বাংলা মকটেস্ট সিরিজ(১-১০)
বিষয় – প্রবন্ধ সাহিত‍্য
মকটেস্ট – ০৮

উত্তরপত্র

১) “আমাদের দক্ষিণ হস্ত ব‍্যবহারের কারণ” – প্রবন্ধটি প্রবাসী পত্রিকায় কোন বিভাগে প্রকাশিত হয়েছে ?
A. কষ্টিপাথর
B. ছোটদের পাততাড়ি
C. পঞ্চশস‍্য
D. বিবিধ প্রসঙ্গ
★ সঠিক উত্তর – C

২) “আমার জীবন” প্রবন্ধ থেকে প্রসঙ্গগুলি ক্রমানুসারে সাজাও –
1. বেশর খুঁজে পাওয়া
2. স্বামীর মৃত‍্যু
3. পা ভাঙা
4. আঙুল কাটা
সংকেত –
A. 3 – 2 – 4 – 1
B. 2 – 4 – 1 – 3
C. 4 – 2 – 3 – 1
D. 3 – 1 – 4 – 2
★ সঠিক উত্তর – B

৩) মন্তব‍্য – দ্বিতীয় নেপোলিয়নের আমলে লাখো টাকার কাশ্মিরী শাল ইওরোপ প্রতি বৎসর কিনত।
যুক্তি – সম্রাজ্ঞী আজেনির কাশ্মীরী শাল বড় পছন্দ ছিল।
সংকেত –
A. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
★ সঠিক উত্তর – D

৪) ‘বিদ‍্যাপতি ও জয়দেব’ প্রবন্ধ থেকে –
                A
a) আর্য অনার্য বিবাদের ফল
b) আর্যদের আভ‍্যন্তরীণ বিবাদের ফল
c) ধর্ম্মমোহের ফল
d) বিলাসিতার ফল

                  B
i) কালিদাসের কাব‍্য
ii) পুরাণ
iii) রামায়ণ
iv) মহাভারত
সংকেত –
A. a) – iii.    b) – iv     c) – ii.    d) – i
B. a) – iii.    b) – i      c) – iv.    d) – ii
C. a) – ii      b) – iv     c) – i.    d) – iii
D. a) – ii      b) – i      c) – iv.    d) – iii
★ সঠিক উত্তর – A

৫)       মুনি                          পত্নী
a) অত্রি                      i) উর্বশী
b) চন্দ্র                       ii) ইলা
c) বুধ                        iii) অনুসূয়া
d) পুরুরবা                iv) তারা
সংকেত –
A. a) – iii.    b) – i      c) – iv   d) – ii
B. a) – iii.    b) – iv    c) – ii    d) – i
C. a) – ii      b) – iv    c) – i.    d) – iii
D. a) – ii      b) – i      c) – iv.    d) – iii
★ সঠিক উত্তর – A

৬) “সাহিত‍্য সাধনাই সাহিত‍্যের তাৎপর্য” – বক্তা কে ?
A. আইয়ুব               B. হেগেল
C. কলিংউড            D. রবীন্দ্রনাথ ঠাকুর
★ সঠিক উত্তর – D

৭) গদ‍্যের ক্ষেত্রে রবিভক্ত অথচ মৌলিক লেখক –
A. যতীন্দ্রনাথ সেনগুপ্ত
B. অবনীন্দ্রনাথ ঠাকুর
C. মোহিতলাল মজুমদার
D. হরপ্রসাদ শাস্ত্রী
★ সঠিক উত্তর – B

৮) মন্তব‍্য – প্রমথ চৌধুরীর মতে, এ যুগের
সাহিত‍্যমাত্র‌ই রোমান্টিক অর্থাৎ তাতে আর্টের ভাগ বেশি আত্মার ভাগ কম।
যুক্তি – এ যুগের কবিরা কাব‍্যে আত্মপ্রকাশ করেন।
সংকেত –
A. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
D. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – C

৯) শুদ্ধ মন্তব‍্যটি চিহ্নিত করো –
A. কল্লোল পত্রিকা মোট ৮ বছর চলেছিল।
B. কল্লোল পত্রিকার প্রথম চার বছরে গোকুল নাগ জীবিত ছিলেন।
C. কল্লোল পত্রিকায় ৮ বছরে ৮১টি সংখ‍্যা প্রকাশিত হয়েছিল।
D. কল্লোল পত্রিকার ৮১টি সংখ‍্যায় মোট ১১টি উপন‍্যাস প্রকাশিত হয়েছিল।
★ সঠিক উত্তর – D

১০) ‘বিষবৃক্ষ’ উপন‍্যাসের কোন পরিচ্ছেদে কালিদাসের প্রসঙ্গ আছে ?
A. ৩য়      B. ৬ঠ      C. ৯ম      D. ১২শ
★ সঠিক উত্তর – B

১১) ‘আমার জীবন’ প্রবন্ধের কততম রচনায় জয়হরি ঘোড়ার প্রসঙ্গ আছে ?
A. ৪র্থ                    B. ৫ম
C. ৬ঠ                    D. ৭ম
★ সঠিক উত্তর – D

১২) সহমরণ ও অনুমরণের ব‍্যাপারে প্রবর্ত্তকের যাদের অনুসরণ করে নিজের যুক্তি স্থাপন করেছেন তাদের ক্রমানুসারে সাজাও –
1. বিষ্ণু ঋষি              2. ব‍্যাস
3. ব্রহ্মপুরাণ             4. হারীত
A. 4 – 3 – 1 – 2.         B. 3 – 1 – 4 – 2
C. 2 – 4 – 1 – 3.         D. 3 – 2 – 1 – 4
★ সঠিক উত্তর – C

১৩) ‘প্রাচ‍্য ও পাশ্চাত‍্য’ প্রবন্ধ অনুসরণে প্রেম প্রণয়ের ব‍্যাপারে মেয়েরা পরিবারের সঙ্গে কেমন সম্পর্কিত তার উভয় স্তম্ভ মেলাও –
         A                           B
a) ফরাসী মেয়ে         i) ব্রীড়াশীলা
b) ইংরেজ                ii) চোটপাট
c) মার্কিন                iii) বলবার জো নেই
d) ভারতীয়             iv) অবনতমুখী
সংকেত –
A. a) – iv.    b) – i      c) – ii   d) – iii
B. a) – iii.    b) – iv    c) – ii    d) – i
C. a) – ii      b) – iv    c) – i.    d) – iii
D. a) – iv     b) – iii      c) – i    d) – ii
★ সঠিক উত্তর – A

১৪) ‘অমঙ্গলবোধ ও আধুনিক কবিতা’ প্রবন্ধে এলিয়ট বোদলেয়রকে কার সঙ্গে তুলনা করেছেন ?
A. ভিক্টর হুগো
B. কাফকা
C. গ‍্যেটে
D. জাঁ জেনে
★ সঠিক উত্তর – C

১৫) “বাদলার মরণ ধরেছে” – বক্তা কে ?
A. কৃপাল                   B. দয়াল
C. বিমলা                  D. হরপ্রসাদ
★ সঠিক উত্তর – D

১৬) বঙ্কিমচন্দ্রের কোন লেখনীকে হরপ্রসাদ শাস্ত্রী ‘preaching এর খনি’ বলেছেন ?
A. দেবী চৌধুরাণী
B. কমলাকান্তের দপ্তর
C. বিষবৃক্ষ
D. বাংলার কৃষক
★ সঠিক উত্তর – B

১৭) বিবৃতি ১ – দেসদিমোনা অপেক্ষা শকুন্তলা চরিত্রের পরিস্ফুটনের পরিসর কম।
বিবৃতি ২ – ওথেলো নাটক কিন্তু শকুন্তলা উপাখ‍্যান কাব‍্য।
সংকেত –
A. দুটো বিবৃতিই শুদ্ধ
B. দুটো বিবৃতিই অশুদ্ধ
C. বিবৃতি ১ শুদ্ধ, বিবৃতি ২ অশুদ্ধ
D. বিবৃতি ১ অশুদ্ধ, বিবৃতি ২ শুদ্ধ
★ সঠিক উত্তর – A

১৮) বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশ সম্পর্কে কোন অভিমত পোষণ করেননি ?
1. বাংলা কাব‍্যের মধ‍্যে আকস্মিকরূপে উদ্ভূত
2. তিনি মহাভারত থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত প্রবাহিত
3. তাঁর কাব‍্যরীতি হুতোম অথবা অবনীন্দ্রনাথের গদ‍্যের মতো
4. বাস্তব জগতের সকল রূঢ়তা ও কুশ্রীতা সম্পর্কে সম্পূর্ণ সজাগ
5. তাঁর কুড়ি থেকে চল্লিশ বছরের লেখায় কোনো প্রভেদ বোঝা যায় না
A. 1 ও 2                B. 2 ও 3
C. 3 ও 4.               D. 4 ও 5
★ সঠিক উত্তর – D

১৯) ইউরোপে ‘দ্বিতীয় শেক্সপীয়র’ হিসাবে কে গণ‍্য ?
A. টেনিসন 
B. কিপলিং
C. সেরভান্তেস
D. অস্কার ওয়াইল্ড
★ সঠিক উত্তর – C

২০) ‘ঘর’ কবিতা অনুসারে পঙক্তিগুলির সঠিক ক্রম চিহ্নিত করো –
1. মনে স্মৃতির ঢিবি     2. আমার পৃথিবী
3.গাছের আড়ালে      4. জারুলের বেড়া
5. আপন ঘরের গ্রামে
সংকেত –
A. 4 – 2 – 1 – 5 – 3
B. 2 – 5 – 3 – 1 – 4
C. 3 – 2 – 5 – 1 – 4
D. 5 – 3 – 4 – 1 – 2
★ সঠিক উত্তর – A

২১) মন্তব‍্য – সহমরণকালে বিধবাকে পতিদেহের সঙ্গে দৃঢ় বন্ধনে আবদ্ধ করে বাঁশ দিয়ে চেপে রাখা হয়।
যুক্তি – হারীতের বচনে এই নিয়মের উল্লেখ আছে।
সংকেত –
A. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – B

২২) “একহাতে কালিদাস আর একহাতে বায়রণ, কিন্তু কালিদাসের আধিপত‍্য তাঁহার উপর অধিক” – কার সম্বন্ধে বলা হয়েছে ?
A. রবীন্দ্রনাথ ঠাকুর
B. হরপ্রসাদ শাস্ত্রী
C. বঙ্কিমচন্দ্র
D. হেমচন্দ্র
★ সঠিক উত্তর – C

২৩) মন্তব‍্য – ভারতবর্ষের ঋষিদের মতে, শিল্পী সকল সময় স্বতন্ত্র।
যুক্তি – শিল্পী নিচ জাত হলেও সে শিল্পের পাণিগ্রহণ করেছে।
সংকেত –
A. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব‍্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
D. মন্তব‍্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
★ সঠিক উত্তর – D

২৪) অন্নদাশঙ্কর রায়ের মতে, রবীন্দ্রনাথ যেমন সব‍্যসাচী লেখক, তেমনি সব‍্যসাচী পাঠক – এই ধারণা আমাদের জন্মেছে কোথা থেকে ?
A. ছিন্নপত্র
B. গীতাঞ্জলি
C. পদ্মাবক্ষে সাহিত‍্যচর্চা
D. বিশ্বভারতী প্রতিষ্ঠা
★ সঠিক উত্তর – A

২৫)      A
a) নি: বিকল্প যাতে
b) সত‍্য নয়
c) পুরুষ সিংহের ন‍্যায়
d) সিদুঁরের মতো রাঙা   

                B
i) উপমিত কর্মধারয়
ii) উপমান কর্মধারয়
iii) নঞর্থক বহুব্রীহি
iv) নঞর্থক তৎপুরুষ
সংকেত –
A. a) – iv   b) – iii.   c) – ii.   d) – i
B. a) – iii   b) – iv.   c) – i     d) – ii
C. a) – iv   b) – i.    c) – ii.    d) – iii
D. a) – iii.  b) – i.    c) – iv     d) – ii
★ সঠিক উত্তর – B

২৬) 1. প্রবন্ধটি ‘নানাকথা’ প্রবন্ধের অন্তর্গত।
2. প্রবন্ধটি ‘ভারতী’ পত্রিকায় চৈত্র, ১৩১৯ বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল।
কোন প্রবন্ধের কথা বলা হয়েছে ?
A. বাংলা ভাষা
B. ব‌ইপড়া
C. পারিবারিক নারী সমস‍্যা
D. সাধুভাষা বনাম চলিত ভাষা
★ সঠিক উত্তর – D

২৭) ইংরেজিতে যাকে আর্ট বলে রামেন্দ্রসুন্দর তাকে বাংলায় নাম দিয়েছেন –
A. সৌন্দর্যতত্ত্ব
B. ললিতকলা
C. সৌন্দর্যপিপাসা
D. কলাবিজ্ঞান
★ সঠিক উত্তর – B

২৮) “Art is not a pleasure trip, it is a battle” – বক্তা কে ?
A. মিলেট
B. মিল্টন
C. গ্রোথে
D. অবনীন্দ্রনাথ ঠাকুর
★ সঠিক উত্তর – A

২৯) শোপেনহাওয়ার ও হার্টম‍্যান উল্লেখ কোন প্রবন্ধে আছে ?
A. সুখ না দুঃখ
B. সৌন্দর্যতত্ত্ব
C. অতিপ্রাকৃত প্রথম প্রস্তাব
D. নিয়মের রাজত্ব
★ সঠিক উত্তর – A

৩০) অন্নদাশঙ্কর রায় আমাদের সংস্কৃতির চতুরঙ্গের যে চারটি স্তরের কথা বলেছেন তা
– ম‍্যাট্রিকুলেশন, ইন্টার মিডিয়েট, বি.এ, এম.এ ক্রমে সাজাও –
1. লোকসংস্কৃতি      2. মুসলিম
3. বৈদিক বৌদ্ধ      4. পাশ্চাত‍্য
A. 2 – 4 – 1 – 3
B. 4 – 1 – 3 – 2
C. 2 – 1 – 4 – 3
D. 3 – 2 – 4 – 1
★ সঠিক উত্তর – D

/ — /