টার্গেট সেট ২০২২
বিষয় – ইউনিট ০৪

উত্তরপত্র

১) ‘তুই বড় অপয়া। তোকে সঙ্গে নিলেই একটা না একটা ফ‍্যাসাদ বাঁধে” – কে কাকে বলেছে ?
A. ইন্দ্র শ্রীকান্তকে   
B. বনমালী অনন্তকে
C. মরণচাঁদ অভিমন‍্যুকে
D. কুমুদ মতিকে
★ সঠিক উত্তর – A

২) ‘প্রথম প্রতিশ্রুতি’ উপন‍্যাসে সুবর্ণর জন্ম হয়েছিল কোন পরিচ্ছেদে ?
A. ৩৭নং    B. ৩৯নং    C. ৪২নং    D. ৪৫নং
★ সঠিক উত্তর – C

৩) ‘নির্বাস’ উপন‍্যাসে হলুদমোহন ক‍্যাম্পের প্রধান কর্মচারীর নাম –
A. মোহিত   B. অজয়  C. সুরথ    D. সুজয়
★ সঠিক উত্তর – B

৪) ‘হুতোম প‍্যাঁচার নকশা’য় নতুন বছরের প্রথম দিনটা ছিল –
A. শুক্রবার              B. শনিবার
C. রবিবার               D. সোমবার
★ সঠিক উত্তর – D

৫) ভোপতলালের আজাদদস্তায় পরিবর্তিত নাম কী ছিল ?
A. আজাদ             B. জ‌ওয়াহর
C. গান্ধী                 D. প‍্যাটেল
★ সঠিক উত্তর – C

৬) ‘পুতুল নাচের ইতিকথা’ উপন‍্যাসটি প্রথম কোন ভাষায় অনুবাদ করা হয় ?
A. হিন্দি                   B. তামিল  
C. অসমীয়া             D. গুজরাতি
★ সঠিক উত্তর – D

৭) ‘বিষবৃক্ষ’ উপন‍্যাসে হৈমবতীর বাবার বাড়ি কোথায় ছিল ?
A. হরিপুর                B. দেবীপুর
C. রাণীগঞ্জ              D. কোন্নগর
★ সঠিক উত্তর – A

৮) ‘রাধা’ উপন‍্যাসে চিকিৎসা বিদ‍্যায় অভিজ্ঞ
সন্ন‍্যাসীর নাম কী ?
A. যাদবানন্দ          B. গোকুলানন্দ
C. রামানন্দ            D. গোপালানন্দ
★ সঠিক উত্তর – C

৯) শ্রীকান্তর সঙ্গে রাতে শ্মশানে যেতে চেয়েছিল –
A. সরযূ           B. রাজলক্ষী    
C. রতন           D. পুরুষোত্তম
★ সঠিক উত্তর – D

১০) কাহ্নপাদের মোট কটি পদ চর্যাপদে পাওয়া যায় ?
A. ১১টি    B. ১৩টি   C. ১৫টি    D. ১৮টি
  ★ সঠিক উত্তর – B

১১) তাৎমাদের মধ‍্যে হেঁপো রুগীর নাম কী ?
A. পূরণ    B. নাল্লু    C. তেতর   D. বাসুয়া
★ সঠিক উত্তর – C

১২) অর্জুনবর্মার অনিষ্ট হবার ভবিষ‍্যৎবাণী করেছিলেন –
A. বামনদেব দৈবজ্ঞ    B. বামনদেব বৈদজ্ঞ
C. রামদেব দৈবজ্ঞ     D. রামদেব বৈদজ্ঞ
★ সঠিক উত্তর – A

১৩) ‘বিষবৃক্ষ কি?’ নামক পরিচ্ছেদটির পরিচ্ছেদ সংখ‍্যা কত ?
A. ২৫     B. ২৯     C. ৩৫     D. ৩৯
★ সঠিক উত্তর – B

১৪) ‘কে বটে আপনি?’ কোন উপভাষার নিদর্শন ?
A. ঝাড়খন্ডী              B. বঙ্গালী
C. কামরূপী              D. বরেন্দ্রী
★ সঠিক উত্তর – A

১৫) “শ্রীকান্তের আত্মকথাকে এই রাজলক্ষীই একটা গল্পের গাঁথনি দিয়েছে” – মন্তব‍্যটি করেছে –
A. শ্রীকুমার বন্দ‍্যোপাধ‍্যায়
B. প্রমথ চৌধুরী
C. মোহিতলাল মজুমদার
D. সুরেন্দ্রনাথ দাশগুপ্ত
★ সঠিক উত্তর – C

১৬) বীরকৃষ্ণ দাঁ কার পুষ‍্যিপুত্তুর ছিল ?
A. কানাইধর দাঁ         B. কেবলচাঁদ দাঁ
C. শিবচন্দ্র দাঁ        D. প্রতাপচাঁদ দাঁ
★ সঠিক উত্তর – B

১৭) “তিনি হলেন নদীর মতন” – কার সম্পর্কে বলা আছে ?
A. রামকালী         B. ভবতোষ মাস্টার
C. সত‍্যবতী          D. বিদ‍্যারত্ন
★ সঠিক উত্তর – A

১৮) রাধা উপন‍্যাসের শেষ পরিচ্ছেদে বর্ণিত ঘটনা কোন মাসে শুরু হয়েছে ?
A. বৈশাখ B. শ্রাবণ C. কার্তিক D. অগ্রহায়ণ
★ সঠিক উত্তর – C

১৯) ‘তব প্রেমে মৃত‍্যুঞ্জয়ী ব‍্যথা বিষে নীলকন্ঠ কবি!’ – কোন কবিতার লাইন ?
A. আমার কৈফিয়ৎ       B. পূজারিণী
C. সর্বহারা                     D. সব‍্যসাচী
★ সঠিক উত্তর – B

২০) “না আছে এক বোন্দা সূতা, না আছে একখান তকলি। নিজে যেমন ফুল বামনি” – ফুল বামনি কে ?
A. অনন্তর মা B. সুবলার ব‌উ
C. কালোর মা D. ছাদিরের ব‌উ
★ সঠিক উত্তর – A

২১) নির্বাস উপন‍্যাসে বিমলা কাকে লেখক বলে মনে করত ?
A. সুরথকে B. মোহিতকে C. ভুবনকে D. অজয়কে
★ সঠিক উত্তর – D

২২) “এ যেন ঠিক তাহার দিদি” – অপুর কাকে দেখে দিদিকে মনে হয়েছিল ?
A. রানু B. অমলা C. গুলকি D. লীলা
★ সঠিক উত্তর – C

২৩) রাসু সারদার বিয়েতে যেখান থেকে মিষ্টির কারিগর আসেনি –
A. নাটোর B. কেষ্টনগর C. মুড়োগাছা D. সরকান্দা
★ সঠিক উত্তর – D

২৪) নকশা অনুযায়ী এবছর রামলীলা হবে –
A. বদ্দিনাথ বাহাদুরের বাগানে
B. নরসিংহ বাহাদুরের বাগানে
C. সিদ্ধেশ্বরীতলায়
D. মিত্তিরপাড়ায়
★ সঠিক উত্তর – B

২৫) বরকাহাট্টা মাঠের যে গাছে বাজ পড়েছে –
A. শিমূল গাছে B. কদম গাছে C. কাঁঠাল গাছে D. আম গাছে
★ সঠিক উত্তর – A

২৬) ‘তিতাস একটি নদীর নাম’ উপন‍্যাসে বিধুভূষণ পালের বাড়ি কোথায় ?
A. সাদেকপুরে B. নয়ানপুরে C. বিরামপুরে D. বিষ্ণুপুরে
★ সঠিক উত্তর – D

২৭) অপভ্রংশ শব্দটির প্রথম ব‍্যবহার লক্ষ‍্য করা যায় –
A. ঋকবেদে B. মহাভাষ‍্যে
C. অষ্টাধ‍্যায়ীতে D. প্রাকৃত পৈঙ্গলে
★ সঠিক উত্তর – B

২৮) “পুতুল নাচের ইতিকথা” উপন‍্যাসে মোট কটি মৃত‍্যু আছে ?
A. ৬টি B.৫টি C. ৪টি D. ৩টি
★ সঠিক উত্তর – A

২৯) শুদ্ধ কোনটি ?
A. সত‍্যর জীবনের খোলা জানলা – মেয়েদের স্কুল
B. সত‍্যর খোলা জানলা খোলা রাখার সহায় – সুহাস
C. সত‍্যর আক্ষেপ হয় – নেড়ুকে দেখে।
D. সত‍্য ও নবর মধ‍্যেকার সেতু – সরল।
★ সঠিক উত্তর – C

৩০) ‘তুঙ্গভদ্রার তীরে’ উপন‍্যাসটির রচনা শুরু করেন কবে থেকে ?
A. ২৩ শে আষাঢ়, ১৯৬৩
B. ১লা অগ্রহায়ণ, ১৯৬৫
C. ১৭ই এপ্রিল, ১৯৬৫
D. ২১শে জুলাই, ১৯৬৩
★ সঠিক উত্তর – D