বাংলা মকটেস্ট সিরিজ(১-১০)
মকটেস্ট – ০৪
বিষয় – কবিতা

উত্তরপত্র

১) সঠিক বিকল্প চিহ্নিত করো –
1. ‘বিদ্রোহী’ কবিতাটি ১৯২১ সালের ডিসেম্বর মাসে লেখা হয়।
2. ‘ফণিমনসা’ কাব‍্যগ্রন্থের তৃতীয় সংস্করণ থেকে ‘সব‍্যসাচী’ কবিতাটি বর্জিত হয়েছে।
3. ‘সর্বহারা’ কবিতাটি নজরুল ইসলাম বরিশালে বসে লিখেছিলেন।
4. ‘আমার কৈফিয়ৎ’ কবিতাটি প্রথম ‘বিজলী’ পত্রিকায় প্রকাশিত হয়।
5. ‘পূজারিণী’ কবিতাটির ১১টি পর্যায় আছে।
সংকেত –
A. 1 ও 3 শুদ্ধ
B. 2 ও 5 শুদ্ধ
C. 3 ও 4 শুদ্ধ
D. 1 ও 4 শুদ্ধ
E. 3 ও 5 শুদ্ধ
★ সঠিক উত্তর – D

২) ‘চন্দ্রাপীড়ের জাগরণ’ কবিতা অবলম্বনে চরণগুলি ক্রমানুসারে সাজাও
1. মরণের অবসানে / জীবন জনম পায়
2. জীবনের জনম নূতন / মরণের মরণ সেথায়
3. মরণের কোন তীরে / অবতীর্ণ আজি দোঁহে
4. অন্ধকার মরণের ছায় / কতকাল প্রণয়ী ঘুমায় ?
5. মৃত‍্যু মোহ এই ভেঙে যায় / স্বপন তার চেতনে মিশায়
সংকেত –
A. 4 – 2 – 5 – 1 – 3
B. 3 – 4 – 5 – 1 – 2
C. 2 – 5 – 4 – 3 – 1
D. 5 – 4 – 2 – 3 – 1
★ সঠিক উত্তর – A

৩) ‘সংবর্ত’ কবিতা থেকে সঠিক শব্দজোড় অনুযায়ী স্তম্ভ মেলাও –
          A.                        B
a) চার্চিল                  i) নিন্দা
b) মুসোলিনী            ii) উদ্বাস্তু
c) ট্রটস্কি                  iii) যুদ্ধগামী বর্বর
d) হিটলার                iv) স্বেচ্ছাচার
A. a) – iii.  b) – i.   c) – iv.   d) – ii
B. a) – iv   b) – iii.   c) – ii   d) – i
C. a) – ii.   b) – iv    c) – i.   d) – iii
D. a) – iv.   b) – i.    c) – ii.   d) – iii
★ সঠিক উত্তর – B

৪) ‘২৫শে বৈশাখ’ কবিতায় উল্লেখিত মাসগুলির সঠিক ক্রম চিহ্নিত করো –
1. আশ্বিন     2. আষাঢ়      3. মাঘ
4. অঘ্রাণ
সংকেত –
A. 3 – 1 – 4 – 2
B. 4 – 2 – 1 – 3
C. 3 – 4 – 1 – 2
D. 2 – 1 – 4 – 3
★ সঠিক উত্তর – D

৫)               পঙক্তি
a) কত সবুজ সকাল তিক্ত রাত্রির মতো
b) রাত্রের অলস স্বপ্ন
c) মৃত‍্যুহীন প্রেম থেকে মুক্তি দাও
d) রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে

                       কবিতা
i) মুক্তি
ii) মহুয়ার দেশ
iii) উর্বশী
iv) একটি বেকার প্রেমিক
A. a) – iii.  b) – iv.   c) – ii.   d) – i
B. a) – iv   b) – iii.   c) – ii   d) – i
C. a) – iii.   b) – i    c) – iv.   d) – ii
D. a) – iv.   b) – i.    c) – ii.   d) – iii
★ সঠিক উত্তর – C

৬) “তখন অপ্রতিদ্বন্দ্বী সেই মুখ/_ মতো / জেগে উঠে আমাকে জাগায়” – কীসের মতো ?
A. ফসফরাসের মতো
B. জরাজীর্ণ ইমারতের মতো
C. নিষ্কোষিত তরবারির মতো
D. ঝঞ্ঝাক্ষুব্ধ সমুদ্রের মতো
★ সঠিক উত্তর – C

৭) ‘হরিণা বৈরি’ কাব‍্যগ্রন্থ সম্পর্কে শুদ্ধ মন্তব‍্যটি চিহ্নিত করো –
A. দ্বিতীয় কাব‍্যগ্রন্থ
B. প্রকাশক – চারু খান
C. প্রচ্ছদ – খালেদ চৌধুরী
D.  প্রথম প্রকাশের সময় মূল‍্য – ১০টাকা।
★ সঠিক উত্তর – D

৮) ‘স্নানযাত্রা’ কবিতায় উল্লেখ অনুযায়ী সঠিক মন্তব‍্য চিহ্নিত করো –
1. পাখি – কাক, ময়না
2. পশু – হাতি
3. ফল – আম, কাঁঠাল
4. বাদ‍্যযন্ত্র – তবলা
সংকেত –
A. কেবল 1 অশুদ্ধ
B. কেবল 3 শুদ্ধ
C. 2 ও 3 শুদ্ধ
D. 1 ও 4 শুদ্ধ
★ সঠিক উত্তর – A

৯) খুল্লনার মায়ের নাম কী ?
A. প্রভাবতী
B. চন্দ্রাবতী
C. ইরাবতী
D. রম্ভাবতী
★ সঠিক উত্তর – D

১০) কোন শব্দবন্ধগুলির উল্লেখ ‘সংগতি’ কবিতায় আছে ?
1. পোড়ো বাড়ি      2. খিড়কি পথ
3. ধানের মড়াই     4. সঙ্গীহারানো পাখি
5. নিমছায়া তীর
A. 1 ও 3
B. 2 ও 4
C. 1 ও 4
D. 2 ও 5
★ সঠিক উত্তর – C

১১) “দৃশ‍্যমাত্র সর্ব্বগাত্র প্রফুল্লিত হয় / সৌরভে আমোদ করে ত্রিভূবনময়” – কার কথা বলা হয়েছে ?
A. আনারস
B. তপসে মাছ
C. পাঠার মাংস
D. পুলি পিঠে
★ সঠিক উত্তর – B

১২) “উদিলা আদিত‍্য এবে উদয় অচলে/ পদ্মপর্ণে সুপ্ত দেব পদ্মযোনি যেন…” – কোন সর্গের সূচনাংশ ?
A. অস্ত্রলাভ
B. সমাগম
C. বধ
D. শক্তিনির্ভেদ
★ সঠিক উত্তর – C

১৩) সন্ধ‍্যা > সঞঝা > সাঁঝ – কোন প্রকার রূপান্তরের উদাহরণ ?
A. উষ্মীভবন
B. সঙ্কোচন
C. মূর্ধন‍্যীভবন
D. তালব‍্যীভবন
★ সঠিক উত্তর – D

১৪) ‘মেঘদূত’ কবিতায় ‘ছেলে ভুলানো ছড়া’ র ক্লান্ত সুর কীসের মতো ভাসছে ?
A. রাস্তার জলে কাগজের নৌকা
B. ঝরে যাওয়া পাতা
C. শুকনো বাঁশ পাতা
D. গাছের হলুদ পাতা
★ সঠিক উত্তর – B

১৫)     সর্গনাম                    স্তবক
a) নন্দনকানন              i) ১২
b) কে তুমি                   ii) ২০
c) পতিব্রতা                  iii) ২৩
d) আসনদাত্রী দেবী      iv) ২৫
সংকেত –
A. a) – iv    b) – iii.   c) – i.   d) – ii
B. a) – iv    b) – iii.   c) – ii   d) – i
C. a) – iii.   b) – i    c) – iv.   d) – ii
D. a) – iv.   b) – i.    c) – ii.   d) – iii
★ সঠিক উত্তর – A

১৬) “গোলাবাড়ি থেকে কিছু দূরে রবে _ পাড়া” – শক্তি চট্টোপাধ‍্যায়ের কবিতা অবলম্বনে শূন‍্যস্থান পূরণ করো
A. মেঘেদের
B. নক্ষত্রের
C. সূর্যমুখী
D. শিমূল
★ সঠিক উত্তর – C

১৭) ‘শিকার’ কবিতাটির প্রকাশকাল নির্ণয় করো –
A. কবিতা পত্রিকা, ১৩৪৩, আশ্বিন সংখ‍্যা
B. প্রগতি পত্রিকা, ১৩৪৩, অঘ্রান সংখ‍্যা
C. কবিতা পত্রিকা, ১৩৪৫, আশ্বিন সংখ‍্যা
D. প্রগতি পত্রিকা, ১৩৪৫, অঘ্রান সংখ‍্যা
★ সঠিক উত্তর – A

১৮) সঠিক বিকল্প চিহ্নিত করো –
A. মেঘনাদবধ কাব‍্যের অখন্ড সংস্করণের প্রথম প্রকাশ ১৮৬৯সালের ২১শে জুলাই।
B. কাব‍্যটি প্রথমে উৎসর্গ করা হয়েছিল দিগম্বর বন্দ‍্যোপাধ‍্যায়কে।
C. কাব‍্যটির নাট‍্যরূপ প্রদর্শিত হয় ১৭৮৭৫খ্রি: মার্চ মাসে বেঙ্গল থিয়েটারে।
D. মণিপুরী ভাষায় কাব‍্যটি অনুবাদ করেন মীনকেতন সিং
★ সঠিক উত্তর – C

১৯) “ডাকিয়া কহিলা ক্রোধে কানের কুহরে
     গর্দ্দভ হ‌ইবে বুড়ি এখানে যে মরে”
– ‘অন্নদামঙ্গল’ কাব‍্যের কোন অংশ থেকে গৃহীত ?
A. ব‍্যাসের তপস‍্যায় অন্নদার চাঞ্চল‍্য
B. কাশী পরিক্রমা
C. দেবগণের নিমন্ত্রণ
D. ব‍্যাস কর্তৃক অন্নদা স্তব
★ সঠিক উত্তর – A

২০) স্তবক সংখ‍্যা অনুযায়ী কবিতাগুলি অধঃক্রমে সাজাও –
1. অবনী বাড়ি আছো ?
2. আনন্দ ভৈরবী
3. চাবি
4. যেতে পারি কিন্তু কেন যাবো ?
সংকেত –
A. 3 – 2 – 4 – 1
B. 4 – 2 – 3 – 1
C. 2 – 1 – 4 – 3
D. 4 – 3 – 1 – 2
★ সঠিক উত্তর – B

২১) “আহহ! সমুখে সুমঙ্গল একি!
       দেবি দাঁড়াও নয়ন ভোরে দেখি!”
– গীতটি সম্পর্কে শুদ্ধ মন্তব‍্যটি চিহ্নিত করো
A. ‘সাধের আসন’ কাব‍্যের দশম সর্গে আছে।
B. ললিত রাগে রচিত।
C. তাল – ঝাঁপতাল।
D. সর্গটির নাম পতিব্রতা
★ সঠিক উত্তর – B

২২)    কবিতা                  চরণ
a) প্রস্তাব : ১৯৪০          i) 15
b) হরিণা বৈরী              ii) 17
c) মুক্তি                        iii) 11
d) দামিনী.                   iv) 12
সংকেত –
A. a) – ii    b) – iii.   c) – iv.   d) – i
B. a) – iv    b) – iii.   c) – ii   d) – i
C. a) – iii.   b) – i    c) – iv.   d) – ii
D. a) – ii.   b) – i.    c) – iv.   d) – iii
★ সঠিক উত্তর – D

২৩) কামরূপী উপভাষার সঙ্গে কোন উপভাষার সাদৃশ‍্য পাওয়া যায় ?
A. বরেন্দ্রী
B. ঝাড়খন্ডী
C. বঙ্গালী
D. রাঢ়ী
★ সঠিক উত্তর – C

২৪) “আজ সৃষ্টি সুখের উল্লাসে” কবিতায় যে ফুলের উল্লেখ নেই –
A. শেফালি
B. পলাশ
C. শিউলি
D.  অশোক
★ সঠিক উত্তর – A

২৫) 1. হালকা হাওয়ায় হৃদয় দুহাতে ভরো
2. হালকা হাওয়ায় হৃদয় আমার ধরো
3. হালকা হাওয়ায় বল্লম উঁচু ধরো
4. পাহাড় এখানে হালকা হাওয়ায় বোনে
‘ঘোড়স‌ওয়ার’ কবিতা থেকে চরণগুলি ক্রমানুসারে সাজাও –
সংকেত –
A. 4 – 2 – 1 – 3
B. 2 – 4 – 3 – 1
C. 2 – 1 – 4 – 3
D. 3 – 1 – 4 – 2
★ সঠিক উত্তর – D

২৬) শব্দবন্ধগুলি কোন কবিতায় উল্লেখ আছে ?
           A.                        B
a) নক্ষত্রের দোষ      i) গোধূলি সন্ধির নৃত‍্য
b) মালাবার পাহাড়    ii) বোধ
c) মধুকূপী ঘাস         iii) রাত্রি
d) লিবিয়ার জঙ্গল    iv) সিন্ধুসারস
সংকেত –
A. a) – iii.   b) – iv     c) – ii     d) – i
B. a) – ii     b) – iv.    c) – i.     d) – iii
C. a) – iv.   b) – ii     c) – i      d) – iii
D. a) – iii.   b) – i.    c) – iv.    d) – ii
★ সঠিক উত্তর – B

২৭) বিষ্ণুপ্রিয়া – নিমাই এর বিবাহের ঘটক কে ছিলেন ?
A. সনাতন
B. জনার্দন
C. কাশীনাথ
D. বনমালী
★ সঠিক উত্তর – C

২৮) অমিয় চক্রবর্ত্তীর ‘বড়বাবুর কাছে নিবেদন’ কবিতাটি কোন কাব‍্যগ্রন্থের অন্তর্গত ?
A. মাটির দেয়াল
B. একমুঠো
C. খসড়া
D. পারাপার
★ সঠিক উত্তর – A

২৯) “বাম দাহিন চাপী মিলি মিলি মাগা
        বাটত মিলিল মহাসুহগঙ্গা”
– চর্যাপদটির রচয়িতা কে ?
A. কামলি
B. ঢেন্ঢন
C. ভুসুকু
D. বীণা
★ সঠিক উত্তর – A

৩০) কোন কবিতার কথা বলা হয়েছে ?
1. কবিতাটির রচনাকাল – ১৮ই মার্চ, ১৯৫৩
2. কবিতাটির স্তবক সংখ‍্যা – ৫
3. কবিতাটির চরণ সংখ‍্যা – ১১০
A. সিন্ধুসারস
B. বোধ
C. সংবর্ত
D. যযাতি
★ সঠিক উত্তর – D

/—–/