বাংলা মকটেস্ট সিরিজ(১-১০)
বিষয় – রবীন্দ্র সাহিত্য
মকটেস্ট – ০৯
উত্তরপত্র
১) “আমি কি রক্তমাংসের মলাটে গড়া একখানা বই” – আমি কে ?
A. মাস্টারমশাই
B. নিখিলেশ
C. বিমলা
D. সন্দীপ
★ সঠিক উত্তর – D
২) প্রবন্ধ
a) তথ্য ও সত্য
b) বাস্তব
c) আধুনিক কাব্য
d) সাহিত্যের তাৎপর্য
প্রথম প্রকাশ
i) পরিচয়, বৈশাখ, ১৩৩৯
ii) বঙ্গবাণী, ভাদ্র, ১৩৩১
iii) বঙ্গদর্শন, অগ্রহায়ণ, ১৩১০
iv) সবুজপত্র, শ্রাবণ, ১৩২১
সংকেত –
A. a) – ii b) – iv. c) – i. d) – iii
B. a) – iii. b) – iv. c) – ii. d) – i
C. a) – ii. b) – i. c) – iv. d) – iii
D. a) – iii. b) – i. c) – iv. d) – ii
★ সঠিক উত্তর – A
৩) নিম্নলিখিত কবিতার কোনগুলি নবজাতক কাব্যের অন্তর্গত ?
i) জবাবদিহি ii) আবেদন
iii) মরীচিকা iv) রোম্যান্টিক v) খ্যাতি
A. i ও ii
B. ii, iii ও v
C. i ও iv
D. ii, iv ও v
★ সঠিক উত্তর – C
৪) “মুন্ডিত মস্তক, গৈরিক বাস, দীর্ঘদেহ এক মূর্তি” – কার সম্পর্কে বলা ?
A. শ্যামবাবু
B. বাসুদেব
C. মতিলাল
D. রিদুবাবু
★ সঠিক উত্তর – B
৫) ‘জীবনস্মৃতি’ প্রবন্ধের শিরোনামগুলি ক্রমানুসারে সাজাও –
1. অক্ষয় চৌধুরী 2. শ্রীকন্ঠবাবু
3. লোকেন পালিত 4. পিতৃদেব
A. 3 – 1 – 2 – 4
B. 2 – 4 – 1 – 3
C. 2 – 1 – 4 – 3
D. 3 – 2 – 4 – 1
★ সঠিক উত্তর – B
৬) কোন উদ্ধৃতিগুলি ‘ছেলেভুলানো ছড়া’ থেকে নেওয়া হয়েছে ?
a) ভাষা ভূমির মতো, তাহাতে একই শস্য ক্রমাগত বপন করিলে তাহার উৎপাদিকা শক্তি নষ্ট হইয়া যায়।
b) ভালোবাসার মতো এমন সৃষ্টিছাড়া পদার্থ আর কিছুই নাই।
c) স্ত্রীলোক যখন ভালোবাসিতে আরম্ভ করে তখনই তাহার কর্তব্য আরম্ভ হয়।
d) স্ত্রীলোকের মধ্যে যে বহুল পরিমাণে যুক্তিহীনতা দেখা যায় তাহা বুদ্ধিহীনতার পরিচয় নহে।
A. a ও b
B. c ও d
C. a ও c
D. b ও d
★ সঠিক উত্তর – D
৭) “আজ যেমন করে গাইছে আকাশ তেমন করে গাও গো” – গানটি অচলায়তন নাটকের কততম দৃশ্যে আছে ?
A. ১ম
B. ২য়
C. ৩য়
D. ৪র্থ
★ সঠিক উত্তর – B
৮) কবিতা
a) অন্তর্যামী
b) সাধনা
c) ব্রাহ্মণ
d) পুরাতন ভৃত্য
প্রাসঙ্গিক তথ্য
i) শিরোনামটি কবিতায় ৫বার ব্যবহৃত হয়েছে।
ii) কবিতাটির কথা ১৫৭ সংখ্যক ছিন্নপত্রে আছে।
iii) কবিতাটি সম্পর্কে রবীন্দ্রনাথ ইন্দিরা দেবীকে চিঠি লিখেছিলেন।
iv) কাহিনি গ্রহণ করেছিলেন ছন্দোগ্যপনিষদ থেকে।
সংকেত –
A. a) – ii b) – iv. c) – i. d) – iii
B. a) – iii. b) – iv. c) – ii. d) – i
C. a) – iii. b) – i. c) – iv. d) – ii
D. a) – ii b) – iii c) – iv. d) – i
★ সঠিক উত্তর – D
৯) ‘চতুরঙ্গ’ উপন্যাস অবলম্বনে শুদ্ধ মন্তব্যটি চিহ্নিত করো –
A. জ্যাঠামশাই বসন্ত রোগে মারা গিয়েছিল।
B. ননীবালাকে হাসপাতালে পাঠিয়েৎদেবার পরামর্শ দিদিমা দিয়েছিল।
C. দামিনীর বাবার ধানের গোলা ছিল।
D. দামিনী শ্রীবিলাসের বিয়ে হয়েছিল আষাঢ় মাসে।
★ সঠিক উত্তর – B
১০) মন্তব্য – পাঠানরা ভারতবর্ষে রাজ্য প্রতিষ্ঠা করতে পারেনি, মোগলরা পেরেছে।
যুক্তি – মোগলরা হিন্দু ধর্মে আঘাত করেনি, আত্মীয়তা করেছে।
সংকেত –
A. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
D. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – A
১১) “যা কঠিন তার গৌরব থাকতে পারে, কিন্তু যা মধুর তারও মূল্য আছে” – বক্তা কে ?
A. ধনঞ্জয়
B. অভিজিৎ
C. সঞ্জয়
D. বিশ্বজিৎ
★ সঠিক উত্তর – C
১২) 1. রামনারায়ণ তর্করত্নকে দিয়ে নবনাটক লিখিয়েছিলেন।
2. সকল দেশের ইতিহাস চর্চায় তাঁর অনুরাগ ছিল।
3. ‘বিক্রমোবর্শী’ নাটকের অনুবাদ করেছিলেন।
4. তাঁর রচিত ব্রহ্মসংগীতগুলি শ্রেষ্ঠ ধর্মসংগীত।
রবীন্দ্রনাথ কার সম্বন্ধে বলেছেন ?
A. দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
B. গনেন্দ্রনাথ ঠাকুর
C. জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
D. গগনেন্দ্রনাথ ঠাকুর
★ সঠিক উত্তর – B
১৩) চরিত্র গল্প
a) নীরদ i) নিশীথে
b) হারান ii) ল্যাবরেটরি
c) অমূল্য iii) হৈমন্তী
d) বনমালী iv) স্ত্রীর পত্র
সংকেত –
A. a) – ii b) – iv. c) – i. d) – iii
B. a) – iii. b) – iv. c) – ii. d) – i
C. a) – iv. b) – i. c) – ii. d) – iii
D. a) – iii b) – i c) – iv. d) – ii
★ সঠিক উত্তর – C
১৪) “কষ্টিপাথরে যাচাই করেছি প্রেম,
আমার রাতের কারার আকাশে জ্বেলেছে একটি তারা” – কোন কবিতার পঙক্তি ?
A. প্রাকৃত কবিতা
B. মুক্তি
C. হরিণা বৈরী
D. আনন্দ ভৈরবী
★ সঠিক উত্তর – A
১৫) “সুশ্রী নয় এমন লোকের অভাব নেই জগতে – / এ মানুষটি তার চেয়েও বেশি, এ অদ্ভূত” – কোন কবিতার প্রথম লাইন ?
A. ছেলেটা
B. বালক
C. সহযাত্রী
D. কমলা
★ সঠিক উত্তর – C
১৬) ‘জাপানযাত্রী’ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের যাত্রাপথের ক্রমটি চিহ্নিত করো।
1. কোবে 2. সিঙ্গাপুর 3. রেঙ্গুন
4. পিনাঙ বন্দর
A. 3 – 2 – 4 – 1
B. 2 – 1 – 4 – 3
C. 4 – 2 – 1 – 3
D. 1 – 3 – 2 – 4
★ সঠিক উত্তর – A
১৭) “থেটারি অ্যাক্টো ছাড়ো” – কে কাকে বলেছে ?
A. বেণীমাধব প্রিয়নাথকে
B. বীরকৃষ্ণ ময়নাকে
C. বাচস্পতি বেণীমাধবকে
D. মুদি দোকানি বসুন্ধরাকে
★ সঠিক উত্তর – C
১৮) 1. মেয়েটি ফুটফুটে গৌরবর্ণ।
2. দেহে ফুটেছে কাশ্মীরী শ্বেতপাথরের আভা।
3. চোখেতে নীলপদ্মের আভাস।
4. চুলে চমক দেয় পিঙ্গলবর্ণ।
কার সম্পর্কে বলা আছে ?
A. হৈমন্তী
B. লীলা
C. নবাবজাদী
D. সোহিনী
★ সঠিক উত্তর – B
১৯) ‘বাস্তব’ প্রবন্ধ অনুসারে স্তম্ভ মেলাও –
A
a) বাস্তবতার প্রকাশের কারণে যার রচনা সংকীর্ণ
b) বাস্তবতার অভাবের কারণে নিজের দেশে অন্ত্যজ যিনি
c) যাঁর কাব্যে হিন্দুত্বের প্রকাশ আছে
d) রমণীর ভালো খারাপ উভয় স্বরূপ প্রকাশ পেয়েছে যার রচনায়
B
i) শেলি
ii) কালিদাস
iii) বঙ্কিমচন্দ্র
iv) টেনিসন
সংকেত –
A. a) – ii. b) – iii. c) – iv. d) – i
B. a) – iv. b) – iii. c) – ii. d) – i
C. a) – ii. b) – iv. c) – i d) – iii
D. a) – iv. b) – i. c) – ii. d) – iii
★ সঠিক উত্তর – D
২০) শুদ্ধ মন্তব্যটি চিহ্নিত করো –
A. জ্বরের সময় নিখিলেশ গরম জল ও এলাচদানা খেত।
B. মেজোরাণীর বোনপো কলকাতা থেকে কাঠের সিন্দুক এনে দিয়েছে।
C. থাকো বিমলাকে তার সোনার পৈঁচে ও বাজুবন্ধ রাখতে দিয়েছিল।
D. বিমলা অমূল্যকে পিঠে করে খাইয়েছিল দোসরা মাঘ।
★ সঠিক উত্তর – A
২১) বিবৃতি ১ : বালক কবিকে তাঁর বাবা বেত্রাঘাত করেছিলেন।
বিবৃতি ২ : বালক কবি ক্যাশবাক্স পকেটে না রেখে টেবিলে রেখেছিলেন।
সংকেত –
A. বিবৃতি দুটোই শুদ্ধ
B. বিবৃতি ১ শুদ্ধ, বিবৃতি ২ অশুদ্ধ
C. দুটো বিবৃতিই অশুদ্ধ
D. বিবৃতি ১ অশুদ্ধ, বিবৃতি ২ শুদ্ধ
★ সঠিক উত্তর – C
২২) নিম্নলিখিত গানগুলির মধ্যে কোনটি কৃষ্ণদাসী গায়নি ?
A. উঠিতে কিশোরী বসিতে কিশোরী
B. ও হায় প্রেম করা আমার হল না
C. জয় গৌর নিত্যানন্দ
D. তোমারই চরণে আমার পরানে লাগিল প্রেমের ফাঁসি
★ সঠিক উত্তর – B
২৩) A. B
a) টাইক্কন i) ব্যবসায়ী
b) সানো. ii) ধনী ও রসজ্ঞ
c) মোরারাজি. iii) চিত্রকর
d) হারাসন iv) ব্যায়াম শিক্ষক
সংকেত –
A. a) – iii. b) – iv. c) – i. d) – ii
B. a) – ii. b) – iv. c) – i. d) – iii
C. a) – iv b) – iii. c) – ii. d) – i
D. a) – ii. b) – iii. c) – iv. d) – i
★ সঠিক উত্তর – A
২৪) মন্তব্য – তখনকার নগরগুলি মানুষের কীর্তির আনন্দরূপ গ্রহণ করতে পারত।
যুক্তি – তখন পণ্য রচনায় কর্মফলের আনন্দটা প্রধান ছিল।
সংকেত –
A. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
D. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
★ সঠিক উত্তর – C
২৫) ‘অচলায়তন’ নাটকের ৩য় – ৪র্থ – ৫ম – ৬ঠ দৃশ্যগুলি ক্রমানুসারে সাজাও –
1. অচলায়তন 2. দর্ভকপল্লী
সংকেত –
A. 1 – 2 – 1 – 1
B. 2 – 1 – 2 – 1
C. 2 – 1 – 1 – 2
D. 1 – 2 – 1 – 2
★ সঠিক উত্তর – D
২৬) সঠিক বিকল্প চিহ্নিত করো –
1. বিন্দুর প্লেগ হয়েছে বলে বাড়ির লোক বিচলিত হয়ে ওঠে।
2. বিন্দু বিয়ে না করে গোয়ালঘরে থাকতে চেয়েছিল।
3. মৃণালের শ্বশুরবাড়িতে দক্ষিণদিকে নর্দমার ধারে গাবগাছ জন্মেছিল।
4. মৃণালের স্বামীকে তালুকের প্রজা গোরু উপহার দিয়েছিল।
সংকেত –
A. 1 ও 3 শুদ্ধ
B. কেবল 2 শুদ্ধ
C. 2 ও 4 অশুদ্ধ
D. কেবল 3 অশুদ্ধ
★ সঠিক উত্তর – B
২৭) বশিষ্ট মুনির শাপে কে গুহক চন্ডালরূপে অবস্থান করেছিল ?
A. সম্বর
B. লোমপাদ
C. বামদেব
D. সুদাস
★ সঠিক উত্তর – C
২৮) ‘পুনশ্চ’ কাব্যটির প্রচ্ছদ কে অঙ্কন করেছিলেন ?
A. রবীন্দ্রনাথ ঠাকুর
B. অবনীন্দ্রনাথ ঠাকুর
C. নন্দলাল বসু
D. শান্তিরঞ্জন বসু
★ সঠিক উত্তর – A
২৯) “আমাকে যদি কেউ বাঁচাইতে পারে তো সে তুমি” – কে কাকে বলেছে ?
A. দামিনী শ্রীবিলাসকে
B. ননীবালা জ্যাঠামশাইকে
C. দামিনী শচীশকে
D. শচীশ লীলানন্দস্বামীকে
★ সঠিক উত্তর – C
৩০) ‘আধুনিক কাব্য’ প্রবন্ধ থেকে কবি ও তাদের কাব্য অনুযায়ী স্তম্ভ মেলাও –
কবি কাব্য
a) লি পো i) Edwin A Robinson
b) রিচার্ড কোরি ii) Preludes
c) এমি লয়েল. iii) A Summer Day
d) এলিয়ট. iv) A Lady
সংকেত –
A. a) – ii b) – iv. c) – i. d) – iii
B. a) – iii. b) – iv. c) – ii. d) – i
C. a) – iv. b) – i. c) – ii. d) – iii
D. a) – iii b) – i c) – iv. d) – ii
★ সঠিক উত্তর – D
/ —- /