বাংলা মকটেস্ট সিরিজ(১-১০)
মকটেস্ট – ০৬
বিষয় – ছোটগল্প
উত্তরপত্র
১) খোলা চালের ঘর একখানা, একফালি দালান, সামনের মাটির উঠোন – কার ভাড়া বাড়ির বর্ণনা এটা ?
A. প্রণব – মায়া
B. যতীন – মলিনা
C. রজনী
D. মন্মথ – সাবিত্রী
★ সঠিক উত্তর – B
২) ‘সমুদ্র’ গল্প থেকে উদ্ধৃত মন্তব্যগুলি ক্রমানুসারে সাজাও –
1. আমার আপনার মতো তার ক্ষুধা আছে, লোভ আছে, ইচ্ছা রুচি সব কিছু।
2. তার মধ্যে জীবনের চঞ্চলতা আছে, প্রাণের ঔজ্জ্বল্য আছে, আবার মৃত্যুর নিষ্ঠুর নিরাবয়ব অন্ধকার অতলস্পর্শ গর্ভ জুড়ে লক্ষ ষড়যন্ত্রের আবর্ত তৈরি করে চলেছে।
3. রূপালী ফেনা না, কোমল ফুল না, ঝকঝকে মসৃণ নিষ্ঠুর কঠিন দাঁতের সারি মেলে ধরে ওরা আসছেএকটার পেছনে আর একটা।
4. পাথরের দেবতা না, মাটির ঠাকুর না – সমুদ্র হল সাংঘাতিক জীবন্ত কেউ।
সংকেত –
A. 3 – 2 – 1 – 4
B. 1 – 3 – 4 – 2
C. 4 – 2 – 3 – 1
D. 2 – 4 – 1 – 3
★ সঠিক উত্তর – D
৩) “তার চাউনি দেখে মনে হয় সে আজীবন ধান খেতের মধ্য দিয়ে হেঁটে কোন এক মক্কায় পৌঁছাতে চায়” – কার চাউনি দেখে এরূপ মনে হয় ?
A. বাদশা
B. হারাই
C. মোতালেফ
D. বদর হাজি
★ সঠিক উত্তর – A
৪) ‘দ্বিজ’ গল্পে নিশিকান্তর সঙ্গে পানের দোকান কে খোলেনি ?
A. অর্জুন
B. ভৈরব
C. নটবর
D. সনাতন
★ সঠিক উত্তর – C
৫) A B
a) রবিবার i) রামলীলার গান
b) সংক্রান্তি ii) চিড়ে গুড় বিতরণ
c) মহারাজের iii) হাতি চড়ে আশীর্বাদ
জন্মদিন
সংকেত –
A. a) – iii b) – ii. c) – i
B. a) – ii b) – iii. c) – i
C. a) – iii. b) – i. c) – ii
D. a) – ii. b) – i. c) – iii
★ সঠিক উত্তর – B
৬) অশুদ্ধ মন্তব্যটি চিহ্নিত করো –
A. রিদুবাবু বিপত্মীক
B. কথক কলকাতায় ফিরে দিন সাতেক পরে রিদুবাবুর চিঠি পেয়েছিলেন।
C. রিদুবাবুর সঙ্গে কথকের দ্বিতীয়বার দেখা হয় শীতকালে।
D. গৌরবগঞ্জে কথক ৬দিন ছিলেন।
★ সঠিক উত্তর – D
৭) ‘পথের পাঁচালী’ উপন্যাসে কোন জিনিসটা অপুর জীবনে ভারী অদ্ভূত জিনিস ?
A. বাঁকা কঞ্চি
B. রেলের রাস্তা
C. টেলিগ্রাফের তার
D. শকুনের ডিম
★ সঠিক উত্তর – A
৮) “লাও গো পাদরী ঘরকে দেবতা আনলাম” – কে বলেছে ?
A. ভুলুয়া
B. বদন
C. বীণা
D. ফুলল
★ সঠিক উত্তর – C
৯). A. B
a) উজ্জ্বল শ্যামবর্ণ i) শ্যামবাবু
b) মধ্যবয়স্ক শ্যামবর্ণ ii) অটল
c) গৌরবর্ণ সুপুরুষ iii) বিপিন
d) গাঢ় শ্যামবর্ণ iv) গন্ডেরি
সংকেত –
A. a) – ii. b) – iv c) – i. d) – iii
B. a) – iii. b) – iv c) – ii. d) – i
C. a) – ii. b) – i c) – iv. d) – iii
D. a) – iii. b) – iv c) – i. d) – ii
★ সঠিক উত্তর – B
১০) সুকুমারের জন্য সম্বন্ধ আসা পাত্রীগুলির ক্রম নির্ণয় করো –
A. মমতা – অনুপমা – বনলতা – দেবপ্রিয়া
B. অনুপমা – বনলতা – সাবিত্রী – মমতা
C. বনলতা – দেবপ্রিয়া – অনুপমা – মমতা
D. মমতা – সাবিত্রী – বনলতা – অনুপমা
★ সঠিক উত্তর – C
১১) বড়কাকাকে সম্পাদক যা খাওয়ার ব্যবস্থা করেননি –
A. মাছের চপ
B. আলুর পরোটা
C. চা
D. লাল ক্ষীর
★ সঠিক উত্তর – D
১২) মন্তব্য – ‘শবাগার’ গল্পে মুকুন্দ শিপ্রাকে ২০টাকার নোট দিয়েছিল।
যুক্তি – গৌরাঙ্গের জন্য ওষুধের প্রয়োজন ছিল।
A. মন্তব্য ও যুক্তি দুইই অশুদ্ধ
B. মন্তব্য শুদ্ধ, যুক্তি অশুদ্ধ
C. মন্তব্য অশুদ্ধ, যুক্তি শুদ্ধ
D. মন্তব্য ও যুক্তি দুইই শুদ্ধ
★ সঠিক উত্তর – A
১৩) “আমি _ ভগবান বুকে এঁকে দেবো পদ চিহ্ন” – ‘বিদ্রোহী’ কবিতা অবলম্বনে শূন্যস্থান পূরণ করো।
A. যৌবন ভীতু পল্লীবালা
B. স্বর্গীয় দূত জিব্রাইল
C. বিদ্রোহী ভৃগু
D. নটরাজ
★ সঠিক উত্তর – C
১৪) “হঠাৎ ট্রেন ? যাবি কোথায় ?” – কে কাকে বলেছে ?
A. যতীন বাসুদেবকে
B. বাসুদেব যতীনকে
C. পাঁচুমামাকে দিদিমা
D. মেজদাকে বাবা
★ সঠিক উত্তর – B
১৫) মায়ের দাহর সময় ছেলেমেয়েরা যেভাবে দাঁড়িয়েছিল তা উভয়স্তম্ভে মেলাও –
A. B
a) বড়দা i) কাঠচাঁপার গুড়িতে হেলান দিয়ে
b) বড়দি ii) আসন পা করে দুহাত বুকের কাছে
c) মেজদা iii) খানিক রোদে খানিক ছায়ায় দাঁড়িয়ে
d) ছোটো iv) কদমতলায় গালে হাত দিয়ে
বসে
সংকেত –
A. a) – iii. b) – iv c) – ii. d) – i
B. a) – iv. b) – i c) – ii. d) – iii
C. a) – iii. b) – i c) – iv. d) – ii
D. a) – iv b) – iii c) – ii. d) – i
★ সঠিক উত্তর – A
১৬) বদর হাজি দেড় বিঘা জমিতে কী চাষ করে ?
A. ধান
B. গম
C. পান
D. আখ
★ সঠিক উত্তর – D
১৭) শুদ্ধ মন্তব্যটি চিহ্নিত করো
A. যুথীর হাতে টিয়াপাখি কামড়ে দিয়েছিল।
B. যুথীর চিৎকার শুনেই ছুটে এসেছিল – খেতুর মা।
C. খেতুর মা যুথীর হাতে চুন দিয়েছিল।
D. খেতুর মা যুথীর বাড়ির দরজা খুলেছিল লাথি মেরে।
★ সঠিক উত্তর – D
১৮) “তোমাকে দেখে পুরুষ জাতটার ওপর ঘেন্না ধরে গেছে” – কে কাকে বলেছে ?
A. মাজু মোতালেফকে
B. সাবিত্রী মন্মথকে
C. মায়া প্রণবকে
D. রেণু অমূল্যকে
★ সঠিক উত্তর – C
১৯) A. B
a) দ্রৌপদীকে ভাত দেয় i) সোমাই
b) মার্কিন সৈন্যদের রাঢ় ii) পতিত পাবন
ভূমিকে দেওয়া উপহার
c) সূর্য সাহুর ভাই iii) মুসাই
d) শ্মশানকালীর নামে iv) রোতনী
বলি দেওয়া হয়েছে
সংকেত –
A. a) – ii. b) – iv c) – i. d) – iii
B. a) – iii. b) – i c) – iv. d) – ii
C. a) – ii. b) – i c) – iv. d) – iii
D. a) – iii. b) – iv c) – i. d) – ii
★ সঠিক উত্তর – B
২০) হিন্দি ও উর্দু এই ভাষাগুলি কোন অবহটঠ ভাষাগোষ্ঠীর বিবর্তিত রূপ ?
A. শৌরসেনী
B. মাগধী
C. পৈশাচী
D. মাহারাষ্ট্রী
★ সঠিক উত্তর – A
২১) ঘনাদার বিভিন্ন কাজের ও বিভিন্ন স্থানের যাত্রার স্তম্ভ মেলাও –
A. B
a) মুক্তোর ব্যবসা i) সাখালিন দ্বীপ
b) শকুনের বাসার ii) তাহিতি দ্বীপ
খোঁজে
c) অ্যাম্বার সংগ্রহ iii) টিয়ারা পাহাড়
d) তানলিনের খোঁজে iv) আন্দিজ পাহাড়
সংকেত –
A. a) – iv. b) – i c) – ii. d) – iii
B. a) – ii. b) – i. c) – iv. d) – iii
C. a) – iii. b) – i c) – iv d) – ii
D. a) – ii. b) – iv. c) – i. d) – iii
★ সঠিক উত্তর – D
২২) ‘স্বীকারোক্তি’ গল্প থেকে সঠিক বিকল্প চিহ্নিত করো –
1. কথককে S.B সেলে মাছ, ভাত, ডাল খেতে দেওয়া হয়েছিল।
2. কথক যে শব্দের প্রতীক্ষা করতেন সেটা হল পাখির ডাক।
3. দিন দেখার জন্য কথক স্নান করতে চাইতেন।
4. কথকের নাম বিকাশ।
A. 1 ও 2 শুদ্ধ
B. 3 ও 4 শুদ্ধ
C. কেবল 1 অশুদ্ধ
D. কেবল 3 শুদ্ধ
★ সঠিক উত্তর – D
২৩) চালা বেঁধে দেবার জন্য রাম সিংগীর থেকে সাজুয়া কী চেয়েছিল ?
A. এক সের চাল
B. একদিনের খাবার আর বিড়ির পয়সা
C. এক সের দুধ আর এক মুঠো ভাত
D. একদিনের খাবার আর ২ পয়সা
★ সঠিক উত্তর – B
২৪) ‘অন্নদামঙ্গল’ কাব্যে চন্দ্রমুখী ও ভবানন্দ বিয়ের পর যে তিনপুত্র প্রসব করে তাদের ক্রম
A. গোপাল – গোবিন্দ – গদাধর
B. গোপাল – গোবিন্দ – শ্রীকৃষ্ণ
C. গোবিন্দ – গৌরাঙ্গ – শ্রীকৃষ্ণ
D. গোবিন্দ – গৌরাঙ্গ – গদাধর
★ সঠিক উত্তর – B
২৫) মন্তব্য – প্রতি মরশুমে জগদীশ ধানের গোলায় ৫কুলো ধান ঢালে।
যুক্তি – বাপদাদাদের আমলের গোলা দেখতে সুন্দর লাগে।
সংকেত –
A. মন্তব্য শুদ্ধ, যুক্তি অশুদ্ধ
B. মন্তব্য অশুদ্ধ, যুক্তি শুদ্ধ
C. মন্তব্য ও যুক্তি দুইই অশুদ্ধ
D. মন্তব্য ও যুক্তি দুইই শুদ্ধ
★ সঠিক উত্তর – C
২৬) ওয়াজেদ আলী নবাবের প্রসঙ্গ আছে কোন গল্পে ?
A. দ্বিজ
B. বিবাহের বিজ্ঞাপন
C. চোর
D. কানাকড়ি
★ সঠিক উত্তর – A
২৭) “বেঁটে খাটো বিধবা মানুষ, গলায় রুদ্রাক্ষের মালা আর মনে জিলিপির প্যাঁচ” – কার সম্পর্কে বলা হয়েছে ?
A. খেন্তিপিসি
B. মণিপিসি
C. পদিপিসি
D. দিদিমা
★ সঠিক উত্তর – C
২৮) ‘উলটপুরাণ’ গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল ?
A. প্রবাসী
B. ভারতবর্ষ
C. বিচিত্রা
D. কোনোটিই নয়
★ সঠিক উত্তর – D
২৯) অঘোর রজনীর দেখা হবার সময়ের সঠিক ক্রম চিহ্নিত করো –
A. বৃষ্টির রাতে – বিকেলবেলা – দুপুর বেলা – গভীর রাতে
B. বৃষ্টির রাতে – দুপুর বেলা – গভীর রাতে – বিকেল বেলা
C. গভীর রাতে – বিকেলবেলা – দুপুর বেলা – বৃষ্টির রাতে
D. গভীর রাতে – দুপুর বেলা – বিকেলবেলা – বৃষ্টির রাতে
★ সঠিক উত্তর – B
৩০) A B
a) অল্প বয়সে বিধবা i) হালদার গিন্নী
b) রাশভারী মানুষ ii) ন’ পিসি
c) মোমে গড়া পুতুল iii) দত্ত কাকিমা
d) স্বামী পরিত্যক্তা iv) বড় বউ
দুঃখিনী
সংকেত –
A. a) – iii. b) – i c) – iv. d) – ii
B. a) – iii. b) – iv c) – ii. d) – i
C. a) – ii. b) – i c) – iv. d) – iii
D. a) – iii. b) – iv c) – i. d) – ii
★ সঠিক উত্তর – A
/ —- /
কিভাবে পৱীক্ষা দেব?????????????