অনুপ্রাস অলঙ্কারের দৃষ্টান্ত
■ বৃত্ত্যনুপ্রাস অলঙ্কারের উদাহরণ –
◆ বিযুক্তভাবে –
১) চল চপলার চকিত চমকে
২) কেতকীকেশরে কেশপাশ করো সুরভি
৩) বিদায় বিষাদশ্রান্ত সন্ধ্যার বাতাস ~ ব
৪) কাননে কুসুম কলি সকলি ফুটিল ~ ক
৫) সপ্ত কোটি কন্ঠ কলকল নিনাদ করালে ~ ক
৬) বাজিল বনে বাঁশের বাঁশরী ~ ব
৭) কেতকী কত কি কথা কামিনীরে কয় কানে কানে ~ ক
৮) মনুমেন্টের মিনারের মাথা ~ ক
৯) হাহাকার করে বেহায়া হাওয়ার বেহালাখানি ~ হ
১০) মরম মুরজ মুরছিয়া বাজে নির্মম করাঘাতে ~ ম
১১) ক্লান্ত কাতর কতহুঁ কাকুতি করত কামিনী পায় ~ ক
১২) নিশ্চিহ্ন সে নচিকেতা, নৈরাশ্যের নির্বাহী প্রভাবে ~ ন
১৩) রূপকথার রূপের রাণী পাথর পুরীর প্রাচীর তলে ~ র, প।
◆ বিযুক্তভাবে স্বরূপ অনুসারে –
১৪) অদূরে কোমললোম ছাগবৎস ধীরে
১৫) কবিরবুকের দুখের কাব্য
১৬) জীবননব রাগে রঞ্জিত হোক
১৭) রাজপুতসেনা সরোষে সরমে ছাড়িল সমর সাজ
১৮) কবরী দিস করবীমালে ঢাকি
১৯) বাক্যকে অধিকার করেছে কাব্য
২০) জেগেছে যৌবন নব বসুধার দেহে
◆ বিযুক্তভাবে ক্রমানুসারে –
২১) কানু কহে রাই, কহিতে ডরাই, ধবলী চরাই বনে
২২) না মানে শাসন বসন বাসন অশন আসন যত
২৩) এত ছলনা কেন বল না গোপললনা হল সারা
২৪) গত যামিনী জিত দামিনীকামিনী কুললাজে
◆ যুক্তভাবে ক্রমানুসারে –
২৫) ঝঞ্ঝা ঘন গরজন্তি সন্ততি ভুবন ভরি বরি খন্তিয়া ~ ন্ত
২৬) দুরন্ত কৌন্তিক কুল কুন্তে আস্ফালিল ~ ন্ত
২৭) এত ভঙ্গ বঙ্গ দেশ তবু রঙ্গে ভরা ~ ঙ্গ
২৮) সঙ্কটময় পঙ্কিল পথ শঙ্কিল চারিধার ~ ঙ্ক
২৯) অশোক রোমাঞ্চিত মঞ্জরিয়া দিল তার সঞ্চয় অঞ্জলিয়া ~ ঞ্জ, ঞ্চ
৩০) মঞ্জুবিকচকুসুমপুঞ্জ মধুপশব্দগঞ্জিগুঞ্জ ~ ঞ্জ
■ ছেকানুপ্রাস অলঙ্কারের উদাহরণ –
◆ যুক্তভাবে ক্রমানুসারে –
১) এখনি অন্ধ বন্ধ করো না পাখা ~ ন্ধ
২) অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে ? ~ ন্ধ
৩) নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় ~ ঞ্জ
৪) বসুন্ধরার বন্ধ্যা চরে ~ ন্ধ
৫) কুঁড়ির ভিতর কাঁদিছে গন্ধ অন্ধ হয়ে ~ ন্ধ
৬) উড়িল কলম্ব কুল অম্বর প্রদেশে ~ ম্ব
৭) মরিতেছে মাথা খুঁড়ে পঞ্জর পিঞ্জরে ~ ঞ্জ
৮) আমি কবি ভাই কর্মের আর ঘর্মের ~ র্ম
৯) লঙ্কার পঙ্কজ রবি গেলা অস্তাচলে ~ ঙ্ক
১০) রণ তরঙ্গে নাচে ত্রিভঙ্গে ~ ঙ্গ
◆ বিযুক্তভাবে ক্রমানুসারে –
১১) জলসিঞ্চিত ক্ষিতি সৌরভ রভসে
১২) কেড়ে রেখেছিনু বক্ষে তোমার কমল কোমল পাণি
১৩) অধর অধীর হতো চুম্বন লালসে
১৪) উদ্ধত যত শাখার শিখরে রডোডেন্ড্রনগুচ্ছ
১৫) যাপিনু যামিনী যমুনার কুলে বন্ধুর পথ চাহি
১৬) অশান্ত আকাঙ্ক্ষাপাখী / মরিতেছে মাথা খুঁড়ে পঞ্জর পিঞ্জরে
১৭) করুণাকিরণে বিকচ নয়ান
১৮) একটি ধানের শিষের উপরে একটি শিশিরবিন্দু
১৯) রিনিঝিনি রুনুঝুনু সোনার নুপুর
■ শ্রুত্যনুপ্রাস অলঙ্কারের উদাহরণ –
১) বাতাস বহে বেগে, ঝিলিক মারে মেঘে ~ ক খ
২) ধীরে ধীরে দীপখানি দ্বারে নামাইয়া আইলা সম্মুখে ~ ধ দ
৩) পরপারে দেখি আঁকা, তরুছায়া মসী মাখা ~ ক খ
৪) চিরদিন বাজে অন্তর মাঝে ~ জ ঝ
৫) লীলাপদ্ম হাতে, কুরুবক মাথে ~ ত থ
৬) বাদী প্রতিবাদী, বিবিধ উপাধি ~ দ ধ
৭) ধরি তার কর দুটি, আদেশ পাইলে উঠি ~ ট ঠ
৮) কালো চোখে আলো নাচে, আমার যেমন আছে ~ চ ছ
৯) কূল নাহি পাই তল পাব তো তবু,
হতাশ মনে রইব না আর কভু ~ ব ভ
১০) দিল সে এতকাল যাপি, হোলির দিনে কত কাফি
■ লাটানুপ্রাস অলঙ্কারের উদাহরণ –
১) গাছেগাছে ফুল ফুটেছে, ফুলেফুলে অলি
২) বাজে বাজে কথা না বলে আসল কথা বল
৩) সকাল সকাল বাড়ি ফিরে এসো
৪) ছোট ছোট ছেলেরা এখন খুব পাকা
৫) দীঘিতে লাল লাল পদ্ম ফুটেছে
৬) ফুলকো ফুলকো লুচি দেখে জিভে জল আসছে
৭) বড়ো বড়ো গাছে জায়গাটা অন্ধকার হয়ে গেছে
৮) কচি কচি দুটি টুকটুকে ঠোঁট অভিমান ভরে ফুলে ওঠে
৯) সবুজে সবুজে ভরা বনানী
১০) এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতেঠিক পৌঁছে যাবো
■ অন্ত্যানুপ্রাস অলঙ্কারের উদাহরণ –
১) শোন লো রাজার ঝি / তোরে কহিতে আসিয়াছি
২) দিঘির কালো জলে সাঁঝের আলো ঝলে
সন্ধ্যামুখের সৌরভী ভাষা, বন্ধ্যাবুকের গৌরবী আশা
৩) এতটুকু ফাঁকা যেখানে যা পাই তোমার মূরতি সেখানে চাপাই
৪) নূপুর গুঞ্জরি যাও আকুল অঞ্চলা বিদ্যুৎ চঞ্চলা
৫) অজানা গোপন গন্ধে পুলকে চমকি দাঁড়াবে থমকি
◆ উপান্ত অনুপ্রাস –
১) জমবে ধুলা তানপুরাটায় তারগুলায়
কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়
২) এমনিধারা একটি চপল পলকসম
ক্ষণপ্রভার হাসির একটি ঝলকসম
৩) জাগো জাগো কারার বন্দীরা
ওই শোন বেজে ওঠে কালের মন্দিরা
■ সর্ব্বানুপ্রাস অলঙ্কারের উদাহরণ –
১) গগনে ছড়ায়ে এলোচুল
চরণে জড়ায়ে বনফুল
২) সন্ধ্যামুখের সৌরভী ভাষা
বন্ধ্যাবুকের গৌরবী আশা
৩) রজনীগন্ধা বাস বিলালো
সজনী সন্ধ্যা আসবি না লো ?