স্পেশাল ক্লাস : ইউনিট ১০
বিষয় – অলঙ্কারশাস্ত্র,
উত্তরপত্র
১) “রসাভিব্যক্তি ব্যাপারে অলঙ্কারসমূহ কাব্যের বহিরঙ্গ হয় না” – এই মন্তব্য কার ?
A. আচার্য ভরত
B. আচার্য আনন্দবর্ধন
C. আচার্য রাজশেখর
D. অভিনব গুপ্ত
★ তোমার উত্তর – B
২) A B
a) দন্ডী i) কাব্যমীমাংসা
b) ভামহ ii) সাহিত্যদর্পণ
c) বিশ্বনাথ iii) কাব্যাদর্শ
d) রাজশেখর iv) কাব্যমীমাংসা
সংকেত –
A. a – ii b – iv c – i d – iii
B. a – iv b – iii. c – ii d – i
C. a – ii b – iii. c – iv d – i
D. a – iii b – i. c – ii d – iv
★ তোমার উত্তর – D
৩) মন্তব্য – আচার্য দন্ডী গুণ ও অলঙ্কারের ভেদ স্বীকার করতেন।
যুক্তি – তাঁর মতে, গুণগুলি বৈদর্ভীমার্গের প্রাণস্বরূপ আর অলঙ্কার সমূহ হল ‘কাব্যশোভাকর’।
সংকেত –
A. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
C. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
D. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ তোমার উত্তর – A
৪) সঠিক বিকল্পটি চিহ্নিত করো –
a) ভামহ বৈদর্ভী ও গৌড়ী এই রীতিবিভাগ স্বীকার করেননি।
b) বাণভট্টের রচনায় দেখা যায় পাঞ্চালী রীতি।
c) রাজশেখর কথিত রীতিটি হল – লাটীয়।
d) গৌড়ী রীতিতে ওজঃ ও মাধুর্য দুটি গুণ লক্ষ্য করা যায়।
e) আচার্য দন্ডীর মতে রীতি কাব্যের আত্মা আর গুণ রীতির তত্ত্ব।
সংকেত –
A. a ও e অশুদ্ধ
B. b ও c শুদ্ধ
C. d অশুদ্ধ
D. a শুদ্ধ
★ তোমার উত্তর – D
৫) A. B
a) ভোজরাজ i) মৈথিলী
b) রাজশেখর ii) লাটীয়
c) বামন iii) অবন্তী
d) রুদ্রট iv) পাঞ্চালী
সংকেত –
A. a) – ii. b) – iii c) – iv. d) – i
B. a) – iv. b) – i c) – ii d) – iii
C. a) – iii. b) – i c) – iv. d) – ii
D. a) – ii. b) – iv c) – i d) – iii
★ তোমার উত্তর – C
৬) মন্তব্য – আচার্য কুন্তকের মতে গুণই রসের ধর্ম।
যুক্তি – তাঁর মতে রসের সঙ্গে গুণ যুক্ত হয়ে রসের উৎকর্ষ বাড়ায়।
সংকেত –
A. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
C. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
D. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ তোমার উত্তর – D
৭) ভুল মন্তব্যটি চিহ্নিত করো –
A. বামনের মতে কাব্য অলঙ্কারের জন্যই উপাদেয় হয়ে ওঠে।
B. ভরতের মতে অলঙ্কার শব্দের বাহ্য ধর্ম।
C. ধনঞ্জয় শান্তরসকে কাব্যে স্বীকৃতি দিলেও নাট্যে স্থান দেননি।
D. বিশ্বনাথ রসকে ‘বেদান্তরস্পর্শশূন্য’ বলে বর্ণনা করেছেন।
★ তোমার উত্তর – B
৮) আনন্দবর্ধন কথিত ঔচিত্যের শ্রেণিভেদের নিম্নক্রমের বিন্যাসটি চিহ্নিত করো –
A. রসৌচিত্য – ভাবৌচিত্য – রূপৌচিত্য
B. গুণৌচিত্য – বিভাবৌচিত্য – অলঙ্কারৌচিত্য
C. রূপৌচিত্য – ভাবৌচিত্য – রসৌচিত্য
D. বিভাবৌচিত্য – গুণৌচিত্য – রূপৌচিত্য
★ তোমার উত্তর – A
৯) A. B
a) বৈদর্ভী i) গুজরাট
b) গৌড়ী ii) উত্তরপ্রদেশ
c) পাঞ্চালী iii) মধ্যপ্রদেশ
d) লাটী iv) বঙ্গদেশ
সংকেত –
A. a – iv b – i c – ii. d – iii
B. a – ii b – i. c – iv. d – iii
C. a – iii b – iv. c – ii. d – i
D. a – iv b – iii c – i. d – ii
★ তোমার উত্তর – C
১০) a) বিবক্ষিতান্য পরবাচ্য এর একটি বিভাগ হচ্ছে সংলক্ষ্যক্রম।
b) সংলক্ষ্যক্রমের একটি বিভাগ হল রসধ্বনি।
c) অবিবক্ষিত বাচ্যের একটি বিভাগ অত্যন্ত তিরস্কৃত।
d) ভাবধ্বনি আসলে অভিধামূলক।
সংকেত –
A. a – ×. b – ×. c – × d – √
B. a – ×. b – √. c – × d – √
C. a – √. b – ×. c – × d – √
D. a – √ b – √. c – × d – √
★ তোমার উত্তর – B
১১) চিত্রকাব্য বলতে বোঝায় –
A. কাব্যে চিত্র রচনা
B. চিত্তদ্রবকারী কাব্য
C. চিত্র সহযোগে কাব্য
D. অলঙ্কার প্রধান কাব্য
★ তোমার উত্তর – D
১২) অর্থগুণ (বামন কথিত) অর্থ
a) মাধুর্য i) ভাবের প্রিয়তা
b) সৌকুমার্য ii) উক্তিবৈচিত্র্য
c) কান্তি iii) গাম্ভীর্য
d) ওজ: iv) রসের দীপ্তি
সংকেত –
A. a – ii b – i c – iv d – iii
B. a – iv b – iii. c – ii. d – i
C. a – iii b – iv. c – i d – ii
D. a – iv b – i c – ii d – iii
★ তোমার উত্তর – A
১৩) অপ্পয় দীক্ষিতের মতগুলি খন্ডন করে ‘চিত্রমীমাংসা খন্ডনম’ গ্রন্থটি রচনা করেন –
A. ধনঞ্জয় B. মহিমভট্ট
C. মন্মটভট্ট D. জগন্নাথ
★ তোমার উত্তর – D
১৪) গুণীভূত ব্যঙ্গ শব্দটি প্রথম ব্যবহার করেন –
A. মন্মটভট্ট B. অভিনবগুপ্ত
C. আনন্দবর্ধন D. ধনঞ্জয়
★ তোমার উত্তর – B
১৫) রস রঙ
a) হাস্যরস i) লাল
b) শৃঙ্গার রস ii) সাদা
c) বীভৎস রস iii) শ্যাম
d) রৌদ্র রস iv) নীল
সংকেত –
A. a – iii. b – i c – iv. d – iv
B. a – iv. b – iii. c – i. d – ii
C. a – ii. b – iii. c – iv. d – i
D. a – iv. b – i. c – iii d – ii
★ তোমার উত্তর – C
১৬) “স এস: পরমো ব্যঙ্গ্য:
রসধ্বনে: এব সর্বত্র মুখ্যভূতমাত্মত্ব:”
– প্রবক্তা কে ?
A. আনন্দবর্ধন B. অভিনব গুপ্ত
C. ভরত মুনি D. জগন্নাথ
★ তোমার উত্তর – A
১৭) মন্তব্য – আচার্য বামনের মতে, অতিশয়োক্তি একরূপ বক্রোক্তি ছাড়া কিছু নয়।
যুক্তি – সকল অলঙ্কারেই বক্তব্যকে বাড়িয়ে বলতে হয়।
সংকেত –
A. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – শুদ্ধ
B. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – শুদ্ধ
C. মন্তব্য – শুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
D. মন্তব্য – অশুদ্ধ, যুক্তি – অশুদ্ধ
★ তোমার উত্তর – B
১৮) i) ধ্বনিতত্ত্ব বিষয়ক মহার্হ সম্পদ – ধ্বন্যালোক গ্রন্থ।
ii) ‘ধ্বন্যালোক’ গ্রন্থের টীকা – লোচনরজনী।
iii) ‘ধ্বন্যালোক’ গ্রন্থের টীকা রচনা করেছেন – আনন্দবর্ধন।
iv) গ্রন্থটি ২টি পর্বে বিভক্ত।
v) গ্রন্থের বৃত্তি অংশটি রচনা করেছেন আনন্দবর্ধন।
সংকেত –
A. কেবল ii অশুদ্ধ
B. i, ii, ও iii শুদ্ধ
C. iv ও v অশুদ্ধ
D. i ও v শুদ্ধ
★ তোমার উত্তর – D
১৯) গুণ সম্পর্কিত আলোচনায় শব্দগুণ ও অর্থগুণের পাশাপাশি রসগুণ নিয়ে আলোচনা করেছেন –
A. আচার্য কুন্তক
B. বিশ্বনাথ কবিরাজ
C. ভোজরাজ
D. ক্ষেমেন্দ্র
★ তোমার উত্তর – D
২০) মন্তব্য – বামনের অঞ্চলভেদে রীতিকে অস্বীকার করেছেন কুন্তক।
যুক্তি – i) দেশের সংখ্যার সঙ্গে রীতির সংখ্যা অনেক হওয়া উচিত ছিল।
ii) রীতিকে কাব্যের আত্মা বলে স্বীকার করলে কেবল বৈদর্ভী রীতিই শ্রেষ্ঠ হিসাবে গ্রহণ করা স্বতোবিরুদ্ধ।
iii) বিদর্ভ বা গৌড়দেশে সকলে লাটী রীতি ব্যবহার করেন।
A. মন্তব্য শুদ্ধ, যুক্তিগুলি অশুদ্ধ
B. মন্তব্য ও যুক্তি দুইই শুদ্ধ
C. মন্তব্য শুদ্ধ কেবল ii নং যুক্তি শুদ্ধ
D. মন্তব্য ও i নং যুক্তি অশুদ্ধ
E. মন্তব্য শুদ্ধ, কেবল iii নং যুক্তি অশুদ্ধ
★ তোমার উত্তর – E
২১) কাকে ‘দ্বিতীয় শ্রেণির কাব্য’ বলা হয় ?
A. চিত্রকাব্য B. ধ্বনিকাব্য
C. গুণীভূত ব্যঙ্গকাব্য D. তথ্যকাব্য
★ তোমার উত্তর – C
২২) ভরতমুনি কোন চারটি অলঙ্কারের উল্লেখ করেছেন ?
A. উপমা, রূপক, যমক ও স্বভাবোক্তি
B. অনুপ্রাস, শ্লেষ, উপমা ও রূপক
C. উপমা, রূপক, দীপক ও অনুপ্রাস
D. উপমা, রূপক, দীপক ও যমক
E. বক্রোক্তি, স্বভাবোক্তি, দীপক ও যমক
★ তোমার উত্তর – D
২৩) প্রবক্তা মতবাদ
a) বিদ্যানাথ i) শব্দার্থৌ নির্দোষৌ সগুণৌ
প্রায় সালংকারৌ
b) ক্ষেমেন্দ্র ii) অদোষৌ সগুণৌ
সালংকারৌ চ শব্দার্থৌ কাব্যম
c) বাগভট্ট iii) কাব্যং বিশিষ্ট শব্দার্থ
সাহিত্যং সালংকৃতিঃ
d) হেমচন্দ্র iv) গুণালংকার সহিতৌ
শব্দার্থৌ দোষবর্জিতৌ
A. a – ii b – i. c – iv d – iii
B. a – iv. b – iii c – i. d – ii
C. a – iii. b – iv. c – ii d – i
D. a – ii. b – iii c – iv. d – i
★ তোমার উত্তর – B
২৪) অলঙ্কার বিষয়ে সঠিক মন্তব্য চিহ্নিত করো –
A. আচার্য আনন্দবর্ধন অতিশয়োক্তি অলঙ্কারকে ‘সর্বালঙ্কার সামান্যরূপম’ বলেছেন।
B. আচার্য দন্ডী অতিশয়োক্তি অলঙ্কারকে
‘লোকসীমাতিবর্তিনী’ বলেছেন।
C. উপমা অলঙ্কারকে ধর্মোপমা ও বস্তুপমা হিসাবে ভাগ করেছেন আচার্য বামন।
D. শব্দ অলঙ্কার ও অর্থ অলঙ্কারের মধ্যে অর্থ অলঙ্কারকে বেশি গুরুত্ব দিয়েছেন আচার্য ভামহ।
★ তোমার উত্তর – B
২৫) রীতিকে ব্যক্তিভেদে স্বীকার করে স্রষ্টার স্বতন্ত্র প্রকরণ হিসাবে মর্যাদা দিলেন ?
A. আচার্য বামন B. রুদ্রট
C. কুন্তক D. ভামহ
★ সঠিক উত্তর – C
২৬) “দেবর্ষি যবে কহিলা এ কথা পিতার পার্শ্বে পার্বতী নতাননে / দেখিতে লাগিল লীলাকমলের দলগুলি গুনে গুনে”
– এটি আনন্দবর্ধনের মতে কীসের দৃষ্টান্ত ?
A. সংলক্ষ্যক্রম ধ্বনি
B. ব্যভিচারী ভাব
C. গুণীভূত ব্যঙ্গ
D. চিত্র কাব্য
★ তোমার উত্তর – A
২৭) A. B
a) নাট্যশাস্ত্র, ৬ঠ অধ্যায় i) বাক্য বক্রতা
b) কাব্যাদর্শ, ২য় পরিচ্ছেদ ii) নাট্যরস
c) বক্রোক্তিজীবিতম, iii) কাব্যদোষ
৪র্থ উন্মেষ
d) সাহিত্যদর্পণ, iv) অলঙ্কার
৭ম পরিচ্ছেদ
A. a) – iv b) – iii. c) – ii. d) – i
B. a) – iii. b) – iv. c) – i d) – ii
C. a) – iv. b) – i. c) – ii. d) – iii
D. a) – ii. b) – iv c) – i d) – iii
★তোমার উত্তর – D
২৮) মাধুর্য ও সৌকুমার্য গুণ দুটি কোন রীতিতে দেখা যায় ?
A. মৈথিলী B. গৌড়ী
C. পাঞ্চালী D. মাগধী
★ তোমার উত্তর – C
২৯) A. B
a) বামন i) 2
b) ভোজরাজ. ii) 3
c) আনন্দবর্ধন. iii) 10
d) কুন্তক iv) 24
A. a – ii b – iv. c – ii. d – iii
B. a – iii. b – iv. c – ii. d – i
C. a – ii. b – iii c – iv. d – i
D. a – iv b – i c – ii. d – iii
★ তোমার উত্তর – B
৩০) কোন মন্তব্য অনুসরণ করে কাব্যজিজ্ঞাসা শাস্ত্রের নাম হয়েছে অলঙ্কারশাস্ত্র ?
A. অলঙ্কারাশ্চ কটক কুন্ডলাদিবৎ
B. কাব্যশোভাকরান ধর্মান অলঙ্কারান প্রচক্ষতে
C. অলঙ্কারাৎ অনন্তত্বাৎ
D. কাব্যং গ্রাহ্যম অলঙ্কারাৎ
★ তোমার উত্তর – D
—-