বাংলা মকটেস্ট সিরিজ(১-১০)
মকটেস্ট – ০৫
বিষয় – উপন‍্যাস

উত্তরপত্র

১) ‘পুতুল নাচের ইতিকথা’ উপন‍্যাস অবলম্বনে ঘটনাগুলি ক্রমানুসারে সাজাও –
1. মতির কলকাতা যাত্রা
2. যাদবের ইচ্ছামৃত‍্যু
3. সেনদিদির বসন্ত
4. বিন্দুর মদ খাওয়া
সংকেত –
A. 3 – 2 – 4 – 1
B. 3 – 1 – 4 – 2
C. 4 – 2 – 1 – 3
D. 2 – 1 – 4 – 3
★ সঠিক উত্তর – B

২) “বিনাদোষে দুই অভাগিনীর অকালে জীবনান্ত হ‌ইল” – দু’জন অভাগিনী কে ?
A. বিন্দু ও সেনদিদি
B. দূর্গা ও রানু
C. কৃষ্ণা ও গিরিজা
D. কুন্দ ও হীরা
★ সঠিক উত্তর – C

৩) ঔপন‍্যাসিকের মতে, তারাচরণের মেয়েদের লিবার্টির কারণ –
A. ইংরাজি শিক্ষা
B. মায়ের কূলত‍্যাগ
C. ব্রাহ্মসমাজে যাতায়াত
D. স্ত্রীলোক শূন‍্যতা
★ সঠিক উত্তর – D

৪) অশুদ্ধ মন্তব‍্যটি চিহ্নিত করো –
A. মেজদা চতুর্থবারের এন্ট্রান্স পরীক্ষার জন‍্য প্রস্তুত হচ্ছে।
B. শ্রীকান্তদের পড়ার সময় ছিল সাড়ে সাতটা থেকে ন’টা।
C. হিন্দুস্থানী পেয়াদাদের তুলসীদাসী সুর শোনা যাচ্ছে দেউড়ি থেকে।
D. গর্জন শুনে ভালুক মনে হয়েছিল রামকমলবাবুর।
★ সঠিক উত্তর – A

৫) “অনেকদিন বাংলা ব‌ই পড়ে তৃপ্তি পাইনি। আপনি গল্পের মধ‍্যে অনেক রস প্রবাহিত করেছেন” – সুকুমার সেন মন্তব‍্যটি কোন উপন‍্যাস সম্পর্কে করেছেন ?
A. রাধা
B. তুঙ্গভদ্রার তীরে
C. পথের পাঁচালী
D. তিতাস একটি নদীর নাম
★ সঠিক উত্তর – B

৬)       A.                         B
a) পদ্ম > পদ্দ         i) প্রগত স্বরসঙ্গতি
b) ধর্ম > ধম্ম          ii) প্রগত সমীভবন
c) পূজা > পূজো    iii) পরাগত স্বরসঙ্গতি
d) দেশি > দিশি      iv) পরাগত সমীভবন
সংকেত –
A. a) – iii.   b) – iv.    c) – ii.    d) – i
B. a) – ii.    b) – iii    c) – iv.     d) – i
C. a) – iii.   b) – i.     c) – iv.    d) – ii
D. a) – ii     b) – iv.    c) – i     d) – iii
★ সঠিক উত্তর – D

৭) কুন্দর মৃত‍্যু ‘বিষবৃক্ষ’ উপন‍্যাসের যে পরিচ্ছেদে বর্ণিত আছে তার নাম কী ?
A. কুন্দর তৎপরতা
B. স্তিমিত প্রদীপে
C. এতদিনে মুখ ফুটিল
D. এতদিনে সব ফুরাইল
★ সঠিক উত্তর – C

৮) “যেখানে প্রতিদিন‌ই কলহ সেখানে কেউ তাকে জোরে কথা বলতে শেখেনি” – কার সম্বন্ধে বলা হয়েছে ?
A. সুরথ
B. মোহিত
C. অজয়
D. মরণচাঁদ
★ সঠিক উত্তর – A

৯) ‘পুতুল নাচের ইতিকথা’ উপন‍্যাস অবলম্বনে
           A.                       B
a) বিপিন               i) আইনজ্ঞ
b) কীর্তি.               ii) উকিল
c) সত‍্যহরি.          iii) হেডপিওন
d) রামতারণ.       iv) মোড়ল
সংকেত –
A. a) – ii     b) – iii.    c) – iv.    d) – i    
B. a) – iii.   b) – iv.    c) – i      d) – ii
C. a) – iv.    b) – i     c) – ii.     d) – iii
D. a) – iv.    b) – iii.    c) – i.    d) – ii
★ সঠিক উত্তর – D

১০) রাজা অর্জুনবর্মাকে কোন কোন পদে নিযুক্ত করেছিল তার সঠিক ক্রমটি হল –
A. অশ্বারোহী – দূত – সেনানী
B. দূত – অশ্বারোহী – সেনাপতি
C. দূত – দেহরক্ষী – সেনানী
D. দেহরক্ষী – অশ্বারোহী – সেনাপতি
★ সঠিক উত্তর – C

১১) মন্তব‍্য – ইন্দ্র থিয়েটার দেখতে ডিঙ্গিতে করে গিয়েছিল।
যুক্তি – কলকাতার নতুনদা ডিঙ্গি করে জলপথে যেতে চেয়েছিল।
সংকেত –
A. মন্তব‍্য – শুদ্ধ,  যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – B

১২) “যাকে কেন্দ্র করে ছোটে দিগবিদিকে সমুদ্র না মরু ?” – কোন কবিতার পঙক্তি ?
A. যযাতি
B. আনন্দ ভৈরবী
C. সিন্ধুসারস
D. প্রাকৃত কবিতা
★ সঠিক উত্তর – A

১৩) নিম্নলিখিত কোন দুটি উপন‍্যাস ‘ভারতবর্ষ’ পত্রিকায় প্রকাশিত হয়েছিল ?
1. রাধা
2. শ্রীকান্ত
3. পুতুলনাচের ইতিকথা
4. পথের পাঁচালী
সংকেত –
A. 1 ও 2
B. 2 ও 3
C. 3 ও 4
D. 1 ও 4
★ সঠিক উত্তর – B

১৪) অশুদ্ধ মন্তব‍্যটি চিহ্নিত করো –
1. ক্রান্তিদলের যে পুলিশের কাছে যাতায়াত করত বলে খুন হয় তার নাম পিরথিলাল।
2. পিরথিলালকে খুন করে লাশ ফেলা হয় পাক্কী ধারের বড় খালে।
3. পিরথিলালের হাতঘড়ি খুলে নিয়েছিল আজাদ।
4. আজাদ আসলে বিশুন সুকলা।
সংকেত –
A. 1 ও 3 শুদ্ধ
B. 2 ও 4 শুদ্ধ
C. কেবল 3 অশুদ্ধ
D. কেবল 4 শুদ্ধ
★ সঠিক উত্তর – A

১৫) ‘প্রথম প্রতিশ্রুতি’ উপন‍্যাসে বাড়ির মেয়েদের কার সঙ্গে শোবার ব‍্যবস্থা ?
A. কাশীশ্বরী
B. শিবজায়া
C. দীনতারিণী
D. মোক্ষদা
★ সঠিক উত্তর – C

১৬)   উপন‍্যাস             উৎসর্গ
a) রাধা                      i) প্রমথনাথ বিশী
b) পথের পাঁচালী      ii) নবকুমার নন্দী
c) নির্বাস                  iii) প্রেমেন্দ্র মিত্র
d) তুঙ্গভদ্রার তীরে    iv) মহানন্দ চট্টো:
সংকেত –
A. a) – ii    b) – iv     c) – i     d) – iii
B. a) – iii.   b) – i    c) – iv.   d) – ii
C. a) – ii.    b) – iii.   c) – iv.   d) – i
D. a) – iii.   b) – iv.   c) – ii.   d) – i
★ সঠিক উত্তর – D

১৭) শিখদের ধর্মগ্রন্থ ‘গ্রন্থসাহেব’ কোন ভাষায় রচিত ?
A. কনৌজী
B. হরিয়ানী
C. পাঞ্জাবী
D. নেপালী
★ সঠিক উত্তর – C

১৮) 1. শিবের মতো চোখ
2. রঙ ঈষৎ তাম্রবর্ণ
3. গায়ে মোটা হাড় প্রমাণ করে যৌবনে অসুরের মতো শক্তি ছিল
4. চোখ দুটি দেবসুলভ আবেশ।
– কার সম্পর্কে বলা হয়েছে ?
A. কিশোর
B. কিশোরের বাবা
C. বাসন্তীর বাবা
D. রামপ্রসাদ
★ সঠিক উত্তর – D

১৯) নকশার কোন শিরোনামাঙ্কিত অধ‍্যায়ে গুরুপ্রসাদি প্রথার বর্ণনা আছে ?
A. হুজুক
B. কলকাতার বারোয়ারি পূজা
C. হঠাৎ অবতার
D. কৃশ্চানি হুজুক
★ সঠিক উত্তর – B

২০) পরিচ্ছেদ সংখ‍্যা অনুসারে উপন‍্যাসগুলি ঊর্দ্ধক্রমে সাজাও –
1. পুতুল নাচের ইতিকথা
2. নির্বাস
3. রাধা
4. শ্রীকান্ত
সংকেত –
A. 2 – 4 – 1 – 3
B. 4 – 2 – 3 – 1
C. 3 – 2 – 1 – 4
D. 1 – 3 – 2 – 4
★ সঠিক উত্তর – A

২১) মহুয়া সুন্দরী কোন গ্রামের ব্রাহ্মণকন‍্যা ছিল ?
A. বাকুলিয়া
B. বামনকান্দা
C. কাঞ্চনপুর
D. ছাতনা
★ সঠিক উত্তর – C

২২) তাৎমাদের বিশ্বাস অনুযায়ী কলেরার কারণ কী ?
A. বাঁশবনে ফুল এলে
B. রাতে ভয় পেলে
C. চড়ুই পাখি দেখা দিলে
D. কুয়োর জল ভর্তি হলে
★ সঠিক উত্তর – B

২৩) ‘রাধা’ উপন‍্যাসে পরকীয়া মতকে খন্ডন করে স্বকীয়া মতের প্রতিষ্ঠার্থে কোথায় কোথায় বিচারসভা বসেছিল তার ক্রমটি চিহ্নিত করো –
A. মথুরা – প্রয়াগ – উজ্জয়িনী – নবদ্বীপ
B. প্রয়াগ – দিল্লী – কাশী – কাটোয়া
C. মথুরা – দিল্লী – উজ্জয়িনী – নবদ্বীপ
D. জয়পুর – প্রয়াগ – কাশী – কাটোয়া
★ সঠিক উত্তর – D
       

২৪) “দুই বুড়ার ব‍্যস্ততার শেষ নাই” – দুটো বুড়ো কে কে ?
A. করমালী ও বন্দে আলী
B. রামপ্রসাদ ও কিশোরের বাবা
C. নিত‍্যানন্দ ও গৌরাঙ্গ
D. ঈশ্বর মালো ও ইচ্ছারাম মালো
E. নিজামত ও ছাদির মিঞা
★ সঠিক উত্তর – C

২৫) শুদ্ধ মন্তব‍্যটি চিহ্নিত করো –
A. অপুর বানানো যে জিনিস সর্বজয়া ছিঁড়ে দিয়েছিল – টেলিগিরাপের তার।
B. অপু দূর্গা দোকান খেলায় লবণ হিসাবে ব‍্যবহার করত সাদা বালি।
C. অপুর সঙ্গে দূর্গার মাকাল ফল নিয়ে ঝগড়া হয়েছিল।
D. অপুদের বাড়ি থেকে সতু ৩টে নাটা ফল নিয়ে পালিয়েছিল।
★ সঠিক উত্তর – A

২৬) “ঘাঁটি আগলাতে সেনাপতি পাঠানো প্রয়োজন” – সেনাপতি কে ?
A. সারদা
B. পাটলী
C. ভাবিনী
D. সদু
★ সঠিক উত্তর – C

২৭)       ব‍্যক্তি                   পরিচয়
a) ভরত দাস             i) গৃহস্থ বৈষ্ণব
b) উদ্ধব                   ii) শক্তিসাধক
c) ব্রজমোহন           iii) বাউলসাধক
d) আনন্দচাঁদ          iv) মহান্ত
সংকেত –
A. a) – ii     b) – iii.    c) – iv.    d) – i    
B. a) – iii.   b) – iv.    c) – i      d) – ii
C. a) – iv.    b) – i     c) – ii.     d) – iii
D. a) – iv.    b) – iii.   c) – ii.    d) – i
★ সঠিক উত্তর – D

২৮) মন্তব‍্য – মনসা বলে চান্দ তুমি অবোধ চঞ্চল/ কামে অচেতন হয়ে হারালে সকল।

যুক্তি – মহাজ্ঞান হরিলাম পাতিয়া মায়াজাল/
আজি হৈতে করিব তোমার সংসার পাখাল।
সংকেত –
A. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
B. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
C. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – B

২৯) অশুদ্ধ মন্তব‍্যটি চিহ্নিত করো –
A. হলুদমোহন ক‍্যাম্পে বন‍্যা ছিল – ৩দিন।
B. বন‍্যার সময় স্কুলে উদ্বাস্তুরা ছির – ৭দিন।
C. ক্লাস এইটের ঘরে আশ্রয় নিয়েছিল – ৫টি পরিবার।
D. হলুদমোহন ক‍্যাম্পে ২টো পাড়া আছে।
★ সঠিক উত্তর – C

৩০) কালীপ্রসন্ন সিংহের বাড়ির সাদা বিড়ালটার নাম কী ?
A. বাদশা
B. ঠাকুর
C. রহিম
D. মঞ্জুরী
★ সঠিক উত্তর – D

/—–/