বাংলা মকটেস্ট সিরিজ(১ – ১০)
বাংলা মকটেস্ট – ০৭
বিষয় – নাটক
উত্তরপত্র
১) ‘সাজাহান’ নাটক অবলম্বনে দিলদারের সংলাপগুলি ক্রমানুসারে সাজাও –
1. ব্রহ্মান্ডের একদিকে সৃষ্টি আর একদিকে ধ্বংস হয়ে যাচ্ছে। সংসারেও তাই
2. আমি সিংহাসনও চাই না, মক্কাও চাই না।
3. বড় পাপের পড় শাস্তি – অধঃপতন।
4. এ রাজ্যের প্রজার কাছে প্রাণের চেয়ে মান বড়।
সংকেত –
A. 3 – 1 – 4 – 2
B. 2 – 4 – 1 – 3
C. 4 – 1 – 3 – 2
D. 3 – 2 – 1 – 4
★ সঠিক উত্তর – A
২) জ্ঞানতরঙ্গিনী সভার ঘটনা নাটকের কোন অঙ্কে দৃশ্যে বর্ণিত আছে ?
A. ১ম অঙ্ক ১ম দৃশ্য
B. ১ম অঙ্ক ২য় দৃশ্য
C. ২য় অঙ্ক ১ম দৃশ্য
D. ২য় অঙ্ক ২য় দৃশ্য
★ সঠিক উত্তর – C
৩) A B
a) শরদিন্দুর বিবাহিত জীবন i) ১০
b) শরদিন্দুর চাকরি জীবন. ii) ১১
c) সীতানাথের বাবা মারা iii) ১৩
গেছে
d) সীতানাথের সঙ্গে তপনের iv) ১৮
যোগাযোগ নেই
সংকেত –
A. a) – iii. b) – iv. c) – i. d) – ii
B. a) – ii. b) – iv. c) – i. d) – iii
C. a) – iv. b) – ii c) – i. d) – iii
D. a) – ii. b) – iii. c) – iv. d) – i
★ সঠিক উত্তর – D
৪) “হয়তো আমিও সুখী হতে পারতাম – অন্য কোথাও – যুদ্ধ থেকে রাজনীতি থেকে দূরে” – বক্তা কে ?
A. কৃষ্ণ
B. দ্রৌপদী
C. কর্ণ
D. কুন্তী
★ সঠিক উত্তর – C
৫) অশুদ্ধ মন্তব্যটি চিহ্নিত করো –
A. বাংলায় দুটি মাত্র দ্বিস্বরধ্বনি আছে।
B. বাংলা বহুবচনে বিভক্তি ‘রা’ প্রথমে কেবল সর্বনাম পদে যুক্ত হত।
C. বাংলা একাক্ষরী শব্দে যে কোনো স্বরধ্বনি দীর্ঘ উচ্চারিত হয়।
D. আধুনিক বাংলায় ‘ই’ ও ‘ঈ’ একই স্বনিমের দুটি পূরক ধ্বনি।
★ সঠিক উত্তর – A
৬) ‘জনা’ নাটক থেকে উল্লেখিত গানগুলি ক্রমানুসারে সাজাও –
1. ভালোবাসি তাই বাসি সেথায়
2. সই লো ওই গোপীর মনচোরা
3. ওলো সই, দেখলো কত কান
4. এল তোর প্রাণ বঁধূ এল
সংকেত –
A. 2 – 1 – 4 – 3
B. 4 – 1 – 3 – 2
C. 3 – 4 – 2 – 1
D. 2 – 4 – 1 – 3
★ সঠিক উত্তর – B
৭) মন্তব্য
a) কী ধম্মডাকাতে লোক গো
b) মহাপুরুষ তুমি
c) সোনার পারা মুখ তোমার বাছা
d) উনি নাকি জজ ম্যাজিস্ট্রেট ট্যাকে
রাখেন
কার সম্বন্ধে বলা ?
i) হারু দত্ত
ii) বিনোদিনী
iii) রাজীব সরকার
iv) রমানাথ ডাক্তার
সংকেত –
A. a) – iv. b) – i. c) – ii. d) – iii
B. a) – ii. b) – iv c) – i d) – iii
C. a) – iv b) – iii. c) – ii. d) – i
D. a) – ii. b) – iii. c) – iv d) – i
★ সঠিক উত্তর – A
৮) ‘সাজাহান’ নাটকের দ্বিতীয় অঙ্কের দৃশ্যগুলির কাল ক্রমানুসারে সাজাও –
A. প্রভাত – রাত্রি – জ্যোৎস্নারাত্রি – দ্বিপ্রহর দিবা – প্রাহ্ন
B. রাত্রি – প্রভাত – দ্বিপ্রহর দিবা – জ্যোৎস্নারাত্রি – প্রাহ্ন
C. দ্বিপ্রহর দিবা – জ্যোৎস্নারাত্রি – প্রভাত – প্রাহ্ন – রাত্রি
D. প্রাহ্ন – দ্বিপ্রহর দিবা – জ্যোৎস্নারাত্রি – প্রভাত – রাত্রি
★ সঠিক উত্তর – B
৯) প্রিয়নাথের নাটকটি মুড়ির ঠোঙা হয়ে কার কাছে কত নম্বর পাতা আছে স্তম্ভ মেলাও –
A. B
a) প্রিয়নাথ i) ৩১৫
b) গোবর ii) ৩২০
c) যদু iii) ৩২১
d) বসুন্ধরা. iv) ৩২২
সংকেত –
A. a) – iv. b) – i. c) – ii. d) – iii
B. a) – iii. b) – iv c) – i d) – ii
C. a) – iv b) – iii. c) – ii. d) – i
D. a) – iii b) – i. c) – iv d) – ii
★ সঠিক উত্তর – D
১০) নাটক
a) একেই কি বলে সভ্যতা ?
b) জনা
c) নবান্ন
d) টিনের তলোয়ার
প্রথম মঞ্চায়ন
i) ১২ই আগষ্ট
ii) ১৮ই জুলাই
iii) ২৩শে ডিসেম্বর
iv) ২৪শে অক্টোবর
সংকেত –
A. a) – ii. b) – iii. c) – iv. d) – i
B. a) – iii. b) – iv c) – i d) – ii
C. a) – ii b) – i. c) – iv. d) – iii
D. a) – iii b) – i. c) – iv d) – ii
★ সঠিক উত্তর – A
১১) “ইংরাজি পড়লে কি লোক এত বেহায়া হয় গা” – বক্তা কে ?
A. প্রসন্ন
B. হরকামিনী
C. নৃত্যকালী
D. কমলা
★ সঠিক উত্তর – C
১২) মন্তব্য – গবাক্ষটা এখন অর্থহীন। বন্ধই থাকুক।
যুক্তি – বাইরের ঝড় থেমে গেছে।
A. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ।
B. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ।
C. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ।
D. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ।
★ সঠিক উত্তর – A
১৩) সীতানাথের সংলাপগুলি ক্রমানুসারে সাজাও –
1. অর্থ যখন থাকছে না তখন অভ্যাস সম্বল করে বাঁচবার ভান করছে।
2. সিদ্ধান্তে যদি বাঁচা না যায় তবে মরো।
3. জীবনের অর্থ এগারো বছরের অর্থহীনতায় বিলুপ্ত।
4. সিদ্ধান্তকে মানুষ ভয় করে।
সংকেত –
A. 3 – 2 – 4 – 1
B. 4 – 2 – 3 – 1
C. 2 – 4 – 1 – 3
D. 3 – 4 – 1 – 2
★ সঠিক উত্তর – B
১৪) ‘অশ্রুধার’ শব্দটি কামিনী রায়ের ‘প্রণয়ে। ব্যথা’ কবিতা ছাড়া আর কোন কবিতায় আছে ?
A. চন্দ্রাপীড়ের জাগরণ
B. সুখ
C. দিন চলে যায়
D. সে কি ?
★ সঠিক উত্তর – A
১৫) ‘প্রথম পার্থ’ নাটকটি গ্রন্থাকারে প্রকাশিত হবার আগে কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
A. আনন্দবাজার পত্রিকা
B. বহুরূপী পত্রিকা
C. দেশ পত্রিকা
D. কথাসাহিত্য পত্রিকা
★ সঠিক উত্তর – C
১৬) “কবে পোহাইবে ভবে এই দুঃখ বিভাবরী” – গানটির তাল ও রাগিণী নির্ণয় করো।
A. আড়খেমটা, ললিত
B. আড়ঠেকা, জঙ্গলা
C. আড়খেমটা, জঙ্গলা
D. আড়ঠেকা, ললিত
★ সঠিক উত্তর – D
১৭) কার কথা বলা হয়েছে ?
1. তিনি সোনাগাছির বেশ্যা।
2. বেণিমাধব তাকে নিজের হাতে তৈরি করেছে।
3. ‘নীলদর্পণ’ নাটকে ক্ষেত্রমণি সাজেন তিনি।
A. বসুন্ধরা
B. মানদা
C. সুকুমারী
D. ময়না
★ সঠিক উত্তর – B
১৮)’জনা’ নাটকের অঙ্ক অনুযায়ী গর্ভাঙ্ক সংখ্যার স্তম্ভ মেলাও –
অঙ্ক গর্ভাঙ্ক
a) ২য় i) ৮
b) ৩য়. ii) ৫
c) ৪র্থ. iii) ৪
d) ৫ম. iv) ৩
সংকেত –
A. a) – i. b) – iii. c) – iv. d) – ii
B. a) – iii. b) – iv c) – i d) – ii
C. a) – ii b) – i. c) – iv. d) – iii
D. a) – iii b) – i. c) – iv d) – ii
★ সঠিক উত্তর – A
১৯) “আমার সহ্য বড় বেশি চিত্রলেখা” – বক্তা কে ?
A. জীবনলাল
B. চিত্রকর
C. রাণী
D. দূর্গশাসক
★ সঠিক উত্তর – C
২০) মন্তব্য – এলোকেশী সত্যবতীকে বাদশার বেগম বলে।
যুক্তি – সত্যবতী নবকুমারের সঙ্গে কলকাতায় থাকে।
A. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ।
B. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ।
C. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ।
D. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ।
★ সঠিক উত্তর – D
২১) পাড়ি দিয়ে ফিরে আসা চাঁদের সঙ্গে যারা দেখা করতে এসেছিল তাদের ক্রম –
A. বল্লভাচার্য – কেবট্ট – নরহরি – ভৈরব – বনমালী
B. নরহরি – বল্লভাচার্য – করালী – ভৈরব – বনমালী
C. কেবট্ট – ভৈরব – নরহরি – বনমালী – করালী
D. করালী – নরহরি – বল্লভাচার্য – বনমালী – ভৈরব
★ সঠিক উত্তর – B
২২) কোনটি আমিরণের সংলাপ নয় ?
A. মা গো, ও তো সামান্যি মেয়ে নয়
B. ওরা ছাগলের জাত
C. এ বাবাজিদের অসাধ্য কিছুই নেই
D. ওদের মেয়েমানুষ দেখলেই চোখ টাটায়
★ সঠিক উত্তর – C
২৩) অশোক কাননে সীতাকে রাম সম্পর্কিত স্বপ্নকথা শুনিয়েছিলেন –
A. ত্রিজটা
B. হনুমান
C. বিদ্যুৎজিহ্বা
D. সরমা
★ সঠিক উত্তর – A
২৪) মন্তব্য – শিব পূজা বিনা কার্য না হবে উদ্ধার।
যুক্তি – শিব বলে বলী বীর প্রবীর কুমার।
A. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ।
B. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ।
C. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ।
D. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ।
★ সঠিক উত্তর – D
২৫) শুদ্ধ মন্তব্যটি চিহ্নিত করো। –
A. ‘নবান্ন’ নাটকটি প্রথমে গ্রন্থাকারে প্রকাশ পায় ১৩৫২বঙ্গাব্দে।
B. নাটকটির প্রচ্ছদ অঙ্কন করেছিলেন খালেদ চৌধুরি।
C. নাটকটির প্রথম প্রকাশের মূল্য ছিল ৫সিকা।
D. নাটকটির প্রথম সংস্করণের ভূমিকা লিখেছিলেন – বিজন ভট্টাচার্য।
★ সঠিক উত্তর – C
২৬) “তুমি হইলে নেশার কালে তাড়ি আর নাশতার কালে গুড়” – কে কাকে বলেছে ?
A. মোতালেফ ফুলবানুকে
B. মোতালেফ মাজু খাতুনকে
C. নাদির শেখ মাজু খাতুনকে
D. সাকিনা মোতালেফকে
★ সঠিক উত্তর – B
২৭) ‘সাজাহান’ নাটকের কোন অঙ্কে সব থেকে বেশি গান আছে ?
A. ১ম অঙ্কে
B. ২য় অঙ্কে
C. ৩য় অঙ্কে
D. ৪র্থ অঙ্কে
★ সঠিক উত্তর – C
২৮) “শব্দটার কামড়ে পৃথিবী সবথেকে রক্তাক্ত” – শব্দটা কী ?
A. রাজা
B. বশ্যতা
C. রাণী
D. সহানুভূতি
★ সঠিক উত্তর – D
২৯) সংলাপ
a) অত্যন্ত অহংকার দেখি! সাবধান
চাঁদ সাধু
b) তুমি মূর্খ সদাগর, তুমি মূর্খ
c) ছিলে বীর হয়্যা গেলে সামান্য গৃহস্থ
d) নিয়মের একপারে আমি, অন্যপারে চাঁদ
বক্তা
i) লখিন্দর
ii) বেণীনন্দ
iii) বনমালী
iv) সনকা
সংকেত –
A. a) – iii. b) – iv. c) – i. d) – ii
B. a) – iii. b) – iv c) – i d) – ii
C. a) – ii b) – i. c) – iv. d) – iii
D. a) – iii b) – i. c) – iv d) – ii
★ সঠিক উত্তর – A
৩০) ‘প্রথম পার্থ’ নাটকে দ্রৌপদী কথিত অর্জুনের সঙ্গে কর্ণের সাদৃশ্যের ক্রম –
A.হাতের ভঙ্গি – কন্ঠস্বর – চাহনি – ওষ্ঠরেখা
B. হাসি – হাতের ভঙ্গি – কন্ঠস্বর – ওষ্ঠরেখা
C. হাসি – চাহনি – ওষ্ঠরেখা – কন্ঠস্বর
D. চাহনি – হাসি – ওষ্ঠরেখা – কন্ঠস্বর
★ সঠিক উত্তর – B
/ —- /