■ সমাস নির্ণয় ■
★ দ্বন্দ্ব সমাস ★
১) ভাই ও বোন – ভাইবোন
২) ভীম ও অর্জুন – ভীমার্জুন
৩) আদি, মধ্য ও অন্ত – আদিমধ্যান্ত
৪) মন ও তনু – মনস্তনু
৫) কায়, মন ও বাক্য – কায়মনোবাক্য
৬) ধান ও দূর্বা – ধান্যদূর্বা
৭) সোনা ও রূপা – সোনারূপা
৮) অশন ও বসন – অশনবসন
৯) সত্য, শিব ও সুন্দর – সত্য শিব সুন্দর
১০) কায়দা ও কানুন – কায়দাকানুন
১১) রবি ও শশী – রবিশশী
১২) কায়দা ও কানুন – কায়দাকানুন
১৩) আমি ও তুমি – আমরা
১৪) আমি ও সে – আমরা
১৫) তুমি ও সে – তোমরা
১৬) জামাতা ও পুত্র – জামাতাপুত্র
১৭) লোক ও জন – লোকজন
১৮) মাঠ ও ঘাট – মাঠঘাট
১৯) দিবা ও রাত্রি – দিবারাত্রি
২০) ভীষণ ও মধুর – ভীষণমধুর
২১) লোহা ও লক্কড় – লোহালক্কড়
২২) অল্প ও অধিক – অল্পাধিক
★ কর্মধারয় সমাস ★
● সাধারণ কর্মধারয় :-
১) পীত যে অম্বর – পীতাম্বর
২) শুচি যে বস্ত্র – শুচিবস্ত্র
৩) পূর্বা যে রাত্রি – পূর্বরাত্রি
৪) নব যে যৌবন – নবযৌবন
৫) রক্ত যে উৎপল – রক্তোৎপল
৬) হেড যে মাস্টার – হেডমাস্টার
৭) কু (কুৎসিত) যে অন্ন – কদন্ন
৮) কু যে পুরুষ – কুপুরুষ /কাপুরুষ
৯) দৃঢ়া যে মতি – দৃঢ়মতি
১০) মহান যে মনীষী – মহামনীষী
১১) মহান যে উপাধ্যায় – মহোপাধ্যায়
১২) মহতী যে সভা – মহাসভা
১৩) মহৎ যে বল – মহাবল
১৪) মহান যে রাজা – মহারাজা
১৫) মহৎ যে ধন – মহাধন
১৬) মূল যে সুর – মূলসুর
১৭) সত্য যে বার্তা – সত্যবার্তা
১৮) সাধারণ যে জন – জনসাধারণ
১৯) বৃদ্ধ যে ঋষি – ঋষিবৃদ্ধ
২০) ছন্ন যে মতি – মতিছন্ন
২১) ভাজা যে পটল – পটলভাজা
২২) যিনি রাজা তিনি ঋষি – রাজর্ষি
২৩) অধম যে নর – নরাধম
২৪) যিনি দেব তিনি গুরু – গুরুদেব
২৫) যা স্নিগ্ধ তাই উজ্জ্বল – স্নিগ্ধোজ্জ্বল
২৬) সরল অথচ উন্নত – সরলোন্নত
২৭) পূর্বে স্নাত পরে অনুলিপ্ত – স্নাতানুলিপ্ত
২৮) নীল অথচ লোহিত – নীললোহিত
২৯) মূল যে সুর – মূলসুর
৩০) মিথ্যা যে ভাষণ – মিথ্যাভাষণ
৩১) ছোট যে মাসি – ছোটমাসি
৩২) মেজ যে কাকু – মেজকাকু
৩৩) তিন যে তলা – তিনতলা(তৃতীয় তলা বোঝাতে)
৩৪) যিনি লেখক তিনি মেসো – লেখক মেসো
৩৫) আগ্নেয় যে পাহাড় – আগ্নেয়পাহাড়
৩৬) সম যে তল – সমতল
৩৭) অন্তিম যে কাল – অন্তিমকাল
৩৮) রুদ্ধ যে শ্বাস – রুদ্ধশ্বাস
৩৯) পুণ্য যে বাণী – পুণ্যবাণী
৪০) ছদ্ম যে বেশ – ছদ্মবেশ
৪১) যিনি দারোগা তিনি বাবু – দারোগাবাবু
৪২) দূর যে স্থান – দূরস্থান
৪৩) মহান যে যুদ্ধ – মহাযুদ্ধ
৪৪) যিনি মাস্টার তিনি মশাই – মাস্টারমশাই
৪৫) হতাশ যে স্বর – হতাশস্বর
৪৬) প্রিয় যে অনুজ – প্রিয়ানুজ
৪৭) বীরেন্দ্র কেশরী যিনি – বীরেন্দ্রকেশরী
৪৮) মহান বলী (বীর) যিনি – মহাবলী
৪৯) গুণের নিধি যিনি – গুণনিধি
৫০) গহন যে কানন – গহনকানন
৫১) মৃদু যে স্বর – মৃদুস্বর
৫২) আশু (দ্রুত) যে গতি – আশুগতি
৫৩) শিষ্ট যে আচার – শিষ্টাচার
৫৪) কিয়ৎ যে অংশ – কিয়দংশ
৫৫) বুড়ো যে মানুষ – বুড়োমানুষ
৫৬) গৌর যে বর্ণ – গৌরবর্ণ
৫৭) তীক্ষ্ণ যে দৃষ্টি – তীক্ষ্ণদৃষ্টি
৫৮) বড়ো যে সাহেব – বড়সাহেব
৫৯) ভোজ্য যে বস্তু – ভোজ্যবস্তু
৬০) দিব্য যে স্থান – দিব্যস্থান
৬১) সৎ যে আচার – সদাচার
৬২) মহা যে ঔষধি -মহৌষধি
৬৩) বয়স্ক যে লোক – বয়স্কলোক
৬৪) নব যে আগত – নবাগত
৬৫) তীব্র যে বেগ – তীব্রবেগ
● মধ্যপদালোপী কর্মধারয় :-
১) সিংহ লাঞ্ছিত আসন – সিংহাসন
২) বৃত্র নামক অসুর – বৃত্রাসুর
৩) উদয় নামক গিরি – উদয়গিরি
৪) ভিক্ষালব্ধ অন্ন – ভিক্ষান্ন
৫) গীতি ভূয়িষ্ঠ নাট্য – গীতিনাট্য
৬) উদয়কালীন রবি – উদয়রবি
৭) আকাশ মারফত প্রেরিত বাণী – আকাশবাণী
৮) জীবন হানির আশঙ্কায় বীমা – জীবনবিমা
৯) রাজকার্যে নিযুক্ত পুরুষ – রাজপুরুষ
১০) বরের অনুগামী যাত্রী – বরযাত্রী
১১) পথে অনুষ্ঠিত সভা – পথসভা
১২) রাজার পৃষ্ঠপোষিত কবি – রাজকবি
১৩) ননী লোভী গোপাল – ননীগোপাল
১৪) মায়া প্রকালক কান্না – মায়াকান্না
১৫) মৌ সঞ্চয়কারী মাছি – মৌমাছি
১৬) লোক সমাজে প্রচলিত গীতি – লোকগীতি
১৭) ছায়া দানকারী তরু – ছায়াতরু
১৮) ছাত্র থাকাকালীন জীবন – ছাত্রজীবন
১৯) শোক প্রকাশক সভা – শোকসভা
২০) প্রাণি বিষয়ক বিদ্যা – প্রাণিবিদ্যা
২১) জামাইয়ের কল্যাণার্থে ষষ্ঠী – জামাইষষ্ঠী
২২) মধ্যাহ্ন কালীন ভোজন – মধ্যাহ্নভোজন
২৩) হস্ত নির্মিত শিল্প – হস্তশিল্প
২৪) সাহিত্য বিষয়ক অধিবেশন – সাহিত্য অধিবেশন
২৫) ত্রি অধিক দশ – ত্রয়োদশ
২৬) দ্বি অধিক চত্বারিংশৎ – দ্বিচত্বারিংশৎ
২৭) অষ্ট অধিক সপ্ততি – অষ্টসপ্ততি
২৮) দিবাকালীন নিদ্রা – দিবানিদ্রা
২৯) দুপুর নামক বেলা – দুপুরবেলা
৩০) কয়লায় রূপান্তরিত কাঠ – কাঠকয়লা
৩১) গিরি মধ্যবর্তী খাদ – গিরিখাদ
৩২) প্রদোষ নামক কাল – প্রদোষ কাল
৩৩) লৌহ নির্মিত পাত্র – লৌহপাত্র
৩৪) ব্যবস্থা লিখিত পত্র – ব্যবস্থাপত্র
৩৫) আতপ নামক চাল – আতপচাল
৩৬) লিচু গাছ পরিবেষ্টিত যে বাগান – লিচুবাগান
৩৭) ফুল রাখার সাজি – ফুলসাজি
৩৮) কনক দ্বারা নির্মিত আসন – কনকাসন
৩৯) নিশা কালীন রণ – নিশারণ
৪০) মৈনাক নামক শৈল – মৈনাকশৈল
৪১) কাশিম নামক বাজার – কাশিমবাজার
৪২) জয় সূচক ধ্বনি – জয়ধ্বনি
৪৩) বুকে স্থিত পকেট – বুকপকেট
৪৪) ফুট মাপের রুল – ফুটরুল
৪৫) নিম নামক যে গাছ – নিমগাছ
● উপমান কর্মধারয় :-
১) কাজলের মতো কালো – কাজলকালো
২) মিসির মতো কালো – মিসকালো
৩) ঘনের ন্যায় শ্যাম – ঘনশ্যাম
৪) জ্যোৎস্নার ন্যায় স্নিগ্ধ – জ্যোৎস্নাস্নিগ্ধ
৫) বজ্রের ন্যায় ভীষণ – বজ্রভীষণ
৬) ইস্পাতের মতো কঠিন – ইস্পাতকঠিন
৭) শশকের ন্যায় ব্যস্ত – শশব্যস্ত
● উপমিত কর্মধারয় :-
১) কথা অমৃতের তুল্য – কথামৃত
২) পুরুষ সিংহের ন্যায় – পুরুষসিংহ
৩) নর দেবের তুল্য – নরদেব
৪) চরণ পদ্মের ন্যায় – চরণপদ্ম
৫) পুরুষ ঋষভের ন্যায় – পুরুষর্ষভ
৬) সন্দেশ আমের মতো – আমসন্দেশ
৭) মানবের ন্যায় রূপ – মানবরূপ
● রূপক কর্মধারয় :-
১) আঁখিরূপ পাখি – আঁখিপাখি
২) মনরূপ মাঝি – মনমাঝি
৩) প্রাণ রূপ প্রবাহিণী – প্রাণপ্রবাহিণী
৪) জ্ঞান রূপ আলোক – জ্ঞানালোক
৫) জ্ঞান রূপ চক্ষু – জ্ঞানচক্ষু
৬) কাল রূপ সমর – কালসমর
৭) পদ রূপ আশ্রয় – পদাশ্রয়
৮) হেম রূপ লতা – হেমলতা
৯)
★ বহুব্রীহি সমাস ★
● সহার্থক বহুব্রীহি :-
১) পুত্রের সঙ্গে বর্তমান – সপুত্র
২) বেগের সঙ্গে বিদ্যমান – সবেগ
৩) ত্বরার সঙ্গে বর্তমান – সত্বর
৪) টীকার সঙ্গে বর্তমান – সটীক
৫) অবলীলার সঙ্গে বর্তমান – সাবলীল
৬) হর্ষের সঙ্গে বর্তমান – সহর্ষ
৭) সম্ভ্রমের সঙ্গে বিদ্যমান – সসম্ভ্রম
৮) ধবের সঙ্গে বিদ্যমান – সধবা
৯) অবধানের সঙ্গে বিদ্যমান – সাবধান
১০) ক্রিয়ার সঙ্গে বর্তমান – সক্রিয়
১১) সৈন্যদের সহিত বর্তমান – সসৈন্য
১২) দলবলের সহিত বর্তমান – সদলবলে
● সংখ্যাপূর্বক বহুব্রীহি :-
১) দশটি আনন যার – দশানন
২) ত্রি লোচন যার – ত্রিলোচন
৩) সে (তিন – ফারসি শব্দ) তার যার – সেতার
৪) দুটি দিকে অপ্ (জল) যার – দ্বীপ
৫) একদিকে রোখা যার – একরোখা
৬)
● মধ্যপদালোপী বহুব্রীহি :-
১) কমলের মতো অক্ষি যার – কমলাক্ষি
২) কপোতের অক্ষির ন্যায় অক্ষি যার – কপোতাক্ষ
৩) বিড়ালের অক্ষির মতো অক্ষি যার – বিড়ালাক্ষ
৪) বউয়ের দ্বারা ভাত পরিবেশনের যে উৎসব – বউভাত
৫) কাঞ্চনের প্রভার ন্যায় প্রভা যার – কাঞ্চনপ্রভা
৬) শ্বার পদের মতো পদ যার – শ্বাপদ
৭) পাঁচ সের ওজন যার – পাঁচসেরি
৮) বিধূর ন্যায় মুখ যে নারীর – বিধুমুখী
৯) কুম্ভের আকারের ন্যায় কর্ণ যার – কুম্ভকর্ণ
● ব্যতিহার বহুব্রীহি :-
১) হাতে হাতে যে যুদ্ধ – হাতাহাতি
২) পরস্পরকে টানা – টানাটানি
৩) পরস্পর দর হাঁকা – দরাদরি
৪) কানে কানে যে মন্ত্রণা – কানাকানি
৫) হেসে হেসে যে আলাপ – হাসাহাসি
৬) পরস্পর সরা – সরাসরি
৭) কোলে কোলে যে মিলন – কোলাকুলি
৮) লিখে লিখে যে কাজ – লেখালেখি
৯) ছুড়ে ছুড়ে যে ফেলা – ছোড়াছুড়ি
১০) পরস্পরকে ধরা – ধরাধরি
● ব্যধিকরণ বহুব্রীহি :-
১) বীণা পাণিতে যার – বীণাপানি
২) পদ্ম নাভিতে যার – পদ্মনাভ
৩) মধু কন্ঠে যার – মধুকন্ঠ
৪) সত্যে সন্ধা যার – সত্যসন্ধ
৫) পাপে মতি যার – পাপমতি
৬) আশীতে (দন্ত) বিষ যার – আশীবিষ
৭) ধর্মে বুদ্ধি যার – ধর্মবুদ্ধি
৮) ক্ষণে জন্ম যার – ক্ষণজন্মা
৯) মেঘ বাহন যার – মেঘবাহন
● সমানাধিকরণ বহুব্রীহি :
১) সু হৃদয় যার – সুহৃদ
২) সু ধী যার – সুধী
৩) বিশাল অক্ষি যার – বিশালাক্ষ
৪) হরি অক্ষি যার – হর্যক্ষ
৫) সমান ধর্ম যার – সধর্মা
৬) সমান জাতি যার – সজাতি
৭) ছিন্ন হয়েছে শাখা যার – ছিন্নশাখা
৮) প্রিয় সখা যার – প্রিয়সখা
৯) মূঢ়া মতি যার – মূঢ়মতি
১০) দীর্ঘ আয়ু যার – দীর্ঘায়ু
১১) পূর্ণা আকাঙ্ক্ষা যার – পূর্ণাকাঙ্ক্ষ
১২) সম বাহু যার – সমবাহু
● নঞর্থক বহুব্রীহি :-
১) নি: রদ যার – নীরদ
২) নি: শঙ্ক যার – নি:শঙ্ক
৩) নেই অর্থ যার – নিরর্থক
৪) নেই ঈশ যার – অনীশ
৫) নেই থই যার – অথই
৬) নেই তন্দ্রা যাতে – অতন্দ্র
৭) বিগত ক্লম যার – বিগতক্লম
৮) নি: অপেক্ষা যাতে – নিরপেক্ষ
৯) বিগত হয়েছে শ্রী যার – বিশ্রী
১০) নি: দায় যাতে – নির্দায়
১১) নেই ঈহা যার – অনীহ
১২) বিগত ধর্ম যার – বিধর্ম
১৩) নেই লাজ যার – নিলাজ
১৪) নি: (নেই) বিকল্প যার – নির্বিকল্প
১৫) বিগত অর্থ যার – ব্যর্থ
১৬) কোথা থেকেও ভয় নেই যার – অকুতোভয়
১৭) নি: (নেই) কূজন যেখানে – নিষ্কুঞ্জ
১৮) নেই রাগ যার – বিরাগ
১৯) নেই অর্থ যার – নিরর্থক
২০) নেই ভুল যাতে – নির্ভুল
২১) নেই সহায় যার – অসহায়
২২) নেই চৈতন্য যার – অচৈতন্য
২৩) নেই শব্দ যাতে – নিঃশব্দে
২৪)
★ তৎপুরুষ সমাস ★
● কর্ম তৎপুরুষ :-
১) রথকে দেখা – রথ দেখা
২) দেশকে উদ্ধার – দেশোদ্ধার
৩) ছেলেকে ভুলানো – ছেলে ভুলানো
৪) লুচিকে ভাজা – লুচিভাজা
৫) বধূকে বরণ – বধূবরণ
৬) কাঁটাকে মারা – কাঁটামরা
৭) দায়কে সারা – দায় সারা
৮) আত্মকে সমর্পণ – আত্মসমর্পণ
৯) জীবনকে হারা – জীবনহারা
১০) বাঘকে আঁকা – বাঘআঁকা
● করণ তৎপুরুষ :-
১) অস্ত্রের দ্বারা আহত – অস্ত্রাহত
২) শিশিরে সিক্ত – শিশিরসিক্ত
৩) তৃষ্ণার দ্বারা আর্ত – তৃষ্ণার্ত
৪) দারিদ্র্যে ক্লিষ্ট – দারিদ্র্যক্লিষ্ট
৫) আশার দ্বারা হত – আশাহত
৬) শোক দ্বারা আকূল – শোকাকূল
৭) ঢেঁকি দ্বারা ছাঁটা – ঢেঁকিছাঁটা
৮) বায়ূ দ্বারা পূর্ণ – বায়ূপূর্ণ
৯) অগ্নি দ্বারা শুদ্ধা – অগ্নিশুদ্ধা
১০) ছায়ায় আবৃত – ছায়াবৃত
১১) বাষ্প দ্বারা আকুল – বাষ্পাকুল
১২) নেশার দ্বারা গ্রস্ত – নেশাগ্রস্ত
১৩) বজ্র দ্বারা আঘাত – বজ্রাঘাত
১৪) তৈল দ্বারা নিষিক্ত – তৈলনিষিক্ত
১৫) স্পর্শ দ্বারা দুষ্ট – স্পর্শদুষ্ট
১৬) শ্রী দ্বারা যুত – শ্রীযুত
১৭) মেঘ দ্বারা আচ্ছন্ন – মেঘাচ্ছন্ন
১৮) বর্ষণ দ্বারা পুষ্ট – বর্ষণপুষ্ট
১৯) বিরহ বেদনা দ্বারা পূর্ণ – বিরহবেদনাপূর্ণ
২০) জলের দ্বারা পূর্ণ – জলপূর্ণ
● নিমিত্ত তৎপুরুষ :-
১) পুলিশের নিমিত্ত স্টেশন – পুলিশস্টেশন
২) গোয়ালের নিমিত্ত ঘর – গোয়ালঘর
৩) রণের নিমিত্ত ভূমি – রণভূমি
● অপাদান তৎপুরুষ :-
১) পারী (সমুদ্র) থেকে জাত – পারিজাত
২) পাঠশালা থেকে পলায়ন – পাঠশালা পলায়ন
৩) বিদ্যায় উৎসাহী – বিদ্যোৎসাহী
৪) জন্ম থেকে অন্ধ – জন্মান্ধ
৫) বিদেশ থেকে আগত – বিদেশাগত
৬) স্নাতক থেকে উত্তর – স্নাতকোত্তর
৭) আগা থেকে গোড়া – আগাগোড়া
৮) হাত থেকে ছাড়া – হাতছাড়া
৯) স্বর্গ থেকে ভ্রষ্ট – স্বর্গভ্রষ্ট
● অধিকরণ তৎপুরুষ :-
১) অগ্রে গণ্য – অগ্রগণ্য
২) গঙ্গায় স্নান – গঙ্গাস্নান
৩) সংসারে বিরাগী – সংসারবিরাগী
৪) গৃহে বাস – গৃহেবাস
৫) সাহিত্যে প্রীতি – সাহিত্যপ্রীতি
৬) অকালে পক্ক – অকালপক্ক
৭) বিশ্বে বিখ্যাত – বিশ্ববিখ্যাত
৮) পূর্বে দৃষ্ট – পূর্বদৃষ্ট
৯) কবির মধ্যে ঈশ – কবীশ
১০) সরস এর মধ্যে বর (শ্রেষ্ঠ) – সরোবর
১১) পুরুষের মধ্যে উত্তম – পুরুষোত্তম
১২) কবিদের মধ্যে শ্রেষ্ঠ – কবিশ্রেষ্ঠ
১৩) ব্যক্তিকে গত – ব্যক্তিগত
১৪) অশ্বে আরূঢ় – অশ্বারূঢ়
১৫) দেবকে আশ্রিত – দেবাশ্রিত
১৬) চরণে আশ্রিত – চরণাশ্রিত
১৭) বিশ্ব জুড়ে যুদ্ধ – বিশ্বযুদ্ধ
১৮) চির কাল ধরে সুখী – চিরসুখী
১৯) নিত্যকাল ধরে আনন্দ – নিত্যানন্দ
২০) ক্ষণকাল জুড়ে স্থায়ী – ক্ষণস্থায়ী
২১) পক্ষীদের মধ্যে ইন্দ্র – পক্ষীন্দ্র
২২) বীরেদের মধ্যে মণি – বীরমণি
২৩) ধ্যানে স্থিত – ধ্যানস্থিত
২৪) পূর্বে উক্ত – পূর্বোক্ত
২৫) পূর্বে শ্রুত – শ্রুতপূর্ব
২৬) নরের অধম – নরাধম
২৭) কারায় অবরুদ্ধ – কারারুদ্ধ
২৮) একে নিষ্ঠা – একনিষ্ঠ
২৯) পূর্বে ভূত – ভূতপূর্ব
৩০) গৃহে আগত – গৃহাগত
● নঞ তৎপুরুষ সমাস :-
১) নয় কোরা – আনকোরা
২) নয় পরিচিত – অপরিচিত
৩) নয় শুভ – অশুভ
৪) নয় সন্তোষ – অসন্তোষ
৫) নয় ধৈর্য – অধৈর্য
৬) নয় পরিচিত – অপরিচিত
৭) নয় স্পৃশ্য – অস্পৃশ্য
৮) নয় দৃষ্ট – অদৃষ্ট
৯) নয় চঞ্চল – অচঞ্চল
১০) নয় সম্ভব – অসম্ভব
১১) নয় আয়াস – অনায়াস
১২) নয় যোগ্য – অযোগ্য
১৩) নয় শ্রদ্ধা – অশ্রদ্ধা
১৪) নয় ন্যায় – অন্যায়
১৫) নয় পর্যাপ্ত – অপর্যাপ্ত
১৬) নয় স্বীকার – অস্বীকার
১৭) নয় পরিজ্ঞাত – অপরিজ্ঞাত
১৮) নয় আহূত – অনাহূত
১৯) নয় সঙ্কোচ – অসঙ্কোচ
২০) নয় বিরত – অবিরত
২১) নয় সুস্থ – অসুস্থ
২২) নয় শ্রুতপূর্ব – অশ্রুতপূর্ব
● সম্বন্ধ তৎপুরুষ :-
১) জলের তরঙ্গ – জলতরঙ্গ
২) অরণ্যের পথ – অরণ্যপথ
৩) দৃষ্টির অতীত – দৃষ্টিতীত
৪) চেতনাতীত – চেতনার অতীত
৫) বনের প্রান্ত – বনপ্রান্ত
৬) রাক্ষসদের অধিপতি – রাক্ষসাধিপতি
৭) রত্নের আকর – রত্নাকর
৮) রক্ষঃকুলের চূড়ামণি – রক্ষকূলঃচূড়ামণি
৯) বৈরির দল – বৈরিদল
১০) দশাননের আত্মজ – দশাননত্মজ
১১) রিপুর কূল – রিপুকূল
১২) বীরের আভরণ – বীর আভরণ
১৩) তরুকুলের ঈশ্বর – তরুকুলেশ্বর
১৪) যুথের নাথ – যূথনাথ
১৫) সেনাদের পতি – সেনাপতি
১৬) দিনের নাথ – দিননাথ
১৭) গঙ্গার উদক (জল) – গঙ্গোদক
১৮) গিরির শৃঙ্গ – গিরিশৃঙ্গ
১৯) কুসুমের দাম (মালা) – কুসুমদাম
২০) ইন্দ্রের চাপ (ধনুক) – ইন্দ্র চাপ
২১) শমীবৃক্ষের মূল – শমীবৃক্ষমূল
২২) রাজার নীতি – রাজনীতি
২৩) প্রলয়ের নেশা – প্রলয় নেশা
২৪) বজ্রের শিখা – বজ্রশিখা
২৫) সিন্ধুর পারে – সিন্ধুপারে
২৬) নয়নের জল – নয়নজল
২৭) রথের ঘর্ঘর – রথঘর্ঘর
২৮) গগনের তল – গগনতল
২৯) জগতের ঈশ – জগদীশ
৩০) রাজার বিদ্রোহী – রাজবিদ্রোহী
৩১) জন্মের ভূমি – জন্মভূমি
৩২) স্ব এর অধীন – স্বাধীন
৩৩) পরের ধর্ম – পরোধর্ম
৩৪) সমুদ্রের নৃপতি – সমুদ্রনৃপতি
৩৫) ইন্দ্রের শাপ – ইন্দ্রশাপ
৩৬) সিন্ধুর তীর – সিন্ধুতীর
৩৭) গ্রামের প্রধান – গ্রামপ্রধান
৩৮) হিমের আলয় – হিমালয়
৩৯) অর্থের ভেদ – অর্থভেদ
৪০) ময়ূরের পালক – ময়ূরপালক
৪১) জলের স্রোত – জলস্রোত
৪২) স্রোতের ধারা – স্রোতধারা
৪৩) হিমের আলয় – হিমালয়
৪৪) শবের শয্যা – শ্মশান
৪৫) গো এর পদ – গোষ্পদ
৪৬) কবিদের রাজা – রাজকবি
৪৭) কমলের ঈশ – কমলেশ
৪৮) রত্নের আকর – রত্নাকর
৪৯) বনের পতি – বনস্পতি
৫০) পথের রাজা – রাজপথ
● উপপদ তৎপুরুষ :-
১) ইন্দ্রকে জয় করেছেন যিনি – ইন্দ্রজিৎ
২) অস্তাচলে গমন করে যে – অস্তাচলগামী
৩) সত্যকে আশ্রয় করেন যিনি – সত্যাশ্রয়ী
৪) নীচ পদে স্থিত যে – নীচপদস্থিত
৫) দিশা হারিয়েছে যে – দিশাহারা
৬) অন্ধ করে যা – অন্ধকার
৭) সর্বনাশ করে যে – সর্বনাশী
৮) মিথ্যে বলে যে – মিথ্যেবাদী
৯) শুভ আকাঙ্ক্ষা করে যে – শুভাকাঙ্ক্ষী
১০) মনকে হরণ করে যে – মনোহর
১১) বিদ্যা ধারণ করে যে – বিদ্যাধরি
১২) ভাষাতত্ত্ব জানে যে – ভাষাতত্ত্বজ্ঞ
১৩) অনিষ্ট করে যে – অনিষ্টকর
১৪) আর্তনাদ করছে যে – আর্তনাদি
১৫) ক্ষীণ স্রোত যার – ক্ষীণস্রোতা
১৬) পঙ্কে জন্মে যে – পঙ্কজ
১৭) খ এ চরে যে – খেচর
১৮) ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি – জিতেন্দ্রিয়
১৯) জল দেয় যে – জলদ
২০) অপে জন্মে যা – অপজ
২১) শত্রুকে হত্যা করে যে – শত্রুঘ্ন
২২) সত্য বলে যে – সত্যবাদী
★ অব্যয়ীভাব সমাস★
১) আগা থেকে গোড়া পর্যন্ত – আগাগোড়া
২) পদ থেকে মস্তক পর্যন্ত – আপাদমস্তক
৩) কায়দার অভাব – বেকায়দা
৪) রাজির অভাব – গররাজি
৫) শব্দের অনুরূপ – প্রতিশব্দ
৬) জন্ম থেকে – আজন্ম
৭) ভাবের যোগ্য – অনুভাব
৮) কূলের যোগ্য – অনুকূল
৯) মরণ পর্যন্ত – আমরণ
১০) বিধিকে অতিক্রম না করে – যথাবিধি
১১) গ্রহের সদৃশ – উপগ্রহ
১২) ভিক্ষার অভাব – দূর্ভিক্ষ
১৩) নগরীর সমীপে – উপনগরী
১৪) গমনের পশ্চাৎ – অনুগমন
১৫) নুনের অভাব – আলুনি
১৬) ইচ্ছা অতিক্রম না করে – যথেচ্ছ
১৭) ক্ষুদ্র সাগর – উপসাগর
১৮) আচার্যের সদৃশ – উপাচার্য
১৯) বিঘ্নের অভাব – নির্বিঘ্ন
২০) ভাষার সদৃশ – উপভাষা
২১) কন্ঠের সমীপে – উপকন্ঠ
২২) সরণের পশ্চাৎ – অনুসরণ
২৩) রূপের যোগ্য – অনুরূপ
২৪) কথাকে অতিক্রম না করে – কথামতো
২৫) মানানের অভাব – বেমানান
২৬) ইন্দ্রের পশ্চাৎ – উপেন্দ্র
২৭) জেলায় জেলায় – প্রতিজেলা
২৮) পক্ষের বিরুদ্ধ – প্রতিপক্ষ
২৯) কার্যের বিপরীত – প্রতিকার
৩০) বছর বছর – ফি বছর
৩১) সন্ধ্যার কাছাকাছি – সন্ধ্যানাগাদ
৩২) সমুদ্র থেকে হিমাচল – আসমুদ্রহিমাচল
৩৩) ক্ষুদ্র অঙ্গ – প্রত্যঙ্গ