মকটেস্ট (১ – ১০) – ১২
বিষয় – ইউনিট ১ – ইউনিট ১০
উত্তরপত্র
১) সঠিক বিকল্প চিহ্নিত করো –
a) প্রেয়ান রসের কথা বলেছেন – উদ্ভট
b) আনন্দবর্ধন শান্তরসকে স্বীকার করেছেন।
c) শান্তরসের স্থায়ীভাব হল – স্নেহ।
d) কাব্যের ক্ষেত্রে শান্ত রস স্বীকার করেনি – ধনঞ্জয়।
e) বাৎসল্য রসের কথা বলেছেন – বিশ্বনাথ।
সংকেত –
A. a ও c অশুদ্ধ
B. a, c ও e শুদ্ধ
C. b ও e শুদ্ধ
D. a, b ও d অশুদ্ধ
★ সঠিক উত্তর – C
২) অজ্ঞাতবাসকালে পান্ডবদের পেশা অনুযায়ী স্তম্ভ মেলাও –
A. B
a) যুধিষ্ঠির i) পাচক
b) ভীম ii) গো পালক
c) নকুল iii) পাশা খেলায় দক্ষ
d) সহদেব iv) অশ্বচিকিৎসক
সংকেত –
A. a) – ii b) – iv. c) – i d) – iii
B. a) – iii. b) – iv. c) – ii d) – i
C. a) – ii b) – i. c) – iv d) – iii
D. a) – iii. b) – i. c) – iv d) – ii
★ সঠিক উত্তর – D
৩) কোন খেলা থেকে বেগুন বীচি খেলা অপুর কাছে ঢের ভালো বলে মনে হয়েছে ?
A. তাস খেলা
B. ক্যারাম খেলা
C. লুডো খেলা
D. গুলি খেলা
★ সঠিক উত্তর – B
৪) রচিত গ্রন্থ রচয়িতা
a) মরগিতেস i) ক্রাতেস
b) থোরিয়া. ii) খাইরেমোন
c) আনথেউস. iii) হোমার
d) কেনতাউব. iv) আগাথোন
সংকেত –
A. a) – iii. b) – i. c) – iv d) – ii
B. a) – ii b) – i. c) – iv d) – iii
C. a) – ii b) – iv. c) – i d) – iii
D. a) – iii. b) – iv. c) – ii d) – i
★ সঠিক উত্তর – A
৫) রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাক্ষর সহ ‘অন্ধকার’ কবিতাটি কল্লোল পত্রিকার কোন সংখ্যায় প্রকাশিত হয় ?
A. চৈত্র, ১৩৩১ B. বৈশাখ, ১৩৩২
C. জ্যৈষ্ঠ, ১৩৩৩ D. আষাঢ়, ১৩৩৪
★ সঠিক উত্তর – A
৬) “আমাকে বাদ দিয়ে সিংহাসনটা খেলনামাত্র” – বক্তা কে ?
A. সাজাহান
B. ঔরঙ্গজেব
C. দূর্গশাসক
D. বেণিমাধব
★ সঠিক উত্তর – D
৭) 1. নেড়ুর আগমন
2. রামকালীর কাশী যাত্রা
3. মুকুন্দর আগমন
4. ভাবিনীর বোনের মৃত্যু
প্রসঙ্গ গুলি উপন্যাস অবলম্বনে ক্রমানুসারে সাজাও –
A. 3 – 2 – 4 – 1
B. 2 – 3 – 1 – 4
C. 4 – 3 – 1 – 2
D. 4 – 2 – 1 – 3
★ সঠিক উত্তর – B
৮) কোন রীতির কথা বলা হয়েছে ?
1. এটি একটি রীতি।
2. গুজরাট অঞ্চলে এর প্রয়োগ দেখা যায়।
3. রুদ্রট এই রীতির কথা বলেছেন।
– কোন রীতির কথা বলা হয়েছে ?
A. গৌড়ী
B. পাঞ্চালী
C. লাটী
D. অবন্তী
★ সঠিক উত্তর – C
৯) শুদ্ধ মন্তব্যটি চিহ্নিত করো –
A. সুমিত্রা গিরিরাজ নগরের রাজকন্যা।
B. ভৃগুরাম মুনি দশরথকে শব্দভেদী বাণ যোজনা শিখিয়েছিলেন।
C. দশরথকে গণেশের জন্মবৃত্তান্ত শুনিয়েছে – কৈকেয়ী।
D. দশরথের কন্যা সন্তানের নাম – প্রভাবতী। B
১০) ‘টিনের তলোয়ার’ নাটকের প্রথম মঞ্চায়নের অভিনেতাবৃন্দের স্তম্ভ মেলাও –
চরিত্র অভিনেতাবৃন্দ
a) বেণিমাধব i) সত্য বন্দ্যোপাধ্যায়
b) বীরকৃষ্ণ. ii) উৎপল দত্ত
c) হরবল্লভ. iii) অসিত বসু
d) প্রিয়নাথ. iv) সমীর মজুমদার
A. a) – iii. b) – i. c) – iv d) – ii
B. a) – ii b) – i. c) – iv d) – iii
C. a) – iii b) – iv. c) – ii d) – i
D. a) – ii. b) – iv. c) – i d) – iii
★ সঠিক উত্তর – D
১১) অ্যারিস্টটল নাটকের কোরাসের ব্যবহারে কোন গ্রিক নাট্যকারকে অনুসরণ করতে বলেছেন ?
A. হোমার
B. সোফোক্লেস
C. ইউরিপিদিস
D. ইস্কাইলাস
★ সঠিক উত্তর – B
১২) A. B
a) তৃষ্ণার্ত i) অধিকরণ তৎপুরুষ
b) দেবদত্ত ii) অপাদান তৎপুরুষ
c) পারিজাত iii) সম্প্রদান তৎপুরুষ
d) পদানত. iv) করণ তৎপুরুষ
A. a) – iv b) – iii. c) – ii d) – i
B. a) – ii b) – i. c) – iv d) – iii
C. a) – iv b) – i. c) – ii d) – iii
D. a) – iii. b) – iv. c) – ii d) – i
★ সঠিক উত্তর – A
১৩)1.নববর্ষে 2. বুদ্ধভক্তি
3. জীবনদেবতা 4. বিশ্বশোক
5. রোম্যান্টিক
– এদের মধ্যে কোন কবিতাদুটি ‘নবজাতক’ কাব্যগ্রন্থের অন্তর্গত ?
A. i ও iii B. ii ও iv
C. iii ও v D. ii ও v
★ সঠিক উত্তর – D
১৪) ‘আলপনা’ নামক দেব সাহিত্য প্রকাশনীর পূজাবার্ষিকীতে কোন গল্পটি প্রকাশিত হয়েছে ?
A. সুন্দরম B. দ্বিজ
C. মশা D. গোঘ্ন
★ সঠিক উত্তর – C
১৫). A
a) বিকেলে মসৃণ সূর্য মূর্চ্ছা যাবে লেকে
প্রত্যহ
b) ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল
c) কন্টকে ফোটে রক্তকুসুম বাসনা সুরভি ঢালা
d) নবনী নিন্দিত সুন্দর তনু কামেরও
কামনা ঠাঁই
B
i) উৎপ্রেক্ষা
ii) ব্যতিরেক
iii) সমাসোক্তি
iv) রূপক
সংকেত –
A. a) – iv b) – iii. c) – ii d) – i
B. a) – iv b) – i. c) – ii d) – iii
C. a) – iii b) – iv. c) – ii d) – i
D. a) – iii. b) – i. c) – iv d) – ii
★ সঠিক উত্তর – D
১৬) গ্রন্থ রচয়িতা
a) কাব্যমীমাংসা i) ভোজরাজ
b) শৃঙ্গারপ্রকাশ ii) রুদ্রভট্ট
c) ব্যক্তিবিবেক iii) রাজশেখর
d) শৃঙ্গারতিলক iv) মহিমভট্ট
সংকেত –
A. a) – iv b) – iii. c) – ii d) – i
B. a) – iv b) – i. c) – ii d) – iii
C. a) – iii b) – i. c) – iv d) – ii
D. a) – iii. b) – iv. c) – ii d) – i
★ সঠিক উত্তর – C
১৭) “দধি দুধে সাজাইআঁ চুকে
সুন বড়ায়ি ল। জাইবো হাট মথুরাক বিকে” – পদটি কোন খন্ডের অন্তর্গত ?
A. রাধাবিরহ
B. বংশীখন্ড
C. তাম্বুলখন্ড
D. জন্মখন্ড
★ সঠিক উত্তর – A
১৮) যা মনে করেন সেই জিনিসই জিনির দ্বারা আনতে পারেন কে ?
A. হঠাৎ অবতার
B. হোসেন খাঁ
C. নাক কাটা বঙ্ক
D. লক্ষ্ণৌয়ের বাদশা
★ সঠিক উত্তর – B
১৯) ‘সাধের আসন’ প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল ?
A. প্রবাসী
B. মালঞ্চ
C. ভারতী
D. সাধনা
★ সঠিক উত্তর – B
২০) 1. আনুনাসিক স্বরধ্বনি রক্ষিত আছে।
2. ‘এ’ স্থানে ‘অ্যা’ ব্যবহৃত হয়।
3. অধিকরণে ‘ত’ বিভক্তির প্রয়োগ দেখা যায়।
4. গৌণকর্মে ‘কে’ , ‘ক’ বিভক্তি প্রযুক্ত হয়।
– কোন উপভাষার কথা বলা হয়েছে ?
A. বঙ্গালী
B. বরেন্দ্রী
C. রাঢ়ী
D. ঝাড়খন্ডী
★ সঠিক উত্তর – B
২১) A B
a) আমার চারিদিকের i) সন্দীপ
বায়ুমন্ডলে একটা জাদু আছে
b) মেয়েদেরও মরতে হবে, ii) নিখিলেশ
মারতে হবে
c) এমন ভয় আছে যে ভয় iii) বিমলা
না থাকাই কাপুরুষতা
d) দৈন্যটাই হচ্ছে মূলধন, iv) অমূল্য
ওটাকে যত খাটাবে ঐশ্বর্য তত বাড়বে
সংকেত –
A. a) – iii b) – iv. c) – ii d) – i
B. a) – ii. b) – iii. c) – iv d) – i
C. a) – ii b) – i. c) – iv d) – iii
D. a) – iii. b) – i. c) – iv d) – ii
★ সঠিক উত্তর – A
২২) ভারতবর্ষে কর্মমার্গের প্রচার কে করেন ?
A. রামানুজ
B. কুমারিল্ল
C. বুদ্ধ
D. শঙ্করদেব
★ সঠিক উত্তর – B
২৩) পশ্চিম পাকিস্তানে প্রাপ্ত অশোকের মানসেহরা অনুশাসন কোন প্রাকৃতের দৃষ্টান্ত ?
A. প্রাচ্যা
B. প্রাচ্যামধ্যা
C. উত্তর পশ্চিমা
D. দক্ষিণ পশ্চিমা
★ সঠিক উত্তর – C
২৪) 1. বাড়িটা চারতলা
2. বাড়িতে বাজার আসে সকাল দশটায়
3. বাড়িটা ব্যাবসাদারদের বাড়ি
4. ঝি চাকরদের জন্য জিজ্ঞাসা করে ঘরে ঢোকা এ বাড়ির রীতি।
কাদের বাড়ির কথা বলা হয়েছে ?
A. পদিপিসির বাড়ি
B. হালদার বাড়ি
C. রিদুবাবুর বাড়ি
D. ভট্টাচার্য্যদের বাড়ি
★ সঠিক উত্তর – B
২৫) মন্তব্য – বিপ্রলম্ভকে প্রবাসরূপে উল্লেখ করা হয়েছে।
যুক্তি – বিপ্রলম্ভে দেশ গ্রাম বন স্থানান্তরের ব্যবধান ঘটে।
সংকেত –
A. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
C. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
D. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – A
২৬) চর্যাপদের পঙক্তিগুলি পদ অনুযায়ী ক্রমানুসারে সাজাও –
a) আঙ্গণ ঘরপণ সুন ভো বিআতী /
কানেট চৌরি নিল অধবাতী
b) দুলি দুহি পিটা ধরণ ন জাই /
রুখের তেন্তলি কুম্ভীরে খাঅ
c) দিবসই বহুড়ী কাড়ই ডরে ভাঅ /
রাতি ভইলে কামরু জাঅ
d) সসুরা নিন্দাইয়া বহুড়ী জাগঅ
কানেট চোরে নিল কা গই মাগঅ
সংকেত –
A. c – a – d – b
B. d – a – c – b
C. b – a – d – c
D. c – b – d – a
★ সঠিক উত্তর – C
২৭) সঠিক মন্তব্যটি চিহ্নিত করো –
A. ‘নবান্ন’ নাটকের পটভূমি – ১৯৫০এর দুর্ভিক্ষ।
B. নবান্ন নাটকের প্রথম প্রচ্ছদ শিল্পী দেবব্রত দাস।
C. নবান্ন নাটকের মোট সংস্করণ সংখ্যা – ৩
D. নবান্ন নাটকের আবহ সঙ্গীত পরিচালক – গৌড় ঘোষ।
★ সঠিক উত্তর – D
২৮) ‘পোয়েটিকস’ এ বিষয়গুলি ক্রমানুসারে সাজাও –
1. চরিত্র রচনা 2. ইতিহাস ও কাব্য
3. রচনারীতি 4. ট্রাজেডির বহিরঙ্গ
সংকেত –
A. 4 – 3 – 2 – 1
B. 2 – 4 – 1 – 3
C. 3 – 2 – 1 – 4
D. 1 – 3 – 4 – 2
★ সঠিক উত্তর – B
২৯) ভূবনবাবু বিমলার জন্য এনেছে –
A. হাতির দাঁতের বালা
B. হাতির দাঁতের মালা
C. ঝিনুকের মালা
D. ঝিনুকের দুল
★ সঠিক উত্তর – A
৩০) 1. এ স্বপন পাছে ভেঙে যায়।
2. স্বপ্ন তার চেতনে মেশায়।
3. জীবন স্বপ্ন হয়ে থাক
4. এ তো স্বপ্ন – নহে জাগরণ
‘চন্দ্রাপীড়ের জাগরণ’ কবিতা অবলম্বনে ক্রমানুসারে সাজাও –
A. 3 – 2 – 1 – 4
B. 4 – 3 – 1 – 2
C. 1 – 3 – 4 – 2
D. 2 – 4 – 1 – 3
★ সঠিক উত্তর – D
৩১) গম্ভীর পাতাল যেথা কাল রাত্রি করালবদনা / বিস্তারে একাধিপত্য শ্বসয়ে অযুত ফণিকণা – মাত্রাসংখ্যা নির্ণয় করো
A. ৮ + ৬
B. ৮ + ৮
C. ৮ + ১০
D. ৬ + ১২
★ সঠিক উত্তর – C
৩২) সঠিক মন্তব্যটি চিহ্নিত করো –
A. চারু মাস্টারের বাড়িতে ভাত খেয়েছিল – দোলাই।
B. চারু মাস্টারের মেয়ের বিয়ে – অঘ্রাণ মাসে।
C. হারাইরা ভাত খায় – আমনের চালের।
D. চারু মাস্টারের গাঁয়ে মেলা হয় – মাঘের শিব চতুর্দশীতে।
★ সঠিক উত্তর – D
৩৩) অচলায়তনের কোন ছাত্র জলের পিপাসায় প্রাণ ত্যাগ করেছে ?
A. কুলদত্ত
B. কুশলশীল
C. ব্রতশীল
D. উপতিব্য
★ সঠিক উত্তর – B
৩৪) “বিস্তারবদনা কৃশা ক্ষুধায় আকুলা
এক হস্ত কম্পমান আর হস্তে কূলা”
– কোন দেবীর বর্ণনা করেছেন ভারতচন্দ্র ?
A. ধূমাবতী B. বগলামুখী
C. মাতঙ্গী D. ভৈরবী
★ সঠিক উত্তর – A
৩৫) ‘বঙ্গীয় যুবক ও তিন কবি’ প্রবন্ধ অনুসরণে স্তম্ভ মেলাও –
A. B
a) ভারবি i) নল
b) নৈষধ. ii) অর্জুন
c) মাঘ. iii) শ্রীহর্ষ
d) বাণভট্ট. iv) কৃষ্ণ
সংকেত –
A. a) – iii. b) – iv. c) – ii. d) – i
B. a) – iv. b) – i. c) – ii. d) – iii
C. a) – ii. b) – i c) – iv d) – iii
D. a) – iii. b) – iv c) – i d) – ii
★ সঠিক উত্তর – C
৩৬) কবিতা স্তবক
a) বোধ i) ৭
b) সিন্ধুসারস. ii) ৮
c) রাত্রি. iii) ৯
d) গোধূলি সন্ধির নৃত্য iv) ১০
সংকেত –
A. a) – iii. b) – iv. c) – i. d) – ii
B. a) – iv. b) – i. c) – ii. d) – iii
C. a) – ii. b) – i c) – iv d) – iii
D. a) – iii. b) – iv c) – ii d) – i
★ সঠিক উত্তর – D
৩৭) ‘সাজাহান’ নাটকের চরিত্রগুলির মৃত্যু ক্রমানুসারে সাজাও –
i) দারা ii) সুজা iii).নাদিরা iv) সাহানাবাজ
A. ii – iv – i – iii
B. iii – i – iv – ii
C. iv – iii – i – ii
D. i – iv – ii – iii
★ সঠিক উত্তর – C
৩৮) মন্তব্য – পালি ভাষাকে সমন্বয়ী ভাষা বলা হয়।
যুক্তি – মধ্যপ্রদেশের প্রাকৃতের ওপর ভিত্তি করে সবরকমের প্রাকৃতের উপাদান গ্রহণ করে পালি গড়ে উঠেছিল।
A. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
D. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – A
৩৯) অশুদ্ধ মন্তব্য নির্ণয় করো –
A. ‘রস’ গল্প চলচ্চিত্রায়ণ হয় – ১৯৭৩ সালে।
B. ‘রস’ গল্পের প্রথম ইংরাজি অনুবাদ করেন – লীলা ঘোষ।
C. ‘রস’ গল্পটি যে গল্প সংকলনে স্থান পায় – চড়াই উৎরাই।
D. গল্পটি বঙ্গালী উপভাষায় লেখা।
★ সঠিক উত্তর – B
৪০) বিষ্ণু দে তাঁর কোন কাব্যগ্রন্থ কমলকুমার মজুমদার ও চঞ্চলকুমার চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেছিলেন ?
A. স্মৃতি সত্তা ভবিষ্যৎ
B. নাম রেখেছি কোমল গান্ধার
C. তুমি শুধু ২৫শে বৈশাখ
D. অন্বিষ্ট
★ সঠিক উত্তর – C
৪১) মন্তব্য – পরবর্তীকালে মাসের দোসরা ও তেসরা দিন বালক রবীন্দ্রনাথের কাছে বিশেষ উদ্বেগের দিন ছিল।
যুক্তি – ঐ দিনগুলিতে স্বরচিত লেখা পড়া হত সকলের সামনে।
A. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
D. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ সঠিক উত্তর – D
৪২) ‘রাধা’ উপন্যাসে ভাস্কর পন্ডিতের প্রতিশোধ নিতে রঘুজী বাংলা আক্রমণ করতে এলে তাকে কে সাহায্য করেছিল ?
A. হাফেজ খাঁ
B. মুস্তাফা খাঁ
C. রাধারমণ দে সরকার
D. শাহ হুসেন
★ সঠিক উত্তর – B
৪৩) ‘কাব্যে অশ্লীলতা’ প্রবন্ধটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল ?
A. সবুজপত্র
B. মানসী ও মর্মবাণী
C. মাসিক বসুমতী
D. সাহিত্য
★ সঠিক উত্তর – C
৪৪) যার নাতনির বিয়ের জন্য শ্রীপতিবাবুর দু’রাত্রি ঘুম হয়নি –
A. বিশ্বেশ্বর B. হরেকৃষ্ণ
C. বটকৃষ্ণ D. সর্বেশ্বর
★ সঠিক উত্তর – D
৪৫) “বাহিরিল বেগে বারী হতে বারণযূথ ; মন্দুরা ত্যজিয়া বাজীরাজী” – এখানে ‘অশ্বশালা’ বলতে কোন শব্দটি বোঝানো হয়েছে ?
A. বারী
B. বারণযূথ
C. মন্দুরা
D. বাজীরাজী
★ সঠিক উত্তর – C
৪৬) সঠিক বিকল্প চিহ্নিত করো –
A. বিন্দুর শ্বশুর বিয়ের আগে কাশীতে চলে গেছে।
B. বিন্দুর শাশুড়ী জোর করে ছেলের বিয়ে দিয়েছে।
C. বিন্দুর স্বামীর মনে হয়েছে বিন্দু মা ভবতারিণী।
D. বিন্দুর ভাসুরের এই বিয়েতে মত ছিল না।
★ সঠিক উত্তর – A
৪৭) “কানুর পিরীতি চন্দনের রীতি ঘষিতে সৌরভময়” – কোন অলঙ্কার ?
A. মালোপমা
B. লুপ্তোপমা
C. বস্তু -প্রতিবস্তুভাবের উপমা
D. বিম্ব প্রতিবিম্বের উপমা
★ সঠিক উত্তর – D
৪৮) ‘আমার জীবন’ প্রবন্ধের দ্বিতীয় ভাগ থেকে প্রসঙ্গ ও রচনা সংখ্যার স্তম্ভ মেলাও –
A. B
a) রামনাম i) ৮
b) কৃষ্ণরূপ ও লীলা. ii) ১০
c) চৈতন্যদেবের কথা iii) ১১
d) মেয়েদের লেখাপড়া iv) ১২
সংকেত –
A. a) – iii b) – iv. c) – ii d) – i
B. a) – ii. b) – iii. c) – iv d) – i
C. a) – ii b) – i. c) – iv d) – iii
D. a) – iii. b) – i. c) – iv d) – ii
★ সঠিক উত্তর – B
৪৯) “বহু যোজন খর জমির মধ্যে এইটুকুই নয়ন অভিরাম…” – কীসের কথা বলা হয়েছে ?
A. মতিলালের গির্জা
B. দুটো ঢ্যাঙা ইউক্যালিপটাস
C. শালকাঠের ক্রশ
D. সবুজ মাঠ
★ সঠিক উত্তর – D
৫০) A B
a) আরবি i) ঘুগনি
b) ফারসি ii) আলকাতরা
c) বর্মী iii) বিমা
d) পোর্তুগিজ iv) ফসল
সংকেত –
A. a) – iv b) – iii. c) – i d) – ii
B. a) – iv b) – i. c) – ii d) – iii
C. a) – iii b) – i. c) – iv d) – ii
D. a) – iii. b) – iv. c) – ii d) – i
★ সঠিক উত্তর – A
/ —– /