টার্গেট সেট ২০২৩
বিষয় – ইউনিট ৩
উত্তরপত্র
১) “পূর্ব্ব জন্মফলে হেরি তোমা দোঁহে আজি এ কাল আসনে!” – কোন সর্গ থেকে গৃহীত ?
A. ৪র্থ B. ৬ঠ C. ৭ম D. ৯ম
★ সঠিক উত্তর – D
২) ‘পিণাক পাণি’ শব্দটি ‘বিদ্রোহী’ কবিতা ছাড়া নজরুল ইসলাম কোন কবিতায় উল্লেখ করেছেন ?
A. আজ সৃষ্টি সুখের উল্লাসে
B. সর্বহারা
C. সব্যসাচী
D. আমার কৈফিয়ৎ
★ সঠিক উত্তর – A
৩) বিষ্ণু দে তাঁর ‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ’ কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছিলেন কাকে ?
A. রবীন্দ্রনাথ ঠাকুর
B. অন্নদাশঙ্কর রায়
C. যামিনী রায়
D. বুদ্ধদেব বসু
★ সঠিক উত্তর – B
৪) ‘সংবর্ত’ কাব্যগ্রন্থকে ‘মহাকাব্যের লক্ষণাক্রান্ত’ কে বলেছেন ?
A. বুদ্ধদেব বসু B. জীবনানন্দ দাশ
C. অলোকরঞ্জন দাশগুপ্ত
D. অরুণ সরকার
★ সঠিক উত্তর – D
৫) ‘উঞ্চা উঞ্চা পাবত তঁহি বসই সবরী বালী’ – পদটিসম্বন্ধে কোন তথ্যটি ঠিক নয় ?
A. রাগ – বলাড্ডি
B. পদসংখ্যা – ২৮
C. পদকর্তা – সরহপাদ
D. শেষ লাইন – একে সর সন্ধানে বিন্ধহ বিন্ধহ পরম নিবাণেঁ।
★ সঠিক উত্তর – C
৬) “বিষণ্ণ পৃথিবী ছেড়ে দলে দলে নেমেছিল সবে_” – শূন্যস্থান পূরণ করো।
A. হাইড্রেনে B. আরব সমুদ্রে
C. অন্ধকার গুহায় D. শেয়ালদার মোড়ে
★ সঠিক উত্তর – B
৭) “হরিনাম সুধা তুমি বৃদ্ধের নিকট” – কোন কবিতার লাইন ?
A. আনারস B. তপসে মাছ
C. পাঁঠা D. বড়দিন
★ সঠিক উত্তর – A
৮) নিম্নলিখিত কোন কবিতার চরণ সংখ্যা ১১০ ?
A. বোধ B. বিদ্রোহী C. সুখ D. যযাতি
★ সঠিক উত্তর – D
৯) নজরুল ইসলাম ‘আজ সৃষ্টি সুখের উল্লাসে’ কবিতাটি কোন জেলে বসে লিখেছিলেন ?
A. প্রেসিডেন্সি B. সেলুলার
C. রাঁচী D. আলিপু্র
★ সঠিক উত্তর – D
১০) ‘জেসন’ কবিতায় জেসন কথাটি কতবার আছে ?
A. ২বার B. ৪বার C. ৬বার D. ৭বার
★ সঠিক উত্তর – A
১১) গৌতম বুদ্ধ তাঁর বাণী প্রচার করেছিলেন কোন ভাষায় ?
A. উত্তর পশ্চিমায় B. পালিতে
C. প্রাচ্যা D. বৈদিক
★ সঠিক উত্তর – C
১২) মেঘনাদ বধ কাব্যের উৎসর্গপত্র বর্জন করা হয়েছিল কোন সংস্করণ থেকে ?
A. ২য় B. ৩য় C. ৪র্থ D. ৫ম
★ সঠিক উত্তর – B
১৩) ‘সংগতি’ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল ?
A. কবিতা B. প্রবাসী
C. কালিকলম D. পরিচয়
★ সঠিক উত্তর – D
১৪) ” _ বনের ধারে কয়লাখনির গভীর বিশাল শব্দ” – শূন্যস্থান পূরণ করো।
A. মহুয়া B. শিমূল C. সেগুন D. হিজল
★ সঠিক উত্তর – A
১৫) “বল বীর / চির উন্ন মম শির” লাইনটি বিদ্রোহী কবিতায় কতবার আছে ?
A. একবারো নয় B. ৩বার C. ২বার D. ১বার
★ সঠিক উত্তর – C
১৬) কোন কবিতায় খিদিরপুর ডকের উল্লেখ আছে ?
A. বিনিময় B. একটি বেকার প্রেমিক
C. বড়বাবুর কাছে নিবেদন D. সংগতি
★ সঠিক উত্তর – B
১৭) নবদ্বীপচন্দ্র সিং মেঘনাদবধ কাব্য কোন ভাষায় অনুবাদ করেছেন ?
A. মণিপুরী B. মৈথিলী
C. হিন্দি D. অসমীয়া
★ সঠিক উত্তর – A
১৮) সুভাষ মুখোপাধ্যায় কোন কাব্যগ্রন্থের জন্য সাহিত্য অ্যাকাদেমি পুরস্কার পান ?
A. চিরকূট B. অগ্নিকোণ
C. ফুল ফুটুক D. পদাতিক
★ সঠিক উত্তর – C
১৯) মনসামঙ্গল কাব্যে লখিন্দর ও বেহুলার বিয়ে হয়েছিল –
A. ২০শে শ্রাবণ B. ২৯শে বৈশাখ
C. ৭ই মাঘ D. ১৫ই আষাঢ়
★ সঠিক উত্তর – B
২০) “যুদ্ধ আর _ রৌদ্রের দিন” – শূন্যস্থান পূরণ করো
A. সূর্যের B. কামানের
C. ঈশ্বরীর D. বাণিজ্যের
★ সঠিক উত্তর – D
২১) ‘খসড়া’ কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা ‘ঘর’ ?
A. ১১সংখ্যক B. ১৯ সংখ্যক
C. ২১ সংখ্যক D. ২৯ সংখ্যক
★ সঠিক উত্তর – C
২২) ‘চোখ’ এর যে সমার্থক শব্দ ‘চন্দ্রাপীড়ের জাগরণ’ কবিতায় নেই –
A. আঁখি B. নেত্র C. নয়ন D. লোচন
★ সঠিক উত্তর – D
২৩) প্রাকৃত ভাষা অর্থে জনগণের ব্যবহৃত ভাষা কে বলেছেন ?
A. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
B. সুকুমার সেন
C. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
D. বিধূশেখর শাস্ত্রী
★ সঠিক উত্তর – B
২৪) “ভাঙা হাল ধরে থাকি, ছেঁড়া পাল সযত্নে খাটাই ; লুপ্তপ্রায় মানচিত্রে চাই”
- পঙক্তিটি ‘জেসন’ কবিতার কোন কোনস্তবকে আছে ?
A. ২ ও ৪ B. ৩ ও ৬ C. ২ ও ৫ D. ৩ ও ৭
★ সঠিক উত্তর – C
২৫) কোন কবিতা ?
- কবিতাটির চরণ সংখ্যা – ৩৬
- কবিতাটির প্রথম প্রকাশ – পরিচয় পত্রিকা।
- কবিতাটি ‘অভিজ্ঞান বসন্ত’ কাব্যের অন্তর্গত।
- কবিতাটির প্রচ্ছদ অঙ্কন করেছেন – রমেন্দ্রনাথ চক্রবর্তী।
A. চেতন স্যাকরা B. মহুয়ার দেশ
C. আনন্দ ভৈরবী D. সংগতি
★ সঠিক উত্তর – D
২৬) “তুমি শুধু চোখে হাত চাপা দিয়ে অন্ধ হলে” – কোন কবিতার পঙক্তি ?
A. প্রেম তুমি
B. আন্তিগোণে
C. গর্জন সত্তর
D. রাজেশ্বরী নাগমণিকে নিবেদিত
★ সঠিক উত্তর – A
২৭) ‘পদাতিক’ কাব্যগ্রন্থ প্রকাশকালে কবির বয়স কত ছিল ?
A. ১৮ বছর B. ২০ বছর C. ২১ বছর D. ২৩ বছর
★ সঠিক উত্তর – C
২৮) কোন কোন কবিতার শিরোণামই কবিতার শেষ লাইন ?
A. আনন্দ ভৈরবী, যেতে পারি কিন্তু কেন যাবো?
B. আনন্দ ভৈরবী, অবনী বাড়ি আছো
C. হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, অবনী বাড়ি আছো
D. যেতে পারি কিন্তু কেন যাবো ?, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান
★ সঠিক উত্তর – B
২৯) “সৌরভ গরবে দেয় নিজ পরিচয়” – কে ?
A. পাঠার ঝোল. B. পাঠার মাংস
C. আনারস. D. তপসে মাছ
★ সঠিক উত্তর – C
৩০) ‘গগনে অব ঘন মেহ দারুণ’ – পদকর্তা কে ?
A. গোবিন্দদাস B. বিদ্যাপতি
C. জ্ঞানদাস D. রায়শেখর
★ সঠিক উত্তর – D
Password pete gele koto taka lagbe?