ল্যাবরেটরি গল্প – শূন্যস্থানমূলক প্রশ্নোত্তর আলোচনা
১) নন্দকিশোর ছিলেন _ য়ুনিভার্সিটি থেকে পাস করা এঞ্জিনিয়র
● লন্ডন
২) যাকে সাধু ভাষায় বলা যেতে পারে _ ছাত্র , অর্থাৎ ব্রিলিয়ান্ট, তিনি ছিলেন তাই।
● দেদীপ্যমান ছাত্র
৩) নন্দকিশোর থাকতেন শিকদারপাড়ার গলির একটা _ বাড়িতে
● দেড়তলার
৪) _ থেকে, _ থেকে এমন সব দামী দামী যন্ত্র আনতেন যা ভারতবর্ষের বড়ো বড়ো বিশ্ববিদ্যালয়ে মেলে না
● জার্মান, আমেরিকা
৫) উনি হেঁকে উঠে বলতেন ক্ষমতা আছে আমাদের _, অক্ষমতা আছে আমাদের _ ।
● মগজে, পকেটে
৬) _ আনুকূল্যে রেল কোম্পানির পুরোনো লোহা লক্কড় সস্তা দামে কিনে নিয়ে কারখানা ফেঁদে বসলেন”
● সাহেবের
৭) “সরকার বাহাদুর শয়তানির জোরে দুনিয়া জিতে নিয়েছে, _ জোরে নয়”।
● খৃষ্টানির
৮) “সোহিনী স্বয়ং সমস্ত আইনের প্যাঁচ নিতে লাগল বুঝে। তার উপরে নারীর মোহজাল বিস্তার করে দিলে স্থান বুঝে _”
● উকিলপাড়ায়
৯) সোহিনী “মামলা জিতে নিলে একে একে, দূর সম্পর্কের _ গেল জেলে দলিল জাল করার অপরাধে”
● দেওর
১০) “মা বলত ওদের পূর্বপুরুষ এসেছিল _ থেকে”
● কাশ্মীর থেকে
১১) _ রেবতীর প্রথম দিককার অধ্যাপক
● মন্মথ চৌধুরী
১২) “ভেবে দেখো, সৃষ্টির আগাগোড়াই কেবল _ খেলা”
● অঙ্ককষার খেলা
১৩) “_ কে জন্ম দিয়েই ওর মা যান মারা”
● রেবতী
১৪) “রেবতী যখন সরকারের বৃত্তি নিয়ে _ যাবে স্থির হল, আবার এসে পড়ল পিসিমা সেই হাউমাউ শব্দে।”
● কেমব্রিজে
১৫) “পুরুষরা মেয়েদের মজায় বোকা বানিয়ে, উনি আমাকে মজিয়েছিলেন _ দিয়ে দিনরাত”
● বিদ্যে
১৬) “_ এখন ভারতীয় ঘানিতে ফোঁটা ফোঁটা তেল বের করছেন”
● রেবু
১৭) “তাঁর (নন্দকিশোরের) নেশা ছিল _ আর ল্যাবরেটরি”
● বর্মা চুরুট
১৮) “ভড়ং করতে করতে প্রাণ বেরিয়ে গেল মেয়েদের। _ সেজে বসতে হয় সতী সাবিত্রী।
● দ্রৌপদীকুন্তীদের
১৯) “যে _ বীথিকার তলায় রেবতী রবিবার কাটায়, আগে থাকতে সংবাদ নিয়ে সোহিনী সেইখানে এসে তাকে ধরলে”
● আকাশনিম
২০) “গাছপালার খোঁজে আমার স্বামী গিয়েছিল _ , আমি তাঁর সঙ্গ ছাড়িনি।”
● বর্মায়
২১) “বর্মা থেকে আসবার সময় এনেছিলুম এক গাছের চারা। বর্মিজরা তাকে বলে _ । চমৎকার ফুলের শোভা – কিন্তু কিছুতেই বাঁচাতে পারলুম না।”
● ক্কোয়াইটানিয়েঙ্গ
২২) “জানা উচিত হয়নি বাবা। পুজোর সাজির বাইরের ফুল আমাদের কাছে _ বললেই হয়।”
● পরপুরুষ
২৩) “_ আমার স্বামীর আইনে বারণ। তিনি বলতেন মানুষ তো অজগরের জাত নয়।”
● অনুরোধ করে খাওয়ানো
২৪) “আমার ল্যাবরেটরি দান করতে চাই _ “
● পাব্লিককে
২৫) “আমার ট্রাস্ট সম্পত্তির প্রেসিডেন্ট করে দেব _”
● রেবতীকে
২৬) “খবর জেনেছি, রেবতী _ নিয়ে কাজ করছেন। সেই পথে সংগ্রহ এগিয়ে চলুক।”
● ম্যাগনেটিজম
২৭) “তার পরদিনে রেবতী ল্যাবরেটরিতে নির্দিষ্ট সময়ের অন্তত _ মিনিট আগে এসেই উপস্থিত”
● বিশ
২৮) “ও(রেবতী) বেচারার চা খাবার অভ্যাস নেই, সর্দির আভাস দিলে _ খেয়ে থাকে।”
● বেলপাতাসিদ্ধ গরম জল
২৯) “মরণ আমার, রাগ করতে যাব কেন! ডাকুন আমাকে সোহিনী বলে, _ বললে আমার কান জুড়িয়ে যাবে।”
● সুহি
৩০) “আমি পাঞ্জাবের মেয়ে, আমার হাতে _ খেলে সহজে”
● ছুরি
৩১) “আমার ল্যাবরেটরি আর আমার বুকের কলিজা, তার মাঝখানে রয়েছে এই _”
● ছুরি
৩১) “তোমার _ কে আমি সিধে করে দেব যদি আমার সীমানায় তিনি পা বাড়ান”
● বঙ্কুবাবু
৩২) “আমার ল্যাবরেটরি রইল দিনরাত্রি _ জন শিখ সেপাইয়ের পাহারায়”
● চার
৩৩) “শুনছেন সার আইজাক নিউটন ? কাল আমাদের বাড়িতে আপনার চায়ের নেমন্তন্ন, ঠিক _ সময়”
● চারটে পঁয়তাল্লিশ মিনিটের
৩৪) হঠাৎ দেখলে তার টেবিলে একটা ঘন _ রঙের রুমাল পড়ে আছে, কোণে নাম সেলাই করা ‘নীলা’
● লাল
৩৫) “_ ডেকে উঠল। রেবতী চলে গেল বাড়িতে।”
● কাক
৩৬) “_ সঙ্গে চিঠিপত্র আমার চলে, একদিন এই ক্লাবে আমি তাঁকে নিমন্ত্রিত করে আনব।”
● এডিংটনের
৩৭) “_ গলায় গেলে ওর(রেবতীর) মাথা ঘুরে পড়ে”
● চুরুটের ধোঁয়া
৩৮) “এ তো কেমিষ্ট্রি ফর্মূলা নয় – খুঁত খুঁত কোরো না, মুখস্থ করে যাও। জান এটা লিখেছেন আমাদের সাহিত্যিক _ “
● প্রমদারঞ্জনবাবু
৩৯) “কাজ নেই, কর্ম নেই, নীলাকে তফাত করে রেখেছে আমাদের কাছ থেকে _ এর মতো।”
● কাঁটাগাছের বেড়ার
৪০) “এখন তো জাগানী ক্লাবের মেম্বররা _ চর্চা শুরু করবে। জেগে উঠবে পৌরাণিক যুগ”
● নারীহরণের
৪১) “গাড়ি তৈরি আছে। তোমাকে নিয়ে চললুম _ । আজ সন্ধের ভোজে ফিরিয়ে এনে দেব”
● ডায়মন্ডহারবারে
৪২) “আজ সান্ধ্যভোজ একটা নামজাদা রেস্তোরাঁতে। নিমন্ত্রণকর্তা স্বয়ং _ “
● রেবতী ভট্টাচার্য
৪৩) “চিনতে পারছি নে। ডক্টর ভট্টাচার্য বুঝি ? খরচের টাকা চেয়ে পাঠিয়েছিলে, পাঠিয়ে দিয়েছি গেল _ ; এই তো স্পষ্ট দেখতে পাচ্ছি কিছু অকুলোন হচ্ছে নে।”
● শুক্রবারে
৪৪) “জান মা ; অতিথি আজ _ জন, এঘরে সকলকে ধরে নি, এক দল আছে পাশের ঘরে – ঐ শুনছো না হো হো লাগিয়েছে”
● পঁয়ষট্টি
৪৫) “সিনেমার গাইয়েকে কত দিতে হয়েছে জান ? তার এক রাত্তিরের পাওনা _ টাকা”
● চারশো
৪৬) “সোহিনী বললে, আচ্ছা, আমি ততক্ষণ এখানে বসে রইলুম। _ তুমি দরজার কাছে হাজির থেকো।”
● নাসেরউল্লা
৪৭) “কী রে রেবি, রেবি, মুখখানা যে _ এর মতো সাদা হয়ে গেছে।
● পার্চমেন্টের মতো
৪৮) “রেবতীর মনের ভেতরটা _ মাছের মতো ধড়ফড় করছে। শুকনো মুখে কথাটি নেই”
● কই
৪৯) “ওর (রেবতীর) আর সবই আছে কেবল _ নেই, তুমি কাছে থাকলে তার অভাবটা টের পাওয়া যাবে না।”
● বুদ্ধি
৫০) “_ , তা হলে কিন্তু তোমার কাপড় চোপড়গুলো একটু ভদ্র রকমের বানাতে হবে, নইলে তোমার সামনে আমাকে আবার ঘোমটা ধরতে হবে।”
● সার আইজাক
৫১) “হঠাৎ আর একটা ছায়া পড়ল _ । পিসিমা এসে দাঁড়ালেন। বললেন, _ চলে আয়।”
● দেয়ালে, রেবি