পথের পাঁচালী – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
প্রশ্নোত্তর আলোচনা
১) “চোখ বুজিয়া ভাবিলেই ইন্দির ঠাকুরণ সে সব এখনো দেখিতে পায় যে!” – কী দেখতে পায় ?
● পৌষ পার্বণের দিন ঢেঁকিশালে রায়বাড়ির মেজ বৌ চাল কুটতে এসেছে
২) “সর্বজয়ার কাছে চাহিলে সব সময় মেলে না বলিয়া বুড়ি সংসার হইতে লুকাইয়া আনিয়া সেগুলি … সঞ্চয় করিয়া রাখিয়া দেয়” – কীসের মধ্যে ?
● ইন্দির ঠাকুরণের বিয়ের বেতের পেঁটরার মধ্যে
৩) “ও ললিতে চাঁপকলিতে একটা কথা শুনসে / রাধার ঘরে চোর ঢুকেছে … – এই পর্যন্ত বলিয়া সে হাসি হাসি মুখে প্রতীক্ষার দৃষ্টিতে ভাইঝির দিকে চাহিয়া থাকে। খুকি উৎসাহের সঙ্গে বলে – ” – কী বলে ?
●চুড়োবাঁধা মিনসে
৪) “সোনাডাঙা মাঠের মধ্যে _ নামক সেকালকার এক বড় পুকুরের ধারে ছিল ঠ্যাঙাড়েদের আড্ডা” – কোন পুকুর ?
● ঠাকুরঝি পুকুর।
৫) “বীরু রায় সপরিবারে নৌকাযোগে তাঁহার শ্বশুরবাড়ি হলুদবেড়ে হইতে ফিরিতেছিলেন” – কোন সময়ের ঘটনা ?
● ১২৩৮ সাল, পূজার সময়।
৬) “সেখান হইতে আর দিন চারেকের পথ আসিলে স্বগ্রাম” – কোথা থেকে ?
● দক্ষিণ শ্রীপুরের কাছে ইছামতী থেকে
৭) “সেখান হইতে আর দিন চারেকের পথ আসিলে স্বগ্রাম” – স্বগ্রামের নাম কী ?
● যশড়া – বিষ্ণুপুর
৮) “এইরূপে তাঁহার (বীরু রায়ের) বংশে এক অদ্ভূত ব্যাপারের সূত্রপাত হইল” – কোন ব্যাপার ?
● বংশের জ্যেষ্ঠ সন্তান বাঁচত না
৯) “_ এর বাড়ি আসিয়া বুড়ি পাড়ার মেয়েদের মুখে হরিহরের ছেলে হওয়ার গল্প শুনিতেছিল” – কার বাড়ি এসে ?
● হরি পালিতের বাড়ি এসে
১০) “একবার তিনি (ইন্দির ঠাকুরণের স্বামী) পুঁটুলির মধ্যে কি খাবার আনিয়াছিলেন” – কী খাবার ?
● চিনির ডেলা
১১) “বালক সর্বদা জল জল করিত কিন্তু ঈশান কবিরাজ জল দিতে বারণ করিয়াছিলেন” – জলের পরিবর্তে নিবারণকে কী দেওয়া হত ?
● মৌরীর পুঁটুলি চুষানো হয়েছিল
১২) “সর্বজয়া দারিদ্র্য হইতে রক্ষিত তাহার মায়ের একখানা _ শাড়ি পরিয়া অনেক রাত্রে ঘরে আসিল” – কেমন শাড়ি ছিল ?
● লালপাড় মটকা শাড়ি
১৩) “সর্বজয়া কিন্তু ইহার মধ্যে একদিনও বুড়ির সঙ্গে ভালো করিয়া কথা কহে নাই” – ইহার মধ্যে বলতে কত সময় বোঝানো হয়েছে ?
● ছয় সাত মাস
১৪) “তবুও যদি সেখানে যাওয়া যায়, জামাই একটু আশ্রয় দিতে কি গররাজি হইবে?” – জামাইয়ের বাড়ি কোথায় ?
● ভান্ডারহাটি
১৫) “এই নাও দিদি, ভারি গরম জিনিস, সাড়ে ন আনা দাম – এর চেয়ে ভালো জিনিস আর নবাবগঞ্জে পাওয়া যায় না” – কোন জিনিসের কথা বলা হয়েছে ?
● রাঙা ছিটের সুতির চাদর
১৬) “সেকালের ছড়াটা সে (ইন্দির ঠাকুরণ) এখনো ভোলে নাই -” কোন ছড়ারকথা বলা হয়েছে ?
● লাথি ঝাঁটা পায়ের তল / ভাত পাথরটা বুকের বল
১৭) “মাস দুই পরে সকলে মিলিয়া সেই ঘরখানি বুড়ির জন্য ঠিক করিয়া দিল এবং ঠিক করিল পাড়া হইতে সকলে কিছু কিছু সাহায্য করিবে” – কোন ঘরের কথা বলা হয়েছে ?
● চিন্তে গোয়ালিনীর চালা ঘর
১৮) “বুড়ি ভালো করিয়া উঠিয়া বসিল। জিনিসগুলো নাড়িতে নাড়িতে বলিল – দেখি দেখি, ও আমার মানিক, কত জিনিস এনেচে দ্যাখো” – দূর্গা পিসির জন্য চড়কের মেলা থেকে কী কী নিয়ে গিয়েছিল ?
● দু’পয়সার মুড়কি আর দুটো কদমা
১৯) “কেমন আছেন পিসিমা ? শরীর কি অসুখ মনে হচ্ছে ? পরে সে গঙ্গাজলটুকু মুখে ঢালিয়া দিল” – কে ?
● দীনু চক্রবর্ত্তীর বড় ছেলে ফণী
২০) “নিশ্চিন্দপুরের কয়েকজন লোক _ বৈকালে গ্রামের বাহিরের কুঠির মাঠে নীলকন্ঠ পাখি দেখিতে যাইতেছিল” – কোন বিকালের কথা বলা হয়েছে ?
● সরস্বতী পুজোর বিকালে
২১) “বাড়ি ফিরিবার পথে সে পথের ধারের একটা নীচু ঝোপ হইতে একটা উজ্জ্বল রঙের ফলের থোলো ছিঁড়িতে হাত বাড়াইল” – কোন ফল ?
● আলকুশী
২২) “কেমন বীচিগুলো তেল চুকচুক কচ্ছে – আজই গাছ থেকে পড়েচে, ভাগ্যিস আগে গেলাম, নইলে সব গরুতে খেয়ে ফেলে দিত” – কীসের কথা বলা হয়েছে ?
● রড়া ফলের বীচি
২৩) “অপুদের বাড়ি হইতে কিছু দূরে একটা খুব বড়ো _ গাছ ছিল। কেবল তাহার মাথাটা উহাদের দালানের জানালা কি রোয়াক হইতে দেখা যায়” – কোন গাছ ?
● অশ্বত্থ গাছ
২৪) “অপু বলিত, মা সেই ঘুঁটে কুড়ানো গল্পটা” – কোথায় আছে এই গল্প ?
● অন্নদামঙ্গল কাব্যে
২৫) “অপু আঁকুষি আনিলে দুজনে মিলিয়া বহু চেষ্টা করিয়াও চার পাঁচটার বেশি ফল পাড়িতে পারিল না” – কোন ফলের কথা বলা হয়েছে ?
● নোনা ফলের কথা
২৬) “যুগপৎ দুই চুরির আতর্কিততায় আড়ষ্ট হইয়া দূর্গা পাঁচিলের গায়ে ঠেস দিয়া দাঁড়াইয়া ঘামিতেছিল” – কী কী চুরির অভিযোগ ছিল দূর্গার ওপর ?
● পুঁতির মালা এবং সোনামুখী আমের গুটি
২৭) “এই এত বড় বড়, কাউকে যেন বলিস নে! তুই আর আমি চুপিচুপি যাবো। আমি আজ দুপুরবেলা দুটো পেড়ে খেয়েছি – মিষ্টি যেন গুড়” – কোন ফলের কথা বলা হয়েছে ?
● কামরাঙা
২৮) “কামরাঙ্গা যা পেকেছে! এই এত বড় বড়, কাউকে যেন বলিসনে! তুই আর আমি চুপি চুপি যাবো -” – কোথায় কামরাঙ্গা পেকেছে ?
● পালিতদের বাগানে
২৯) “তা এট্টু তেতো থাকবে না ? তা থাক্ কেমন মিষ্টি বল দিকি – কথা শেষ করিয়া দূর্গা খুব খুশির সহিত গোটাকতক পাকা ফল মুখের মধ্যে পুরিল” – কোন ফলের কথা বলা হয়েছে ?
● শেওড়া ফল
৩০) “ডাঙায় ছুঁড়িয়া দিয়া বলিল – বড্ড কচি, এখনো দুধ হয়নি মধ্যে” – কোন ফলের কথা বলা হয়েছে ?
● পানিফল
৩১) “তাই পাইয়া চন্দর হাজরা দিনকতক খুব বাবুগিরি করিয়া বেড়াইল” – কী পেয়ে ?
● এক হাঁড়ি সেকেলে আমলের টাকা
৩২) “কোথাকার এক জায়গায় একটা খুব ভালো খাবার পাওয়া যায়। সান্যাল মহাশয় নাম বলিলেন – ” – কী নাম খাবারের ?
● প্যাঁড়া
৩৩) “সান্যাল মশায় বারবার যে জিনিসটা দেখিতে যান তাহার নাম বলিতেছিলেন – ” – কী নাম ?
● চিকা মসজিদ
৩৪) “একদিন পাঠশালায় এমন একটি ঘটনা ঘটিয়াছিল, যাহা তাহার জীবনের একটি নতুন অভিজ্ঞতা” – কী ঘটনা ?
● শ্রুতিলেখন লেখা
৩৫) “পিতম নামক কোনো লোকের সেখানে কাঁসারির দোকান নাই বা উক্ত চেহারার কোনো লোকও সেখানে নাই” – কোথায় ?
● ঝিকরহাটির বাজারে
৩৬) “সাদা সাদা লোহার খুঁটির উপর যেন একসঙ্গে অনেক দড়ির টান বাঁধা – যতদূর দেখা যায় ঐ সাদা খুঁটি ও দড়ির টান বাঁধা দেখা যাইতেছে” – কীসের কথা বলা হয়েছে ?
● রেলের রাস্তা
৩৭) “ছোট চাষাদের গাঁখানা – কেমন নামটি” – কী নাম গ্রামের ?
● আমডোব
৩৮) “অপু একটুখানি মুখে তুলিয়া খাইয়া অবাক হয়ে গেল – এমন অপূর্ব জিনিস আর সে কখনো খায়নি তো” – কোন খাবারের কথা বলা হয়েছে ?
● মোহনভোগ
৩৯) “তাহার পর অমলা তাহাকে একটা সিঁদুরের কৌটা খুলিয়া দেখাইল – সেটার মধ্যে রাঙা রঙের একখানা ছোট রাংতার মতো কি” – কী ছিল তার মধ্যে ?
● সোনার পাত
৪০) “একদিন মাত্র বছরে সে দেশের ঠিকানা খুঁজিয়া মেলে – তাহাদের সেদিন নিমন্ত্রণ থাকে ওপাড়ার গাঙ্গুলী বাড়ি” – কোন দিন ?
● রামনবমী দোলের দিন
৪১) “ঐটাই কেবল বাদ পড়িয়াছে – সে শুধু বাবার দোষে!” – কী বাদ পড়েছে ?
● রেলগাড়ি দেখা
৪২) “সতু দোকানে বিক্রয়ার্থ রক্ষিত পণ্যের মধ্যে হইতে কি একটা তুলিয়া লইয়া হঠাৎ দৌড় দিয়া দরজার কাছে ছুটিল – সঙ্গে সঙ্গে অপুও” – সতু কী নিয়ে পালিয়েছিল ?
● মাকাল ফল তিনটে
৪৩) “আমি এ গ্রামের বিশালাক্ষী দেবী। গ্রামে অল্পদিনে ওলাওঠার মড়ক আরম্ভ হবে – বলে দিও – ” – মড়ক থেকে বাঁচতে দেবী কী বিধান দিয়েছিলেন ?
● চতুর্দশীর রাত্রে পঞ্চানন্দতলায় একশো আটটা কুমড়ো বলি দিয়ে কালীপূজো করতে হবে।
৪৪) “তাহাদের বাড়িতে একখানা বই আছে, পাতাগুলো সব হলদে, মলাটটার খানিকটা নাই, নাম লেখা আছে – ” – কী নাম বইটার ?
● বীরাঙ্গনা কাব্য
৪৫) “মায়ের সঙ্গে গ্রামের উত্তর মাঠে যে পুরনো মজা পুকুরের ধারে সে (অপু) বনভোজন করিতে যায়” – কোন দিন ?
● কলুইচন্ডী ব্রতের দিন
৪৬) “আজ যেন একটা উৎসবের দিন” – অপুর এমন হবার কারণ কী ?
● সেদিন রাত্রে তাদের বাড়িতে ভাত তরকারি রান্না হবে
৪৭) “তাই ভোঁদা সেকরার দোকানে বিক্রি কল্লে পাঁচটা টাকা দেলে” – কী বিক্রির কথা বলা হয়েছে ?
● রূপোর নিমফল
৪৮) “আরো কয়েকস্থানে বিফল মনোরথ হইয়া ঘুরিতে ঘুরিতে বাবুরাম পাড়ুইয়ের বাড়ির নিকটবর্তী তেঁতুলতলার কাছে আসিয়া তার মুখ আনন্দে উজ্জ্বল হইয়া উঠিল” – কেন ?
● তেঁতুলতলায় কড়ি খেলার আড্ডা জমেছে
৪৯) “এতদূরে ঠিক দুপুরবেলা জেলের ছেলেদের দলে মিশিয়া কড়ি খেলিতে আসিবার জন্য নীরেন দুজনকেই বকিল” – দুজন কে কে ?
● অপু ও পুটু
৫০) “কাল তোদের মাস্টারমশায়কে নেমন্তন্ন করে আসিস – বলিস দুপুরবেলা এখানে খেতে।” – কোনদিন খাবারের নিমন্ত্রণ ছিল ?
● মধুসংক্রান্তির ব্রতের দিন
৫১) “সে বলিল – এ ফল তো খায় না, এ তো তেতো” – কোন ফলের কথা বলা হয়েছে?
● মেটে আলু
৫২) “সেই আমার (গোকুলের বউয়ের) জম্মের মধ্যে কম্ম – রেলগাড়িতে চড়া!” – কোথায় গিয়েছিল রেলগাড়ি চড়ে ?
● আড়ংঘাটার যুগলকিশোর দেখতে
৫৩) “দেখিতে পাওয়া অত্যন্ত ভাগ্যের কাজ – তাহার মার মুখে, আরো অনেকের মুখে সে শুনিয়াছে” – কী দেখতে পাওয়া ?
● সুদর্শন পোকা
৫৪) “অপুর কাছেও বোধ হয় শাস্তিটা কিছু বেশি কঠোর বলিয়াই ঠেকিল” – কোন শাস্তি ?
● সর্বজয়া দুর্গার পুতুলের বাক্স উঠোনে ছুঁড়ে ফেলে দিয়েছিল
৫৫) “লীলাদির জন্যে কেমন চমৎকার শাড়ি কেনা হয়েচে, আজ লীলাদির কাকা বিয়ের জন্য কিনে এনেচে রানাঘাট থেকে” – কী শাড়ি এনেছে ?
● বালুচরী
৫৬) “ইহার অর্থ কি বা বইখানা কোন বিষয়ের তাহা সে বিন্দু বিসর্গ বুঝিল না” – বইটির কী নাম ?
● সর্বদর্শন সংগ্রহ
৫৭) “দাদু তাহলে এবার তুমি আমায় সেই বইখানার ছবি দেখাও” – কোন বইয়ের ছবি দেখতে চায় অপু ?
● প্রেমভক্তি-চন্দ্রিকা
৫৮) “বৃদ্ধ বলেন, আমি মরবার সময়ে বইখানা তোমাকে দিয়ে যাবো দাদু, তোমার হাতে বইয়ের অপমান হবে না” – কোন বইয়ের কথা বলা হয়েছে ?
● প্রেমভক্তি-চন্দ্রিকা
৫৯) “দূর্গার এই প্রথম রান্না” – কী কী রান্না করেছিল ?
● ভাত, মেটে আলুসেদ্ধ এবং আধপোড়া বেগুন ভাজা
৬০) “বৌ ঠাকরুণ একবার হুকুম করুন আমি ওঁকে এই দন্ডে আমার হারানো মায়ের মতো মাথায় করে নিয়ে যাবো” – বৌঠাকরুণ কে ?
● গোকুলের বউ
৬১) “কথাটা সর্বজয়া ঘাটে গিয়া পাড়ার মেয়েদের মুখে শুনিল” – কী কথা ?
● নীরেনের চলে যাবার কথা
৬২) “সর্বজয়া কথাটা শুনিয়া বড় দমিয়া গেল” – কোন কথা ?
● নীরেন জিনিসপত্র নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে
৬৩) “দেখবে তুমি মজাটা একবার, তুমি আমার বাড়ির জিনিস নিয়ে হজম কর্তে গিয়েচো” – বাড়ির কোন জিনিসের কথা বলা হয়েছে ?
● সোনার সিঁদূর কৌটো
৬৪) “শেষোক্ত কথাতেই বোধ হয় সেজ ঠাকুরণের কোনো ব্যথায় ঘা লাগিল” – কোন কথা ?
● বাগানের আমগুলো তলায় পড়বার জো নেই কাকিমা
৬৫) “বৈদ্যনাথ এমন ভাব দেখাইলেন যেন নিশ্চিন্দিপুরবাসিগণের জীবন মরণ এই প্রতিযোগিতার ওপর নির্ভর করিতেছে” – কোন প্রতিযোগিতার কথা বলা হয়েছে ?
● যাত্রাপালার প্রতিযোগিতা
৬৬) “এবার দূর্গা আসিয়া খবর দিল প্রতি বৎসরের সেই গাছটাতে এবার কাঁটা ভাঙা হইবে না” – কোন গাছে ?
● খেজুর গাছে
৬৭) “দূর্গা বলিয়াছিল – কি হবে পয়সা তোর ? অপু দিদির মুখের দিকে চাহিয়া একটুখানি হাসিয়া বলিল” – কী বলেছিল ?
● নিচু খাব
৬৮) “দুগ্গা একটা কাজ কর তো! রাণুদের বাগান থেকে দুটো _ পাতা খুঁজে নিয়ে আয় তো – অপুর শরীরটা অসুখ করেচে, একটু ঝোল দেব” – কোন পাতা ?
● গন্ধ ভেদালির পাতা
৬৯) “তাঁহাকে ঘিরিয়া রথযাত্রার ভিড়” – কাকে ?
● সেনাপতি বিচিত্রকেতু
৭০) “তিনজনে মিলিয়া উঠানে বড় ঘর আঁকিয়া গঙ্গা যমুনা খেলিয়াছে” – কোন তিনজন ?
● দূর্গা – অপু – রাজপুত্র অজয়
৭১) “সে জানে ইহা জ্বর আসার পূর্ব লক্ষণ” – কী ?
● হাই ওঠা
৭২) “বইখানাতে যাঁহাদের গল্প আছে সে ঐ রকম হতে চায়” – কোন বইয়ের কথা বলা হয়েছে ?
● চরিতমালা
৭৩) “এ সে জিনিস নয়, এ আমার বিয়ের দানের – এখন এ জিনিস আর মেলে না” – সর্বজয়া কোন জিনিসের কথা বলছে ?
● কাঁসার রেকাবি
৭৪) “আধঘন্টার মধ্যে পাড়ার লোকে উঠান ভাঙিয়া পড়িল” – কেন ?
● দূর্গার মৃত্যুতে
৭৫) “সে (হরিহর) পড়িল মহাবিপদে – অপরিচিত স্থান, কেহ একটি পয়সা দিয়া সাহায্য করে এমন নাই” – অপিরচিত স্থানটি কোথায় ?
● গোয়াড়ী কৃষ্ণনগরে
৭৬) “হরিহর বলে – বইখানা দ্যাও বাবা, যাদের বই তারা চাচ্চে যে!” – কোন বইয়ের কথা বলা হয়েছে ?
● পদ্মপুরাণ
৭৭) “একথা জানিয়া জায়ের প্রতি সম্ভ্রমে তাহার (সর্বজয়ার) হৃদয় পূর্ণ হইয়া যায়” – কোন কথা ?
● জা নগদে ও কোম্পানির কাগজে দশহাজার টাকার মালিক
৭৮) “দিদির পরেই যদি সে কাহাকেও ভালোবাসে তো সে-” – অপু দিদির পর কাকে ভালোবাসে ?
● রাণু দি
৭৯) “সেদিন দুপুরে তাহার বাবা একটা কাগজের মোড়ক দেখাইয়া হাসিমুখে বলিল – দ্যাখো তো খোকা, কি বলো দিকি” – কী ছিল ?
● বঙ্গবাসী কাগজ
৮০) “স্থানটা তাহার ভারী ভালো লাগে, একেবারে নির্জন, দু’ধারে নদীর পাড়ে কত কি গাছপালা নদীর জলে ঝুঁকিয়া পড়িয়াছে” – কোন স্থানের কথা বলা হয়েছে ?
● সোনাডাঙা মাঠের নীচে ইছামতীর ধারে কাঁচিকাটা খালের মুখে
৮১) “ঐ গ্রামে তাহার পিসিমা থাকেন, তাঁহার সহিত কখনো দেখাশোনা হয় নাই, অমনি দেখা করিয়া আসিবে” – কোন গ্রামে অপুর পিসিমা থাকেন ?
● গঙ্গানন্দপুর গ্রামে
৮২) “গ্রামের মধ্যে একটা কানা ভিখারী একতারা বাজাইয়া গান গাহিয়া ভিক্ষা করিতেছে – ও গান তো অপু জানে – কতবার গাহিয়াছে” – কোন গানের কথা বলা হয়েছে ?
● দিন দুপুরে চাঁদের উদয় রাত পোহানো হল ভার
৮৩) “একটা ছোট্ট চালাঘরে পাঠশালা বসিয়াছে, ছেলেরা সুর করিয়া নামতা পড়িতেছে” – কোথায় ?
● হরিশপুরে
৮৪) “এতে তো হবে না, বারের পূজোতে দু’আনা দক্ষিণে লাগবে” – কোন পূজোর কথা বলা হয়েছে ?
● সিদ্ধেশ্বরীর পুজো
৮৫) “এতে তো হবে না, বারের পূজোতে দু’আনা দক্ষিণে লাগবে” – অপুকে তার মা কতটাকা দক্ষিণা দিয়েছিল ?
● চার পয়সা
৮৬) “বাল্যের এই একা প্রথম বিদেশ গমন সম্পর্কিত একটা ছবি অনেকদিন পর্যন্ত তাহার মনে ছিল” – বিদেশ গমন বলতে কোথায় যাবার কথা বলা হয়েছে ?
● পিসির বাড়ি গঙ্গানন্দপুরে
৮৭) “এখন তাহার সে কথা মনে হইলে হাসি পায়” – কোন কথা ?
● আতুরী ডাইনীর ভয়ে বাঁশবন ভেঙে দৌড় দিয়েছিল
৮৮) “তাহাদের বেড়ার গায়ের রাংচিতা ফুল লাল হইয়া ফুটিলে, তাহার মুখ মনে পড়ে” – কার মুখ মনে পড়ে অপুর ?
● তার দিদি দূর্গার
৮৯) “মেলার গোলমালের মধ্যে কে চমৎকার বাঁশি বাজাইতেছে” – কে ?
● মালপাড়ার হারাণ মাল
৯০) “ধূলা ও মাকড়সার ঝুল মাখা হইলেও জিনিসটা কি বা তাহার ইতিহাস বুঝিতে তাহার বাকি থাকিল না” – কোন জিনিস ?
● সেজ ঠাকুরণের বাড়ি থেকে চুরি যাওয়া সোনার সিঁদুর কৌটো
৯১) “ওইখানে বনবিবির দরগা তলায় শ্রাবণ মাসে ভারী মেলা হয়, এমন সস্তা কুমড়ো আর কোথাও মেলে না” – কোথায় মেলা হয় ?
● নাটাবেড়ে
৯২) “খড়মের বউলের মতো জিনিসটাই নাকি _ , তাহার বাবা বলিল” – শূন্যস্থান পূরণ করো
● টেলিগ্রাফের কল
৯৩) “মশাইয়ের দেশটা কোথায়?” – কথক ঠাকুর এর উত্তরে কোন স্থানের কথা বলেছিলেন ?
● সাতক্ষীরের সন্নিকট – বাদুড়ে শীতলকাটি
৯৪) “_ বলিয়া যে একটা তরকারি আছে, একথা সে এই প্রথম শুনিল” – কোন তরকারি ?
● বাঁধাকপি ফ্রিটার্স
৯৫) “এই দুপুরটার জন্য তাহার মন তৃষিত থাকে” – কার ?
● সর্বজয়ার
৯৬) “বড়বাবুর মেয়ের বিবাহ উপলক্ষে বাড়ি সরগরম হইয়া উঠিল” – কোন সময় ?
● বৈশাখের প্রথমে
৯৭) “তোমাকে দিয়ে দিলাম একেবারে” – অপুকে লীলা কী দিয়েছিল ?
● ফাউন্টেন পেন
৯৮) “অনেকক্ষণ ধরে লীলার আনা বই দুজনে দেখল” – কোন বই ?
● সখা সখী
৯৯) “সমুদ্রের তলায় কোন স্থানে স্পেনদেশের একধনরত্নপূর্ণ জাহাজ দুই তিনশত বৎসর পূর্বে ডুবিয়া যায় – আজ পর্যন্ত অনেকে খোঁজ করিয়াছে, কেহ স্থানটা নির্ণয় করিতে পারে নাই” – কোন জায়গা ?
● পোর্তো প্লাতার সন্নিহিত সমুদ্রগর্ভে
১০০) “আজ কতদিন সে নিশ্চিন্দিপুর দেখেনি” – কতদিন ?
● তিন বৎসর
——