্ধ
D. 1ও 3 শুদ্ধ
★ সঠিক উত্তর – A
২৫) A. B
a) আমি বললুম i) বঙ্গালী
b) আমি যামু ii) রাঢ়ী
c) হামাক দাও iii) কামরূপী
d) মুই করলু iv) বরেন্দ্রী
সংকেত –
A. a) – iii. b) – i. c) – iv d) – ii
B. a) – ii. b) – iv. c) – i d) – iii
C. a) – iv. b) – iii. c) – ii. d) – i
D. a) – ii. b) – i c) – iv. d) – iii
★ সঠিক উত্তর – D
২৬) ‘চন্ডীমঙ্গল’ কাব্যে শ্রীমন্তকে বাল্যকালে কে কৃষ্ণচরিত শোনাত ?
A. লহনা
B. খুল্লনা
C. দূর্বলা
D. রম্ভাবতী
★ সঠিক উত্তর – C
২৭) বেহুলা ও লখিন্দরের বিবাহ হয়েছিল –
A. ২৯শে বৈশাখ
B. ৩০শে বৈশাখ
C. ১লা শ্রাবণ
D. ৩০শে শ্রাবণ
★ সঠিক উত্তর – A
২৮) দশরথের কন্যার নাম কী ?
A. চন্দ্রাবতী
B. হেমলতা
C. রম্ভাবতী
D. সোমলতা
★ সঠিক উত্তর – B
২৯) “পুরুষ ভ্রমর দুইহো এক মান/
নানা থান ভ্রমি ভ্রমি করএ মধুপান
– বক্তা কে ?
A. কৃষ্ণ
B. রাধা
C. আইহন
D. বড়াই
★ সঠিক উত্তর – D
৩০) “জন দুই সঙ্গে আমি যাব নীলাচল” – কাদের সঙ্গে চৈতন্যদেব নীলাচলে গিয়েছিলেন ?
A. রূপ সনাতন
B. মুকুন্দ – জগদানন্দ
C. অদ্বৈত – নিত্যানন্দ
D. বল্লভাচার্য্য – দামোদর
★ সঠিক উত্তর – D
/—–/