মকটেস্ট – ১: আগস্ট
বিষয় – বিষবৃক্ষ উপন্যাস
১) শুদ্ধ মন্তব্যটি চিহ্নিত করো –
A. দত্তবাড়িতে প্রতি রবিবার অন্ন বিতরণ করা হত।
B. কুন্দ হীরার সাক্ষাৎ হল সপ্তম পরিচ্ছেদে।
C. যে মহলে কেউ বাস করে না – তোষা বাড়ি
D. খানসামা গৃহত্যাগী সূর্যমুখীকে দেখতে পেয়েছিল – শিবমন্দিরে।
★ সঠিক উত্তর – B
২) “আর একজন জমিদার হরিপুর জেলায় বাস করতেন” – কে ?
A. সুরেন্দ্র
B. দেবেন্দ্র
C. আনন্দ
D. গণেশ
★ সঠিক উত্তর – D
৩) হরিদাসী বৈষ্ণবীকে গানের ফরমায়েশের ক্রম উল্লেখ করো –
1. দাশরথি 2. গোবিন্দ অধিকারী 3. নিধুর টপ্পা 4. গোপাল উড়ে
A. 2 – 4 – 1 – 3
B. 4 – 2 – 3 – 1
C. 3 – 2 – 1 – 4
D. 1 – 4 – 2 – 3
★ সঠিক উত্তর – A
৪) বক্তব্য
a) তুমি ভিন্ন আর আমাকে কেহ ভালোবাসে না
b) তুমিই আমায় ভালোবাস
c) তুমি আমায় ভালোবাসো না
d) তোমাতে আমার সুখ নাই
কে – কাকে ?
1. নগেন্দ্র সূর্যমুখীকে
2. সূর্যমুখী কমলকে
3. কুন্দ কমলকে
4. সূর্যমুখী নগেন্দ্রকে
A. a) – 3. b) – 4. c) – 1. d) – 2
B. a) – 2. b) – 3. c) – 4. d) – 1
C. a) – 4 b) – 1. c) – 2. d) – 3
D. a) – 3. b) – 1. c) – 4. d) – 2
★ সঠিক উত্তর – B
৫) “এতদূরে আখ্যায়িকা আরম্ভ হইল। এতদূরে বিষবৃক্ষের বীজ বপন হইল” – কততম পরিচ্ছেদে লেখা ?
A. ৫ম
B. ৬ঠ
C. ৭ম
D. ৮ম
★ সঠিক উত্তর – D
৬) 1. বৈঠকখানা 2. নাটমন্দির 3. অতিথিশালা 4. পুজোর দালান
5. তোষাবাড়ি 6. দপ্তর
– কোনগুলি কাছারি বাড়ির অন্তর্গত ?
A. 1, 5, 6
B. 2, 4, 5
C. 1, 3, 6
D. 2, 3, 5
★ সঠিক উত্তর – A
৭) অধ্যায়ের শিরোনামে ‘বিষবৃক্ষ’ শব্দের ব্যবহারের ক্রম –
1. হীরার বিষবৃক্ষ মুকুলিত
2. বিষবৃক্ষ কি ?
3. হীরার বিষবৃক্ষের ফল
4. বিষবৃক্ষের ফল
A. 4 – 2 – 1 – 3
B. 1 – 4 – 2 – 3
C. 1 – 2 – 3 – 4
D. 2 – 4 – 1 – 3
★ সঠিক উত্তর – D
৮) “_ কমলের একটা রোগ”
A. গান গাওয়া
B. হাসা
C. চুল বাঁধা
D. পা নাচা
★ সঠিক উত্তর – C
৯) “গান জানে না, একটা দাশুরায়ের গানও গাইতে পারিল না” – একথা কে বলেছিল ?
A. চন্দ্রমুখী
B. অনঙ্গ
C. মুক্তকেশী
D. বিরাজ
★ সঠিক উত্তর – B
১০) হীরার কার্যকলাপের বর্ণনার ক্রম –
1. ছেলেদের বিবাহের আবদার শিখাইয়া দেয়
2. দাসীতে দাসীতে ঝগড়া বাঁধিয়ে তামাসা দেখে
3. নিদ্রিত দেখলে চুন কালি দিয়ে সং সাজায়
4. আড়ালে বসে গান করে
5. পাচিকাকে অন্ধকারে ভয় দেখায়
A. 5 – 3 – 2 – 1 – 4
B. 2 – 4 – 3 – 1 – 5
C. 4 – 2 – 5 – 1 – 3
D. 3 – 5 – 2 – 4 – 1
★ সঠিক উত্তর – C
১১) “যুবার বয়স পঞ্চবিংশ বৎসর, কিন্তু ভাগ্যক্রমে মুখমন্ডলে রোমাবলীর চিহ্নমাত্র ছিল না” – কার সম্পর্কে বলা হয়েছে ?
A. সুরেন্দ্র
B. নগেন্দ্র
C. হরিদাসী
D. দেবেন্দ্র
★ সঠিক উত্তর – D
১২) ঘটনা
a) কুন্দর আত্মহত্যার চেষ্টা
b) তারাচরণের মৃত্যু
c) দেবেন্দ্র হীরার প্রথম সাক্ষাৎ
d) হরিদাসী বৈষ্ণবীর আবির্ভাব
অধ্যায়
1. ৮ নং
2. ৯ নং
3. ১৬ নং
4. ১৭ নং
A. a) – 3. b) – 1 c) – 4. d) – 2
B. a) – 2. b) – 3. c) – 4. d) – 1
C. a) – 4 b) – 1. c) – 2. d) – 3
D. a) – 3. b) – 4. c) – 1. d) – 2
★ সঠিক উত্তর – A
১৩) সূর্যমুখীর ঘরে কতকগুলি ছবি ছিল ?
A. ৮টি
B. ৭টি
C. ৬টি
D. ৫টি
★ সঠিক উত্তর – B
১৪) মন্তব্য – নগেন্দ্র কুন্দনন্দিনীর প্রতি লুব্ধ চিত্ত সংবরণ করতে পারেনি।
যুক্তি – নগেন্দ্র কখনো কোনো কিছুর অভাব বোধ করেনি।
A. কেবল মন্তব্য শুদ্ধ
B. কেবল যুক্তি শুদ্ধ
C. দুটোই শুদ্ধ
D. দুটোই অশুদ্ধ
★ সঠিক উত্তর – C
১৫) বয়স অনুযায়ী চরিত্রগুলি অধঃক্রমে সাজাও
1. কমলমণি 2. সূর্যমুখী 3. কুন্দ 4. হীরা
A. 2 – 4 – 1 – 3
B. 4 – 1 – 3 – 2
C. 3 – 4 – 2 – 1
D. 1 – 3 – 4 – 2
★ সঠিক উত্তর – A
১৬) ‘বিষবৃক্ষ’ উপন্যাসের চতুর্থ অধ্যায়ের নাম কী ?
A. দীপনির্বাণ
B. ছায়া
C. এই সেই
D. অনেক প্রকারের কথা
★ সঠিক উত্তর – C
১৭) কুন্দ যখন সূর্যমুখীর বাড়ি ছেড়ে বেরিয়ে আসে তখন কুন্দর বয়স কত ?
A. ১৫ বছর
B. ১৭ বছর
C. ১৯ বছর
D. ২১ বছর
★ সঠিক উত্তর – B
১৮) বিবৃতি 1 – নগেন্দ্র সূর্যমুখীর মৃত্যুতে তার অস্থাবর সম্পত্তি দান করবে সতীশচন্দ্রকে।
বিবৃতি 2 – নগেন্দ্র সূর্যমুখীর মৃত্যু সংবাদ পেয়েছিল কার্তিক মাসে।
A. দুটোই শুদ্ধ
B. দুটোই অশুদ্ধ
C. বিবৃতি 1 অশুদ্ধ
D. বিবৃতি 2 অশুদ্ধ
★ সঠিক উত্তর – C
১৯) বিষবৃক্ষ উপন্যাসে ৩৮নং পরিচ্ছেদে ‘বিষবৃক্ষ’ শব্দটি কতবার আছে ?
A. ১বার
B. ২বার
C. ৩বার
D. একবারো নয়
★ সঠিক উত্তর – D
২০) শুদ্ধ কোনটি ?
A. বিষবৃক্ষ উপন্যাসের প্রথম গানটি গেয়েছে – বৈরাগীর দল।
B. মনের মতন রতন পেলে গানটি গেয়েছে দেবেন্দ্র।
C. উপন্যাসে হরিদাসী বৈষ্ণবী ৩টি গান গেয়েছে।
D. উপন্যাসের শেষ গানটি আছে ২০ নং পরিচ্ছেদে।
★ সঠিক উত্তর – A